মডেম কি : আজকে আমি কথা বলনো Modem কি, Modem এর কাজ কি, মডেম কত প্রকারসহ মডেম নিয়ে যত সব তথ্য আছে।
Modem এর পূর্ণরূপ কি ? Modem এর পূর্নরুপ হলো, Modulation Demodulation. মডেম নামক এই বিশেষ ডিভাইস টি মূলত কোনো ডাটা কে Modulation এবং Demodulation করে থাকে।
যার কারনে এটি ডিজিটাল সিগন্যাল কে এনালগ সিগন্যালে রুপান্তর করতে পারে। এবং এই এনালগ সিগন্যাল কে টেলিফোন লাইনের মধ্যে ফ্লো করতে সাহায্য করে।
আর আপনি যদি প্রশ্ন করেন বা জানতে চান Modem full form in bengali কি তাহলে শুনুন, মডেম এর ফুল ফর্ম কি তাহলে বলতেই হয় Modulator DeModulator.
আপনার জন্য আরো লেখা…
- ইউটিউব ১০০০ ভিউতে কত টাকা দেয় – ইউটিউব থেকে ইনকাম
- সফটওয়্যার কি ? সফটওয়্যার এর কাজ কি ও কত প্রকার?
- সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?
এখানে Modulator DeModulator এই দুটো শব্দ থেকে Modem এর নাম হয়েছে। Modulator থেকে Mo এবং DeModulator থেকে Dem নেওয়া হয়েছে।
যার যুক্ত শব্দ হলো মডেম বা Modem.
কিন্তুু এই মডেম নিয়ে অনেক মানুষের মধ্যে নানা রকম ভ্রান্ত ধারনা আছে। কেননা, অনেকেই মডেম আর রাউটার কে প্রায় একই বিষয় মনে করে ৷
কিন্তুু আদতে এই দুটো বিষয় কখনই এক নয়। তাই আজকে আমি Modem সম্পর্কিত সমস্ত খুটিনাটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। যেমন,
- মডেম কি ও এর কাজ কি
- মডেম কি মডেমের কাজ করার পদ্ধতি লেখ
- মডেম এ কি থাকে
- মডেম ও রাউটার কি
- মডেম ব্যবহারের নিয়ম
- মডেম প্রাইস ইন বাংলাদেশ
এখন আপনি যদি উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান। তবে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়বেন ৷ তাহলে আজকের পর থেকে Modem নিয়ে আপনার মনে আর কোনো প্রকার প্রশ্নের অবকাশ থাকবে না।
মডেম কি ? | What is Modem in bengali?
মডেম হলো উন্নত প্রযুক্তির বিশেষ একটি ডিভাইস। যে ডিভাইস টি মূলত টেলিফোন লাইন এর মাধ্যমে ট্রান্সমিট (Transmit) হয়ে থাকে।
কারন, মডেম নামক বিশেষ এই ডিভাইস টি ডিজিটাল সিগন্যাল কে এনালগ সিগন্যালে পরিবর্তন করে থাকে।
আর Modemn এর Full Meaning হলো, Modulation Demodulation. আর এই দুটো শব্দ থেকে মডেম শব্দটির পূর্নতা পেয়েছে। যেমন, Modulation এর প্রথম দুইটি লেটার Mo এবং Demodulation এর প্রথম তিনটা লেটার Dem নিয়ে Modem শব্দটি এসেছে।
মডেম বলতে কি বোঝায় ?
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তাদের জানা থাকবে যে, একটি রাউটার মূলত কম্পিউটার ডিভাইসে নেটওয়ার্ক পাঠানোর জন্য ক্যাবল তারের ব্যবহার করতে হয়।
কিন্তুু একটি ক্যাবল তার শুধমাত্র Analog Signel কে বহন করতে পারে। অপরদিকে কোনো একটি কম্পিউটার কিন্তুু Digital Signal এ কাজ করে থাকে।
আর কোনো একটি কম্পিউটারের মধ্যে থাকা এনালগ এবং ডিজিটাল সিগন্যালের যে সমস্যা আছে।
সেই সমস্যা কে দুর করার জন্য Cable wire এবং Computer Device এর মধ্যে মডেম নামক এই বিশেষ ডিভাইস টি সেটআপ করা হয়ে থাকে।
যা মূলত কম্পিউটার এর Analog Signel কে Digital Signel এ রুপান্তর করে থাকে। এবং সেই সিগনাল কে কম্পিউটার এর মধ্যে প্রবেশ করাতে পারে।
মডেম কে আবিষ্কার করেন ?
