জেনে রাখুন, বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা।
আজকে আমি আপনাকে জানাবো, ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে। এই তালিকা থেকে দেখে নিন, যেসব দেশে যেতে লাগবে না ভিসা।
প্রিয় পাঠক, আজকে আমি চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি। মূলত আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।
যারা ভিসা ছাড়া অন্য দেশ ভ্রমণ করতে চায়। তো আপনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ থেকে ভিসা ছাড়া অন্য দেশে যেতে চান।
তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কেননা আজকে আমি আপনাকে একটি তালিকা প্রদান করব।
যে তালিকা থেকে আপনি জেনে নিতে পারবেন। বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। আর আপনি যদি এই তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
আপনি আরোও দেখতে পারেন…
তাহলে অবশ্যই আপনাকে আজকের পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এই বিষয়টি জানার আগে আমি আপনাকে ছোট্ট একটি তথ্য দেয়ার চেষ্টা করব।
আর সেটি হল বাংলাদেশ থেকে ভিসা ছাড়া অন্য কোন দেশে যাওয়ার বিষয়টা আসলে পাসপোর্ট এর র্যাঙ্কের উপর নির্ভর করে এখন হয়তো বা আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে।
যে, এই পাসপোর্ট এর র্যাঙ্ক কারা প্রদান করে। তো এই প্রশ্নের উত্তরে আমি বলব যে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি এই র্যাঙ্ক প্রদান করে থাকে।
আর এই র্যাঙ্ক প্রতি বছর নতুন করে প্রকাশ করা হয়। আর ভালো লাগার মত বিষয় হলো যে 2022 এর তালিকা অনুযায়ী আমাদের বাংলাদেশ ই পাসপোর্ট এর রেংকিং হলো 89 তম।
যার ফলে এখন আমরা ভিসা ছাড়াই বেশ কিছু দেশে ভ্রমণ করতে পারব।
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া যাওয়া যাবে যেসব দেশে
অবাক করার মতো বিষয় হলো যে, আমাদের বাংলাদেশ এর পাসপোর্ট গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী।
একজন বাংলাদেশী বর্তমান সময়ে মোট ৪৬ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। আরো অবাক করার মত বিষয় হলো। আজকের দিনে এই ৪৬ টি দেশের মধ্যে মোট ১২ টি দেশ রয়েছে।
যে গুলোতে কোন প্রকার ভিসার প্রয়োজন হবে না। আর এগুলো ছাড়া যে বাকি দেশ গুলো রয়েছে। সে গুলো তে অবশ্যই অ্যারাইভাল ভিসা এবং ইটিএ এর প্রয়োজন হবে।
চলুন এবার তাহলে সেই দেশ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যে দেশ গুলো তে একজন বাংলাদেশ এর মানুষ কোন প্রকার ভিসা ছাড়াই যেতে পারবে।
বাংলাদেশ পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত দেশের তালিকা ২০২৪
যদি আপনার নিকট পাসপোর্ট থাকে। তাহলে আপনি সেই পাসপোর্ট এর মাধ্যমে বেশ কিছু দেশ ভিসা ছাড়াই যেতে পারবেন।
মূলত এইসব দেশ গুলো কে বলা হয়ে থাকে, ভিসা ফ্রি দেশ। চলুন এবার নিচের তালিকা থেকে সেসব দেশের নাম জেনে নেওয়া যাক।
যেসব দেশে ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট থাকলেই যাওয়া সম্ভব।
- Bahamas: Visa Free for 90 days
- Barbados: Visa Free for 180 days
- Bhutan: Visa Free for 14 days
- Dominica: Visa Free for 180 days
- Fiji: Visa Free for 120 days
- The Gambia: Visa Free for 60 days
- Grenada: Visa Free for 90 days
- Haiti: Visa Free for 90 days
- Lesotho: Visa Free
- Saint Kitts and Nevis: Visa Free for 90 days
- St. Vincent and the Grenadines: Visa Free for 30 days
- Trinidad and Tobago: Visa Free
মূলত আপনার নিকট যদি পাসপোর্ট থাকে। এবং সেই পাসপোর্ট এর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে যে সব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।
সেই দেশ গুলোর তালিকা উপরে প্রদান করা হয়েছে। মূলত এই দেশ গুলো তে ভ্রমন করার সময়। আপনার কোন প্রকারের ভিসা প্রয়োজন হবে না।
তবে আপনি এই দেশ গুলো তে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবেন। সেই সময় গুলো উপরে উল্লেখ করা হয়েছে।
আপনি আরোও জানতে পারেন…
- ই পাসপোর্ট অনলাইন আবেদন করার নিয়ম ও খরচ
- ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম
- ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট কারা পাবেন এবং কারা পাবেন না?
যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন
বর্তমান সময়ে এমন অনেক দেশ রয়েছে। যে দেশ গুলো তে আপনি অন অ্যারাইভাল ভিসা এর মাধ্যমে যেতে পারবেন।
মূলত আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন।
এবং যদি আপনার কাছে পাসপোর্ট থাকে। তাহলে আপনি নিম্নক্ত এই দেশ গুলো তে কোন প্রকার ছাড়াই ভ্রমণ করতে পারবেন। চলুন এবার তাহলে সেই দেশ গুলোর নাম জেনে নেওয়া যাক।
1 | Angola | pre-visa on arrival |
2 | Bolivia | visa on arrival / eVisa/90 days |
3 | Burundi | visa on arrival/30 days |
4 | Cambodia | eVisa/30 days |
5 | Cape Verde | visa on arrival (EASE) |
6 | Comoros | visa on arrival/45 days |
7 | Congo (Dem. Rep.) | eVisa/90 days |
8 | Djibouti | eVisa |
9 | Ethiopia | eVisa |
10 | Gabon | eVisa |
11 | Guinea | eVisa/90 days |
12 | Guinea-Bissau | visa on arrival / eVisa/90 days |
13 | Kenya | eVisa/90 days |
14 | Madagascar | visa on arrival / eVisa/90 days |
15 | Malawi | eVisa/90 days |
16 | Maldives | visa on arrival/30 days |
17 | Mauritania | visa on arrival |
18 | Nepal | visa on arrival/90 days |
19 | Nigeria | pre-visa on arrival |
20 | Rwanda | visa on arrival / eVisa/30 days |
21 | Samoa | visa on arrival/60 days |
22 | Seychelles | tourist registration/90 days |
23 | Sierra Leone | visa on arrival/30 days |
24 | Somalia | visa on arrival/30 days |
25 | South Sudan | eVisa |
26 | Suriname | eVisa |
27 | Timor-Leste | visa on arrival/30 days |
28 | Togo | visa on arrival/7 days |
29 | Tuvalu | visa on arrival/30 days |
30 | Uganda | eVisa |
31 | Uzbekistan | eVisa/30 days |
Table credit: Eservicesbd
মূলত আপনি ভিসা ছাড়াই যেসব দেশে অ্যারাইভাল ভিসা এর মাধ্যমে যেতে পারবেন।
সেই দেশ গুলোর তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। আশা করি এই তালিকা থেকে আপনি জেনে নিতে পারবেন। যে, আমাদের বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই কোন দেশে যাওয়া যায়।
Faqs
বাংলাদেশে কয়টি দেশে ভিসা ছাড়া যেতে পারে?
বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিরা বর্তমানে বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ছয়টি এশিয়ার দেশ আছে। এ ছাড়া আছে আমেরিকার একটি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল।
ইতালির পাসপোর্ট দিয়ে কত দেশে যাওয়া যায়?
ইতালির পাসপোর্ট দিয়ে বর্তমানে বিশ্বের ১৮০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলির মধ্যে একটি।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অগ্রিম ভিসা ছাড়া বিশ্বের কয়টি দেশে যাওয়া যায়?
বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিরা বর্তমানে বিশ্বের ৪০টি দেশে অগ্রিম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ছয়টি এশিয়ার দেশ আছে। এ ছাড়া আছে আমেরিকার একটি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল।
Visanet এবং ভিসা কি একই?
না, Visanet এবং ভিসা একই নয়। Visanet একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক যা ভিসা ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত হয়। ভিসা হল একটি নির্দিষ্ট ধরণের ভিসা যা একটি নির্দিষ্ট দেশের সরকার দ্বারা জারি করা হয়।
আমেরিকার কোন ভিসা পাওয়া সহজ?
আমেরিকার ভিসা পাওয়ার সহজতা নির্ভর করে ভিসার ধরন, আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি এবং আবেদনকারীর দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইত্যাদির উপর। সাধারণভাবে, শিক্ষা ভিসা, ব্যবসা ভিসা এবং পর্যটন ভিসা পাওয়া সহজ। তবে, অভিবাসন ভিসা, বিশেষ করে গ্রিন কার্ড ভিসা পাওয়া তুলনামূলকভাবে কঠিন।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আমি প্রতিনিয়ত আমার এই ওয়েবসাইটে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য গুলো শেয়ার করার চেষ্টা করি।
ঠিক তেমনি ভাবে আজকের এই আর্টিকেলে আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে। বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই কোন কোন দেশে যাওয়া যায়।
আর আপনি যাতে এই দেশ গুলো সম্পর্কে জানতে পারেন। সেজন্য উপরে আমি তালিকার মাধ্যমে সেই দেশ গুলোর নাম উল্লেখ করেছি।
যদি আপনার ভিসা কিংবা পাসপোর্ট সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।