Sony কোন দেশের কোম্পানি : আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আপনি সনি কোম্পানির বেশ কিছু অজানা বিষয়ে জানতে পারবেন।
যেমন, প্রথমত আপনি জানতে পারবেন যে Sony আসলে কি। এরপরে আমি আপনাকে জানিয়ে দিব যে, সনি কোন দেশের কোম্পানি।
এর পাশাপাশি এই সনি নামক কোম্পানির যে সকল অজানা বিষয় রয়েছে। তার প্রতি টি বিষয় কে আজকে আমি উল্লেখ করার চেষ্টা করব।
আর আপনি যদি সেই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে অবশ্যই আপনাকে আজকের পুরো লেখা টি মনোযোগ দিয়ে পড়তে হবে।
সনি (Sony) কি?
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সনি কোন দেশের কোম্পানি। সে সম্পর্কে অবশ্যই আমি আপনাকে বিস্তারিত বলবো।
তবে তার আগে আপনাকে জানিয়ে দিবো যে, এই সনি আসলে কি। আর এই বিষয়ে আমি বলবো যে, সনি হল একটি জাপানি ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাণ করার প্রতিষ্ঠান।
যদিও বা এই কোম্পানি টি জাপান থেকে নিজের যাত্রা শুরু করেছিল। কিন্তু বর্তমান সময়ে এই কোম্পানির প্রোডাক্ট গুলো গোটা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে।
আপনি আরোও জানতে পারবেন…
- অ্যাপল কোন দেশের কোম্পানি | অ্যাপল কোম্পানির জনক কে
- Poco কোন দেশের কোম্পানি | পোকো কোম্পানির ইতিহাস
- Singer কোন দেশের কোম্পানি | সিঙ্গার কোম্পানির ইতিহাস
এবং আপনি যদি আমাদের দেশ সহো অন্যান্য দেশের দিকে লক্ষ্য করেন। তাহলে আপনি ভালো ভাবে দেখতে পারবেন।
যে এই সনি কোম্পানির প্রোডাক্ট গুলোর চাহিদা সব দেশে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
যেমন, আমাদের দেশ এর মধ্যে সনি কোম্পানি থেকে উৎপাদিত হওয়া স্মার্টফোন গুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়।
এবং মানুষ তাদের কোম্পানি থেকে উৎপাদিত হয় স্মার্টফোন গুলো ব্যবহার করতে পছন্দ করে।
সনি কোন দেশের কোম্পানি?
এখন অনেকের মনে একটি প্রশ্ন রয়েছে। আর সেই প্রশ্নটি হল যে এই সনি কোন দেশের কোম্পানি। তো যাদের মনে আসলে এই ধরনের প্রশ্ন জেগে থাকে।
তাদের বলব যে, এটি হলো একটি জাপানি কোম্পানি। এবং এই সনি নামক জনপ্রিয় কোম্পানি এর সদর দপ্তর জাপান এর টোকিও নামক শহরে অবস্থিত।
আর আপনি হয়তোবা জেনে থাকবেন যে। এই সনি কোম্পানি টি বর্তমানে গোটা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে।
যদি আপনি এই পৃথিবীর অন্যান্য কোম্পানি গুলোর তুলনায় একটি পেশাদার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এর নাম খুজে থাকেন।
তাহলে সবার আগে আপনি যে নামটি দেখতে পারবেন, সেটি হল সনি কোম্পানি। এর পাশাপাশি আপনি জানলে আরো অবাক হয়ে যাবেন।
কারণ এই সনি নামক কোম্পানি টি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি গেম কনসোল কোম্পানি।
কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ যখন এই কোম্পানিটি সর্ব প্রথম সূচনা হয়েছিল। তখন এই সনি কোম্পানির নাম ছিল টোকিও সুশিন কোগিও।
কিন্তু পরবর্তী সময়ে তারা এই নাম এর মধ্যে পরিবর্তন নিয়ে আসার চিন্তা ভাবনা করে। এবং 1958 সাল এর শেষের দিকে সেই কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় সনি।
আর সেই দিনের স্বল্প পরিসরে শুরু করা কোম্পানি টি। বর্তমান বিশ্বের টিভি নির্মাতা কোম্পানি হিসেবে শীর্ষস্থান দখল করতে পেরেছে।
কেননা গোটা বিশ্বের মধ্যে টিভি নির্মাতা কোম্পানি গুলোর তালিকায়, সনি এর অবস্থান রয়েছে পঞ্চম তম। আরো অবাক করার মত বিষয় হলো।
যে এই সনি কোম্পানি তে মোট ১লাখ এর বেশি কর্মী রয়েছেন। যাদের মাধ্যমে এই সনি কোম্পানি থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়।
এবং সেই প্রোডাক্ট গুলো কে গোটা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়ে থাকে।
সনি কোম্পানির মালিক কে?
