লিংকডিন মার্কেটিং কি সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। কেননা আমি আমার পূর্ববর্তী আর্টিকেল গুলো তে ডিজিটাল মার্কেটিং এর যাবতীয় বিষয় গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করেছি।
এবং সেই আর্টিকেল গুলো তে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে, লিংকিং মার্কেটিং কি। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার।
আর যারা Linkedin marketing bangla সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। তাদের কে উদ্দেশ্য করেই মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
এবং আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে লিংকডিন মার্কেটিং কি তার প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদভাবে বর্ণনা করব।
দেখুন আমরা সবাই ফেসবুক, ইউটিউব, টুইটার এর মত প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে থাকি। ঠিক এরকম একটি অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক এর নাম হল লিংকডিন।
আপনি বিশ্বের এই বৃহত্তম নেটওয়ার্ক এর মাধ্যমে নিজের ক্যারিয়ার এর বিকাশ করতে পারবেন।
এবং আপনার যদি কোন ব্যবসা থাকে, তাহলে সেই ব্যবসায়িক কার্যক্রম গুলো কে সম্পন্ন করতে পারবেন।
তবে আমরা অনেকেই মনে করে থাকি যে, লিংকডিন নামক এই জনপ্রিয় প্ল্যাটফর্মে শুধুমাত্র চাকরির খোঁজ পাওয়া যায়। আসলে বিষয়টা কিন্তু এমন নয়।
বরং আপনি যদি কোন ব্যবসায়ীক কার্যক্রম এর সাথে যুক্ত থাকেন। তাহলে আপনার সেই ব্যবসা সম্পর্কে বিভিন্ন প্রকার পরামর্শ।
আপনার জন্য আরোও লেখা আছে…
- কনটেন্ট মার্কেটিং কি? কিভাবে Content Marketing করতে হয়
- নেটওয়ার্ক মার্কেটিং কি? কিভাবে Network Marketing করবেন
- অনলাইন মার্কেটিং কি? কেন এবং কিভাবে Online Marketing করতে হয়
এবং উক্ত ব্যবসার নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য মূলত লিংকডিন এর ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা যদি কোন দক্ষতা থাকে।
তাহলে আপনি সেই দক্ষতার বিনিময়ে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্ক থেকে চাকরি করার ও সুযোগ পেয়ে যাবেন। কেননা এখানে আপনি যত বেশি ইউজার দেখতে পারবেন।
তাদের মধ্যে প্রায় অনেকেই বিভিন্ন প্রকার বড় বড় ব্যবসার প্রতিষ্ঠান এর সাথে যুক্ত থাকে।
লিংকডইন কি (What is LinkedIn)
আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাকে LinkedIn মার্কেটিং কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে যে, এই লিংকডিন আসলে কি। আর যখন আপনি এই বিষয় টি সম্পর্কে জানতে পারবেন। তখন আপনার পরবর্তী আলোচনা গুলো বুঝতে সুবিধা হবে।
তাই চলুন সবার আগে জেনে নেওয়া যাক, লিংকডিন কি। দেখুন আমরা যেমন বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করি।
যেমন আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। আবার অনেকেই টুইটার ব্যবহার করি। আবার অধিকাংশ সময় ভিডিও দেখার জন্য ইউটিউব নামক প্ল্যাটফর্ম কে ব্যবহার করে থাকি।
তো এ গুলো যেমন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক তেমনি ভাবে লিংকডিন হলো এক ধরনের সোশ্যাল নেটওয়ার্ক।
তবে এই সোশ্যাল নেটওয়ার্ক শুধুমাত্র চ্যাটিং কিংবা ভিডিও দেখায় মধ্যে সীমাবদ্ধ নয়।
বরং এখানে আপনি যে ইউজার দেখতে পারবেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে।
হয়তোবা কেউ চাকুরীজীবী, আবার কেউ কেউ ব্যবসায়ী, আবার এমন অনেক অনেক মানুষ কে খুঁজে পাবেন। যারা মূলত কোন একটি প্রতিষ্ঠানের মালিক।
আর অবাক করার মত বিষয় হলো যে, বর্তমান সময়ে গোটা বিশ্বের প্রায় ২০০ টি দেশের মানুষ লিংকডিন ব্যবহার করে থাকে।
এবং আপনি যদি জনপ্রিয় এই নেটওয়ার্ক এর ইউজারের দিকে লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, বর্তমান সময়ে উক্ত প্লাটফর্মের ইউজারের সংখ্যা হল ৪১.৪ কোটি।
LinkedIn কেন ব্যবহার করবেন ?
