10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

10 Year Passport Cost: আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে বিদেশ যেতে চান তাদের সর্বপ্রথম পাসপোর্ট এর প্রয়োজন হবে। আর আমরা জানি, পাসপোর্ট প্রধানত ৫ বছর মেয়াদি ও ১০ বছর মেয়াদি হয়।

10-years-passport-cost
10 বছর মেয়াদি পাসপোর্ট খরচ

তবে আমরা অনেকে ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে চাই। যার কারণে আমাদের জানার প্রয়োজন হয় যে, 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে। 

কেন 10 বছর মেয়াদি পাসপোর্ট করবেন?

প্রথমত যদি আপনার কাছে ১০ বছর মেয়াদি পাসপোর্ট থাকে তাহলে আপনাকে সেই পাসপোর্ট নবায়ন করার চিন্তা করতে হবেনা। কারণ, উক্ত পাসপোর্ট কে পরবর্তী ১০ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যা আপনার সময় এবং অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

আর বারবার পাসপোর্ট নবায়ন করার ঝামেলা না থাকার কারণে আপনি সহজেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ১০ বছর মেয়াদি পাসপোর্ট করলে আপনি বারবার পাসপোর্ট নবায়ন করার খরচ থেকে বেঁচে যাবেন।

পাসপোর্ট সম্পর্কে আরো জানুন…..

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

বর্তমান সময়ে ১০ বছর মেয়াদি পাসপোর্ট গুলো ৪৮ পেজ ও ৬৪ পেজের হয়। আর এই পেজের উপর ভিত্তি করে আপনার খরচ নির্ভর করবে। তাই নিচে একটি তালিকা প্রদান করা হলো যেখানে আপনি 10 বছর মেয়াদি পাসপোর্ট এর খরচ জানতে পারবেন। 

10 বছর মেয়াদি পাসপোর্ট – (48 Page)

  1. রেগুলারঃ ৫,৭৫০ টাকা, 
  2. জরুরীঃ ৮,০৫০ টাকা এবং 
  3. অতি জরুরীঃ ১০,৩৫০ টাকা।

10 বছর মেয়াদি পাসপোর্ট – (64 Page)

  1. রেগুলারঃ ৮,০৫০ টাকা, 
  2. জরুরীঃ ১০,৩৫০ টাকা এবং 
  3. অতি জরুরীঃ ১৩,৮০০ টাকা।

বর্তমান সময়ে যারা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে চান তাদের কত টাকা খরচ হবে তা উপরে শেয়ার করা হয়েছে। তবে পরবর্তী সময়ে যদি এই খরচের পরিমান বৃদ্ধি পায় তাহলে এই আর্টিকেল টি আপডেট করে দেওয়া হবে। 

Q: রেগুলার পাসপোর্ট পেতে কতদিন লাগে?

A: ২১ কর্মদিবস।

Q: জরুরী পাসপোর্ট পেতে কতদিন লাগে?

A: ১০ কর্মদিবস।

Q: অতি জরুরী পাসপোর্ট পেতে কতদিন লাগে?

A: ২ কর্মদিবস। 

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কি কি লাগে?

যখন আপনি আপনার প্রয়োজনে ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে যাবেন তখন আপনার নিকট সকল ডকুমেন্টস থাকতে হবে। তবে আমরা অনেকেই জানিনা যে, পাসপোর্ট করার সময় কি কি লাগে। তাই পাসপোর্ট করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর তালিকা নিচে শেয়ার করা হলো। যেমন, 

সকলের জন্য যা লাগবেঃ

  1. জাতীয় পরিচয়পত্র (NID) / অনলাইন জন্ম নিবন্ধন (২০ বছরের কম)
  2. নাগরিক সনদ
  3. অনলাইন আবেদনের কপি
  4. আবেদন ফি পরিশোধের চালান
  5. সাম্প্রতিক ছবি

প্রাপ্ত বয়স্কদের জন্য যা লাগবেঃ

  1. শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি
  2. চাকরিজীবী হলে চাকরির কার্ড

সরকারি কর্মকর্তাদের যা লাগবেঃ

  1. NOC (No Objection Certificate)
  2. GO (Government Order)

১৮ বছরের কম হলে যা লাগবেঃ

  1. পিতা-মাতার NID / অনলাইন জন্ম নিবন্ধন
  2. টিকা কার্ড (প্রয়োজনের ক্ষেত্রে)

১৮-৬৫ বছর বয়সীদের যা লাগবেঃ

  1. উপরে উল্লেখিত সকল ডকুমেন্টস লাগবে।

৬৫ বছরের বেশি বয়সীদের যা লাগবেঃ

  1. ৫ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে হবে
  2. উপরে উল্লেখিত সকল ডকুমেন্টস লাগবে।

বর্তমান সময়ে আপনার বয়স ও পেশাভেদে পাসপোর্ট করার সময় যা লাগবে সেগুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। মনে রাখবেন, আপনি যদি কোনো ধরনের ভুল ডকুমেন্টস দেন তাহলে আপনার পাসপোর্ট আবেদন বাতিল করা হবে। 

১০ বছর মেয়াদি পাসপোর্ট সবার জন্য উন্মুক্ত?

বিদেশ ভ্রমণের ঝামেলা কমাতে এসে গেছে ই-পাসপোর্ট। কিন্তু সবার জন্য কি ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট উন্মুক্ত? – উত্তর হলো, না। কারণ, ১০ বছর মেয়াদি পাসপোর্ট আবেদন শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের পর্যাপ্ত যোগ্যতা আছে। আর সেই যোগ্যতা গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

যারা ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পাবেন

  • ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি
  • যারা পূর্বে ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ব্যবহার করেছেন এবং এর মেয়াদ শেষ হয়েছে
  • সরকারি কর্মকর্তা
  • যারা বিদেশে কর্মরত
  • যারা দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে চান

তো আপনার মধ্যে যদি উপরোক্ত যোগ্যতা গুলো না থাকে তাহলে আপনাকে ৫ বছর মেয়াদি পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। 

পাসপোর্ট সম্পর্কে আরো জানুন…..

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, Info portal BD বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্লগ সাইট। যেখানে আপনি ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন তথ্য বিনামূল্যে জানতে পারবেন।

আর আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তাই যদি আপনি ইমিগ্রেশন রিলেটেড সকল তথ্য বিনামূল্যে পেতে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top