পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন?

আমরা যখন আমাদের পাসপোর্ট রিনিউ করি। তখন আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকে। সেটি হলো, পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন?

পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন
পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন?

হয়তবা আপনার মনেও এই প্রশ্ন জেগেছে। যার কারণে আপনি উক্ত বিষয় টি জানার জন্য সার্চ করেছেন। তো আজকের আলোচনা তে আমি আপনাকে উক্ত প্রশ্নের উত্তর দিবো।

যে, পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট গুলো কি করবেন। 

পুরাতন পাসপোর্ট কি?

যখন আপনার নিকট একটি পাসপোর্ট থাকবে, তখন অবশ্যই আপনাকে মেয়াদ অনুযায়ী পাসপোর্ট রিনিউ করতে হবে। ‍কিন্তুু যখন আপনি পাসপোর্ট রিনিউ করবেন।

তখন পুরাতন পাসপোর্ট গুলো আপনাকে পুনরায় দেওয়া হবে। তো এই ধরনের পাসপোর্ট গুলো কে আমরা পুরাতন পাসপোর্ট বলে থাকি।

আপনি আরোও দেখুন…

কেননা, আপনি এমন এমন অনেক মানুষ কে খুজে পাবেন। যাদের নিকট ৮ থেকে ১০ টি পর্যন্ত পুরাতন পাসপোর্ট রয়েছে। তো এই পুরাতন পাসপোর্ট গুলো দিয়ে আপনার কি করা উচিত।

এবার আমি আপনাকে সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দিবো। 

পুরাতন পাসপোর্ট কি করবেন?

তো যারা আসলে জানতে চান যে, পুরাতন পাসপোর্ট কি করবেন, তাদের একটা কথা বলে রাখি। সেটি হলো, যখন আপনার নিকট পুরাতন পাসপোর্ট থাকবে।

তখন অবশ্যই আপনি আপনার সেই পুরাতন পাসপোর্ট গুলো নতুন পাসপোর্ট এর সাথে বহন করবেন। আর এর বেশ কিছু কারণ আছে।

যেমন, আপনার নিকট থাকা পুরাতন পাসপোর্ট গুলোতে বিভিন্ন ইনফরমেশন থাকবে। যেমন, আপনি আগের দিন গুলো তে কোথায় কোথায় ভ্রমন করেছেন, কোন কোন দেশে গিয়েছে।

এছাড়াও আপনার বর্তমানে কোন কোন দেশের ভিসা আছে। সেই সাথে আপনার ভিসার মেয়াদ কতদিন আছে। তো এই যাবতীয় তথ্য গুলো আপনি আপনার পুরাতন পাসপোর্ট থেকে জানতে পারবেন।

আবার আপনি অনেক সময় একটা বিষয় লক্ষ্য করতে পারবেন। সেটি হলো, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা তে যাওয়ার জন্য নতুন করে পাসপোর্ট দিতে চায়না।

আবার অনেক সময় নতুন করে পাসপোর্ট কিংবা ভিসা করা সময়ও অনেক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।

তবে যদি আপনার কাছে পুরাতন পাসপোর্ট থাকে। তাহলে কিন্তুু পরবর্তী সময়ে সেগুলো কে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারবেন।

তবে পাসপোর্ট এমন কোন জিনিস নয় যে, একবার ব্যবহার করার পর সেগুলো ফেলে দিতে হবে। বরং আপনি আপনার পুরাতন পাসপোর্ট যত্নে রাখার চেস্টা করুন।

কারণ, যখন আপনি নতুন করে কোন দেশের পাসপোর্ট বা ভিসা করার চেষ্টা করবেন। তখন আপনাকে যতো বেশি ঝামেলা করতে হবে।

তার থেকে পুরাতন পাসপোর্ট কে ডুকমেন্টস হিসেবে ব্যবহার করলে। আপনার অন্যান্য দেশে ভ্রমনে করার দিক থেকে তুলনামূলক ভাবে অনেক সুবিধা ভোগ করতে পারবেন। 

কতগুলো পাসপোর্ট বহন করবেন?

