ielts পরীক্ষা কতবার দেওয়া যায় | IELTS পরীক্ষা কি একাধিকবার দেওয়া যায় [বিস্তারিত দেখুন]

সত্যি বলতে IELTS নিয়ে আমাদের বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। কেউ জানতে চায়, আইইএলটিএস করতে কতদিন লাগে আবার কেউ জানতে চায় IELTS পরীক্ষা কতবার দেওয়া যায় (How many times can I take the IELTS test).

ielts পরীক্ষা কতবার দেওয়া যায় | IELTS পরীক্ষা কি একাধিকবার দেওয়া যায়
ielts পরীক্ষা কতবার দেওয়া যায়

তো একজন ব্যক্তি আসলে মোট কতবার IELTS পরীক্ষা দিতে পারবে সেকরম কোনো বাঁধাধরা নিয়ম নেই।

অর্থ্যাৎ আপনি চাইলে একাধিকবার IELTS পরীক্ষা তে অংশগ্রহন করতে পারবেন। কারণ আমরা জানি যে, আইইএলটিএস স্কোর এর নির্দিষ্ট মেয়াদ থাকে।

আজকের এই আর্টিকেল থেকে আপনি দেখতে পারবেন আসলে আইইএলটিএস পরীক্ষা কতবার দেওয়া যায় এবং এজাতীয় আরোও কিছু তথ্য। তাহলে চলুন মূল আলোচনাতে চলে যায় IELTS koto bar dewa zay.

ielts পরীক্ষা কতবার দেওয়া যায়?

আমরা অনেকেই মনে করি যে, ielts পরীক্ষা শুধুমাত্র একবার দেওয়া যায়। তবে “ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ” – থেকে বলা হয়েছে, একজন ব্যক্তি একাধিকবার IELTS পরীক্ষাতে অংশগ্রহন করতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষা দেওয়াতে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই।

আর আমরা তো বেশ ভালো করে জানি যে, IELTS স্কোর মেয়াদ মোট ০২ বছর পর্যন্ত থাকে। আর এই ০২ বছর আপনি আপনার আইইএলটিএস স্কোর ব্যবহার করতে পারবেন।

কিন্তুু যদি আপনার ০২ বছর পরও IELTS স্কোর এর দরকার হয়, তাহলে আপনাকে আবার আইইএলটিএস পরীক্ষায় দিতে হবে।

বাংলাদেশে মাসে কতবার ielts করা যায়?

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে বছরের প্রায় অধিকাংশ সময়ে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেননা, আপনি যদি শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে, আমাদের দেশে বছরে প্রায় ৪৮ দিন পরীক্ষার জন্য নির্ধারিত থাকে।

আর এই পরীক্ষার দিন থেকে এটা সহজেই অনুমান করা যায় যে, প্রতি মাসে অন্ততপক্ষে ৩ – ৪ টি করে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

Ielts পরীক্ষার কত দিন আগে বুকিং দেওয়া যায়?

আপনারা যারা আইইএলটিএস কোর্স করতে চান, তাদের একটি বিষয় অবশ্যই জানতে হবে। আর সেটি হলো, IELTS পরীক্ষা দেওয়ার আগে আপনাকে বুকিং দিতে হবে।

আর সে কারণে আপনারা অনেকেই জানতে চান যে, IELTS পরীক্ষার কতদিন আগে বুকিং দিতে হয়।

বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী আপনি পরীক্ষার মোট ০৩ মাস আগে বুকিং দিতে পারবেন। এছাড়াও যখন আপনি আইইএলটিএস পরীক্ষা দিবেন তখন আপনার পাসপোর্টের কপি দরকার হবে।

এ গুলোর পাশাপাশি তাদের নির্ধারিত পদ্ধতি অনুসরন করে পেমেন্ট করতে হবে। 

Ielts পরীক্ষার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

যখন আপনি আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহন করতে চাইবেন, তখন আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টস এর দরকার হবে। তবে প্রাথমিক ভাবে আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে পেমেন্ট করলে ব্যাংক কার্ড এর দরকার হবে।

আর উক্ত ডকুমেন্টস গুলো প্রদান করার মাধ্যমে আপনি আইইএলটিএস পরীক্ষাতে অংশগ্রহন করতে পারবেন। 

ভিসার সময় ielts এর মেয়াদ শেষ হলে কি হবে?

আপনি যেদিন থেকে IELTS পরীক্ষায় অংশগ্রহন করবেন তার পরবর্তী ০২ বছর পর্যন্ত সেই IELTS স্কোর ব্যবহার করা যাবে। কিন্তুু এই ০২ বছর পর যদি আপনার আবার আইইএলটিএস স্কোর এর দরকার হয় তবে আপনাকে পুনরায় উক্ত পরীক্ষাতে অংশগ্রহন করতে হবে।

তো অনেক সময় দেখা যায় যে, ভিসার আবেদন করার সময় আমাদের অনেকের IELTS এর মেয়াদ শেষ হয়। আর সেই সময় আমরা বুঝতে পারিনা যে, ভিসার সময় IELTS এর মেয়াদ শেষ হলে কি করতে হবে। আর আপনারও যদি এই সমস্যা হয়, তাহলে আপনি ভিসা আবেদন করলে সেটি গ্রহন করা হবেনা।

যার কারণে আপনাকে পুনরায় আইইএলটিএস পরীক্ষাতে অংশগ্রহন করতে হবে। এরপর আপনি পরীক্ষা তে যে আইইএলটিএস স্কোর অর্জন করতে পারবেন সেটি পরবর্তী ০২ বছর ব্যবহার করতে পারবেন। 

Ielts পরীক্ষা কোথায় হয়?

