সোনালী ব্যাংক ডিপিএস | Sonali Bank dps এর রেট , সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য

সোনালী ব্যাংক ডিপিএস : প্রিয় পাঠক, বর্তমান সময় আপনার প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করে রাখার জন্য ডিপিএস হল সবচেয়ে অন্যতম একটি মাধ্যম।

সোনালী ব্যাংক ডিপিএস | Sonali Bank dps এর রেট , সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য
সোনালী ব্যাংক ডিপিএস

যেখানে আপনি আপনার অর্থকে জমা করে রাখতে পারবেন, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেই অর্থকে সঞ্চয় করার ফলে আপনি ব্যাংক থেকে বাড়তি টাকা সুদ হিসেবে গ্রহণ করতে পারবেন।

আর অন্যান্য ব্যাংক গুলোতে ডিপিএস করার পাশাপাশি আপনি যদি  Sonali Bank dps খুলেন, সে ক্ষেত্রে আপনি বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

আর  আপনি যদি সোনালী ব্যাংকে ডিপিএস খুলেন, সে ক্ষেত্রে আপনার বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে।

যেমন, sonali bank dps rate, সোনালী ব্যাংক ডিপিএস থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পারবেন, sonali bank millionaire scheme,sonali bank dps chart 2022  ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে জেনে নিতে হবে।

আর আজকের আর্টিকেলটি মূলত এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই লেখা হয়েছে।

এই আর্টিকেল থেকে আপনি সোনালী ব্যাংক রিলেটেড যাবতীয় বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। 

যদি আপনি সোনালী ব্যাংক ডিপিএস (Sonali Bank dps) এর সমস্ত খুঁটিনাটি বিষয় গুলো সম্পর্কে জেনে নিতে চান। তাহলে চেষ্টা করবেন আজকের পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার।

তাহলে আপনার মনে থাকা সোনালী ব্যাংক ডিপিএস রিলেটেড কোন বিষয় সম্পর্কে অজানা থাকবে না। তো চলুন এবার সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।

Sonali Bank dps কি ?

আপনি হয়তোবা জেনে থাকবেন যে বাংলাদেশের সকল সরকারি ব্যাংক গুলোর মধ্যে সোনালী ব্যাংক হল সবচেয়ে অন্যতম এবং জনপ্রিয়।

আর এই সোনালী ব্যাংক থেকেই বিশেষ এক ধরনের ডিপিএস পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে আপনার, আমার মত সাধারন মানুষেরা তাদের অর্থকে সঞ্চয় করে রাখতে পারবেন।

এবং যখন আপনি আপনার সেই অর্থকে সঞ্চয় করে রাখবেন, তখন সেই ডিপিএস এর মেয়াদ পূর্ণ হওয়ার পরে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপনার জমা করা অর্থ কে আপনার কাছে ফিরিয়ে দিবে।

আর এর সাথে সাথে সেই অর্থ জমা করার বিনিময়ে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করবে।

এছাড়াও আপনি যদি সঞ্চয়ী হিসাব করে থাকেন, সে ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার জমাকৃত অর্থের বিনিময়ে সুদ গ্রহণ করতে পারবেন।

মূলত এই বিশেষ ধরনের স্কিম কে বলা হয়ে থাকে সোনালী ব্যাংক ডিপিএস (Sonali Bank dps).

Sonali Bank dps কত দিন মেয়াদে খোলা যাবে ?

What is Sonali Bank dps সে সম্পর্কে আপনি উপরের আলোচনা থেকে জেনে নিতে পেরেছেন। তো এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে সেটি হল যে, সোনালী ব্যাংক ডিপিএস কত দিন মেয়াদে খোলা যাবে।

যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি বিভিন্ন মেয়াদে সোনালী ব্যাংক ডিপিএস খুলতে পারবেন।

মূলত এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর, কেননা সোনালী ব্যাংক থেকে ভিন্নধর্মী মেয়াদ এবং ভিন্নধর্মী সঞ্চয় এর উপর নির্ভর করে অনেক ধরনের ডিপিএস রয়েছে।