তো উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, পুরাতন পাসপোর্ট কে সংগ্রহ করে রাখা উচিত। তো এখন অনেকের মনে একটি প্রশ্ন জাগবে।

সেটি হলো, একজন ব্যক্তি একসাথে মোট কত গুলো পুরাতন পাসপোর্ট বহন করবে? কেননা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যাদের ১০ টিরও বেশি পুরাতন পাসপোর্ট আছে। তাহলে কি সেই ব্যক্তি তার সব পুরাতন পাসপোর্ট বহন করবে?

উত্তরে বলবো, না। আপনাকে সব পাসপোর্ট বহন করতে হবেনা। বরং আপনি যতগুলো পাসপোর্ট বহন করতে পারবেন। ঠিক ততো ‍গুলো পুরাতন পাসপোর্ট বহন করার চেস্টা করবেন।

কেননা, এই পুরাতন পাসপোর্ট বহন করার দিক থেকে তেমন কোন বাধাধরা নিয়ম নেই।  তবে আপনি যথাসম্ভব আপনার ৩/৪ টি পর্যন্ত পুরাতন পাসপোর্ট বহন করার চেস্টা করবেন।

কিন্তুু যখন আপনি এক দেশ থেকে অন্য আরেক টি দেশে ভ্রমন করতে যাবেন। তখন আপনি আপনার সকল পুরাতন পাসপোর্ট নিজের সাথে রাখবেন। মনে রাখবেন, এটি কিন্তুু অনেক জরুরী একটা বিষয়।

যেমন ধরুন, আপনি দুবাই যেতে চাচ্ছেন। এখন যদি আপনার আজ থেকে ১০ বছর কিংবা ১৫ বছর আগের দুবাই যাওয়ার পাসপোর্ট থাকে।

তাহলে কিন্তুু আপনি বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। তাই আপনি যখন এক দেশ থেকে অন্য কোন দেশে ভ্রমন করতে যাবেন। তখন অবশ্যই আপনার সকল পুরাতন পাসপোর্ট গুলো নিজের সাথে রাখবেন। 

কিভাবে পুরাতন পাসপোর্ট সঙ্গে বহন করবেন?

আমরা উপরের আলোচনা থেকে বেশ কিছু বিষয় জানতে পারলাম। সেটি হলো, যখন আমরা পাসপোর্ট রিনিউ করবো।

তখন আমাদের উচিত পুরাতন পাসপোর্ট গুলো কে ফেলে না দিয়ে সেগুলো কে যত্ন সহকারে রেখে দিতে হবে। এবং প্রয়োজন অনুসারে সেই পুরাতন পাসপোর্ট গুলোকে বহন করতে হবে।

তো এই বিষয় গুলো জানার পর অনেকের মনে একটি প্রশ্ন জাগবে। সেটি হলো, কিভাবে আপনি পুরাতন পাসপোর্ট নিজের সঙ্গে বহন করবেন।

আর মনে যদি এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি আপনাকে বলবো যে, আপনি আপনার সুবিধা মতো আপনার পুরাতন পাসপোর্ট বহন করতে পারবেন।

আপনি আরোও জনাতে পারবেন…

আর সেজন্য আপনি আপনার প্রয়োজন অনুসারে ক্লিপ / কভার ব্যবহার করতে পারবেন। সেই সাথে যখন আপনি কোন একটি দেশে ভ্রমন করার জন্য ভিসার আবেদন করবেন।

তখন যদি আপনি আপনার নিকট সেই দেশের পুরাতন পাসপোর্ট থাকে। তাহলে আপনি সেই পুরাতন পাসপোর্ট গুলো ব্যবাহার করার চেস্টা করবেন।

তাই অবশ্যই আপনি আপনার পুরাতন পাসপোর্ট গুলো সাথে রাখবেন। এবং আপনি সেই পাসপোর্ট গুলো পুনরায় ব্যবহার করার চেস্টা করবেন।

আশা করি, উক্ত বিষয়টি সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পেরেছেন। 

FAQs

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?

উত্তর: পাসপোর্ট রিনিউ করার জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন:

  • পুরনো পাসপোর্ট (মূল এবং ফটোকপি)
  • জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
  • পাসপোর্ট আবেদন ফরম (পূরণকৃত)
  • নির্ধারিত ফি (ব্যাংক রশিদ সহ)

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?

