উবার চালিয়ে আয় : আমাদের বাংলাদেশের মধ্যে উবার হলো জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবার নাম। যদিওবা উবার এর নিজস্ব কোনো ট্যাক্সি নেই।
তবে তাদের দেওয়া বেশ কিছু Rules আছে। আর আপনার মধ্যে যদি সেই যোগ্যতা গুলো থাকে। তাহলে আপনি উবার এর সাথে যুক্ত হয়ে টাকা আয় করতে পারবেন।
তবে উবার চালিয়ে আয় করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে। আর আপনি মোট কত টাকা উবার চালিয়ে আয় করতে পারবেন।
আজকের আর্টিকেলে আমি আপনার সাথে উবার গাড়ি চালিয়ে আয় করার উপায় বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
উবার কি | উবার বলতে কি বুঝায়?
আমরা সবাই জানি যে, উবার হলো একটি স্মার্টফোন অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবার জনপ্রিয় নেটওয়ার্ক। যার মাধ্যমে নির্দিষ্ট একজন যাত্রীর সাথে চালকের যোগাযোগ করে দেওয়া হয়।
তারপর সেই যাত্রী উক্ত ট্যাক্সির মাধ্যমে একজন যাত্রী তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে।
আর অবাক করার মতো বিষয় হলো বর্তমান সময়ে উবার এর মোট ৬৩ টি দেশের মধ্যে ৭৮৫ টি শহরে এই সেবা চলমান আছে। এছাড়াও তারা তাদের সেবা বিশ্বের অন্যান্য দেশ গুলোতেও চলমান রাখার জন্য কাজ করে যাচ্ছে।
উবার গাড়ি চালিয়ে আয় করতে কি কি যোগ্যতা লাগবে?
যখন আপনি উবার টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইবেন। তখন আপনার মধ্যে বেশ কিছু যোগ্যতা ও ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
আর বর্তমান সময়ে যেসব যোগ্যতা ও ডকুমেন্টস এর দরকার হয়। সে গুলো নিচের তালিকায় দেওয়া হলো। যেমন,
- আপনার গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত বয়স থাকতে হবে।
- একটি পরিবহন এর মাধ্যম থাকতে হবে।
- ড্রাইভারের বৈধ লাইসেন্স থাকতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
তবে উপরোক্ত যোগ্যতা গুলো থাকার পাশপাশি আপনার নিকট আরো অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে। যেমন,
- ড্রাইভিং লাইসেন্স
- গাড়ির ইন্স্যুরেন্স
- গাড়ির ট্যাক্স টোকেন
- ফিটনেস সার্টিফিকেট
- জাতীয় পরিচয়পত্র
- গাড়ির রেজিষ্ট্রেশন
তো যদি আপনার নিকট উপরোক্ত যোগ্যতা ও ডকুমেন্টস গুলো থাকে। তাহলে আপনি উবার নেটওয়ার্ক এর সাথে যুক্ত হয়ে সেবা দিতে পারবেন। আর উক্ত সেবার বিনিময়ে আপনি উবার চালিয়ে আয় করতে পারবেন।
উবার গাড়ি ভাড়া দেওয়ার জন্য কিছু শর্তাবলী
উবারের মাধ্যমে গাড়ি ভাড়া দিতে হলে আপনাকে তাদের দেওয়া শর্তগুলো সঠিক ভাবে মানতে হবে। আর স্বাভাবিক ভাবে গাড়ি ভাড়া দেওয়ার জন্য যেসব শর্ত মানতে হয়।
সেগুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- যে গাড়িটি ভাড়া দিতে চান সেই গাড়ির রং ও গাড়ির বডি ভালো থাকতে হবে।
- আপনার গাড়ির মডেল আপডেট হওয়া ভালো। কেননা, ২০০৫ এর পরের মডেল গুলোকে উবার যথেষ্ট প্রাধান্য দেয়।
- উবার সর্বদা হ্যাচব্যাক অথবা সেডান, এসইউভি, মিনিভান এর গাড়ি গুলোকে গুরুত্ব দেয়।
তো স্বাভাবিক ভাবে উবার গাড়ি ভাড়া দেওয়ার জন্য যেসব শর্ত প্রদান করেছে। সেই শর্ত গুলোকে উপরের তালিকায় উল্লেখ করা হয়েছে।
উবার ড্রাইভার রেজিস্ট্রেশন করার উপায়
আপনারা যারা উবার চালিয়ে আয় করতে চান। তাদের সবার প্রথমে উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করে নিতে হবে। তবে আমরা অনেকেই উবার রেজিষ্ট্রেশন করার প্রক্রিয়াটি অনেক কঠিন মনে করি।
কিন্তুু এই কাজটি খুব সহজে সম্পন্ন করা যায়।
সেজন্য আপনাকে সবার প্রথমে উবার এর মূল ওয়েবসাইট বা অ্যাপ থেকে সাইন আপ করতে হবে। তারপর আপনাকে আপনার সকল ডকুমেন্টস গুলো জমা দিতে হবে।
এরপর আপনাকে সেই একাউন্ট সক্রিয় করে নিতে হবে।
তো এখন যদি আপনি উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে চান। তাহলে প্রথমে আপনাকে এই লিংক এর মধ্যে ক্লিক করতে হবে।
তারপর আপনাকে Sign Up Now এর মধ্যে ক্লিক করতে হবে। এরপর আপনি বিভিন্ন মাধ্যমে Uber Driver Registration করতে পারবেন। যেমন, Continue with Google Account / Apple Account / Facebook Account etc.