যেমন আপনি চাইলে তিন বছর, চার বছর, সাত বছর, আট বছর, পাঁচ বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত ডিপিএস করতে পারবেন।

তবে সোনালী ব্যাংক ডিপিএস করার জন্য সর্বনিম্ন তিন বছর মেয়াদী ডিপিএস করতে হবে। আপনি চাইলে এই তিন বছর মেয়াদী এর থেকে কম মেয়াদী ডিপিএস করতে পারবেন না।

কারণ এ ধরনের ডিপিএস করার সুযোগ সোনালী ব্যাংক থেকে দেওয়া হবে না।

সোনালী ব্যাংক ডিপিএস তালিকা ২০২৪

উপরোক্ত বিষয়গুলো জানার পাশাপাশি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে হবে আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো,  সোনালী ব্যাংক ডিপিএস তালিকা।

সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীম (SBMS)

Sonali Bank Millionaire Scheme

সময় কাল (বছর) মুনাফার হার ১১.৫০% (চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়)
মাসিক কিস্তি ২৩৪০০.০০
প্রিন্সিপাল ৮৪২৪০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ১৫৯৩২৯.৯৭
মোট প্রাপ্য ১০০১৭২৯.৯৭
মাসিক কিস্তি ১৬৫৫০.০০
প্রিন্সিপাল ৭৯৪৪০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ২০৬৫৩৫.৮১
মোট প্রাপ্য ১০০০৯৩৫.৮১
মাসিক কিস্তি ১২৪৭৫.০০
প্রিন্সিপাল ৭৪৮৫০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ২৫১৭৭২.৩০
মোট প্রাপ্য ১০০০২৭২.৩০
মাসিক কিস্তি ৯৮০০.০০
প্রিন্সিপাল ৭০৫৬০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ২৯৫৪৭৫.৮৩
মোট প্রাপ্য ১০০১০৭৫.৮৩
মাসিক কিস্তি ৭৯০০.০০
প্রিন্সিপাল ৬৬৩৬০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৩৩৬৮৯৮.৭৭
মোট প্রাপ্য ১০০০৪৯৮.৭৭
মাসিক কিস্তি ৬৫০০.০০
প্রিন্সিপাল ৬২৪০০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৩৭৬৭২১.৩৯
মোট প্রাপ্য ১০০০৭২১.৩৯
মাসিক কিস্তি ৫৪৫০.০০
প্রিন্সিপাল ৫৮৮৬০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৪১৬৪৩২.৯০
মোট প্রাপ্য ১০০৫০৩২.৯০
১০ মাসিক কিস্তি ৪৫৮০.০০
প্রিন্সিপাল ৫৪৯৬০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৪৫০৫০৮.৬০
মোট প্রাপ্য ১০০০১০৮.৬০
১২ মাসিক কিস্তি ৩৩৫৫.০০
প্রিন্সিপাল ৪৮৩১২০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত ­­­­­মুনাফা ৫১৮১৩৫.৯৬
মোট প্রাপ্য ১০০১২৫৫.৯৬
১৫ মাসিক কিস্তি ২১৯৫.০০
প্রিন্সিপাল ৩৯৫১০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৬০৬৯১৯.৭৮
মোট প্রাপ্য ১০০২০১৯.৭৮
২০ মাসিক কিস্তি ১১৫৫.০০
প্রিন্সিপাল ২৭৭২০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৭২৪০৬৩.৪৪
মোট প্রাপ্য ১০০১২৬৩.৪৪
হিসাব খোলার নিয়মাবলী ১. আঠার (১৮) বছর এবং তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় এ হিসাব খুলতে পারবেন। পিতামাতা/আইনগত অভিভাবকের সাথে নাবালক/নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।

২.আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৩. হিসাব খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

 

মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলে গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় বন্ধ করতে পারবে।বন্ধে বিপরীতে সার্ভিস চার্জ ২৫০.০০ টাকা এবং সরকার নির্ধারিত হারে ভ্যাট আদায় যোগ্য হবে।

 