উপরের আলোচনায় আমি মডেম কি, সে নিয়ে পরিস্কার ভাবে আলোচনা করেছি। আশা করি, সেই আলোচনা টি পড়ার পর মডেম কি, তা আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
তো এই বিষয়টি জানার পর আপনাকে আরো একটি বিষয়ে জেনে নেয়া দরকার। সেটি হলো, আজকের দিনের গুরুত্বপূর্ণ এই মডেম কে আবিস্কার করেন।
সময়টা ছিলো ১৯৬২ সাল উক্ত সময়ে Dale Heatherington এবং Dennis Hayes নামে দুজন ব্যক্তি যিনি সর্বপ্রথম Bell 103 মডেম এর সূচনা করেছিলন।
এবং তাদের দিয়ে প্রথম যে মডেম এর উদ্ভাবন হয়েছিলো, সেটি মূলত AT&T Corporation এর দ্বারা তৈরি করা হয়েছিলো।
কিন্তুু উন্নত প্রযুক্তি সর্বদাই মানব কল্যানের জন্য প্রতিনিয়ত কাজ করে আসছে। আর মডেমও সেই প্রভাব থেকে বাদ পড়েনি ৷ কারন, পরবর্তী সময়ে অর্থ্যাৎ 1996 সালে Dr. Brent Townshend নামের এক ব্যক্তি ছিলেন।
তিনি এই মডেম নামক এই ডিভাইস কে আরো বেশি উন্নত করার প্রয়াস করেছিলেন। যেটি মূলত প্রতি ১ সেকেন্ডে 56KB স্পিড দিতে সক্ষম হয়।
আর সে কারনে বিশেষ এই মডেম কে বলা হয়, 56K Modem.
Modem এর কাজ কি ?
মডেম হলো বিশেষ এক ধরনের উন্নত ডিভাইস। যা মূলত মড্যুলেটর এবং ডিম্যুলেটর এর কাজ করে থাকে। যার মাধ্যমে এনালগ (Analog) সংকেত কে ডিজিটাল (Digital) সংকেতে রুপান্তর করে থাকে।
এর পাশাপাশি সেই ডিজিটাল সিগন্যাল কে বিশেষ মাধ্যমে এনকোড করে। এবং সেটিকে প্রেরন করার জন্য এনালগ সংকেতে রুপান্তর করে থাকে।
তো আপনি যদি একান্তভাবে Modem এর কাজ সম্পর্কে জেনে নিতে চান। তাহলে বলবো যে, একটি মডেম এর প্রধান উদ্দেশ্য হলো খুব সহজেই কোনো সংকেত কে প্রেরন করা।
এবং সেই একই রকম সংকেত কে অন্য প্রান্তে পাওয়া।
মডেম কত প্রকার? | Kind of Modem
উপরের আলোচনায় আপনি মডেম কি (Modem ki) সে সম্পর্কে পরিস্কার ভাবে জানতে পেরেছেন। তবে এই বিষয় টি জানার পর আপনাকে আরো একটি বিষয়ে জেনে নিতে হবে।
সেটি হলো, মডেম আসলে কত প্রকার এবং আজকের দিনে কি কি মডেম দেখতে পাওয়া যায়। তো চলুন এবার মডেম এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেয়া যাক।
তো বর্তমান সময়ে আপনি মোট ৫ প্রকারের মডেম দেখতে পারবেন। যেমন,
- Internal Modem
- External Modem
- Removable Modem
- Onboard Modem
- Fax Modem
এখন আপনি যদি এই পাঁচ প্রকার মডেম এর নাম শুনেই চলে যান ৷ তাহলে আপনার মডেম সম্পর্কিত ধারনা অসম্পূর্ণ থেকে যাবে।
আপনি আরো দেখতে পারেন…
- ওয়েবসাইট থেকে আয় : ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়
- প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি ? (what is printer in bangla)
- ফ্রি টাকা ইনকাম করার উপায় | ফ্রিতে প্রতিদিন 1000 টাকা আয় করুন
তাই চলুন এবার এই সব ধরনের মডেম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
০১| External Modem (এক্সটারন্যাল মডেম)
যখন আপনি আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট বা সিরিয়াল পোর্টের সাহায্য সংযোগ করার উপযোগী বিশেষ এক ধরনের উন্নত ডিভাইস কে বলা হয়, এক্সটারর্নাল মডেম।
আজকের দিনে External Modem এর বেশ কিছু উদাহরন রয়েছে। যেমন,
- Fiber Optic Cable Modem
- Wireless Modem
- Digital subscriber line Modem
তো আজকের দিনে যেসব জনপ্রিয় এক্সটার্নাল মডেম আছে। সেগুলো আমি উপরে উল্লেখ করেছি। চলুন এবার অন্যান্য মডেম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
০২| Internal Modem (ইন্টারর্নাল মডেম)
আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি। সেই কম্পিউটার গুলোতে বিশেষ এক ধরনের PPI Slot থাকে। তো এই বিশেষ স্লটের মধ্যে এক ধরনের মডেম ব্যবহার করা হয়।
