আপনি যদি মুক্তপাঠ এর মধ্যে অনলাইন কোর্স করে থাকেন। তাহলে একটা সময় অবশ্যই আপনাকে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার প্রয়োজন পড়বে। আর এই সময় আমরা অনেকেই বুঝতে পারি না যে, কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করব।
তো আপনিও যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে চিন্তার কোন কারণ নেই। কেননা আজকে আমি আপনাকে দেখিয়ে দিব যে, কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন।
মুক্তপাঠ কি?
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মাধ্যমে আমি আপনাকে অবশ্যই মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি গুলো দেখিয়ে দিব। তবে তার আগে আমাদের স্বল্প আকারে জেনে নিতে হবে যে, মুক্তপাঠ কি বা মুক্তপাঠ কাকে বলে।
তো বর্তমান সময়ে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স দেখতে পাই। তবে সেই সকল কোর্সের মধ্যে অন্যতম হলো, মুক্তপাঠ। যেখানে আপনি নিজের ঘরে বসে অনলাইনে মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি অংশগ্রহণ করার বিনিময়ে আপনি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।
তবে অনলাইনে থাকা অন্যান্য কোর্স গুলোর তুলনায় মুক্ত পাঠ কে অন্যতম বলার বেশ কিছু কারণ রয়েছে। আর সেই কারণ গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,
- মুক্তপাঠ এর মধ্যে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করা যায়।
- এই কোর্স এর মধ্যে আপনি যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।
- এ ছাড়াও মুক্তপাঠ কোর্স থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
- মুক্তপাঠ এর মধ্যে দক্ষতা অর্জন করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়।
- যে কোনো শ্রেণীর যে কোনো বয়সের মানুষ মুক্তপাঠ নামক ই লার্নিং প্লাটফর্মের সাথে যুক্ত হতে পারবে।
- মুক্তপাঠ এর মধ্যে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করার পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে।
- সবচেয়ে বড় কথা হল মুক্তপাঠ নামক ই লার্নিং কোর্স এর মধ্যে আপনি বিনামূল্যে নিজের দক্ষতা অর্জন করতে পারবেন।
তো আশা করি, উপরের এই স্বল্প আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন যে, মুক্তপাঠ কি। এবং কেন আপনার মুক্তপাঠ নামক ই লার্নিং কোর্সে অংশগ্রহণ করা উচিত।
মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, একজন ব্যক্তি যদি মুক্তপাঠ ই লার্নিং কোর্স এর মধ্যে অংশগ্রহণ করে। তাহলে সেই ব্যক্তি কে সার্টিফিকেট প্রদান করা হবে। তো এই সার্টিফিকেট এর কথা আসার পরে অনেকের মনে একটি প্রশ্ন জাগবে। সেটি হলো যে, মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে।
আর আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমি আপনাকে বলব যে মুক্তপাঠ সার্টিফিকেট মূলত তখনই আপনার কোন কাজে আসবে। যখন আপনি কোন কাজে বা চাকরি তে অংশগ্রহণ করবেন। যেমন ধরুন, আপনি মুক্তপাঠ থেকে কম্পিউটার অপারেটর এর দক্ষতা অর্জন করেছেন। সে ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করার সময় এই সার্টিফিকেট আপনার অতিরিক্ত দক্ষতা বা স্কিল হিসেবে কাজে লাগবে।
কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট পাবো?
কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করার পর। সেই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি মুক্তপাঠ ই লার্নিং প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অর্জন করতে চান। তাহলে অবশ্যই আপনাকে মুক্তপাঠ এর মধ্যে আবেদন করতে হবে। এবং তাদের দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
আর যখন আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত কোন নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করবেন। তারপর মুক্তপাঠ কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেট প্রদান করবে। এবং পরবর্তী সময়ে আপনি সেই সার্টিফিকেট বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তবে সেজন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
মুক্তপাঠ সার্টিফিকেট পাওয়ার নিয়ম
আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম যে, মুক্তপাঠ কি এবং মুগ্ধপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে। তো এই বিষয় গুলো জানার পরে এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। সেটি হল, মুক্তপাঠ সার্টিফিকেট পাওয়ার নিয়ম গুলো কি। তো চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
তো আপনি যদি মুক্তপাঠ থেকে সার্টিফিকেট পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে মুক্তপাঠ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তাদের কোর্স করার জন্য আবেদন করতে হবে। আর এই যাবতীয় কাজ গুলো আপনি (muktopaath.gov.bd) এই ওয়েবসাইট থেকে করতে পারবেন।
আর যখন আপনি তাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করবেন। এবং তাদের কোর্স করার জন্য আবেদন করবেন। তারপর মুক্তপাঠ কর্তৃপক্ষ আপনাকে সিলেক্ট করার পর আপনি নির্দিষ্ট কোন বিষয়ে মুক্তপাঠ থেকে দক্ষতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি তাদের অনলাইন ই লার্নিং প্লাটফর্ম থেকে যে কোনো একটি বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্স সম্পন্ন করবেন।
তারপর কোর্স শেষে আপনি তাদের কাছ থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর কিভাবে মুক্তপাঠ থেকে নির্দিষ্ট একটি বিষয়ে কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। এবার আমি আপনাকে সেই পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দিব। চলুন এবার মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন?
আপনি যখন সরকারি ভাবে বিনামূল্যে মুক্তপাঠ থেকে অনলাইনে নির্দিষ্ট কোন একটি বিষয়ে কোর্স কমপ্লিট করবেন। তারপর কোর্স শেষে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে কোন কোন পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। এবার আমি আপনাকে সেই পদ্ধতি গুলো দেখিয়ে দিব।
আর যদি আপনি মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে চান। তাহলে সবার আগে আপনাকে মুক্তপাঠ এর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করে উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যখন আপনি মুক্তপাঠ এর ওয়েবসাইটি প্রবেশ করবেন। তারপর আপনাকে লগ ইন করতে হবে।
আর মুক্তপাঠ এর ওয়েবসাইটে প্রবেশ করার পর সবার উপরে ডান পাশে আপনি লগইন নামের একটি অপশন দেখতে পারবেন। যখন আপনি উক্ত অপশনের মধ্যে ক্লিক করবেন, তারপর আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করতে হবে।
তো যখন আপনি আপনার একাউন্টের মধ্যেই প্রবেশ করবেন। তারপর পুনরায় আপনি সবার উপরে ডান পাশে সার্টিফিকেট নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে একটা কথা বলে রাখা উচিত, যদি আপনি সফল হবে নির্দিষ্ট কোন বিষয়ে মুক্তপাঠ এর অনলাইন কোর্স শেষ করবেন। তারপর আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করার একটি আবেদন করতে পারবেন।
এখন আপনার আবেদন টি যখন গ্রহণ করা হবে। তারপরেই আপনি আপনার মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দেখতে পারবেন। এরপর আপনাকে সেই সার্টিফিকেট এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। যে পিডিএফ ফাইলটি পরবর্তীতে আপনি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। মূলত এভাবেই মুক্তপাঠ এর সার্টিফিকেট ডাউনলোড করতে হয়।
মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন করার নিয়ম
উপরের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি যে, মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আমাদের সর্ব প্রথম আবেদন করতে হয়। আর এই আবেদন প্রক্রিয়া টি সম্পন্ন করার জন্য আপনাকে মুক্তপাঠ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর লগইন করার পর সবার উপরে ডান পাশে সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে।
এখন আপনি যদি সঠিক ভাবে কোন বিষয়ে কোর্স কমপ্লিট করেন। তারপর আপনি ”আবেদন করুন” নামক একটি অপশন ক্লিক করতে পারবেন। তো সেই অপশন এর মধ্যে ক্লিক করার পরে আপনি সফলভাবে আবেদন করতে পারবেন। আর আপনার এই আবেদন যখন গ্রহণযোগ্য হবে, তারপর আপনি মুক্তপাঠ এর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমি আপনাদের মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার উপায় গুলো দেখিয়ে দিয়েছি। এছাড়াও মুক্তপাঠ কি এবং মুক্তপাঠ সার্টিফিকেট কোন কাজে লাগে সে সম্পর্কে সঠিক ধারণা দিয়েছি।
আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বিনা মূল্যে পেতে চাইলে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।