আর যখন আপনি সফলভাবে একটি উবার ড্রাইভার একাউন্ট তৈরি করবেন। তারপর আপনার যাবতীয় ডকুমেন্টস গুলো একাউন্ট এর মধ্যে থেকে সাবমিট করে দিতে হবে।
সবশেষে আপনার দেওয়া সকল ডকুমেন্টস গুলো উবার কর্তৃপক্ষ থেকে যাচাই করা হবে। যাচাই শেষে তারা আপনার একাউন্ট টি সক্রিয় করে দিবে।
বিশেষ বার্তা: যদি আপনার অনলাইন থেকে উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে কোনো ধরনের সমস্যা হয়। তাহলে আপনি সরাসরি উবার এর অফিসে গিয়েও রেজিষ্ট্রেশন এর কাজটি করতে পারবেন।
উবার গাড়ি চালিয়ে আয় করার উপায়
আপনারা অনেকেই জানতে চান যে, উবার গাড়ি চালিয়ে আয় করার উপায় কি। তো যখন আপনি উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করবেন। তখন আপনার নিকট উবার ড্রাইভার এর ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে।
যার মাধ্যমে আপনি উবার অ্যাপস এর মধ্যে ড্রাইভিং একাউন্টে প্রবেশ করতে পারবেন। এরপর থেকে কোনো যাত্রী অ্যাপসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
কিংবা তারা আপনাকে কল করে তাদের লোকেশন জানিয়ে দিতে পারবে। আর আপনি সেখান থেকে তাদেরকে নিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারবেন।
মূলত যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমান ভাড়া পাবেন। যেখান থেকে আপনারও টাকা আয় হবে।
মোট কত টাকা উবার চালিয়ে আয় করা যাবে?
যেহুতু আপনি উবার গাড়ি ভাড়া দিতে চান। সেহুতু সবার আগে আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে। আর সেটি হলো, উবার চালিয়ে আপনি প্রতি মাসে মোট কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
তো যদি আপনি অনলাইন ব্লগ কিংবা ইউটিউবে থাকা ভিডিও গুলোতে চোখ রাখেন। তাহলে দেখতে পারবেন যে, তারা আপনাকে উবার থেকে অনেক টাকা আয় করার স্বপ্ন দেখাবে।
কিন্তুু বাস্তাবিক অর্থে এই তথ্য গুলোর কোনোটিই সঠিক নয়। কেননা, ২০১৯ সালের পর থেকে উবার তাদের নীতিমালায় বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।
আর এই নীতিমালা পরিবর্তন হওয়ার পর থেকে ড্রাইভারের বেতনও তুলনামূলক ভাবে অনেকটা কমে গিয়েছে। আর সেই পরিবর্তিত নীতিমালা গুলো অনুযায়ী আপনাকে উবার কোম্পানিকে কমিশন হিসেবে আপনার আয়ের উপর মোট ২৫% টাকা দিতে হবে।
আর এগুলো ছাড়াও আপনার আরো অন্যান্য খরচ হবে। যেমন,
- আপনার ড্রাইভারকে বেতন দিতে হবে।
- ড্রাইভারের খাবারের টাকা দিতে হবে।
- গাড়ির গ্যাস বাবদ খরচ।
- গাড়ি মেরামত ও পরিস্কার করার খরচ।
তো যদি আপনি ড্রাইভার রেখে উবারে গাড়ি ভাড়া দেন। তাহলে আপনার ২০-২৫ হাজার টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তুু আপনি যদি নিজেই ড্রাইভার হয়ে গাড়ি চালাতে পারেন।
তাহলে আপনার ৪০-৫০ হাজার টাকার বেশি পর্যন্ত আয় হওয়ার সুযোগ থাকবে।
যদিওবা এই আয় এর পরিমান নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবুও আমি আপনাকে কিছুটা ধারনা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি, বিষয়টি বুঝতে পেরেছেন।
উবার সবচেয়ে পুরনো গাড়ি কি গ্রহণ করবে?
এই প্রশ্নটি আপনারা অনেকেই করেন যে, উবার কি সবচেয়ে পুরনো গাড়ি গ্রহন করে কিনা। তো উবার সর্বনিন্ম ১৯৯১ এর মডেলের গাড়ি পর্যন্ত গ্রহন করে।
সেক্ষেত্রে যদি আপনার গাড়ি এর থেকেও পুরাতন হয়। তাহলে আপনি সেই গাড়িটি উবারে ভাড়া দিতে পারবেন না।
এছাড়াও যদি আপনার গাড়ির মডেল ২০০৫ এর পরের মডেল হয়। তাহলে আপনার গাড়িকে উবার প্রিমিয়াম হিসেবে সিলেক্ট করা হবে।
উবার চালয়ে ইনকাম সম্পর্কে আমাদের শেষকথা
উবার হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান। যার মাধ্যমে আপনি খুব দ্রুত ট্যাক্সি সংগ্রহ করতে পারবেন। আর আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।
অপরদিকে যার উবার এর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। তারা প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করে নিতে পারবেন।
তবে উবার চালিয়ে ইনকাম করার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার হবে। আর আপনি প্রতি মাসে মোট কত টাকা উবার চালিয়ে আয় করতে পারবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।
তো আশা করি, আজকের এই আর্টিকেল টি Uber চালিয়ে আয় করার ব্যাপারে হেল্পফুল হবে। আর এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে Infoportal BD এর সাথে থাকবেন। ধন্যবাদ।