হাইস গাড়ি ভাড়া | সারাদিনের জন্য Hiace গাড়ি ভাড়া কত ?

যখন আপনি একাধিক ব্যক্তি মিলে কোথায় ভ্রমন করার চিন্তা করবেন। তখন আপনার জন্য উপযুক্ত একটি যানবাহন হবে হাইস গাড়ি। যে গাড়ির মাধ্যমে আপনারা মোট ১০ থেকে ১৫ জন মানুষ একসাথে ভ্রমন করতে পারবেন।

হাইস গাড়ি ভাড়া | সারাদিনের জন্য Hiace গাড়ি ভাড়া কত ?
হাইস গাড়ি ভাড়া

আর এই সুবিধার জন্য আমরা অনেকেই হাইস গাড়ি ভাড়া করতে চাই। তবে তার আগে আমাদের জানতে হবে যে, হাইস গাড়ির ভাড়া কত টাকা।

অথবা সারাদিনের জন্য গাড়ি ভাড়া তালিকা থাকলে ভালো হত। হাইস গাড়ি ভাড়া সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। 

কখন হাইস গাড়ি দরকার হয়?

বিভিন্ন সময় আমাদের হাইস গাড়ির দরকার হতে পারে। যেমন, পারিবারিক ট্যুর, অফিস ট্যুর, বিবাহ ট্যুর ইত্যাদির কাজে হাইস গাড়ির দরকার হয়।

কারণ,এই ধরনের গাড়িতে মোট ১০ জন থেকে ১৫ জন ব্যক্তি একসাথে যাওয়া যায়। আর আপনিও যদি একাধিক ব্যক্তির সাথে একই গাড়িতে কোথাও ট্যুরে যেতে চান।

তাহলে আপনার জন্য উপযুক্ত একটি যানবাহন হবে হাইস গাড়ি। তবে ট্যুর ছাড়াও আপনি অন্যান্য কাজের ক্ষেত্রেও হাইস গাড়ি ব্যবহার করতে পারবেন। 

গাড়ি ভাড়া নেওয়ার জন্য আমার কি কি ডকুমেন্ট দিতে হবে?

যদি আপনার গাড়ি চালানোর মতো দক্ষতা থাকে, তাহলে আপনি বিভিন্ন রেন্ট কোম্পানি থেকে হাইস গাড়ি ভাড়া নিতে পারবেন।

আর যখন আপনি কোনো রেন্ট কোম্পানি থেকে গাড়ি ভাড়া নিবেন। তখন আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস দিতে হবে। আর সেই ডকুমেন্টস গুলো হলো,

  1. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। 
  2. আপনার জাতীয় পরিচয়পত্র। 
  3. গাড়ি ভাড়ার চুক্তিনামা।
  4. আপনার ব্যাংক স্টেটমেন্ট। 
  5. গাড়ি নিজে চালাতে চাইলে ড্রাইভিং লাইসেন্স। 
  6. অন্য কাউকে দিয়ে গাড়ি চালালে তার ড্রাইভিং লাইসেন্স।

যদিওবা গাড়ি ভাড়া দেওয়ার সময় উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলোর দরকার হয়। তবে এমন অনেক রেন্ট কোম্পানি আছে যারা আপনার গাড়ি ভাড়ার পূর্বনির্ধারিত অর্থ পূর্বে জমা নিতে পারে।

তবে এ ক্ষেত্রে যদি কোম্পানি থেকেই যদি ড্রাইভার দিয়ে দেয় তাহলে সকল ডকুমেন্ট লাগবে না। তবে দরকারি ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয় পত্রর কপি, আপনার লোকেশন সহ বিস্তারিত তথ্য।

হাইস গাড়ির সিট কয়টা?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, হাইস গাড়ির সিট কয়টা। তো হাইস গাড়ির মোট কত গুলো সিট থাকবে সেটি মূলত গাড়ির মডেল এর উপর নির্ভর করবে।

তবে সাধারনত হাইস গাড়িতে মোট ১০ টা থেকে শুরু করে ১৫ টা পর্যন্ত সিট থাকে। আবার কিছু কিছু মডেল এর হাইস গাড়ি আছে যে গুলো তে  ১৮ টা থেকে ২০ টি পর্যন্ত সিট থাকে। 

হাইস গাড়ির সারা দিনের খরছ

বিভিন্ন সময় আমাদের হাইস গাড়ি ভাড়া নেওয়ার দরকার হয়। তো সেই সময় আমরা জানতে চাই যে, হাইস গাড়ির সারাদিনের ভাড়া কত টাকা।

আর আপনি যেন এই ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে হাইস গাড়ির ভাড়ার তালিকা শেয়ার করবো। 

হাইস গাড়ির দৈনিক ভাড়ার পরিমান 

  1. ঢাকার ভিতরে দৈনিক গাড়ির বডি ভাড়া – ৩৫০০/-
  2. ঢাকার বাহিরে দৈনিক গাড়ির বডি ভাড়া – ৪০০০/-
  3. মডেল অনুযায়ী দৈনিক গাড়ি ভাড়া নির্ধারণ করা হয়।
  4. প্যাকেজ আলোচনা সাপেক্ষে।

হাইস গাড়ির মাসিক ভাড়ার পরিমান

  1. মাসিক গাড়ির বডি ভাড়া– ৬৫,০০০/-
  2. ওল্ড শেপ ৬০০০০/- ৬৫০০০/- নিউ শেপ ৭০০০০/- ৭৫০০০/-
  3. মডেল অনুযায়ী মাসিক ভাড়া আলোচনা সাপেক্ষে।

নোটঃ উপরে উল্লেখিত এই ভাড়ার তালিকাটি Royal Transport নামক রেন্ট কোম্পানি থেকে সংগ্রহ করা হয়েছে। তবে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এই ভাড়ার পরিমান কিছুটা কম বা বেশি হতে পারে। 

