দৌড়ানোর গেম : Run game for android. আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা প্রচুর পরিমাণে গেমস খেলে থাকে।
আর সে কারণে এই মানুষ গুলো কে প্রতিনিয়ত নতুন নতুন গেমস খোঁজার প্রয়োজন হয়।
তো আজকে আমি আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য চমৎকার সব দৌড়ানোর গেম শেয়ার করব।
যে গুলো খেললে আপনার কাছে অনেক ভালো লাগবে।
যদিওবা আমরা অনেক আগে থেকেই টেম্পেল রান নামক একটি দৌড়াদৌড়ি গেম খেলতাম।
তবে সেই গেমটি অনেক পুরাতন হওয়ার কারণে আমরা এখন নতুন দৌড়াদৌড়ি গেম খুলে থাকি।
আর আমি ইন্টারনেট থেকে এমন সব দৌড়াদৌড়ি গেম এর তালিকা তৈরি করেছি। যে গেমস গুলো আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে।
আপনার জন্য আরোও লেখা…
- সফটওয়্যার পাইরেসি কি – (What Is Software Piracy in Bengali)
- ট্রেডিং কি | ট্রেডিং কত প্রকার ও কি কি
- এন্ড্রয়েড মোবাইলের সেরা ট্রেনের গেম গুলোর তালিকা
তো চলুন আর দেরি না করে সরাসরি টেম্পেল রান এর মত কয়েক টি সেরা দৌড়াদৌড়ি গেম এর তালিকা দেখে নেওয়া যাক।
এছাড়াও আজকে আমি উক্ত দৌড়াদৌড়ি গেম ডাউনলোড করার লিংক দিব।
আপনি মাত্র একটি ক্লিক করার মাধ্যমে এই গেমস গুলো ডাউনলোড করে খেলতে পারবেন।
টেম্পল রান এর মতো সেরা দৌড়াদৌড়ি গেম গুলোর তালিকা
সত্যি বলতে যখন এন্ড্রয়েড মোবাইল এর ব্যবহার বৃদ্ধি পেয়েছিল। সেই সময়ে এন্ড্রয়েড মোবাইল দিয়ে টেম্পল রান নামের একটি গেমস খেলা যেত।
তবে এই গেমস টি অনেক পুরাতন আর দীর্ঘদিন একটি গেমস খেলার কারণে। আমরা সেই গেমস এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি।
যার কারণে আমরা অনেকেই টেম্পল রান এর মত সেরা দৌড়াদৌড়ি গেমস গুলো খুজে থাকি।
মূলত এবার আমি আপনাকে এমন সব দৌড়াদৌড়ি গেম এর তালিকা প্রদান করব। যেগুলো অনেকটাই টেম্পল রানের মত। আবার কিছু কিছু দৌড়াদৌড়ির গেম আছে।
যে গুলো টেম্পল রানের থেকেও অনেক বেশি উন্নত। তো চলুন এবার সেই গেমস গুলোর তালিকা এবং বিস্তারিত জেনে নেওয়া যাক।
Original – Temple Run Game
দেখুন অ্যান্ড্রয়েড মোবাইল এর ব্যবহার শুরু হওয়ার পর থেকে যে দৌড়াদৌড়ি গেমস টি জনপ্রিয় ছিল। সেই গেমস এর নাম হল, Temple Run.
