পাঠাও মোটরসাইকেল | কিভাবে পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য ঠিক করবেন

পাঠাও মোটরসাইকেল : বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে পাঠাও হলো অন্যতম একটি রাইড শেয়ারিং করার প্ল্যাটফর্ম।

কিভাবে পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য ঠিক করবেন

যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন। তবে আমরা অনেকেই বুঝতে পারিনা যে, কিভাবে পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য ঠিক করতে হয়।

তো আজকে আমি আপনাকে পাঠাও মোটরসাইকেল ভাড়া ঠিক করার পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দিবো। আর আপনি যদি সেই বিষয় গুলো সম্পর্কে জানতে চান।

তাহলে নিচের ধাপ গুলো সঠিক ভাবে ফলো করার চেষ্টা করুন। 

পাঠাও কি | পাঠাও বলতে কি বোঝায়?

পাঠাও হলো ডিজিটাল রাইড শেয়ারিং করার প্ল্যাটফর্ম। যার সর্বপ্রথম সূচনা হয়েছিলো ২০১৫ সালের মার্চ মাসে। আর তখন থেকে এই কোম্পানিটি জনগনকে তাদের রাইড শেয়ারিং ছাড়াও আরো বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।

পাঠাও নিয়ে আরোও দেখুন…

যেমন শুরুর দিকে পাঠাও রাইড শেয়ারিং সার্ভিস দিলেও বর্তমানে ফুড ডেলিভারি ও পার্সেল ডেলিভারির মধ্যে সার্ভিস চালু করেছেন। 

কিভাবে পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য ঠিক করবেন? 

আমরা সকলেই জানি যে, পাঠাও রাইড শেয়ারিং সার্ভিস দেয়। কিন্তুু আমরা অনেকেই বুঝতে পারিনা যে, কিভাবে আমরা পাঠাও ব্যবহার করবো।

আর কিভাবে পাঠাও মোটরসাইকেল ভাড়া করতে হয়। তো আপনি চাইলে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাঠাও অ্যাপ থেকে আপনার পছন্দমতো মোটর সাইকেল ভাড়া করতে পারবেন।

আর অনলাইন থেকে আপনার পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য যেসব কাজ করতে হবে। সেই কাজ গুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো। যেমন,

  1. সবার শুরুতে আপনাকে Pathao App ডাউনলোড করে নিতে হবে। 
  2. ডাউনলোড করার পর আপনাকে পাঠাও অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। 
  3. প্রবেশ করার প্রথমে আপনাকে Language সিলেক্ট করে দিতে হবে। 
  4. তারপর আপনাকে Login with phone number এর মধ্যে ক্লিক করতে হবে। 
  5. এবার আপনি আপনার একটি সচল মোবাইল নাম্বার প্রদান করবেন। 
  6. তারপর Next বাটন এর মধ্যে ক্লিক করবেন।

যখন আপনি আপনার মোবাইল নাম্বার প্রদান করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ০৬ সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে।

তো এর পরবর্তী সময়ে আপনাকে সেই কোডটি সঠিক ভাবে বসিয়ে দিতে হবে। আর এই কাজটি করার পর পাঠাও অ্যাপস টি লোডিং নিয়ে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে যাবে।

  1. নতুন ইন্টারফেসে সবার প্রথমে আপনাকে আপনার একটি ছবি যুক্ত করে দিতে হবে।
  2. তারপর আপনার পুরো নাম দিতে হবে। 
  3. এবার আপনার একটি সচল ইমেইল এড্রেস দিতে হবে। 
  4. এরপর আপনার জন্ম তারিখ টি সঠিক ভাবে সিলেক্ট করে দিতে হবে। 
  5. তার ঠিক নিচের অপশন থেকে আপনাকে Gender সিলেক্ট করতে হবে। 
  6. সবশেষে আপনাকে Register বাটনে ক্লিক করতে হবে।

তো যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন। তারপর আপনার সেই ডেটা গুলো প্রসেসিং হওয়ার জন্য কিছুটা সময় নিয়ে লোডিং নিবে।

এরপর যখন আপনি পাঠাও অ্যাপস ব্যবহার করবেন তখন আপনার মোবাইলের Location চালু করতে হবে। আর তারপর আপনি পাঠাও এর সকল সার্ভিস গুলোর তালিকা দেখতে পারবেন।

তো আপনি যেহুতু পাঠাও এর বাইক রাইড সার্ভিস ব্যবহার করবেন। সেহুতু আপনাকে বাইক এর আইকনে ক্লিক করতে হবে।

  1. এবার আপনি ম্যাপের মধ্যে আপনার লোকেশন দেখতে পারবেন। 
  2. এখন আপনি যে স্থানে যেতে চান সেটি Destination অপশনে টাইপ করতে হবে। 
  3. তারপর আপনি আপনার স্থান থেকে গন্তব্য স্থানের দুরত্ব দেখতে পারবেন। 
  4. এর পাশাপাশি আপনার সেই স্থানে যেতে কত টাকা ভাড়া লাগবে সেটি দেখতে পারবেন। 
  5. সবশেষে আপনাকে Send Pickup Request বাটন এর মধ্যে ক্লিক করতে হবে।

এখন আপনার আশেপাশে কোন কোন রাইডার আছে, আপনি তাদের লোকেশন ও ফোন নাম্বার দেখতে পারবেন। কিংবা তারা নিজে থেকে আপনাকে কল দিয়ে যোগাযোগ করবে।

