প্রিয় পাঠক, আপনি হয়তোবা জেনে থাকবেন যে। বর্তমান সময়ে ভিডিও এবং ছবি শেয়ার করার অন্যতম একটি প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম।
কিন্তু আপনি কি জানেন, এই instagram কে আবিষ্কার করেন? আপনি কি জানেন এই ইনস্টাগ্রাম কত সালে তৈরি করা হয়েছিল?
যদি আপনি না জেনে থাকেন, তাহলে আজকের এই আলোচনা টি আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়।
কারণ আজকের আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন instagram কে আবিষ্কার করেন।
এর পাশাপাশি ইনস্টাগ্রাম সম্পর্কিত যে সকল অজানা তথ্য রয়েছে। সে গুলো নিয়ে আজকে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব।
Instagram কে আবিষ্কার করেন?
(Who is invented the instagram) শুরুতেই আপনার জেনে রাখা উচিত যে, ইনস্টাগ্রাম মূলত দুইজন ব্যক্তি মিলে তৈরি করেছিল।
আর সেই দুজন ব্যক্তির নাম হল, কেভিন সিট্রম এবং মাইক ট্রিগার। যখন তারা দুজন মিলে এই ইনস্টাগ্রাম তৈরি করার কথা চিন্তা করেছিল।
তখন তাদের মাথায় শুধুমাত্র এই প্ল্যাটফর্ম এর মধ্যে ভিডিও এবং ছবি শেয়ার করার চিন্তা এসেছিল।
যার কারণে বর্তমান সময়ে আপনি যদি instagram ব্যবহার করে থাকেন। তাহলে দেখতে পারবেন যে, ইনস্টাগ্রাম এর মধ্যে শুধুমাত্র ছবি এবং ভিডিও পাবলিশ করা যায়।
আপনার জন্য আরোও লেখা…
- Internet কে আবিষ্কার করেন | কখন করেছিলেন এবং সম্পূর্ণ ইতিহাস জানুন
- দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত – (সঠিক সময় সীমা)
- ক্রেডিট কার্ড কি ভাবে পাবো । ক্রেডিট কার্ড কিভাবে বানাবো
Instagram কত সালে আবিষ্কার হয়? 2010 সালে, একটি অ্যাপ চালু করা হয়েছিল যা আমাদের মিডিয়া শেয়ার করার জন্য।
অ্যাপটিকে ইনস্টাগ্রাম বলা হয় এবং এটি ব্যবহারকারীদের ফটো তুলতে, তাদের কাছে ডিজিটাল ফিল্টার প্রয়োগ করতে দেয়।
এক দশকেরও বেশি আগে চালু হওয়ার পর থেকে, ইনস্টাগ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় ফটো-শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে যেখানে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রতিদিন ছবির মাধ্যমে তাদের মতামত শেয়ার করে।
সেলিব্রিটি থেকে প্রাত্যহিক মানুষ পর্যন্ত সবাইকে দ্রুত এবং অনায়াসে অনলাইনে ফটো পোস্ট করার অনুমতি দেওয়ার জন্য Instagram এর অনন্য ক্ষমতা এটিকে একটি আন্তর্জাতিক সংবেদন করতে সাহায্য করেছে।
ইন্সটাগ্রাম এর মালিক কে যদি জানতে চান তাহলে আমি বলব ইনস্টাগ্রামের বর্তমান মালিক হল মার্ক জুকারবার্গ।
Instagram কি – ইনস্টাগ্রাম মানে কি
উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, ইনস্টাগ্রাম কে আবিষ্কার করেন। তো এই বিষয় টি জানার পর এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে।
সেই প্রশ্নটি হল যে, ইনস্টাগ্রাম কি। তো যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি আপনাকে বলব যে, ইনস্টাগ্রাম হল একটি সোশ্যাল মিডিয়া।
যেখানে আপনি একজন ইউজার হয়ে এই সোশ্যাল মিডিয়া তে আপনার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও পাবলিশ করতে পারবেন।
আর বর্তমান সময়ে আপনি যদি একজন android স্মার্টফোন ইউজার হয়ে থাকেন। তাহলে আপনি আপনার স্মার্টফোনের মধ্যে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
অথবা আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে কম্পিউটারে ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের আলাদা সফটওয়্যার এর মাধ্যমে।
আপনার কম্পিউটারে ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনি আপনার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও গুলো অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
ইনস্টাগ্রাম মানে কি?