এক কথায় বলতে গেলে লিংকডইন এর মধ্যে আপনি অনেক প্রফেশনাল ব্যক্তিদের দেখতে পারবেন। মনে করুন, আপনার কোন একটি ব্যবসা আছে।
এখন সেই ব্যবসা সম্পর্কিত বিভিন্ন আলাপ আলোচনা করার প্রয়োজন। সে ক্ষেত্রে আপনি LinkedIn নামক সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে এমন অনেক মানুষ কে খুঁজে পাবেন।
যাদের সাথে আপনি এই রিলেটেড আলোচনা করতে পারবেন। এখন হয়তোবা আপনি ভাবছেন যে, আপনার ব্যক্তিগত ব্যবসা সম্পর্কে অন্য মানুষ কেন আলাপ আলোচনা করবে। তাহলে শুনুন …..
linkedin হল বিভিন্ন রকমের পেশাজীবী মানুষদের জন্য একটি বৃহত্তম সামাজিক যোগাযোগ করার মাধ্যম।
যার কারণে এই প্লাটফর্মে আপনি বিভিন্ন পেশার মানুষ কে খুঁজে পাবেন।
আর অবাক করা মত বিষয় হলো যে, আমাদের গোটা বিশ্বের মধ্যে যেসব জনপ্রিয় কোম্পানি গুলো রয়েছে। সেই সব কোম্পানির লোক আপনি এই প্লাটফর্মের মাধ্যমে খুঁজে নিতে পারবেন।
আবার অনেক ক্ষেত্রে যদি আপনার যথাযথ দক্ষতা থাকে। তবে আপনি সেই দক্ষতার বিনিময়ে জনপ্রিয় এই নেটওয়ার্ক থেকে নিজের মনের মতো চাকরি খুঁজে নিতে পারবেন।
আর আপনি যদি মার্কেটিং এর প্রসঙ্গ তোলেন। তাহলে আমি আপনাকে বলব যে নিজের ব্যবসার পরিধি বৃদ্ধি করার জন্য।
আমরা যেমন বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো তে মার্কেটিং করি।
ঠিক তেমনি ভাবে আপনি জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও মার্কেটিং করতে পারবেন। কেননা আপনার মত এমন অনেক মানুষ আছেন।
যারা মূলত লিংকডইন মার্কেটিং করে আসছেন। যে বিষয় টা নিয়ে আমি নিচে বিস্তারিত আলোচনা করব। তো এইসব কারণ গুলোর জন্য মূলত একজন মানুষ লিংকডইন ব্যবহার করে থাকে।
লিংকডইন মার্কেটিং কি ? What is LinkedIn Marketing?
ডিজিটাল মার্কেটিং এর সিরিজে আমি অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা নিয়ে আলোচনা করেছিলাম।
সেই আলোচনা গুলো তে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে আপনার প্রোডাক্টের পরিচিতি বৃদ্ধি করতে পারবেন।
এর পাশাপাশি আপনি আপনার টার্গেট করা কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট গুলো সেল করে দিতে পারবেন। অপরদিকে আপনি যদি লিংকডিন মার্কেটিং এর দিকে লক্ষ্য করেন।
তাহলে কিন্তু একটু হলেও আলাদা কিছু দেখতে পারবেন। কারণ লিংকডিন মার্কেটিং এর ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্ট এর পরিচিতি বৃদ্ধি।
কিংবা আপনার প্রোডাক্ট এর সেল বৃদ্ধি করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। বরং এখানে আপনি প্রোডাক্ট সেল করার পাশাপাশি আরও ব্যবসায়িক ক্ষেত্রেও বিভিন্ন প্রকারের বেনিফিট পাবেন।
যেমন ধরুন, আমি একটা কথা বারবার বলেছি যে। ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আপনি আপনার কোম্পানির একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন।
আর এই ব্র্যান্ড তৈরি করার জন্য বিশেষ ভাবে সহায়তা করবে লিংকডিন নামক জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্ক টি।
মূলত এই লিংকডিন মার্কেটিং করার ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট এর পরিচিতি বৃদ্ধি করার পাশাপাশি।
আপনার ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাকরির বিজ্ঞাপন প্রদান করেও আপনার কোম্পানি তে পছন্দমত লোক নিয়োগ দিতে পারবেন।
তো যেহেতু আপনার মূল লক্ষ্য হলো আপনার প্রোডাক্ট এর সেল বৃদ্ধি করা।
সেহেতু আমি আপনাকে বলব যে, এই প্রোডাক্ট এর সেল বৃদ্ধি করার জন্য আপনি যখন লিংকডিন এর মধ্যে মার্কেটিং করবেন। তখন তাকে বলা হবে, লিংকডিন মার্কেটিং।
লিঙ্কডইন মার্কেটিং কেন করবেন ?