গাড়ি ভাড়া দেওয়ার চুক্তি নামা

যখন আপনি কোনো রেন্ট কোম্পানির কাছ থেকে গাড়ি ভাড়া নিবেন। তখন আপনাকে সেই কোম্পানির সাথে চুক্তি করতে হবে। আর সেই চুক্তিনামার মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো উল্লেখ করা থাকে।

তো আপনার বোঝার সুবিধার জন্য এবার আমি আপনাকে একটি চুক্তিনামার নমুনা প্রদান করবো। যা নিচের আলোচনায় শেয়ার করা হলো। 

গাড়ি ভাড়া দেওয়ার চুক্তি নামা (নমুনা)

(আপনার নাম), (ঠিকানা), জাতীয়তা-বাংলাদেশী, (ধর্ম), (পেশা),

——— (প্রথম পক্ষ),

প্রইম … (হেড অফিস ঠিকানা),

———— (দ্বিতীয় পক্ষ),

দ্বিতীয় পক্ষ (ধারন ক্ষমতা) পণ্য ধারণ ক্ষমতা বিশিষ্ট ১টা গাড়ি ভাড়া নিচ্ছে যার চুক্তিপত্র উপর্যুক্ত প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে অদ্য (তারিখ) সম্পাদিত হলো।

চলমান পাতা- ০২

গাড়ি ভাড়া চুক্তির বিবরণী এবং শর্তসমূহ নিম্নে উল্লেখ করা হইলঃ

  1. প্রথম পক্ষ ১ টি গাড়ি, (….গাড়ি নাম্বার….), প্রতিমাসে বডি ভাড়া বাবদ মোট (…..টাকা…..) (কথায় ও অংক)।
  2. দ্বিতীয় পক্ষের নিকট ভাড়া দেওয়া হবে।
  3. প্রতি মাসের গাড়ি ভাড়া এবং অন্যান্য পাওনা (যদি থেকে থাকে) তা পরবর্তী মাসের সাত (০৭) তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  4. মাসের ভাড়া ও অন্যান্য বিল (যদি থেকে থাকে) পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের (পনের) দিনের নোটিশ প্রদান সাপেক্ষে চুক্তি বাতিল করা হবে।
  5. গাড়ির তেল ও ড্রাইভারের বেতন ২য় পক্ষ বহন করবে।
  6. গাড়ির ছোটো খাটো মেরামত ২য় পক্ষ বহন করবে। 
  7. আর গাড়ির বড় ধরনের সমস্যা হলে ১ম পক্ষ বহন করবে। এছাড়াও এর বহিঃভুত কারনে যে সমস্যা গুলো হবে তা ১ম পক্ষ ও ২য় পক্ষ এক সাথে বসে তা সমাধান করবে।
  8. যে ব্যবসার জন্য গাড়ি বরাদ্দ করা হবে, সেটি ছাড়া অন্য কোন ব্যবসা করা যাবে না।
  9. গাড়িতে কোন অবৈধ পণ্য বহন করা যাবে না। সে ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ এর দায়ভার বহন করবে।
  10. প্রথম পক্ষ বরাদ্দকৃত গাড়ি ভাড়া বৃদ্ধি বা পুনঃনির্ধারণ করতে পারবেন এক মাস পর।

(এগুলো ছাড়াও আরো অন্যান্য শর্ত থাকতে পারে। তাই আপনি অবশ্যই আপনার চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিবেন। যেন পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা না হয়।)

পাতা নং-০৩

  1. দ্বিতীয় পক্ষ চুক্তিপত্রের কোন শর্ত ভঙ্গ করলে কিংবা কোন অবৈধ অথবা প্রথম পক্ষের জন্য ক্ষতিকর, কোন কার্যকলাপে লিপ্ত থাকলে। সরকারী কোন আইন সঙ্গত আদেশ বা নির্দেশ অমান্য করলে, প্রথম পক্ষ পনের দিনের নোটিশ প্রদান স্বাপেক্ষে সংশ্লিষ্ট গাড়ি ভাড়ার চুক্তি বাতিল করতে পারবেন।
  2. প্রথম পক্ষ যে কোন প্রয়োজনে ৩০ (ত্রিশ) দিনের নোটিশে অত্র চুক্তিপত্র বাতিল করতে পারবেন।
  3. উক্ত চুক্তি পত্রের মেয়াদ (….তারিখ….) খ্রিঃ হতে (….তারিখ….) খ্রিঃ পর্যন্ত বলবৎ থাকবে।
  4. তবে দ্বিতীয় পক্ষের আগ্রহ এবং আলোচনা সাপেক্ষে নির্ধারিত ভাড়ায় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

প্রথম পক্ষের স্বাক্ষর:

১। সাক্ষীর স্বাক্ষর

২। সাক্ষীর স্বাক্ষর

দ্বিতীয় পক্ষের স্বাক্ষর:

১। সাক্ষীর স্বাক্ষর

২। সাক্ষীর স্বাক্ষর

আপনার জন্য আমাদের কিছুকথা

যারা বর্তমান সময়ে হাইস গাড়ি ভাড়া নিতে চান। তাদের জন্য আসলে কত টাকা ভাড়া দিতে হবে আজকে সেই ভাড়ার তালিকা শেয়ার করা হয়েছে।

এছাড়াও আপনি যখন কোনো রেন্ট কোম্পানি থেকে হাইস গাড়ি ভাড়া করবেন তখন আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো বলা হয়েছে।

তো আমরা প্রতিনিয়ত এমন ধরনের অজানা বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনি সেই বিষয় গুলো বিনামূল্যে জানতে চান।

তাহলে নিয়মিত আমাদের Info Portal BD তে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top