এতক্ষণের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে, ইনস্টাগ্রাম কে আবিষ্কার করেন এবং ইনস্টাগ্রাম কি।
তো এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বলুন তো, ইনস্টাগ্রাম মানে কি। তাহলে কি আপনি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন?
আমি নিশ্চিত যে অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো instagram এই শব্দের মধ্যে আপনি আরো দুইটি শব্দ দেখতে পারবেন।
তার মধ্যে একটি হল ইনস্টা এবং আরেক টি হল গ্রাম।
আর এই instagram শব্দটি এসেছে ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম থেকে। মূলত এই দুটো শব্দ কে একত্রিত করে ইনস্টাগ্রাম নামটি উদ্ভব হয়েছে।
ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়?
দেখুন বর্তমান সময়ে instagram অনেক জনপ্রিয় হলেও। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।
যারা এখন পর্যন্ত জানে না যে, ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে এবার আপনার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করার উপায় গুলো জানিয়ে দিব।
আর আপনি যখন এই উপায় গুলো সঠিক ভাবে জানবেন। তখন আপনিও খুব সহজেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে, ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়।
Instagram Home
যখন আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট থাকবে। তখন instagram website এর মধ্যেই প্রবেশ করার সাথে সাথেই আপনি এটি ইনস্টাগ্রাম Home Screen দেখতে পারবেন।
আর এই স্ক্রিন এর মধ্যে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে। যেমন, আপনাকে কতজন ফলো করেছে, আপনি কতজন কে ফলো করেন।
এর পাশাপাশি আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে কি কি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। সে গুলোর তালিকা দেখতে পারবেন।
শুধু তাই নয়, এই হোম স্ক্রিনের মধ্যে আপনি কোথায় কমেন্ট করেছেন। এবং আপনার শেয়ার করা ভিডিও এবং ছবি দেখে কে কে কমেন্ট করেছে।
তার তালিকা দেখে নিতে পারবেন। তবে আপনি যদি এই যাবতীয় বিষয় গুলো দেখতে চান। তাহলে অবশ্যই আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট থাকতে হবে। তাহলেই আপনি ইন্সটাগ্রাম হোমস্ক্রিনের স্বাদ নিতে পারবেন।
Instagram Search Option
কোন একটি ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ ফিচার হল সার্চ অপশন। যাকে কাজে লাগিয়ে আপনার বা আমার মত ভিজিটররা খুব দ্রুত কোন কিছুকে সার্চ করতে পারি।
আর এই অপশনটি আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে দেখতে পারবেন। কেননা instagram এর মধ্যে থাকা সার্চ ইঞ্জিন টি অনেক উন্নত।
এখানে আপনি যে ধরনের ছবি দেখতে চান। সেটা লিখে টাইপ করে সার্চ করবেন। আর সাথে সাথে আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের ছবিসহ ভিডিও দেখতে পারবেন।
Instagram + icon
আমরা যেমন ফেসবুক কিংবা ইউটিউব এর মধ্যে নিজের ভিডিও এবং ছবি পোস্ট করতে পারি।
ঠিক তেমনি ভাবে আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে আপনার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও পোস্ট করতে পারবেন।
আর যদি আপনি পোস্ট করতে চান, তাহলে আপনাকে এই ইনস্টাগ্রাম এর মধ্যে প্রবেশ করতে হবে। তারপর আপনি একটা প্লাস আইকন (+ icon) দেখতে পারবেন।
আর যখন আপনি সেই আইকন এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনি আপনার ব্যক্তিগত ছবি থেকে শুরু করে ভিডিও পর্যন্ত পোস্ট করতে পারবেন।
এবং আপনার এই পোস্ট করা ছবিগুলো লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবে।
N:B- এগুলো ছাড়াও instagram এর মধ্যে আরও বিভিন্ন রকমের ফিচার রয়েছে। যেগুলো দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।
এবং আপনিও এই ফিচার গুলোর সুবিধা ভোগ করবেন। আর ইনস্টাগ্রাম এর মধ্যে থাকা সকল বিচার হলো, Profile যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন।
সেই সাথে আপনি Instagram Feed Heart Icon দেখতে পারবেন। যেখান থেকে আপনার কোন বন্ধু কোথায় লাইক, কমেন্ট করেছে তার তালিকা দেখা যায়।
ইনস্টাগ্রাম এর মূল উদ্দেশ্য কি?
