পাঠাও কুরিয়ার ট্র্যাকিং : আপনি যদি বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠান পাঠাও কুরিয়ার এর মাধ্যমে কোনো পার্সেল পাঠিয়ে দেন। তাহলে বর্তমান সময়ে আপনার পার্সেল কোথায় আছে, তা আপনি ট্রাক করে নিতে পারবেন।
তবে কিভাবে পাঠাও কুরিয়ার ট্রাকিং করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা।
সেজন্য আজকে আমি আপনাকে দেখিয়ে দিবো, আপনি কিভাবে Pathao Courier Tracking করবেন। আর আপনি যদি সেই ট্রাকিং করার উপায় গুলো সম্পর্কে জানতে চান।
তাহলে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখুন।
পাঠাও কুরিয়ার ট্র্যাকিং কি (What Is Pathao Tracking)
কিভাবে ট্রাকিং করতে হয় সেটি জানার আগে আপনাকে একটি বিষয় জেনে নিতে হবে। সেটি হলো, পাঠাও কুরিয়ার ট্রাকিং কি।
তো সহজ কথায় বলতে গেলে যখন আপনি পাঠাও এর মাধ্যমে কোনো ধরনের পার্সেল কুরিয়ার করবেন। তখন আপনাকে একটি ট্রাকিং করার নাম্বার প্রদান করা হবে। আর অধিকাংশ সময় এই ট্রাকিং নাম্বার টি বারকোড এর মাধ্যমে দেওয়া হয়।
আর যখন আপনার কাছে এই ট্রাকিং নাম্বারটি থাকবে। তখন আপনি নিজের ঘরে বসে আপনার পার্সেল এর বর্তমান অবস্থা চেক করে নিতে পারবেন।
যেমন, আপনার পার্সেল বর্তমানে কোন অবস্থানে আছে, পার্সেল গন্তব্যে পৌঁছাতে কতক্ষন লাগবে ইত্যাদি।
ট্র্যাকিং আইডি কি?
উপরের আলোচনায় আমি আপনাকে ট্রাকিং আইডি নামক একটি শব্দ বলেছি। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, এই ট্রাকিং আইডি কি।
তো এই ট্রাকিং আইডি হলো বিশেষ এক ধরনের নাম্বার। যেটি কুরিয়ার করার সময় বারকোডের মাধ্যমে দেওয়া হয়। আর এই বারকোডের মাধ্যমে থাকা ট্রাকিং নাম্বারটি ১০ সংখ্যা থেকে ১২ সংখ্যার হয়।
আর যখন আপনি কোনো প্রতিষ্ঠান থেকে পার্সেল কুরিয়ার করবেন।
তখন আপনি সেই সংখ্যা গুলোর মাধ্যমে আপনার কুরিয়ার করা পার্সেল ট্রাক করতে পারবেন। আর এই নাম্বার কে বলা হয়, ট্রাকিং আইডি। আশা করি, বিষয়টি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
পাঠাও কুরিয়ার ট্র্যাকিং করতে কি লাগে?
এতক্ষনের আলোচনা থেকে আমরা পাঠাও ট্রাকিং সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আপনাকে জানতে হবে যে, পাঠাও কুরিয়ার ট্রাকিং করতে কি কি লাগে।
যদিওবা পাঠাও কুরিয়ার ট্রাকিং করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয়না। সেজন্য আপনার একটি পাঠাও একাউন্ট লাগবে।
এর পাশাপাশি আপনার মোবাইল নাম্বার এর দরকার হবে। তবে যখন আপনি আপনার কোনো কুরিয়ার ট্রাকিং করবেন। তখন আপনার নসাইনমেন্ট এর দরকার পড়বে।
কিভাবে পাঠাও কুরিয়ার ট্র্যাকিং করতে হয়?
তো ভিন্ন ভিন্ন কুরিয়ার পার্সেল করার জন্য ভিন্ন নিয়ম ফলো করতে হয়। তবে আপনি যদি পাঠাও এর মাধ্যমে কোনো কুরিয়ার পার্সেল করেন।
তাহলে আপনি যেভাবে আপনার কুরিয়ার ট্রাকিং করতে পারবেন। সেই পদ্ধতি গুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো (How to track Pathao Courier)। যেমন,
- সবার প্রথমে আপনাকে পাঠাও অ্যাপ ইনস্টল করতে হবে।
- তারপর আপনার পাঠাও একাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে।
- এরপর পাঠাও এর More অপশন থেকে Tracking এর মধ্যে যেতে হবে।
এখন আপনার রেজিষ্ট্রেশন করা ইউজার আইডি থেকে মোট কত গুলো পার্সেল করা হয়েছে। আপনি তার সব বিস্তারিত উক্ত অপশন থেকে দেখে নিতে পারবেন।
তবে আপনি যদি আপনার পার্সেল এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন,
- পাঠাও অ্যাপ থেকে “Track Delivery” নামক অপশনের মধ্যে ক্লিক করতে হবে।
- এবার আপনাকে নসাইনমেন্ট আইডি ও আপনার ফোন নাম্বার দিতে হবে।
- তারপর আপনি আপনার প্রত্যেকটি পার্সেল এর বর্তমান অবস্থান জেনে নিতে পারবেন।
তো আপনি যদি আপনার পাঠাও কুরিয়ার ট্রাকিং করতে চান। তাহলে আপনাকে উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে।
এছাড়াও কিভাবে আপনি কিভাবে আপনার পার্সেল এর বর্তমান অবস্থা চেক করতে পারবেন। সেই পদ্ধতি গুলোও উপরের আলোচনায় দেখিয়ে দেওয়া হয়েছে।
পাঠাও কুরিয়ার সার্ভিস হেল্পলাইন
যখন আপনি কোনো একটি প্রতিষ্ঠানের সার্ভিস ব্যবহার করবেন। তখন বিভিন্ন প্রয়োজনে সেই প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে।
আর তাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হলো উক্ত প্রতিষ্ঠানের হেল্পলাইনে যোগাযোগ করা।
তো কোনো কারণে যদি আপনার পাঠাও কুরিয়ার সার্ভিস হেল্পলাইন এর দরকার হয়। তাহলে আপনি এই নাম্বারে 09610003030 কল দিয়ে যোগাযোগ করতে পারবেন।
অথবা আপনি যদি অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে চান। তাহলে আপনাকে [email protected] এই ঠিকানায় মেইল করতে হবে।
আপনি পাঠাও নিয়ে আরোও জানতে পারেন…
- পাঠাও অফিস : সকল পাঠাও অফিসের ঠিকানা
- পাঠাও বাইক রেজিস্ট্রেশন : পাঠাও বাইক রেজিস্ট্রেশন করে আয় করুন
- পাঠাও কুরিয়ার নাম্বার : পাঠাও কুরিয়ার সার্ভিস হেল্পলাইন
পরিশেষে লেখকের কিছু মন্তব্য
প্রিয় পাঠক, আপনি যদি পাঠাও কুরিয়ার সার্ভিস ব্যবহার করেন। তাহলে কিভাবে আপনি আপনার কুরিয়ার ট্রাক করতে পারবেন।
আজকের আর্টিকেলে সেই বিষয় গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও যদি আপনার কুরিয়ার ট্রাক করতে সমস্যা হয়। তাহলে আপনার সমস্যাটি নিচে কমেন্ট করে জানাবেন।
আর এতক্ষন ধরে আমাদের ওয়েবসাইটে এসে আর্টিকেল পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।