এই প্রশ্নটি শুধু আপনার নয় বরং আপনার মতো অনেক মানুষ জানতে চায় যে, Ielts পরীক্ষা কোথায় হয়। তো আপনার আইইএলটিএস পরীক্ষা কোথায় হবে, কত টাকা ফি দিতে হবে সেটি আপনাকে ব্রিটিশ কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হবে।

আর তাদের নির্ধারিত সময়, স্থান ভেদে আপনাকে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

সাধারণত IELTS পরীক্ষাকেন্দ্রসমূহ বিভাগীয় শহরে হয়ে থাকে। IELTS অন পেপারের পরীক্ষাকেন্দ্রসমূহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী এবং কুমিল্লা। আর IELTS অন কম্পিউটারের পরীক্ষাকেন্দ্রসমূহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

FAQs

IELTS কতদিন পর পরীক্ষা দেওয়া যায়?

IELTS পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আপনি যখনই প্রস্তুত থাকবেন, তখনই পরীক্ষা দিতে পারবেন। তবে, সাধারণভাবে, প্রার্থীরা পরীক্ষা দেওয়ার আগে অন্তত 2-3 মাসের জন্য প্রস্তুতি নেন।

IELTS করতে খরচ কত?

বাংলাদেশে IELTS পরীক্ষার ফি পেপার-ভিত্তিক এবং কম্পিউটার-ভিত্তিক হয়ে থাকে। তবে বাংলাদেশে ১৮০০০ থেকে ২২৫০০ পর্যন্ত টাকা ফি হয়ে থাকে।

IELTS এর জন্য কি 6 মাস যথেষ্ট?

IELTS এর জন্য কত সময় প্রয়োজন তা নির্ভর করে আপনার বর্তমান ইংরেজি দক্ষতার উপর। যদি আপনি ইংরেজিতে সাবলীল হন, তাহলে 6 মাসের মধ্যেই IELTS পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারবেন। তবে, যদি আপনার ইংরেজি দক্ষতা কম হয়, তাহলে আপনাকে আরও বেশি সময় প্রয়োজন হতে পারে।

আমি কি IELTS এ একটি মাত্র মডিউল লিখতে পারি?

না, IELTS পরীক্ষায় একটি মাত্র মডিউল লিখতে পারবেন না। আপনাকে চারটি মডিউলই লিখতে হবে।

IELTS কি ফ্রি?

না, IELTS পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ফি প্রদান করতে হবে।

IELTS পরীক্ষা কোন মাসে করা সহজ?

IELTS পরীক্ষার কোন নির্দিষ্ট মাস সহজ বা কঠিন তা বলা মুশকিল। তবে, সাধারণভাবে, পরীক্ষার আগের মাসগুলোতে পরীক্ষার্থীদের চাপ বেশি থাকে, তাই এই সময়গুলোতে পরীক্ষা দেওয়া কঠিন হতে পারে।

বাংলাদেশে IELTS কি?

বাংলাদেশে IELTS পরীক্ষা পরিচালনা করে British Council এবং IDP Education। এই দুটি প্রতিষ্ঠানের মোট 10টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

IELTS পরীক্ষা কোন মাসে দেওয়া যায়?

বাংলাদেশে IELTS পরীক্ষা প্রতি মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশের পরই বুকিং দেওয়া সম্ভব।

IELTS ক্র্যাক করা কি কঠিন?

IELTS পরীক্ষা ক্র্যাক করা কঠিন নয়, তবে এর জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। আপনাকে IELTS এর চারটি মডিউলের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।

IELTS স্পিকিং টেস্ট কতটা কঠিন?

IELTS স্পিকিং টেস্টের কঠিনতা নির্ভর করে আপনার ইংরেজি দক্ষতার উপর। যদি আপনি ইংরেজিতে সাবলীল হন, তাহলে স্পিকিং টেস্ট আপনার জন্য কঠিন হবে না। তবে, যদি আপনার ইংরেজি দক্ষতা কম হয়, তাহলে আপনাকে স্পিকিং টেস্টের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।

আমি কি প্রথম প্রচেষ্টায় IELTS পাশ করতে পারি?

প্রথম প্রচেষ্টায় IELTS পাশ করা সম্ভব। তবে, এর জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। আপনাকে IELTS এর চারটি মডিউলের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।

আমি কি প্রথম প্রচেষ্টায় IELTS 6.5 পেতে পারি?

প্রথম প্রচেষ্টায় IELTS 6.5 পেতে হলে আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে। আপনাকে IELTS এর চারটি মডিউলের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। তবে, যদি আপনি ইংরেজিতে সাবলীল হন, তাহলে প্রথম প্রচেষ্টায় IELTS 6.5 পেতে আপনার সুযোগ বেশি।

ielts পরীক্ষা নিয়ে আমাদের শেষ কথা

আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পেরেছেন ielts পরীক্ষা কতবার দেওয়া যায় এবং আই ইএলটিএস পরীক্ষা দিতে কি কি ডকুমেন্ট লাগে এসব নিয়ে জেনেছেন।

তার সাথে আপনি আরোও  বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে পেরেছেন যা ielts পরীক্ষার জন্য অনেক দরকারি বিষয়। আপনার যদি আই ই এলটিএস নিয়ে আরোও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন।

আপনার কমেন্ট অনুসারে নতুন আর্টিকেল শেয়ার করব ইনশা-আল্লাহ। Infoportalbd ব্লগের ওয়েবসাইট এর আর্টিকেল পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top