উপরের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি জানতে পেরেছেন যে, লিংকডিন কি। এবং লিংকডিন মার্কেটিং কাকে বলে।
তো এ বিষয় গুলো জানার পরে এখন হয়তোবা আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে। আর সেই প্রশ্নটি হল যে কেন আপনি লিংকডিন মার্কেটিং করবেন।
অর্থাৎ আপনি চাইলে তো, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো তে মার্কেটিং করতে পারেন। তাহলে সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কে বাদ দিয়ে।
কেন লিংকডিন মার্কেটিং করবেন। চলুন এবার তাহলে এই বিষয় টি সম্পর্কে একটু আলোকপাত করা যাক। যাতে করে আপনার কোন কিছু অজানা না থাকে।
- মূলত লিংকডিন মার্কেটিং এর ক্ষেত্রে আপনি মূলত এন্ডরসমেন্ট এর সুযোগ পাবেন। আপনার কোন কাজে দক্ষতা আছে, সেই বিষয় টি আপনি অন্যান্য সব ইমপ্লয়ারদের কাছে খুব সহজেই তুলে ধরতে পারবেন।
- যদি আপনি শিক্ষার্থী অবস্থায় থাকেন। সেক্ষেত্রে আপনি যদি লিংকডিন এর মধ্যে ১০০০ এর বেশি কানেকশন তৈরি করতে পারেন। তাহলে আপনার ক্যারিয়ারের জন্য বিশাল একটা সুযোগ তৈরি হয়ে যাবে।
- যখন আপনি লিংকডিন মার্কেটিং করবেন। তখন আপনি আপনার ব্যক্তিগত সিভি কিংবা প্রোডাক্ট গুলো লিংকডিন প্রোফাইলে আপলোড করে রাখবেন।
- এতে করে যারা আপনার প্রোফাইলে ভিজিট করবে। তারা এই বিষয় সম্পর্কে জানতে পারবে।
- যখন আপনি আপনার ব্যক্তিগত সিভি কিংবা প্রোডাক্ট কে আপনার প্রোফাইলে আপলোড করে রাখবেন।
- অন্যান্য মানুষ কে আপনার ব্যক্তিগত জীবন কিংবা আপনার ব্যক্তিগত প্রোডাক্ট এর ধারণা দেয়া সহজ হবে।
- উক্ত প্ল্যাটফর্মের মধ্যে আপনি বিভিন্ন প্রকারের পেশাজীবী মানুষ কে খুঁজে পাবেন। বলা বাহুল্য যে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানির মানুষরা কিন্তু লিংকডিন ব্যবহার করে থাকে।
- লিংকডিন মার্কেটিং করার প্রধান উদ্দেশ্য হল এটি বিশ্বের বৃহত্তম একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যেখানে আপনি আপনার মার্কেটিং প্রক্রিয়া খুব বৃহৎ আকারে সম্পন্ন করতে পারবেন।
- যখন আপনি লিংকডিন মার্কেটিং করবেন। তখন আপনি আপনার ব্যক্তিগত প্রোডাক্ট কিংবা আপনার ব্যক্তিগত সিভি গুলো প্রচুর পরিমাণ মানুষের নিকট পৌঁছাতে পারবেন।
- এতে করে আপনার স্বনামধন্য কোম্পানি তে চাকরি করার সুযোগ থাকবে।
- এর পাশাপাশি যখন আপনি লিংকডিন মার্কেটিং করার সময় যদি আপনি কোন প্রকার নিয়োগ প্রকাশ করেন। এতে করে প্রচুর মানুষ আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারবে।
মূলত যেসব কারণে আপনার Linkedin মার্কেটিং করা উচিত। তার অধিকাংশ কারণ গুলো নিয়ে আমি উপরে বিস্তারিত আলোচনা করেছি।
তবে আশা করি এই কারণ গুলো সম্পর্কে আপনি পরিষ্কার ভাবে জানতে পেরেছেন। চলুন এবার তাহলে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করা যাক।
লিংকডিন এর মাধ্যমে কিভাবে চাকরি খুজে পাবেন?