তো সেই সময়ে অধিকাংশ মানুষ একবার হলেও এই গেমটি খেলেছে। এবং যারা এই গেম টি একবার খেলেছে। তাদের কাছে উক্ত গেমটি অনেক ভালো লেগেছিল।
আর সত্যি কথা বলতে, একটা সময় আমি নিজেও এই গেম টা প্রচুর পরিমাণে খেলতাম। কেননা সেই সময়ে আজকের মত ফ্রী ফায়ার কিংবা পাবজির মতো গেমস ছিল না।
এবং মোবাইলের মাধ্যমে গেমস খেলে এন্টারটেইনমেন্ট করার জন্য। একমাত্র দৌড়াদৌড়ি গেম হিসেবে টেম্পল রান ছিল সবচেয়ে অন্যতম।
আর যেহেতু আজকে আমি টেম্পল রানের মত বেশ কিছু দৌড়াদৌড়ি গেম এর তালিকা শেয়ার করব।
তবে তার আগে আমি আপনাকে অরজিনাল টেম্পল রান গেম ডাউনলোড করার লিঙ্ক দিব। যাতে করে আপনি অতীতের সেই গেমস খেলার স্বাদ নিতে পারেন।
কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত। এই পুরাতন টেম্পল রান গেমস এর কোন লিমিটেশন নেই। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে পারবেন।
ততক্ষণ পর্যন্ত একটির পর একটি টাস্ক আপনার সামনে চলে আসবে।
এবং এভাবে আপনি যত গুলো টাস্ক কমপ্লিট করুন না কেন। এই গেমস এর মধ্যে আপনার দৌড়াদৌড়ি কখনোই শেষ হবে না।
আর সে কারণেই সবার শুরুতেই আমি অরিজিনাল টেম্পেল রান ডাউনলোড করার একটি লিংক শেয়ার করব।
আপনি চাইলে নিচে উল্লেখ করা লিংক থেকে এই অরিজিনাল দৌড়াদৌড়ির গেমস ডাউনলোড করে খেলতে পারবেন।
এছাড়াও টেম্পল রানের মত আরও বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি গেমস এর তালিকা তো থাকছেই।
যদি আপনি পুরাতন টেম্পল রান গেমটি ডাউনলোড করতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
>> Game Download Link: Touch Here
Alto’s Odyssey
সবার শুরুতেই আমি আপনাকে যে গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব। সেই গেমস টি হুবহু টেম্পেল রান এর মত।
অর্থাৎ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ভালো কোন দৌড়াদৌড়ি গেমস খুঁজে থাকেন।
তাহলে একবার হলেও এই গেমসটি ট্রাই করে দেখবেন। আর আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, এই গেমসটি খেললে আপনি অরিজিনাল টেম্পেল রান এর স্বাদ নিতে পারবেন।
তো চলুন একবার জেনে নেওয়া যাক যে, এই গেমটি খেললে আপনি কি কি ফিচার ভালো লাগবে।
- প্রথমত এই গেমস এর মধ্যে কোন প্রকার লিমিটেশন নেই। অর্থাৎ আপনি যত বেশি দৌড়াবেন তত আপনার সামনের নতুন নতুন টাস্ক তৈরি হবে।
- অন্যান্য দৌড়াদৌড়ি গেমস এর মধ্যে এটি হল একটি কঠিন গেমস। যেখানে আপনাকে টিকে থাকতে হলে অনেক কঠিন মিশন গুলো সম্পন্ন করতে হবে।
- এই গেমস এর ভেতরে থাকা যে সকল কন্ট্রোলস রয়েছে। সে গুলো খুব সহজ অর্থাৎ যেকোনো ব্যক্তি খুব সহজেই এই গেমটি প্লে করতে পারবে।
- উক্ত গেমস এর ভেতরে আপনি যে সকল গ্রাফিক্স দেখতে পারবেন। তা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি তে তৈরি করা হয়েছে।
- এই দৌড়াদৌড়ি গেমটি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যাবে। কারণ এই গেমটির সাইজ মাত্র ৯০ মেগাবাইট।
- এখানে রয়েছে বিভিন্ন প্রকারের ক্যারেক্টার। তবে আপনাকে এই গেমস টি খেলে কয়েন এর মাধ্যমে উক্ত ক্যারেক্টার গুলো কে আনলক করতে হবে।
- আপনি চাইলে এই গেমটি একা খেলার পাশাপাশি। আপনাদের বন্ধুদের ইনভাইট করে একসাথে খেলতে পারবেন।
আমাদের মধ্যে যে সকল মানুষ অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ভালো কোন দৌড়াদৌড়ি গেমস খুঁজে থাকে।
সে সকল মানুষদের জন্য উপরের এই গেমস টি একেবারেই উপযুক্ত হবে। আর আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে সেই গেমস টি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
>> Game Download Link: Touch Here
Bendy in Nightmare Run