প্রিয় পাঠক, এতক্ষণ থেকে আমরা জানতে পারলাম যে, instagram কে আবিষ্কার করেন এবং instagram মানে কি।
তো এবার অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে। আর সেই প্রশ্নটি হল যে, ইনস্টাগ্রাম এর মূল উদ্দেশ্য কি। অর্থাৎ এই ইনস্টাগ্রাম যে তৈরি করা হয়েছে, সেটা আসলে কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে।
যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি আপনাকে বলব যে, এমন অনেক উদ্দেশ্য রয়েছে।
যে গুলো সফল করার জন্য, ইনস্টাগ্রাম তৈরি করা হয়েছে। চলুন এবার সেই instagram এর মূল উদ্দেশ্য গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
- Instagram হলো এমন একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি খুব সহজেই বিশ্বের যেকোনো দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন।
- যদি আপনি কোন ভাবে ইনস্টাগ্রাম এর মধ্যে আপনার ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডি টি লক্ষ লক্ষ মানুষের নিকট পৌঁছে যাবে।
- মূলত আপনি ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে আপনার ভেতরে থাকা ট্যালেন্ট কে প্রকাশ করতে পারবেন।
- ইনস্টাগ্রাম এমন এক ধরনের ওয়েবসাইট, যেখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন।
- যদি আপনার কোন ব্যবসা থাকে, তাহলে আপনি আপনার ব্যবসার প্রোডাক্ট গুলো instagram এর মাধ্যমে প্রচার করতে পারবেন।
Instagram তৈরি করার মূল উদ্দেশ্য হলো, সব মানুষ যেন সবাই কে ফলো করতে পারে। কেননা সাধারণ মানুষ শুধুমাত্র সেলিব্রেটিদের ফলো করে থাকে।
আপনি আরোও দেখুন…
- ১২টি লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়
- জেনে নিন জীবন বীমা কেন করবেন এর ১০ কারণ
কিন্তু ইনস্টাগ্রাম হলো এমন একটি ওয়েবসাইট। যেখানে আপনি যেভাবে মানুষ কে ফলো করতে পারবেন। ঠিক সেভাবেই আপনাকেও লক্ষ লক্ষ মানুষ ফলো করতে পারবে।
Instagram এর মধ্যে কি কি ফিচার রয়েছে?
Instagram কে আবিষ্কার করেন সে সম্পর্কে আপনি জানতে পেরেছেন। তো এবার আমি আপনাকে জানিয়ে দিবো যে, instagram এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
অর্থাৎ আপনি যখন instagram ব্যবহার করবেন। তখন আপনি বেশ কিছু ফিচার দেখতে পারবেন।
আর এবার আমি আপনাকে যেই ফিচার গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলুন এবার তাহলে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Instagram Image
যখন আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট থাকবে। তখন আপনি instagram এর মধ্যে আপনার ব্যক্তিগত ছবি গুলো পোস্ট করতে পারবেন।
আর যখন আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে আপনার ব্যক্তিগত ছবি গুলো পোস্ট করবেন। তখন আপনার পোস্ট করা এই ছবি গুলো লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়ে পৌঁছাবে।
আর আপনার ছবির কোয়ালিটি এবং আপনার ছবিতে যদি কোন ধরনের মেসেজ থাকে। তাহলে খুব সহজেই আপনার পোস্ট করা সেই ছবিটি ভাইরাল হয়ে যাবে।
Instagram Video
আপনি যখন instagram ব্যবহার করবেন। তখন দেখতে পারবেন যে instagram এর মধ্যে ছবি শেয়ার করার পাশাপাশি। একজন ইউজার চাইলে ভিডিও শেয়ার করতে পারবেন।
আর আপনি জানলে অবাক হয়ে যাবেন। কারণ instagram এর মধ্যে প্রচুর পরিমাণে ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। আর যখন আপনি এ ধরনের ভিডিও গুলো দেখবেন, তখন আপনার অনেক ভালো লাগবে।
Instagram Reels
টিকটক এর মত এখন সব ধরনের প্লাটফর্ম গুলো তে শর্ট ভিডিও তৈরি করার সুযোগ করে দিচ্ছে। যেমন, আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুকের দিকে লক্ষ্য করেন।
তাহলে দেখতে পারবেন যে, তাদের Story নামের একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যেখানে ইউজাররা অনেক ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করতে পারবে।
আর এই ফিচারটি আপনি ইনস্টাগ্রাম এর মধ্যেও দেখতে পারবেন। যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে সে গুলো কে আপলোড করে।
Instagram এর কাজ কি?