লিংকডিন মার্কেটিং কি এবং কেন আপনার লিংকডিন মার্কেটিং করা উচিত। সে নিয়ে উপরে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি উপরের এই আলোচনা গুলো পড়ে থাকেন।
তাহলে আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, এ নিয়ে আপনার মনে আর কোন প্রশ্নের অবকাশ থাকবে না।
তবে এখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব।
অনলাইন মার্কেটিং নিয়ে আরোও দেখুন…
- Twitter marketing কি? কিভাবে টুইটার মার্কেটিং করবেন
- Affiliate marketing কি? এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো?
- ইমেইল মার্কেটিং কি? কেন এবং কিভাবে Email marketing করতে হয়
আর সেটি হলো যে, হিসেবে কিভাবে আপনি এর মধ্যে চাকরি খুজে পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে কিভাবে লিংকডিন এর মাধ্যমে চাকরি (linkedin marketing jobs) খুজে পাবেন।
- যখন আপনি লিংকডিন এর মাধ্যমে চাকরি খোঁজার চেষ্টা করবেন। তখন অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল মানের লিংকডিন profile তৈরি করে নিতে হবে।
- যেন সেটি দেখে অনেক আকর্ষণীয় এবং প্রফেশনাল মনে হয়।
- এরপর আপনি আসলে যেসব কোম্পানি তে চাকরি করার জন্য ইচ্ছা পোষণ করবেন। সেই কোম্পানি গুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে।
- আর এই কাজটি করার জন্য আপনাকে বিশেষ কিছু উপায় অনুসরণ করতে হবে।
- যেমন ধরুন, আপনি প্রাণ গ্রুপে চাকরি করতে চান। এখন আপনাকে লিংকডিন এর মধ্যে গিয়ে সার্চ অপশন থেকে প্রাণ গ্রুপ লিখে সার্চ করতে হবে।
- যখন আপনি উপরের কাজটি করবেন। তখন আপনাকে প্রাণ গ্রুপের পেজে ঢুকতে হবে এবং সেখানে আপনি জব নামক একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে উক্ত কোম্পানির অ্যাবাউট অপশন থেকে ধারণা নিতে হবে। যেমন সেই কোম্পানি টি কিরকম, এবং সেই কোম্পানি তে চাকরি করার পরে আপনি কেমন কেমন সুবিধা ভোগ করতে পারবেন। তার বিস্তারিত জানতে হবে।
- এরপর যখন আপনি উক্ত কোম্পানির পেজে গিয়ে পিপল নামের অপশনে প্রবেশ করবেন। তখন সেখানে দেখতে পারবেন যে। সেই কোম্পানি তে কর্মরত কোন কোন কর্মচারীরা লিংকডিন ব্যবহার করছেন।
- সে সম্পর্কে জানতে পারবেন।
- এবার আপনাকে মূল কাজটি করতে হবে মূলত এবার সেই কর্মচারীদের প্রোফাইল গুলোর সাথে আপনাকে কানেকশন তৈরি করা। এবং তাদের কে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে।
- যখন সেই কর্মচারীরা আপনার রিকোয়েস্ট একসেপ্ট করবে। তখন আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং কথা বলতে হবে এবং তাদের কে বুঝিয়ে দিতে হবে যে। আপনি তাদের কোম্পানি তে চাকরি করতে ইচ্ছুক।
- আর যখন আপনি এই কাজ গুলো করবেন। তখন সেই কর্মচারীরা আপনাকে জানিয়ে দিবে যে। কখন তাদের কোম্পানি তে কাজ করার সুযোগ আসবে।
তবে এখানে একটা কথা বলে রাখা উচিত যে। আপনি যখন সেই কর্মচারীদের সাথে যোগাযোগ করবেন। তখন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন।
আর সেই কথা টি হল, আমার অনেকেই সেই কর্মচারীদের অতিরিক্ত পরিমাণে মেসেজ কিংবা অতিরিক্ত পরিমাণে কল দিয়ে থাকি। যেটা একে বারেই উচিত নয়।
বরং আপনি সবকিছুই স্বাভাবিক ভাবে করার চেষ্টা করবেন।
কিভাবে লিংকডিন ব্যবসায়ের কাজে পেজ সেট আপ করবেন?