এবার আমি আপনাকে ২০০ মেগাবাইটের একটি দৌড়াদৌড়ি গেমসের কথা বলব।
যে গেমস এর গুগল প্লে স্টোর রেটিং রয়েছে ৪.২. আর এই রেটিং দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন। বর্তমান সময়ে এই গেম টি কতটা জনপ্রিয় হয়ে আছে।
এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মোট ১০ মিলিয়ন মানুষ এই দৌড়াদৌড়ি গেমস ডাউনলোড করেছে।
কারণ দৌড়াদৌড়ি গেমস খেলার জন্য আপনি যদি Bendy in Nightmare Run নামক গেমটি ডাউনলোড করেন।
তাহলে সেই গেমের ভেতরে বিভিন্ন ধরনের ফিচার দেখতে পারবেন। যেমন,
- এই দৌড়াদৌড়ি গেমসের ভেতরে আপনি একাধিক ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন।
- গেমসের ভেতরে দৌড়াদৌড়ি করার জন্য বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে।
- প্রত্যেকবার আপনাকে ছোট ছোট কিছু টাস্ক দেওয়া হবে। আর আপনাকে দৌড়াদৌড়ি করার মাধ্যমে সেই টাস্ক গুলো কে পূরণ করতে হবে।
- এছাড়াও গেমস খেলার সময় আপনি এর মধ্যে অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স দেখতে পারবেন।
- যখন আপনি আপনার ক্যারেক্টার নিয়ে দৌড়ানো শুরু করবেন। তখন চমৎকার কিছু সাউন্ড ইফেক্ট শোনা যাবে।
- এর পাশাপাশি আপনি উক্ত গেমস এর মধ্যে দৌড়াদৌড়ি করার সময় কয়েন জমা করতে পারবেন। যে গুলো দিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আনলক করতে পারবেন।
- আপনি যে ক্যারেক্টার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। সেই ক্যারেক্টার কে নিজের মতো করে কাস্টমাইজ করার সুবিধা পাবেন।
- এই গেমস এর মধ্যে আপনি যত দৌড়াদৌড়ি করবেন। আপনার লেভেল ততো বৃদ্ধি পাবে।
দৌড়াদৌড়ি গেমস হিসেবে আপনি যদি উপরে উল্লেখিত গেমস টি ডাউনলোড করেন। তাহলে এর মধ্যে আপনি কি কি নতুন অপশন দেখতে পারবেন।
সে গুলো উপরে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এই গেমস এর আসল স্বাদ নেয়ার জন্য।
নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলে আপনি এই দৌড়াদৌড়ি গেমস টি ডাউনলোড করতে পারবেন।
>> Game Download Link: Touch Here
Minion Rush: Running Game
মূলত দৌড়াদৌড়ি গেমস হিসেবে যে সকল বিষয় থাকার প্রয়োজন হয়।
তার প্রত্যেক টি দেখতে পারবেন Minion Rush নামক এই দৌড়াদৌড়ি গেমস এর মধ্যে।
আর এই গেমস টি আপনি মাত্র ১০০ মেগাবাইট এর মধ্যে ডাউনলোড করতে পারবেন।
সেই সাথে এটি খেলার জন্য আপনার মোবাইলের মধ্যে কোন ধরনের ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে না।
তবে যখন আপনি এই দৌড়াদৌড়ি গেমস টি ডাউনলোড করে খেলবেন। তখন আপনি বেশ কিছু মজার বিষয় খেয়াল করতে পারবেন। যেমনঃ
- এই গেমসে আপনি যে ক্যারেক্টার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। সেই ক্যারেক্টার কে নিজের মতো করে সাজাতে পারবেন।
- এখানে থাকা বিভিন্ন ধরনের ক্যারেক্টার এর ভিন্ন ভিন্ন স্কিল বা দক্ষতা রয়েছে।
- এটি সম্পূর্ণ অফলাইনে খেলা যাবে। সেজন্য ইন্টারনেট কানেকশন নিয়ে টেনশন করতে হবেনা।
- সারা বিশ্বে প্রায় 500 মিলিয়ন এর মত মানুষ এই গেমস টি ডাউনলোড করে খেলেছে।
- এই গেমটি অনেক উন্নত গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে। যার ফলে আপনি রিয়েলিস্টিক ফিল পাবেন।
- এছাড়াও এই গেমসের ভেতরে যে মিউজিক গুলো ব্যবহার করা হয়েছে। সে গুলো আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে।
- এখানেও আপনি আপনার লেভেল বৃদ্ধি করার সুযোগ পাবেন।
দেখুন গুগল প্লে স্টোর থেকে এই দৌড়াদৌড়ি গেমস টি ৫০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।
আপনি আরোও দেখুন…
- ওয়েব সিরিজ কি | ওয়েব সিরিজ কিভাবে দেখা যায় ?
- শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করব | শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি
- হোম লোন কিভাবে পাওয়া যাবে | জেনেনিন সকল তথ্য বাংলাতে
তাহলে বুঝে নিন যে, বর্তমান সময়ে দৌড়াদৌড়ি গেমস হিসেবে এর জনপ্রিয়তা কতটুকু।
আর সেটা চেক করতে হলে, নিচে দেওয়া লিঙ্ক থেকে এই গেমস টি ডাউনলোড করে নিন।
>> Game Download Link: Touch Here
Super Mario Run
এবার আমি যে দৌড়াদৌড়ি গেমস নিয়ে কথা বলব। সেটি আসলে ছোট ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে।
তবে ছোট বাচ্চাদের পাশাপাশি চাইলে আপনিও এই গেমস টি খেলে অনেক মজা নিতে পারবেন।
কারণ এই গেমস এর ভেতরে এমন কিছু বিষয় রয়েছে। যেগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে।
এছাড়াও ছোট বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি গেমস হিসেবে এটি হবে উপযুক্ত একটি গেমস। এর মূল কারণ গুলো নিচে উল্লেখ করলাম।
- এই গেমসটি খেলার সময় আপনি চমৎকার সব সাউন্ড ইফেক্ট সহ মিউজিক শুনতে পারবেন।
- এখানে আপনি আপনার ব্যবহার করা ক্যারেক্টার চয়েস করে নিতে পারবেন।
- এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের মিশন পাবেন। আর সেগুলো কমপ্লিট করার পরে আপনি পরবর্তী লেভেলে যেতে পারবেন।
- যেহেতু এটি একটি ছোট বাচ্চাদের গেম। সেহেতু এই গেমস টি সহজেই খেলা যাবে এটা স্বাভাবিক বিষয়।
- এই গেমস এর মধ্যে রয়েছে অনেক ছোট ছোট ম্যাপ। যে গুলো তে আপনি আপনার ক্যারেক্টার নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন।
- গুগল প্লে স্টোর থেকে এই গেমস টি ১০০ মিলিয়ন এর বেশি মানুষ ডাউনলোড করেছে।
মূলত অনেক সময় দেখা যায় যে, ছোট বাচ্চাদের গেমস গুলো খেলতে আমাদের বড়দের অনেক ভালো লাগে।
তো আপনি যদি এমন কোন দৌড়াদৌড়ি গেম খুঁজে থাকেন। তাহলে অবশ্যই আপনি এই গেমসটি খেলার চেষ্টা করবেন।
আর এই দৌড়াদৌড়ি গেমস টি এক ক্লিকে ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
>> Game Download Link: Touch Here
Sonic Forces – Running Battle
আপনি যদি এইচডি কোয়ালিটি গ্রাফিক্স সম্পন্ন কোন দৌড়াদৌড়ি গেম খুঁজে থাকেন।
তাহলে এবারের গেমটি হবে আপনার জন্য উপযুক্ত। কারণ এই গেমস এর ভেতরে আপনি প্রত্যেক টা ডিজাইন অনেক হাই গ্রাফিক্স এর দেখতে পারবেন।
এর পাশাপাশি যখন আপনি বিভিন্ন ধরনের ম্যাপ এর মধ্য দিয়ে আপনার ক্যারেক্টার কে নিয়ে দৌড়াদৌড়ি করবেন।
তখন এই গেমসের ভেতরে থাকা এনিমেশন গুলো আপনার কাছে এত বেশি ভালো লাগবে। যা আসলে লিখে শেষ করতে পারবো না।
- দৌড়াদৌড়ি করার জন্য এই গেমসের ভেতরে রয়েছে অনেক ধরনের ক্যারেক্টার।
- উক্ত গেমস এর মধ্যে আপনি একা দৌড়াদৌড়ি করার পাশাপাশি আপনার বন্ধুদের কে ইনভাইট করতে পারবেন।
- দৌড়াদৌড়ি করার সময় আপনার ক্যারেক্টার কে বিভিন্ন স্টাইলে জাম্প করাতে পারবেন।
- অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি এই গেমসে দৌড়াদৌড়ি রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
- এখানে আপনি যে সকল maps দেখতে পারবেন। সে গুলো একবারে রিয়ালেস্টিক এর মত মনে হয়।
- আপনি একটি কোডের মাধ্যমে আপনার বন্ধুদের গেমস আইডি চেক করতে পারবেন।
মূলত উপরে আমি যে সকল দৌড়াদৌড়ি গেমস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তার মধ্যে এই গেমস টি হল সবচেয়ে অন্যতম। তাই অবশ্যই আপনি একবার হলেও দৌড়াদৌড়ি করার জন্য এই গেমসটি ডাউনলোড করবেন।
আশা করি, আপনার কাছে এই দৌড়াদৌড়ি গেমস টি অনেক ভালো লাগবে।
>> Game Download Link: Touch Here
Sonic Dash 2: Sonic Boom