ক্রমিক নং হিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদ প্রাপ্য মুনাফার হার
০১ ৬ মাস পর্যন্ত কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন
০২ ৬ মাসের বেশি কিন্তু ৩ বছর পর্যন্ত জমাকৃত অর্থের ওপর ৬% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
০৩ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছর পর্যন্ত জমাকৃত অর্থের ওপর ৭.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
০৪ ৫ বছরের বেশি কিন্তু ১০ বছর পর্যন্ত জমাকৃত অর্থের ওপর ৮.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
০৫ ১০ বছরের বেশি জমাকৃত অর্থের ওপর ৯% সরল মুনাফাসহ  ফেরত পাবেন
 হিসাবের বিপরীতে ঋণ সুবিধা ১. ঋণের সীমা, তাৎক্ষনিক নগদায়ন মুল্ল্যের সর্বোচ্চ ৯০%
২. ঋণের সময়কাল ১২ মাস
৩. মুনাফার হার ১৪ %
৪. ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে অথবা
এককালীন পরিশোধযোগ্য
৫. প্রধান কার্যালয় ইস্তেহার নং-৫৪ তারিখ ১৩/১২/২০০৯ অনুসারে দলিলপত্রাদি নিতে হবে
৬. ঋণ প্রদানের পর ঋণ হিসাবের মেয়াদের মধ্যে স্কীমের কিস্তি নিয়মিত জমা করতে হবে। কোন কিস্তি জমা দিতে ব্যর্থ হলেই ব্যাংক কর্তৃপক্ষ স্কীমের আমানত স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয় করে হিশাবটি বন্ধ করে দিতে পারবে – এ মর্মে লেটার অব অথরিটি গ্রহন করতে হবে।

আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।

সোনালী ব্যাংক ডিপিএস তালিকা এখান থেকেও দেখতে পারবেন।

প্রিয় পাঠক উপরে আপনি সোনালী ব্যাংক ডিপিএস তালিকা দেখতে পাচ্ছেন মূলত এই তালিকা এর মধ্যে আপনি যেকোন একটি ডিপিএস খুলতে পারবেন।

এবং সেই ডিপিএস অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি আপনার অর্থকে সঞ্চয় করে রাখতে পারবেন। 

সোনালী ব্যাংক ডিপিএস রেট ২০২৪

উপরে যে ডিপিএস এর মেয়াদ আছে আপনি যদি সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আপনার ডিপিএস কে ভেঙে ফেলেন।

সেক্ষেত্রে আপনি কি পরিমান সুদ পাবেন, সেই নিয়ে এবার একটু আলোচনা করব। যাতে করে আপনার সে সম্পর্কে পরিষ্কার ধারণা চলে আসে।

  1. আপনি যদি আপনার ডিপিএস খোলার 6 মাস পরেই আপনার ডিপিএস ভেঙে ফেলেন সে ক্ষেত্রে আপনি কোন প্রকার সুদ পাবেন না এবং আপনি শুধুমাত্র আপনার জমা করা অর্থ উত্তোলন করতে পারবেন।
  2. আপনি যদি আপনার ডিপিএস খোলার পরবর্তী ছয় মাসের বেশি সময় অর্থাৎ আপনি যদি তিন বছর পর্যন্ত আপনার ডিপিএস এর মধ্যে অর্থ সঞ্চয় করে রাখে সে ক্ষেত্রে আপনি আপনার জমাকৃত অর্থের বিনিময়ে 6% সুদ গ্রহণ করতে পারবেন।
  3. যদি আপনার একটি ডিপিএস খোলার পরবর্তী সময়ে আপনি সেই ডিপিএস এর মধ্যে তিন বছরের বেশি অর্থাৎ আপনি যদি 5 বছর পর্যন্ত আপনার ডিপিএস এর মধ্যে অর্থ সঞ্চয় করে রাখেন। সে ক্ষেত্রে আপনি 7.5% সুদ গ্রহণ করতে পারবেন।
  4. আপনার ডিপিএস খোলার পরবর্তী সময়ে আপনি যদি সেই ডিপিএস এর মধ্যে পাঁচ বছরের বেশি অর্থাৎ 10 বছর পর্যন্ত আপনার অর্থ সঞ্চয় করে রাখেন তাহলে সেই সঞ্চয় করা অর্থের বিনিময়ে আপনি 8.50% সুদ গ্রহণ করতে পারবেন।
  5. যদি আপনি আপনার ডিপিএস খোলার পরবর্তী 10 বছর পর্যন্ত আপনার ডিপিএস একাউন্টে অর্থ সঞ্চয় করে রাখে না সেক্ষেত্রে আপনি আপনার সঞ্চয় করা অর্থের উপর ভিত্তি করে 9% পর্যন্ত সুদ গ্রহণ করতে পারবেন