এতক্ষন থেকে আপনি জানতে পারলেন যে, সনি কি। এবং সনি কোন দেশের কোম্পানি। তো এখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবেন।
যাদের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। আর সেই প্রশ্ন টি হল যে, এই সনি কোম্পানির মালিক কে। মূলত এবার আমি আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক, সনি কোম্পানির মালিক কে। এবং বর্তমান সময়ে কোন ব্যক্তি সনি কোম্পানি কে পরিচালনা করে থাকে।
তো আপনি যদি চলমান সময়ের সনি কোম্পানির মালিক এর নাম জানতে চান। তাহলে আমি আপনাকে মোট দুইজন ব্যক্তির নাম বলবো।
মূলত এই দুজন ব্যক্তি মিলে এই সনি কোম্পানি কে পরিচালনা করে থাকে। আর সেই দুজন ব্যক্তির নাম হল, মালিক মাসারু ইবুকা এবং আরেক জন ব্যক্তির নাম হল আকিও মরিতা।
তবে বর্তমান সময়ে এই সনি নামক কোম্পানির সিইও হিসেবে একজন ব্যক্তি নিযুক্ত আছেন। আর সেই বিশিষ্ট ব্যক্তির নাম হল, কেনিচোরো ইয়োশিদা।
আবার এই সনি নামক কোম্পানির একজন ভাইস চেয়ারম্যান রয়েছে। যে ভাইস চেয়ারম্যান এর নাম হল, শিগেকি সিজুকা। তবে আপনি বেশ ভালো করে জানবেন।
যে এই সনি কোম্পানির যে সকল প্রোডাক্ট রয়েছে। সেই প্রোডাক্ট গুলো বিশ্বের অন্যান্য দেশে পাশাপাশি ভারতে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে।
সে কারণে সনি কোম্পানি থেকে ভারতে একজন জেনারেল ম্যানেজার নিযুক্ত করা হয়েছে। যে ম্যানেজারের নাম হল, সুনীল নায়ার।
সনি কোম্পানির সিইও এর নাম কি?
বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত সনি কোম্পানির বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকে।
কিন্তু এখন যদি তাদের কে প্রশ্ন করা হয় যে, বলুন তো সনি কোম্পানির সিইও এর নাম কি। তাহলে কিন্তু অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না।
আর আপনি যাতে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। তার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে, সনি কোম্পানির সিইও এর নাম হল, শিগেকি সিজুকা।
এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে। সনি কোম্পানির প্রোডাক্ট গুলো ব্যাপক পরিমাণে বিক্রি হয়।
সে কারণে ভারতের মধ্যে sony কোম্পানি থেকে একজন জেনারেল ম্যানেজার নিযুক্ত করা হয়েছে। আর সেই জেনারেল ম্যানেজার এর নাম হল, সুনীল নায়ার।
সনি কোম্পানির কি কি পণ্য রয়েছে?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত মনে করেন যে, সনি কোম্পানি শুধুমাত্র স্মার্ট ফোন তৈরি করে থাকে।
তো যারা আসলে এই বিষয় টি ভেবে থাকেন। তাদের ধারণা সম্পূর্ণ ভুল কারণ স্মার্টফোন ছাড়াও আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য sony কোম্পানি তৈরি করে থাকে।
এবং স্মার্টফোনের দিক থেকে সনি কোম্পানি যতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। ঠিক অন্যান্য পণ্য গুলোর ক্ষেত্রেও সোনি কোম্পানির জনপ্রিয়তা কোন অংশে কম নয়।
আর এবার আমি আপনাকে সনি কোম্পানি থেকে উৎপাদিত হওয়ার সকল পণ্যের তালিকা প্রদান করব। যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন।
যে বিশ্বের জনপ্রিয় এই সনি কোম্পানি থেকে আর কি কি প্রোডাক্ট তৈরি করা হয়।
- স্মার্টফোন
- ল্যাপটপ
- ক্যামেরা
- আধুনিক টিভি
- এলইডি
- ইয়ার ফোন স্মা
- র্ট ওয়াচ
- সাউন্ড সিস্টেম
তো উপর আপনি বেশ কিছু পণ্যের তালিকা দেখতে পাচ্ছেন। মূলত এ গুলো হলো sony কোম্পানি থেকে উৎপাদিত হওয়া পণ্যের তালিকা।
আপনি আরোও জানতে পারবেন…
- OnePlus কোন দেশের কোম্পানি | এই কোম্পানীর মালিক কে?
- টেলিফোন কে আবিষ্কার করেন | টেলিফোন আবিষ্কার এর ইতিহাস
- OPPO কোন দেশের কোম্পানি ? এর প্রতিষ্ঠাতা এবং সিইও (CEO) কে?