আর যখন আপনি আপনার কাঙ্খিত রাইডার এর সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর আপনি তার মাধ্যমে আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন। 

পাঠাও রাইড এর পেমেন্ট করার উপায়

আপনি যখন কোনো রাইডার এর মাধ্যমে আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন। তারপর আপনি মোট দুইটি পদ্ধতির মাধ্যমে আপনার রাইড এর পেমেন্ট করতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলো,

  1. পাঠাও ডিজিটাল পেমেন্ট এবং 
  2. ক্যাশ পেমেন্ট।

তো আপনি আপনার কাঙ্খিত স্থানে পৌঁছানোর পর সরাসরি রাইডারকে ক্যাশ পেমেন্ট করতে পারবেন। কিন্তুু আপনি যদি ডিজিটাল পেমেন্ট করতে চান।

তাহলে আপনাকে পাঠাও অ্যাপস থেকে পেমেন্ট করতে হবে। আর সেজন্য আপনাকে পাঠাও অ্যাপস এর মধ্যে থাকা Digital Payment এর মধ্যে ক্লিক করতে হবে।

  1. তারপর আপনি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা দেখতে পারবেন। 
  2. উদাহরন হিসেবে আমি Bkash এর মধ্যে ক্লিক করলাম। 
  3. তারপর আপনাকে আপনার বিকাশ নাম্বার টি দিতে হবে। 
  4. এবার আপনার মোবাইলে যাওয়া OTP Code টি বসিয়ে দিতে হবে। 
  5. সবশেষে আপনার বিকাশের পিন নাম্বার টি দিতে হবে।

আর যখন আপনি বিকাশের পিন নাম্বারটি সঠিক ভাবে প্রদান করবেন। তারপর আপনি সফলভাবে পাঠাও রাইড এর ভাড়া পেমেন্ট করতে পারবেন। 

পাঠাও রাইড এর ভাড়া কত টাকা?

যখন আপনি পাঠাও অ্যাপস ব্যবহার করে রাইড নিবেন। তখন আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে মোট কত টাকা ভাড়া দিতে হবে সেটি আপনি অ্যাপস থেকে দেখতে পারবেন।

তবে বর্তমান সময়ে পাঠাও সর্বনিন্ম ভাড়ার পরিমান হলো ৫০ টাকা। এছাড়াও প্রতি কিলোমিটারের ভাড়া হিসেবে ১৫ টাকা করে নির্ধারন করা হয়েছে।

পাঠাও নিয়ে আরোও পড়ুন…

বিশেষ বার্তাঃ পাঠাও কর্তৃপক্ষ যেকোনো সময় তাদের ভাড়ার পরিমান ভাড়াতে পারে। তাই যদি আপনি সঠিক ভাড়া সম্পর্কে জানতে চান। তাহলে পাঠাও এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।

Faqs

পাঠাও মোটরসাইকেল ভাড়া পরিশোধ করার উপায় কী?

পাঠাও মোটরসাইকেল ভাড়া পরিশোধ করার জন্য আপনি ক্যাশ বা অনলাইনে পেমেন্ট করতে পারেন। ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে আপনি মোটরসাইকেল চালককে নগদ টাকা পরিশোধ করবেন। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে আপনি পাঠাও অ্যাপের মাধ্যমে আপনার কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।

পাঠাও মোটরসাইকেল ভাড়ার সময় কি অতিরিক্ত চার্জ দিতে হয়?

পাঠাও মোটরসাইকেল ভাড়ার সময় অতিরিক্ত চার্জ দিতে হয় না। তবে, আপনি যদি গন্তব্যস্থলে পৌঁছাতে বেশি সময় নেন, তাহলে ভাড়ার উপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ হতে পারে।

পাঠাও মোটরসাইকেল ভাড়া পরিবর্তনের নিয়ম কী?

আপনি যদি আপনার গন্তব্যস্থল পরিবর্তন করেন, তাহলে আপনি মোটরসাইকেল চালককে জানাতে হবে। চালক যদি আপনার নতুন গন্তব্যস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় নেন, তাহলে ভাড়ার উপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য কি বয়সসীমা আছে?

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য আপনাকে বয়সসীমা ১৮ বছর বয়স হতে হবে।

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য কি কোনও ছাড় আছে?

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য বিভিন্ন ছাড় দেওয়া হয়ে থাকে। আপনি পাঠাও অ্যাপের মাধ্যমে বিভিন্ন ছাড়ের অফার পেতে পারেন।

পাঠাও মোটরসাইকেল ভাড়ার অভিযোগ করার নিয়ম কী?

আপনি যদি পাঠাও মোটরসাইকেল ভাড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা বা অভিযোগের সম্মুখীন হন, তাহলে আপনি পাঠাও অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারেন।

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য কোনও হেলমেট লাগে কি?

পাঠাও মোটরসাইকেল ভাড়ার জন্য আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে। পাঠাও চালকরা আপনাকে হেলমেট প্রদান করবেন।

আপনার জন্য আমাদের শেষকথা

একজন ব্যক্তি কিভাবে তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পাঠাও বাইক ভাড়া করবে। সেই পদ্ধতি গুলো আজকের আর্টিকেলে ধাপে ধাপে দেখানো হয়েছে।

তবে আজকের এই পদ্ধতি গুলো ফলো করতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন।

আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top