Ielts করে বিদেশ যাওয়ার খরচ কত ?

যদি আপনি ইংরেজি শেখা কিংবা ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য IELTS করতে চান। তাহলে IELTS করার জন্য আপনার নির্দিষ্ট পরিমান টাকা খরচ করতে হবে। যদিওবা এই খরচের পরিমান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

Ielts করে বিদেশ যাওয়ার খরচ কত
Ielts করে বিদেশ যাওয়ার খরচ কত

তবে আইইএলটিএস করার জন্য আপনার যে প্রয়োজনীয় খরচ করতে হবে। সেই খরচের পরিমান সহো খরচের বিবরনী নিয়ে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

আর IELTS করে বিদেশ যাওয়ার খরচ সম্পর্কে সঠিক ধারনা পেতে নিচের আলোচনায় চোখ রাখুন। 

IELTS করে বিদেশ যাওয়া যাবে?

আমাদের অনেকের ধারনা হলো, IELTS করলেই আমরা বিদেশে যেতে পারবো। তো যারা আসলে এমনটা মনে করেন তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কারণ, বিশ্বের এমন অনেক দেশ আছে যে দেশ গুলোতে যেতে হলে আপনার IELTS করার দরকার হবে।

কিন্তুু আইইএলটিএস করলেই যে আপনি বিদেশে যেতে পারবেন বিষয়টা এমন নয়। কারণ, বিশ্বের এমন অনেক দেশ আছে যে দেশ গুলোতে যেতে হলে আপনার কোনো ধরনের IELTS করার প্রয়োজন পড়বে না।

আপনি আরোও জানতে পারবেন…

আবার আপনি অনেক মানুষকে দেখতে পারবেন যারা আইইএলটিএস করে শুধুমাত্র নিজের ইংরেজি দক্ষতা কে বৃদ্ধি করার জন্য। তবে যেসব দেশের মধ্যে IELTS করা বাধ্যতামূলক করা হয়েছে।

যদি আপনি সেই দেশ গুলোতে চাকরি কিংবা লেখাপড়া করতে চান তাহলে আপনাকে অবশ্যই IELTS করতে হবে। তো আইইএলটিএস করলে বিদেশ যাওয়া যাবে কিনা আশা করি সে সম্পর্কে সঠিক ধারনা পেয়ে গেছেন। 

IELTS করে বিদেশ যাওয়ার খরচ কত টাকা?

আপনারা অনেকেই গুগলে সার্চ করেন যে, IELTS করে বিদেশ যাওয়ার খরচ কত টাকা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে, IELTS করার খরচ ও বিদেশ যাওয়ার খরচ সম্পূর্ণ ভিন্ন।

কারণ, আমাদের বাংলাদেশে চলতি বছরে IELTS করার জন্য একাডেমিক ফি হিসেবে আপনাকে মোট ২২ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে।

NOTE: আইইএলটিএস করার খরচ প্রতি বছর বেশি হয়। তাই চলমান বছরের IELTS এর সঠিক খরচ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

তবে যখন আপনি IELTS করবেন তখন এই একাডেমিক খরচের পাশাপাশি আপনাকে আরো কিছু টাকা আনুসঙ্গিক খরচ করতে হবে। কিন্তুু এই টাকার পরিমান খুব বেশি হবেনা।

কিন্তুু আপনার বিদেশ যাওয়ার খরচ সম্পূর্ণ ভিন্ন হবে। কারন, কোনো একজন ব্যক্তির বিদেশ যাওয়ার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন, আপনি কোন দেশে যাবেন, কোন ভিসায় যাবেন, কোন মাধ্যমে বিদেশে যাবেন ইত্যাদি।

আর এই দিক থেকে বিবেচনা করলে আপনার বিদেশ যেতে দেশ ভেদে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হতে পারে। আবার কিছু কিছু দেশে যেতে আপনাকে ১০ লাখ থেকে ১৪ লাখ টাকা খরচ করতে হবে।

তাই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে, আপনার IELTS করে বিদেশে যাওয়ার খরচ কত টাকা হবে। 

Ielts করতে কত মাস সময় লাগে?

তো আমাদের অনেকের মনে IELTS সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নটি হলো, IELTS করতে কত মাস সময় লাগবে।

আর এবার আমি আপনাকে উক্ত বিষয় টি সম্পর্কে সঠিক ধারনা প্রদান করবো। তো সাধারন ভাবে যখন আপনি নতুন ব্যক্তি হিসেবে আইইএলটিএস কোর্সে ভর্তি হবেন।

তখন আপনার সেই কোর্স শেষ হতে প্রায় ১ মাস থেকে ৬ মাসের মতো সময় লাগবে। তবে এই সময়টা যে বাধ্যতামূলক লাগবেই বিষয়টা এমন নয়।

বরং আপনি যদি ইংরেজি ভাষাকে অনেক দ্রুত আয়ত্বে নিয়ে আসতে পারেন তাহলে আপনার IELTS করতে খুব কম সময়ের দরকার হবে।

কিন্তুু যদি আপনি ইংরেজিতে অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে অধিক সময়ের দরকার হবে। তাই আপনার আসলে IELTS করতে মোট কত মাস সময় লাগবে তা আপনার ইংরেজি ভাষা দক্ষতার উপর নির্ভর করবে।

আপনি আরোও পড়তে পারেন…

Faqs

আইইএলটিএস করতে কত টাকা খরচ হয়?

IELTS পরীক্ষার ফি বর্তমানে ৳26,500 (24,000 Academic এবং 25,000 General Training)। এর বাইরে কোচিং, ভিসা প্রসেসিং, প্লেন টিকিট, অনুবাদ, মেডিকেল পরীক্ষা, বীমা ইত্যাদির খরচ আছে। মোট খরচ আনুমানিক ৳1,50,000 থেকে ৳3,00,000 পর্যন্ত হতে পারে।

স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে কত টাকা লাগে?

স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে খরচ নির্ভর করে আপনি যে দেশে যেতে চান তার উপর। তবে, আনুমানিক ৳5,000 থেকে ৳30,000 পর্যন্ত খরচ হতে পারে।

আইইএলটিএস এর পূর্ণরূপ কি?

IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কোন দেশ ভালো শিক্ষা গ্রহণ করে?

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ইত্যাদি দেশ ভালো শিক্ষা গ্রহণ করে।

আপনার জন্য আমাদের কিছুকথা

দেখুন আপনারা যারা IELTS করে বিদেশ যেতে চাচ্ছেন তাদের IELTS করে বিদেশ যাওয়ার খরচ নিয়ে বিস্তারিত বলা হয়েছে। আর সেখানে আমি ষ্পষ্ট করে বলেছি যে, IELTS করা এবং বিদেশ যাওয়ার খরচের মধ্যে অনেক পার্থক্য আছে।

তো আশা করি, এই লেখাটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনি যদি বিদেশ যাওয়ার বিভিন্ন বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top