উবার মোটরসাইকেল ভাড়া এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত পড়ুন

আমরা অনেকেই মনে করি যে, উবার এর মাধ্যমে শুধুমাত্র ট্যাক্সি ভাড়া করা যায়। তো এই ধারনা সঠিক নয় কেননা, বর্তমান সময়ে আপনি উবার থেকে মোটরসাইকেল ভাড়া করতে পারবেন।

উবার মোটরসাইকেল ভাড়া

আর উবার এর মোটর সাইকেল ভাড়া করার জন্য আপনাকে কি কি করতে হবে। সেই নিয়ম গুলো সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

তাহলে চলুন Motorcycle ভাড়া নিয়ে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়।

আপনি কেন উবার মোটরসাইকেল ভাড়া করবেন?

মানুষের প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্যে থাকে। ঠিক তেমনি ভাবে আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে, কেন আপনি উবার মোটরসাইকেল ভাড়া করবেন।

তো উবার মোটরসাইকেল ভাড়া করলে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমন,

  1. আপনাকে বাস কিংবা ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবেনা। 
  2. ট্রাফিক জ্যামের মধ্যে বসে থাকতে হবেনা। 
  3. আপনি আপনার গন্তব্য স্থানে যথা সময়ে পৌঁছাতে পারবেন। 
  4. অন্যান্য পরিবহন এর চাইতে আপনি কম খরচে ভ্রমন করতে পারবেন। 
  5. উবারের মাধ্যমে ভ্রমন করা নিরাপদ।

তো যারা আসলে জানতে চান যে, কেন আপনি উবার মোটরসাইকেল ব্যবহার করবেন। তাদের জন্য উপরে উবার মোটরসাইকেল এর বেশ কিছু সুবিধা উল্লেখ করা হয়েছে।

যে সুবিধা গুলোর জন্য আপনার অবশ্যই উবার মোটরসাইকেল ভাড়া করা উচিত। 

কিভাবে উবার মোটরসাইকেল ভাড়া করতে হয়?  

আমরা অনেকেই উবার মোটরসাইকেল ভাড়া করার বিষয়টি কঠিন মনে করি। তবে আপনি সহজ কিছু পদ্ধতি ফলো করার মাধ্যমে উবার মোটরসাইকেল ভাড়া করতে পারবেন।

তবে তার আগে আপনাকে উবারে রেজিস্ট্রেশন করতে হবে যদি Uber এ আপনার একাউন্ট না থাকে। আপনি যদি না জানেন উবারে রেজিস্টেশন করতে কি কি লাগে। তাহলে আমাদের আগের আর্টিকেলটি দেখে আসতে পারেন।

আর এবার আমি আপনাকে সেই পদ্ধতি গুলোকে ধাপে ধাপে দেখিয়ে দিবো। যেমন,

  1. সবার প্রথমে আপনি উবার অ্যাপস অপেন করুন। 
  2. তারপর আপনার উবার একাউন্ট এর মধ্যে প্রবেশ করুন। 
  3. এখন আপনি Ride ও Intercity নামক দুটি অপশন দেখতে পারবেন। 
  4. তো আপনাকে Ride অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। 
  5. তারপর আপনি সবার উপরে দুটি ফাঁকা বক্স দেখতে পারবেন। 
  6. এবার আপনি যেখান থেকে আপনার যাত্রা শুরু করতে চান সেটি প্রথম বক্সে প্রদান করুন। 
  7. এরপর আপনার গন্তব্য স্থানটি দ্বিতীয় বক্সে প্রদান করুন। 
  8. এবার যানবাহন হিসেবে উবার মোটরবাইক সিলেক্ট করুন।

তো যখন আপনি আপনার ভ্রমনের জন্য উবার মোটরসাইকেল সিলেক্ট করবেন। তখন আপনার বর্তমান স্থান থেকে গন্তব্য স্থানে যেতে মোট কত টাকা ভাড়া দিতে হবে সেটি দেখতে পারবেন।

এছাড়াও ভাড়া কনফার্ম করার পর আপনাকে মোটরসাইকেল ড্রাইভারের নাম্বার দেওয়া হবে। আপনি চাইলে সেই নাম্বারে কল দিয়ে ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন।

উবার নিয়ে আপনি আরোও জানুন…

উবার মোটরসাইকেল ভাড়া কত টাকা?

আপনারা অনেকেই জানতে চান যে, উবার মোটর সাইকেল ভাড়া কত টাকা। তো উবারের মোটর সাইকেল ভাড়া কত টাকা হবে সেটা নির্ভর করবে আপনার গন্তব্য স্থানের দুরত্বের উপর।

এখন আপনি আপনার স্থান থেকে যতো দুরে ভ্রমন করবেন। আপনার মোটরসাইকেল ভাড়ার পরিমান ঠিক ততো বেশি বেড়ে যাবে।

সাধারণত, ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা থেকে শুরু হয়। তবে আপনি যখন তাদের অ্যাপে আপনার লোকেশন লিখে সার্চ দিবেন তার পর নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারবেন।

তবে যখন উবার থেকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ও অফার দেওয়া হবে। তখন আপনি সেই অফারে উবার মোটরসাইকেল ভাড়া করতে পারেন। তাহলে আপনার খরচের পরিমান কিছুটা কম হবে।

Sources

আপনার জন্য আমাদের শেষকথা 

আপনি একজন যাত্রী হিসেবে কিভাবে উবার মোটরসাইকেল ভাড়া করবেন। সেই পদ্ধতি গুলো আজকে আপনার সাথে শেয়ার করা হয়েছে।

আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হবেন। আর যদি আপনি এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান।

তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top