তো আপনি আপনার ডিপিএস এর মধ্যে কত বছর পর্যন্ত অর্থ সঞ্চয় করলে কী পরিমাণ সুদ গ্রহণ করতে পারবেন, সেই নিয়ে আমি উপরে পরিষ্কার ভাবে আলোচনা করেছি।

এবং এই আলোচনা থেকে আপনি একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে, আপনি যত বেশি মেয়াদে আপনার ডিপিএস এর মধ্যে অর্থ সঞ্চয় করে রাখবেন, ঠিক তত বেশি সুদ গ্রহণ করার সুযোগ থাকবে।

তাই চেষ্টা করবেন আপনার ডিপিএস টি দীর্ঘমেয়াদি করার জন্য। এক্ষেত্রে আপনি বেশি পরিমাণ লাভবান হবেন।

সোনালী ব্যাংক মাসিক ডিপিএস স্কিম

যদি আপনি Sonali Bank dps করেন, সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন মেয়াদের ডিপিএস খুলতে পারবেন।

যেমন, সোনালী ব্যাংক থেকে তাদের গ্রাহকদের জন্য সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত ডিপিএস করার সুযোগ দিয়ে থাকে।

তবে এই মেয়াদের উপর ভিত্তি করে একেকটি ডিপিএস এর স্কিম অনুযায়ী মাসিক কিস্তি ভিন্ন রকমের হয়ে থাকে। চলুন এবার সেই ভিন্নধর্মী মাসিক কিস্তি সহ বিভিন্ন মেয়াদী ডিপিএস গুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক।

ডিপিএস ৩ বছর

আপনি একজন সাধারণ গ্রাহক হয়ে খুব সহজেই Sonali Bank dps করতে পারবেন। এবং আপনার ডিপিএস এর মেয়াদ 3 বছর মেয়াদি করতে পারবেন।

এক্ষেত্রে আপনার মাসিক কিস্তি হিসেবে 24 হাজার 250 টাকা করে জমা দিতে হবে। এবং আপনার সেই ডিপিএস এর তিন বছর মেয়াদ শেষে আপনার মোট সঞ্চয় করার পরিমাণ হবে 8 লক্ষ 73 হাজার টাকা।

এই অর্থ সঞ্চয় করে রাখার ফলে ব্যাংক থেকে আপনাকে সুদ হিসেবে প্রদান করবে এক লক্ষ 27 হাজার 431 টাকা।

অর্থাৎ আপনি যদি আপনার ডিপিএস এ তিন বছরে অর্থকে সঞ্চয় করে রাখেন, তাহলে আপনি সেই তিন বছর মেয়াদী ডিপিএস থেকে সর্বমোট 10 লক্ষ 431 টাকা উত্তোলন করতে পারবেন।

ডিপিএস ৫ বছর

আপনি যদি সোনালী ব্যাংক ডিপিএস হিসেবে 5 বছর মেয়াদী ডিপিএস খুলেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 13 হাজার 280 টাকা।

এবং সেই ডিপিএস এর পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরে আপনার সর্বমোট সঞ্চয় করা অর্থের পরিমাণ হবে 7 লক্ষ 96 হাজার 800 টাকা।

এবং 5 বছরে এই টাকা সঞ্চয় করার ফলে ব্যাংক থেকে আপনাকে মুনাফা প্রদান করবে 2 লক্ষ 3 হাজার 418 টাকা। এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেন সেক্ষেত্রে আপনি সর্বমোট 10 লক্ষ 218 টাকা উত্তোলন করতে পারবেন।