যাকে বলা হয় ইন্টারর্নাল মডেম। এই মডেটিকে মূলত কোনো একটি কম্পিউটার এর Expansion Slot এ সেটআপ করতে হয়।
যদি আপনি আপনার কম্পিউটার থেকে আপনার কোনো মোবাইলের মধ্যে নেট কানেকশন প্রদান করতে চাইবেন ৷ তখন এই ধরনের Internal Modem বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।
০৩| Removable Modem (রিমুভাল মডেম)
আপনার ব্যবহার করা কম্পিউটার কিংবা অন্যান্য কোনো যন্ত্রের মধ্যে বিশেষ এক ধরনের USB Port থাকে। যেখানে আপনি প্রয়োজন অনুসারে কোনো একটি মডেম কে সংযুক্ত করতে পারবেন।
আবার যখন আপনার প্রয়োজন শেষ হবে, তখন আপনি সেই মডেম কে খুলে নিতে পারবেন। আর এই ধরনের বিশেষ মডেম কে বলা হয়ে থাকে, রিমুভার মডেম।
০৪| Onboard Modem (অনবোর্ড মডেম)
এই ধরনের বিশেষ মডেম গুলো কোনো একটি কম্পিউটার বা যন্ত্রের অভ্যন্তরে যুক্ত করা থাকে। যাকে আমরা বাইরে থেকে দেখতে পারিনা।
কেননা, এই Onboard Modem টি কম্পিউটার এর মাদারবোর্ড এর সাথে সংযুক্ত করা থাকে। এটি মূলত আমাদের ব্যবহার করা কম্পিউটার, ল্যাপটপ অথবা ট্যাব এর মধ্যে Bulit – in করা থাকে।
০৫| Fax Modem (ফ্যাক্স মডেম)
সচারাচর আমাদের ব্যবহার করা কম্পিউটার গুলোতে যখন আপনি Fax Machines রুপে কোনো মডেম ব্যবহার করবেন।
তখন সেই ধরনের মডেম কে বলা হবে, Fax Modem. কেননা, ফ্যাক্স একচেন্জ করার জন্য এই ধরনের বিশেষ মডেম গুলো ব্যবহার করা হয়ে থাকে।
মডুলেশন ও ডিমডুলেশন কি ?
উপরের আলোচনায় আমি দুটো শব্দকে ব্যাপক ভাবে বোঝানোর চেস্টা করেছি। সেগুলো হলো, Modulation এবং Demodulation.
তো এই দুটো শব্দকে এক করে Modem শব্দটি এসেছে। তো চলুন এবার মডুলেশন এবং ডিমডুলেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
মডুলেশন কি ? | What is Modulation?
যখন কোনো একটি সিগনাল কে অন্য একটি সিগন্যালে পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয়, মডুলেশন। আর এই Modulation শব্দের Mo এই দুটি লেটার দিয়ে মডেম নামের সূচনা হয়েছে।
ডিমডুলেশন কি? | What is Demodulation?
যখন কোনো একটি পরিবর্তিত সিগন্যালকে আবার পরিবর্তন করে আগের সিগন্যালে রুপান্তর করা হয়। তখন সেই সিগন্যাল কে বলা হয়, ডিমডুলেশন।
আর এই Demodulation এর প্রথম Dem এই তিনটি লেটার দিয়ে মডেম শব্দটি পূর্নতা পেয়েছে।
Modem এর দাম কত ? | Price of Modem?
একটি মডেম এর দাম কত টাকা হবে, তা আসলে নির্ভর করবে আপনার চাহিদার উপর৷ কেননা, একেক রকমের মডেম এর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
এখন আপনি আসলে কোন কনফিগারেশন এর মডেম কিনবেন ৷ সেই চাহিদার উপরে Price of modem নির্ভর করবে।
আপনি আরো দেখতে পারেন…
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
- মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপ
- ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার উপায়
তবে আমার পূর্ব ধারনা অনুযায়ী বলবো যে, আপনি সবচেয়ে কম দামের মধ্যে সর্বনিন্ম ৪০০/- থেকে শুরু করে ৪ হাজার কিংবা ৫ হাজার টাকা দিয়ে মডেম কিনে নিতে পারবেন ৷
আর সময় পরিবর্তনের সাথে সাথে মডেম এর দাম কমবেশি হতে পারে।
মডেম কি নিয়ে আমাদের শেষকথা
বর্তমান সময়ে Modem হলো আমাদের সবার পরিচিত একটি ডিভাইস। যার কারনে আপনার মডেম কি, তা জেনে নেয়াটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আর আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ৷
আশা করেছি আজকের আলোচিত মডেম নিয়ে লেখা আর্টিকেল থেকে আপনি মডেম কি, তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
আর এমন সব অজানা বিষয় সহজ ভাষায় জানতে Bangla it blog এর সাথে থাকুন।