এতক্ষণ ধরে আপনি জানতে পারলেন যে, instagram কে আবিষ্কার করেন। তো আর সেই ধারাবাহিকতায় এবার আমি আপনাকে জানিয়ে দিব যে, instagram এর কাজ কি।
এমন অনেক ধরনের কাজ রয়েছে, যে গুলোর জন্য ইনস্টাগ্রাম কে ব্যবহার করা হয়ে থাকে।
হয়তোবা আপনার বা আমার মত সাধারন মানুষের কাছে। ইনস্টাগ্রাম একটি ছবি এবং ভিডিও শেয়ার করার প্লাটফর্ম।
কিন্তু এমন অনেক মানুষ আছেন, যারা ইনস্টাগ্রাম কে কাজে লাগিয়ে বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবসা করে আসছে।
তাই চলুন এবার একটু বিস্তারিত আকারে ইনস্টাগ্রাম এর কাজ কি তা জেনে নেওয়া যাক।
দ্রুত যোগাযোগ ব্যবস্থা
আমরা যেমন একজন ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর মত অ্যাপস গুলো ব্যবহার করি।
ঠিক তেমনি ভাবে আপনি যখন instagram ব্যবহার করবেন। তখন আপনি ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো দ্রুত মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন।
কেননা এই instagram এর মধ্যে রয়েছে ফলো করার সিস্টেম। যার মাধ্যমে আপনি যেকোনো ব্যক্তিকে ফলো করবেন। এবং আপনাকেও অন্যান্য ব্যক্তিরা ফলো করতে পারবে।
আর এই পদ্ধতি থাকার কারণে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকা মানুষের সাথে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে যোগাযোগ করতে পারবেন। আর এটি হল instagram এর অন্যতম একটি কাজ।
বিজনেস প্ল্যাটফর্ম
আমরা যারা সাধারণ মানুষ আছি তারা instagram কে একটি ভিডিও এবং ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবেই চিনে থাকি।
কিন্তু আমাদের মধ্যে এমন অনেক জিনিয়াস ব্যক্তি আছেন। যারা এই প্লাটফর্ম কে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে আসছেন।
কারণ instagram হলো এমন একটি ওয়েবসাইট। যেখানে আপনি একজন ইউজার হয়ে উন্মুক্ত ভাবে ব্যবসা করতে পারবেন।
এর পাশাপাশি আপনি চাইলে ইন্সট্রাগ্রাম এর মধ্যে আপনার প্রোডাক্ট এর পেইড প্রমোশন করতে পারবেন।
তবে যখন আপনি পেইড প্রমোশন করবেন, তখন অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম এর নিয়ম নীতি মেনে কাজ করতে হবে।
বিজ্ঞাপন প্রচারের মাধ্যম
যখন আমরা ফেসবুক ব্যবহার করি, তখন আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। আর যে সোশ্যাল মিডিয়া তে যত বেশি ইউজার রয়েছে।
সেই সোশ্যাল মিডিয়া গুলো তে তত বেশি মানুষ কে বিজ্ঞাপন দেখানো সম্ভব। তো যেহেতু ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় ওয়েবসাইট। সেহেতু এই instagram এর মধ্যে বিজ্ঞাপন প্রচারের একটি সুযোগ রয়েছে।
যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট এর প্রচার করতে পারবেন। এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো তে বিজ্ঞাপন দেয়ার জন্য।