ডিপিএস ১০ বছর

সোনালী ব্যাংক এর ডিপিএস এর মধ্যে আপনি যদি 10 বছর মেয়াদী ডিপিএস খুলে থাকেন। তাহলে আপনার সেই ডিপিএস এর মাসিক কিস্তির পরিমাণ হবে 5235 টাকা।

এবং সেই 10 বছর পূর্ণ হওয়ার পরে আপনার সঞ্চয় করা অর্থের পরিমাণ দাঁড়াবে মোট 6 লক্ষ 28 হাজার 200 টাকা।

এবং এই 10 বছর মেয়াদি অর্থ সঞ্চয় করার বিনিময়ে সোনালী ব্যাংক থেকে আপনাকে মুনাফা প্রদান করা হবে তিন লক্ষ 72 হাজার 748 টাকা।

আর এই দশ বছরে আপনার সর্বমোট অর্থের পরিমাণ দাঁড়াবে 10 লক্ষ 431 টাকা।

সোনালী ব্যাংক ডিপিএস সুবিধা

আমি আর্টিকেল এর শুরুতেই একটা কথা বলেছি যে সোনালী ব্যাংক হলো বাংলাদেশের অন্যান্য সরকারি ব্যাংক গুলোর তুলনায় সবচেয়ে উন্নত এবং জনপ্রিয়।

কেননা আপনি যদি সোনালী ব্যাংক এর আওতায় ডিপিএস খুলে থাকেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

তবে এখন আপনাকে জেনে নিতে হবে যে  Sonali Bank dps করলে আপনি আসলে কি কি সুবিধা ভোগ করতে পারবেন। চলুন এবার সেই সুবিধা গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

  1. সোনালী ব্যাংক এর ডিপিএস করলে আপনি ঋণের সময়কাল 12 মাস পর্যন্ত পাবেন।
  2. সোনালী ব্যাংক ডিপিএস মূলত 14% মুনাফার হার প্রদান করে থাকে।
  3. ঋণের মেয়াদের মধ্যে কিস্তির অথবা আপনি এককালীন পরিশোধ করতে পারবেন।
  4. সোনালী ব্যাংক ডিপিএস এর তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ 90%

তো যদি আপনি  Sonali Bank dps খুলে থাকেন তাহলে আপনি আসলে কি কি সুবিধা ভোগ করবেন, সে সুবিধা গুলো নিয়ে উপরে আলোচনা করা হয়েছে।

তবে এর বাইরে আরও বিভিন্ন রকম সুবিধা রয়েছে। সেগুলো আপনি তখনি বুঝতে পারবেন, যখন আপনি জনপ্রিয় সোনালী ব্যাংকের মাধ্যমে ডিপিএস খুলবেন।

সোনালী ব্যাংক ডিপিএস অসুবিধা

সোনালী ব্যাংক ডিপিএস এর বিভিন্ন রকম সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। আর সেই অসুবিধা গুলো সম্পর্কে অবশ্যই আপনার জেনে নেয়া উচিত।

না হলে পরবর্তী সময়ে আপনি নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। তবে এখন জানার বিষয় হল যে সোনালী ব্যাংক ডিপিএস এর কি কি অসুবিধা রয়েছে।

চলুন এবার তাহলে সে সম্পর্কে একটু আলোকপাত করা যাক, যেন আপনার সোনালী ব্যাংক ডিপিএস রিলেটেড কোন বিষয়ে অজানা না থাকে।

তো যদি আপনি সোনালী ব্যাংক ডিপিএস এর চার্ট এর দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কম মেয়াদের স্কিম গুলোতে মাসিক কিস্তির পরিমাণ অনেক বেশি পরিমাণে রয়েছে।

যে কারণে যারা সাধারন মানুষ বা অল্প আয়ের মানুষ সেই মানুষ গুলো পক্ষে এত বেশি পরিমাণ কিস্তি দেওয়া কোন ভাবে সম্ভব হবে না।

তাই যারা স্বল্প আয়ের মানুষ তারা কখনোই এই ধরণের সোনালী ব্যাংক থেকে স্বল্প মেয়াদী ডিপিএস করতে পারবে না। বরং সেই মানুষ গুলোর জন্য অবশ্যই দীর্ঘ মেয়াদী ডিপিএস করতে হবে।

মূলত এটি হলো সোনালী ব্যাংক ডিপিএস এর সবচেয়ে বড় একটা সমস্যা।

FAQ’s

সোনালী ব্যাংক ডিপিএসের সুদের হার কত?