এতক্ষণের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে লিংকডিন কি। এবং লিংকডিন এর মাধ্যমে কিভাবে চাকরি খুঁজে পাবেন।
তবে এই সব বিষয় গুলো জানার পাশাপাশি এবার আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। আর সেটি হল যে, আপনি কিভাবে লিংকডিন ব্যবসায়িক কাজে পেজ সেটাআপ করবেন।
মূলত যখন আপনি মার্কেটিং করবেন, তখন অবশ্যই আপনার লিংকডিন পেজ থাকতে হবে। কিন্তু কিভাবে সেই পেজ সেটাপ করবেন। সে সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ভাবে ধারণা থাকতে হবে।
চলুন এবার তাহলে সেই পেজ সেটআপ করার উপায় গুলো হবে জেনে নেওয়া যাক।
- সর্বপ্রথম আপনাকে একটি লিংকডিন প্রোফাইল তৈরি করে নিতে হবে। কারণ লিংকডিন প্রোফাইল ছাড়া আপনি কোনভাবেই লিংকডিন পেজ সেটআপ করতে পারবেন না।
- এরপর যখন আপনি লিংকডিন এর হোমপেজে প্রবেশ করবেন। তখন সবার উপরে ডান দিকে ওয়ার্ক নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
- যখন আপনি উপরের ওয়ার্ক অপশনে ক্লিক করবেন। তখন আপনি Advertise নামের নতুন একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর আপনি আসলে কি ধরনের ব্যবসা করতে চান, সেটা সিলেক্ট করতে হবে। তবে আমার যুক্তি মতে এই অপশনে আপনার small business সিলেক্ট করা উচিত। এর পাশাপাশি আপনি identity create করে ফেলবেন।
- যখন আপনি উপরের কাজ গুলো করবেন। তখন আপনাকে আপনার প্রোফাইলের সকল ডিটেলস প্রদান করতে হবে।
- এরপর আপনাকে create page নামক অপশনে ক্লিক করতে হবে।
তো আপনি যদি উপরের কাজ গুলো সঠিক ভাবে করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই একটি লিংকডিন প্রোফাইল পেজ সেটআপ করতে পারবেন।
কেননা লিংকডিন পেজ সেটআপ করার জন্য যেসব ধাপ রয়েছে। তার প্রত্যেক টি ধাপ নিয়ে আমি উপরে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
কিভাবে Linkedin page search optimize করবেন?