যে পরিমাণ টাকা ব্যয় করার প্রয়োজন হয়। তার থেকে একটু কম খরচ করে আপনি instagram এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।
সেলিব্রেটিদের খোঁজ নিতে পারবেন
বর্তমানে বিশ্বের বিভিন্ন ধরনের সেলিব্রেটিরা instagram ব্যবহার করে। আর সে কারণে আপনি খুব সহজেই আপনার পছন্দের সেলিব্রেটিদের খোঁজ খবর নিতে পারবেন instagram এর মাধ্যমে।
কেননা যখন আপনার একটি instagram একাউন্ট থাকবে। তখন আপনি আপনার পছন্দের সেলিব্রেটি কে ফলো করতে পারবেন।
আর যখন আপনি আপনার পছন্দের সেলিব্রেটি কে ফলো করবেন। তখন আপনি তার সকল আপডেট গুলো জানতে পারবেন।
আপনি নিজেও সেলিব্রেটি হতে পারবেন
বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে সেলিব্রেটিং হওয়াটা যেন একটি নেশার মতো পরিণত হয়ে গেছে।
কেননা তরুণ প্রজন্মের সবাই চায় যেন তারা একটু সেলিব্রেটি হতে পারে। আর যদি আপনিও যদি এই ধরনের ইচ্ছা মনের মধ্যে রাখেন।
আপনার জন্য আরোও লেখা…
- টাকা দিয়ে টাকা ইনকাম করার উপায় গুলো কি কি
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়
- আপনার মধ্যে আছে এই ১০টি ধনী হওয়ার লক্ষণ গুলো ?
তাহলে আপনার জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম হবে instagram. কেননা instagram এর মাধ্যমে আপনি শুধুমাত্র সেলিব্রেটিদের ফলো করবেন বিষয়টা আসলে এমন নয়।
বরং এখানে আপনারও সেলিব্রিটি হওয়ার সুযোগ রয়েছে।
Instagram নিয়ে আমাদের শেষ কথা
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা সেলিব্রেটি হতে চায়। আর যদি আপনিও এরকম সেলিব্রিটি হতে চান।
তাহলে আপনাকে instagram ব্যবহার করতে হবে। কেননা এটি হলো এমন একটি ওয়েবসাইট। যেখানে সাধারণ মানুষ রাতারাতি সেলিব্রেটি হতে পারবে।
তবে আপনি যদি এরকম সেলিব্রিটি হতে চান। তাহলে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে হবে।
মূলত আজকে আমি ইনস্টাগ্রাম এর বিভিন্ন অজানা বিষয় উল্লেখ করার চেষ্টা করছি। যেখান থেকে আপনি জানতে পারবেন, instagram কি এবং ইনস্টাগ্রাম কে আবিষ্কার করেন।
আর আমরা প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড আর্টিকেল পাবলিশ করি যদি আপনি টেক লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন সাথে থাকুন নতুন কিছু জানার জন্য।
নিলয় ভাই বাংলাতে ব্লগিং করবো নাকি ইংরেজীতে জানালে অনেক উপকৃত হতাম
আপনি যে বিষয়ে ভাল পারেন সেই ভাষায় করেন…
আরেকটা প্রশ্ন বাংলা ব্লগে যদি আমি প্রতিদিন ১০০০ বাংলাদেশি ভিজিটর আসে তাহলে কি মাসে ১০০ ডলার ইনকাম হতে পারে একটা ধারণা দিয়ে জানালে উপকৃত হত।
আরেকটা প্রশ্ন বাংলা ব্লগে যদি আমি প্রতিদিন ১০০০ বাংলাদেশি ভিজিটর আসে তাহলে কি মাসে ১০০ ডলার ইনকাম হতে পারে একটা ধারণা দিয়ে জানালে উপকৃত হতাম
খুব সুন্দর লেখা.
ধন্যবাদ …
ব্লগের নিস এবং সিপিসির উপর ডিপেন্ড করে… অনেক সময় হয়ে যায় ।