এবং বর্তমান বিশ্ব জুড়ে এই সনি কোম্পানির পণ্য গুলো ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে সনি কোম্পানির যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। সেই কারণে অনেক ভালো দামে এই সনি কোম্পানি এর প্রোডাক্ট গুলো কে কিনে নেওয়া হয়।
সনি কোম্পানির ইতিহাস
উপরের আলোচনা থেকে আপনি সনি কোম্পানির বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। যেমন সবার শুরুতেই আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে সনি কোন দেশের কোম্পানি।
এবং সেই আলোচনা তে আমি আপনাকে স্পষ্ট করে বলেছি যে। সনি হল জাপানের একটি কোম্পানি। তবে এই কোম্পানি টি বর্তমান সময়ে যতটা সফলতা অর্জন করতে পেরেছে।
এই সফলতার পেছনে সনি কোম্পানির বিরাট একটা ইতিহাস রয়েছে। আর এবার আমি আপনাকে সেই ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
যাতে করে আপনি জনপ্রিয় এই কোম্পানির যাবতীয় বিষয় গুলো জেনে নিতে পারেন। চলুন এবার তাহলে সেই সনি কোম্পান এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
আপনি হয়তোবা বেশ ভালো করে জেনে থাকবেন যে। সনি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৬ সালের মে মাসের ৭ তারিখে। তবে যখন এই সনি কোম্পানির যাত্রা শুরু হয়।
তখন কোন বড়সড়ো আয়োজনের মাধ্যমে এই কোম্পানিটি তৈরি হয়নি। বরং ছোট্ট একটি দোকান এর মাধ্যমে সনি কোম্পানির সূচনা হয়।
আর যখন এই সনি কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। তখন মাত্র আট জন কর্মী দিয়ে উক্ত কোম্পানি টি পরিচালনা করা হয়েছিল।
অবাক করার মত বিষয় হলো, বর্তমান সময়ে আমরা যে জনপ্রিয় কোম্পানি টি দেখছি। সেই কোম্পানিটির প্রথম পণ্যের নাম হলো, টেপ রেকর্ডার।
যা মূলত এই সনি কোম্পানি থেকে ১৯৯৮ সালে তৈরি করা হয়েছিল। এবং শুরুর দিকে এই সনি কোম্পানি একটি সংস্থা হিসেবে পরিচিত থাকলেও।
যখন টেপ রেকর্ডার তৈরি করা হয়, তখন এই কোম্পানির নাম দেওয়া হয় Sony. তবে এই সনি কোম্পানি থেকে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছিল।
যেমন, সবার শুরুতে এই কোম্পানি টি মূলত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত এর কাজ করতো। এবং একটা সময় ছিল যখন এই সনি কোম্পানি থেকে রাইস কুকার তৈরি করা হতো।
কিন্তু যখন এই সনি কোম্পানি থেকে রাইস কুকার তৈরি করা হতো। তখন উক্ত কোম্পানি খুব বেশি একটা সফলতা অর্জন করতে পারেনি।
কিন্তু সময়ের সাথে সাথে উক্ত কোম্পানি থেকে যখন স্মার্ট ফোন সহ টিভি, ল্যাপটপ তৈরি করা হয়। তখন উক্ত কোম্পানি টি ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে।
এবং আপনি যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, এই সনি কোম্পানি তে এখন ১ লাখ এর বেশি কর্মী নিয়োজিত রয়েছে।
এবং উক্ত কোম্পানি থেকে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। আর সময়ের সাথে সাথে এই সনি কোম্পানি থেকে উৎপাদিত হওয়া প্রোডাক্ট গুলোর ব্যাপক পরিমাণ চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
সনি কোম্পানি সম্পর্কে আমাদের কিছু কথা
বর্তমান সময়ে আপনি বিভিন্ন ধরনের কোম্পানি দেখতে পারবেন। তবে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানির নাম হল সনি।
যেখান থেকে উৎপাদিত হওয়া পণ্য গুলোর ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। আর আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।
যারা মূলত সনি কোম্পানি থেকে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করে থাকেন। তো তাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি জেগে থাকবে যে।
আপনি আরোও দেখতে পারেন…
- Mi কোন দেশের কোম্পানি | Mi এর মালিক কে
- Realme কোন দেশের কোম্পানি । Realme এর মালিক কে
- Imo কে আবিষ্কার করেন | IMO এর প্রতিষ্ঠাতা কে | Imo কোন দেশের তৈরি
সনি কোন দেশের কোম্পানি। আর সে কারণে মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ আজকের আর্টিকেলে আমি সনি কোন দেশের কোম্পানি সে বিষয় টি উল্লেখ করেছি।
এর পাশাপাশি উক্ত কোম্পানি সম্পর্কে যে সকল তথ্য রয়েছে, যে গুলো আমাদের অজানা। সেই তথ্য গুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিয়েছি।
আশা করি আজকের এই আলোচনা টি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।