সোনালী ব্যাংক ডিপিএসের সুদের হার বিভিন্ন মেয়াদের জন্য ভিন্ন ভিন্ন। বর্তমানে, ১ বছরের ডিপিএসের সুদের হার ৯%, ২ বছরের ডিপিএসের সুদের হার ৯.৫%, ৩ বছরের ডিপিএসের সুদের হার ১০%, ৫ বছরের ডিপিএসের সুদের হার ১০.৫%, ৭ বছরের ডিপিএসের সুদের হার ১১% এবং ১০ বছরের ডিপিএসের সুদের হার ১১.৫%।

সোনালী ব্যাংক ডিপিএসে জমা করার সর্বনিম্ন পরিমাণ কত?

সোনালী ব্যাংক ডিপিএসে জমা করার সর্বনিম্ন পরিমাণ ৫০০ টাকা।

সোনালী ব্যাংক ডিপিএসে জমা করার সর্বোচ্চ পরিমাণ কত?

সোনালী ব্যাংক ডিপিএসে জমা করার সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট নেই। আপনি যত ইচ্ছা জমা দিতে পারেন তার কোন বাধা নিষেধ নেয়।

সোনালী ব্যাংক ডিপিএসের মেয়াদ কত?

সোনালী ব্যাংক ডিপিএসের মেয়াদ ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত আছে। আপনার প্ল্যান অনুযায়ী যে কোন একটি প্যাকেজে ডিপিওএস করতে পারবেন।

সোনালী ব্যাংক ডিপিএসের মেয়াদ শেষ হওয়ার আগে কি টাকা তুলে নেওয়া যায়?

হ্যাঁ, সোনালী ব্যাংক ডিপিএসের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নেওয়া যায়। তবে, এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগে যে পরিমাণ সময় বাকি থাকবে, সেই সময়ের জন্য সুদের হার কম থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ লাভ পাবেন না।

সোনালী ব্যাংক ডিপিএসের টাকা কি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেওয়া যায়?

হ্যাঁ, সোনালী ব্যাংক ডিপিএসের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেওয়া যায়। এক্ষেত্রে, গ্রাহককে সোনালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘সোনালী সেবা’ ব্যবহার করতে হবে।

সোনালী ব্যাংক ডিপিএসের টাকা কি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়?

হ্যাঁ, সোনালী ব্যাংক ডিপিএসের টাকা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। এক্ষেত্রে, গ্রাহককে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘ডিপিএস ট্রান্সফার’ ফর্ম পূরণ করে টাকা ট্রান্সফার করতে হবে।

সোনালী ব্যাংক ডিপিএসের জন্য কি কোনো অ্যাপ্লিকেশন ফরম লাগে?

হ্যাঁ, সোনালী ব্যাংক ডিপিএসের জন্য গ্রাহককে একটি অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে পাওয়া যায়।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, Sonali Bank dps কি, কেন আপনার সোনালী ব্যাংক ডিপিএস করা উচিত, এবং এই  Sonali Bank dps থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পারবেন।

এই সুযোগ সুবিধার পাশাপাশি আর কি কি অসুবিধা রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের আর্টিকেল এর বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি আলোচিত এই আলোচনা থেকে আপনি সোনালী ব্যাংক ডিপিএস সম্পর্কিত সমস্ত বিষয় জেনে নিতে পেরেছেন।

তবে এর বাইরেও যদি আপনার মনে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাবেন। আমি সর্বদাই আপনার সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত থাকবো।

2 thoughts on “সোনালী ব্যাংক ডিপিএস | Sonali Bank dps এর রেট , সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য”

  1. পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলে কত দিন দিগুন হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top