উত্তর: পাসপোর্ট রিনিউ করার খরচ নির্ভর করে পাসপোর্টের মেয়াদ এবং পাতার সংখ্যার উপর।

  • ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট: ৪,০২৫ টাকা
  • ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট: ৬,৩২৫ টাকা
  • ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট: ৫,৭৫০ টাকা
  • ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট: ৮,৫০০ টাকা

পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে কি রিনিউ করা যায়?

হ্যাঁ, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে থেকেই রিনিউ করা যায়।

সৌদি আরব পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে?

সৌদি আরব পাসপোর্ট রিনিউ করতে সাধারণত 21 দিন সময় লাগে। তবে, জরুরি প্রয়োজনে অতিরিক্ত ফি দিয়ে 7 দিনের মধ্যেও রিনিউ করা সম্ভব।

যুক্তরাজ্যে পাসপোর্ট পেতে কি আমার পিতামাতার জন্ম সনদ প্রয়োজন?

না, যুক্তরাজ্যে পাসপোর্ট আবেদনের জন্য আপনার পিতামাতার জন্ম সনদ প্রয়োজন নেই। তবে, আপনার জন্ম সনদ এবং ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ (যেমন, জন্ম সনদ, পূর্ববর্তী যুক্তরাজ্যের পাসপোর্ট ইত্যাদি) প্রদান করতে হবে।

Q: পাসপোর্ট রিনিউ করতে কতদিন লাগে?

A: আমরা অনেকেই জানতে চাই যে, পাসপোর্ট রিনিউ করতে কতদিন লাগে। তো যখন আপনি পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করবেন। তখন যদি আপনার প্রদান করা তথ্য এর মধ্যে কোন ধরনের ভুল না থাকে। তাহলে আপনি আবেদন করার পরবর্তী ১৫ দিনের মধ্যে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন। 

Q: পাসপোর্ট রেনু করতে কত টাকা লাগে?

A: একটি পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগবে। সেটা নির্ভর করবে সেই পাসপোর্ট টি কত বছর মেয়াদি এবং উক্ত পাসপোর্ট টি কত পৃষ্ঠার। আর এই সব দিক থেকে একটি পাসপোর্ট রিনিউ করতে সর্বনিন্ম ৪ হাজার ২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ হাজার ৮০০ টাকার মতো ব্যয় করতে হবে।

 

Q: এমআরপি পাসপোর্ট নবায়ন করার উপায় কি?

A: যখন আপনি আপনার এমআরপি পাসপোর্ট নবায়ন করবেন। তখন আপনাকে পাসপোর্ট অফিস এর নির্ধারিত ব্যাংক এর মাধ্যমে নবায়ন ফি পরিশোধ করতে হবে। আর সেই ব্যাংক এর নাম হলো, ট্রাষ্ট ব্যাংক, সোনালী ব্যাংক, এশিয়া ব্যাংক, ওয়ান ব্যাংক ইত্যাদি।

আর আপনি যখন এমআরপি পাসপোর্ট নবায়ন করবেন। তখন যদি আপনার পাসপোর্ট এর মেয়াদ এক বছর হয়। তাহলে আপনাকে উক্ত এমআরপি পাসপোর্ট নবায়ন করার জন্য ৩,৭৯৫ টাকা ফি দিতে হবে। কিন্তুু যদি আপনার নিকট থাকা এমআরপি পাসপোর্ট এর মেয়াদ ২ বছর হয়।

তাহলে উক্ত এমআরপি পাসপোর্ট নবায়ন করার জন্য আপনাকে ৪,১৪০ টাকা নবায়ন ফি প্রদান করতে হবে। 

পুরাতন পাসপোর্ট নিয়ে আমাদের কিছুকথা 

আজকের এই আলোচনা টি সেই সকল মানুষের জন্য ভীষন গুরুত্বপূর্ণ, যাদের একাধিক পুরাতন পাসপোর্ট রয়েছে।

কেননা, তারা তাদের পাসপোর্ট রিনিউ করার পর, পুরাতন পাসপোর্ট গুলো কি করবে। আজকের আলোচনা তে সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তো আপনি যদি পাসপোর্ট কিংবা ভিসা সম্পর্কে আরো কোন অজানা তথ্য জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর আমাদের লেখা সম্পর্কে যদি আপনার কোন মতামত বা অভিযোগ থাকে। তাহলে তা অবশ্যই আমাদের জানাবেন।ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন ‍কিছু জানার জন্য আমাদের সাথে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top