মূলত যখন আপনি একটি লিংকডিন পেজ তৈরি করবেন। তখন অবশ্যই আপনাকে সেই পেজ টি সঠিক ভাবে অপ্টিমাইজ করতে হবে।
আর আপনি এই কাজটি প্রধানত দুইটি উপায়ে করতে পারবেন। এবার আমি সেই দুটি উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।
Insert Keyword
মূলত আপনি যে বিষয় এর ওপর লিংকডইন পেজ তৈরি করবেন। সেই বিষয় গুলো সম্পর্কে মানুষ কোন কোন কিওয়ার্ড গুলো লিখে লিংকডিন এর মধ্যে সার্চ করে।
সে সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এবং আপনি আপনার পেইজে সেই কীওয়ার্ড গুলো কে ব্যবহার করার চেষ্টা করবেন।
এতে করে আপনি অধিক পরিমাণ ভিজিটর এর নিকট পৌঁছাতে পারবেন। এবং প্রচুর পরিমাণ মানুষ আপনাকে এবং আপনার পেজ সম্পর্কে জানতে পারবে।
Insert Link
যখন আপনি একটি লিংকডিন পেজ তৈরি করবেন। তখন অবশ্যই সেই পেজের সাথে আপনার ওয়েবসাইট এর লিংক সংযুক্ত করবেন।
এতে করে যারা আপনার উক্ত পেজ টি ভিজিট করবে। তারা আপনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এবং তাদের মধ্যে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে।
আর সে কারণে মূলত অবশ্যই আপনি আপনার পেজে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট এর লিংক শেয়ার করবেন।
Faqs
মূলত এবার আমি আপনাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। যে প্রশ্ন গুলো সম্পর্কে মানুষ প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকে।
আর সে কারণেই আমি সেই সব গুলো প্রশ্ন কে একত্রে করেছি। এবং এখন আমি সেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর দেয়ার চেষ্টা করব। চলুন এবার তাহলে সে গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
লিংকডিনে অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করবেন ?
আপনি চাইলে বিভিন্ন ভাবে লিংকডিন অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। যেমন, sponsor content, message content, dynamic content, text content.
লিংকডিন মেম্বারশিপ কি?
মূলত যে মানুষ গুলো নতুন কোন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। এবং তারা তাদের ব্যবসার প্রচার করতে চায়। এর পাশাপাশি যারা নতুন কোন চাকরি খুঁজতে চায়। তাদের জন্য লিংকডিন থেকে যেসব প্রিমিয়াম ফিচার তৈরি করা হয়েছে। যখন আপনি সেই ফিচার গুলো ভোগ করার জন্য অর্থ খরচ করবেন। তখন তাকে বলা হবে, লিংকডিন মেম্বারশিপ।
লিংকডিন মেম্বারশিপ নিতে কত টাকা লাগে?
যখন আপনি অর্থ ব্যয় (linkedin marketing cost) করে লিংকডিন মেম্বারশিপ নিতে চাইবেন। তখন অর্থের দিক থেকে বেশ কিছুটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন।
যেমন, আপনি যদি নতুন কোন চাকরি খুঁজে থাকেন। তাহলে আপনাকে প্রতি মাসে $29.99-$59.99 এর মধ্যে পেয়ে যাবেন। আবার আপনি যদি মার্কেটার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে $79.99-$99.99 ডলার পর্যন্ত ব্যয় করতে হবে।
লিংকডিন পেইড মেম্বারশিপ এর সুবিধা গুলো কি কি?
যেহেতু আপনি অর্থ ব্যয় করে পেইড মেম্বারশিপ নিবেন। সেহেতু আপনি অবশ্যই বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমন ধরুন, যে আপনি প্রতি মাসে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি কোন প্রোডাক্ট এ প্রচার করতে চান।
সে ক্ষেত্রেও আপনি অধিক পরিমাণে লাভবান হবেন। যা আসলে লিখে শেষ করা যাবে না।
- ইমেইল মার্কেটিং কি? কেন এবং কিভাবে Email marketing করতে হয়
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কেন করব
- ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং কেন করবেন
আমাদের শেষ কথা
আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন লিঙ্কডিন কি এবং লিঙ্কডিন মার্কেটিং কি । এর সাথে আরো জানতে পারছেন কিভাবে লিঙ্কডিন মার্কেটিং করতে হয়।
লিঙ্কডিন নিয়ে আরো অনেক তথ্য জেনেছেন। এর পরেও যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন।
আমি ইতিমধ্যে অনলাইনে মার্কেটিং নিয়ে অনেক গুলা আর্টিকেল এই ব্লগে শেয়ার করেছি। আপনি চাইলে আমার ব্লগের অনলাইন মার্কেটিং ক্যাটাগরি থেকে সব গুলা পড়তে পারেন।
আর এই রকম আরোও আর্টিকেল পড়তে আমাদের ব্লগসাইট নিয়মিত ভিজিট করুন।