গুগল প্লে স্টোর থেকে এই গেমস টি মোট ১০০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। আর এত বেশি ডাউনলোড হওয়ার কারণে এটা সহজেই অনুমান করা যায়।
দৌড়াদৌড়ি গেমস হিসেবে Sonic Dash 2 কতটা জনপ্রিয়তা পেয়েছে। তবে এই জনপ্রিয়তা পাওয়ার মূল যে কারণ টি রয়েছে।
সেটি হল, এই গেমস টি SAGA কোম্পানি থেকে ডেভলপ করা হয়েছে। আর উক্ত কোম্পানি থেকে যে সকল গেমস তৈরি করা হয়।
সে গুলো রীতিমতো জনপ্রিয় পাবে এটাই স্বাভাবিক।
- প্রথমত এই গেমস এর মধ্যে আপনি একবারে রিয়েলিস্টিক গ্রাফিক্স দেখতে পারবেন।
- এই গেমস এর মধ্যে আপনি চমৎকার সব সাউন্ড এবং মিউজিক দেখতে পারবেন।
- এ গুলোর পাশাপাশি মাল্টি ক্যারেক্টার নিয়ে খেলার মত বিশেষ সুবিধা তো থাকবেই।
- আপনি দৌড়াদৌড়ি করার জন্য চমৎকার সব ডিজাইন ম্যাপ দেখতে পারবেন।
- এছাড়াও এই গেমটি খেলার সময় যখন আপনি ক্যারেক্টার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। তখন আপনার সামনে বিভিন্ন ধরনের বিপদ আসবে। যে গুলো কে বলা হয়, মিশন।
- আর আপনি যত বেশি মিশন কমপ্লিট করবেন। আপনার লেভেল ততো বেশি বেড়ে যাবে।
- লেভেল বাড়ানোর সাথে সাথেই আপনি যখন অনেক গুলো কয়েন জমা করতে পারবেন। তখন আপনি আরো উন্নত অপশন গুলো আনলক করতে পারবেন।
দেখুন আমি ক্রমাগত ভাবে আপনাকে একের পর এক চমৎকার দৌড়াদৌড়ি গেমস গুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি।
এ গুলোর মধ্যে প্রত্যেক টা গেম আপনার অনেক ভালো লাগবে। আর এই বিষয়ে আমি একবারে নিশ্চিত।
তো আপনি যদি এই দৌড়াদৌড়ি গেমস টি ডাউনলোড করতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
>> Game Download Link: Touch Here
Jumanji: Epic Run
আজকের আলোচিত সর্বশেষ দৌলদৌড়ি গেমসের নাম হল, Jumanji. তো এই গেমস টি খেললে আপনি অন্য গেমস এর কথা একবারে ভুলে যাবেন।
কারণ এই গেমসের ভেতরে আপনি দৌড়াদৌড়ি করার জন্য। এমন সব উন্নত মানের অপশন দেখতে পারবেন। যে গুলো আপনার মনে জায়গা করে নিতে পারবে। যেমনঃ
- এই গেমস টি ৪ডি গ্রাফিক্স হিসেবে ডিজাইন করা হয়েছে।
- এর গ্রাফিক্স এতটাই উন্নত যে খেলার সময় আপনি ভুলে যাবেন মোবাইলে দৌড়াদৌড়ি করছেন নাকি বাস্তবে।
- আপনি যত বেশি গেমস খেলবেন, আপনার স্কিল তত বেশি বৃদ্ধি পাবে।
- এখানে আপনি দৌড়ানোর সময় বিভিন্ন ধরনের গিফট পাবেন।
- আপনি আপনার পছন্দমত এভাটার দিয়ে ক্যারেক্টার তৈরি করতে পারবেন।
- দৌড়াদৌড়ি করার জন্য অসংখ্য ম্যাপ রয়েছে।
তো আশা করি, আপনি যদি আজকের আলোচিত এই গেমস গুলো ডাউনলোড করে আপনার মোবাইলে খেলেন।
আপনি আরোও পড়ুন…
- মোবাইলে খেলা দেখার উপায় | সরাসরি খেলা দেখার সফটওয়্যার
- ভার্চুয়াল ক্লাসরুম কি এবং ভার্চুয়াল ক্লাসরুমের সুবিধা কী
- বীমা কাকে বলে | বীমা কত প্রকার ও কি কি
তাহলে এই গেমস গুলো আপনার অনেক ভালো লাগবে। আর উক্ত গেমস টি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হল।
>> Game Download Link: Touch Here
দৌড়োদৌড়ি গেমস নিয়ে আমাদের শেষ কথা
প্রিয় গেমপ্রেমী বন্ধুরা। আজকে আমি আপনার সাথে মোট সাত (০৭) টি দৌড়াদৌড়ি গেমস এর কথা শেয়ার করেছি।
তো আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, এই গেমস গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। এছাড়াও আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গেমস নিয়ে বিস্তারিত আলোচনা করি।
যদি আপনি সেই গেমস এর আপডেট তথ্য গুলো সবার আগে জানতে চান।
তাহলে নিয়মিত আমাদের ওয়েব সাইটে ভিজিট করবেন। ধন্যবাদ! এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত গেমস খেলুন।