পাবজি মোবাইল লাইট ডাউনলোড : আমরা সবাই জানি যে, বর্তমান বিশ্বে PUBG নামক এই ব্যাটেল রয়েল গেমটি সবার শীর্ষে অবস্থান করে আছে।
আর সেই কারনেই আজকের দিনের তরুন তরুনীরা এই গেমস এর উপরে পর্যাপ্ত পরিমানে আসক্ত হয়ে পড়েছে।
কেননা, Pubg গেম ডাউনলোড এই গেমস এর নজর কাড়ানো Graphic এবং গেমস এর ভিতরে থাকা চমৎকার সব ফিচার দেখলে। যে কেউ এই গেম এর প্রতি আসক্ত হয়ে পড়বে।
কিন্তুু এই উন্নতমানের গ্রাফিক্স এর কারনে এই গেমস কে খেলতে গেলে অনেক মানসম্মত একটি ডিভাইস এর প্রয়োজন হয়ে থাকে।
আপনি যদি হাই গ্রাফিক্স যুক্ত এই গেমসটি কোনো নরমাল ডিভাইসে রান করেন। তাহলে আপনি Pubg গেমস টি সঠিক ভাবে খেলতে পারবেন না।
তবে সব ধরনের ডিভাইস দিয়ে যেন পাবজি মোবাইল গেমস এর স্বাদ নেয়া যায়। সেজন্য Pubg Games এর নতুন একটি ভার্সন পাবলিশ করা হয়েছে।
যাকে বলা হয় পাবজি মোবাইল লাইট। মূলত আপনার হাতে থাকা ডিভাইস টি যদি লো কনফিগারেশন এর হয়ে থাকে।
তাহলে আপনি এই পাবজি মোবাইল লাইট ভার্সনের মাধ্যমে উক্ত গেমস এর স্বাদ নিতে পারবেন।
আজকের আর্টিকেল টি মূলত সেই উদ্দেশ্যেই লেখা হয়েছে। মূলত কিভাবে আপনি পাবজি গেম ডাউনলোড, পাবজি মোবাইল লাইট ডাউনলোড করবেন।
এবং কিভাবে আপনি এই পাবজি মোবাইল লাইট কে আপনার ডিভাইসে ইনস্টল করবেন। তার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।
আপনার জন্য আরো লেখা…
- মোবাইল সফটওয়্যার ডাউনলোড করার উপায়
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করার নিয়ম
- ফাইল শেয়ার করার সফটওয়ার Xender ডাউনলোড করুন
তো আজকে আপনি পাবজি মোবাইল লাইট সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পারবেন। যেমনঃ
- কিভাবে পাবজি মোবাইল ডাউনলোড করব?
- পাবজি মোবাইল লাইট ডাউনলোড করব
- PUBG Lite কি?
- পাবজি গেম কিভাবে ডাউনলোড করব
- পাবজি মোবাইল লাইট OBB কাকে বলে?
- পাবজি খেলা কি?
- পাবজি মোবাইল লাইট নিউ আপডেট কি?
- পাবজি গেম ডাউনলোড
- পাবজি গেম অনলাইন কাকে বলে?
এখন আপনি যদি উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে একেবারে বিস্তারিত জানতে চান। তাহলে আজকের এই মূল্যবান আর্টিকেল টি একটু মনোযোগ সহকারে পড়বেন।
তাহলে আপনার মনে আর পাবজি মোবাইল লাইট সম্পর্কে কোনো অজানা বিষয় থাকবে না। তো চলুন এবার মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।
পাবজি মোবাইল লাইট কি?
পাবজি মোবাইল লাইট কি – এ সম্পর্কে জানেনা। এমন মানুষ এর সংখ্যা খুবই কম। কেননা, বর্তমান সময়ের তরুন প্রজন্ম এই গেমস এর পেছনে প্রচুর পরিমান সময় ব্যয় করে থাকে।
কিন্তুু যে মানুষ গুলো এখনও জানেনা যে, পাবজি মোবাইল লাইট কি। সেই মানুষ গুলোর উদ্দেশ্যে এবার পাবজি মোবাইল লাইট নিয়ে স্বল্প আকারে আলোচনা করবো।
যারা এই Pubg নামক ব্যাটেল রয়েল গেমস টি নিয়মিত খেলে। তারা বেশ ভালোভাবেই জানে যে, এই গেমসটি অনেক উন্নত গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে।
যার কারনে আপনি গেমস খেলবেন ৷ কিন্তুু আপনার কাছে একেবারে রিয়েল লাইফ এর মতো একটা ফিলিংস আসবে।
আর এই গেমস এর অভ্যন্তরে থাকা এতো উন্নতমান এর Graphic থাকার কারনে। এই গেমসটি প্লে করার জন্য অনেক ভালো মানের ডিভাইস এর প্রয়োজন হয়ে থাকে।
যেমন, আপনি যে ডিভাইসে এই গেমস টি খেলতে চান। সেই ডিভাইস এর Ram, Rom এবং ভালো মানের Processor এর প্রয়োজন হবে।
কিন্তুু আমাদের সবার হাতে তো আর ভালো মানের ডিভাইস থাকে না ৷ যার কারনে লো কনফিগারেশন এর ডিভাইসে এই গেমসটি কোনো ভাবেই প্লে করা সম্ভব নয়।
কেননা, আপনি যদি লো কনফিগারেশন এর ডিভাইসে উক্ত গেমস টি প্লে করেন। তাহলে আপনাকে প্রতিনিয়ত ল্যাগ এর সামনা সামনি হতে হবে।
আর এই সমস্যা নিরসন করার জন্য PUBG কে একটু সিমপ্লিফাই করে নতুন ভার্সন তৈরি করা হয়েছে। যে ভার্সন টি প্লে করার জন্য আপনার তেমন কোনো হাই কনফিগারেশন এর ডিভাইসের দরকার হবে না।
এবং আপনি লো কোয়ালিটি সম্পন্ন ডিভাইস এ Lite Version টি একেবারে স্মুথলি প্লে করতে পারবেন। এবং পাবজির এই লাইট ভার্সন কে বলা হয় পাবজি মোবাইল লাইট।
পাবজি মোবাইল লাইট কেন ডাউনলোড করবেন?
তো উপরের আলোচনা গুলো পড়ার পর। আপনার মনে আরও একটি প্রশ্ন জেগে থাকবে।
সেটি হলো পাবজি এর অরজিনাল ভার্সন থাকার পরেও কেন আপনি পাবজি মোবাইল লাইট ডাউনলোড করবেন? এই Pubg mobile lite ভার্সনে এমন কি কি সুবিধা পাওয়া যায় ?
তো চলুন এবার পাবজি গেম ডাউনলোড সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
দেখুন, আপনি যদি আপনার ডিভাইসে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করেন। তাহলে আপনি নানা দিক থেকে বিশেষ বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
০১| No Lag, No Hang
গেমস খেলার সময় ফোন হ্যাং করলে যে কতটা বিরক্তি লাগে। সেটা আমি ভালো করেই জানি। কারন আমি আপনার মতো পাবজি লাভার না হলেও।
আমি কিন্তুু Freefire এর একজন নিয়মিত আর্মি। আর গেমস খেলার সময় যদি কোনো সময় ফোনটি হ্যাং করে। তখন ইচ্ছে করে ফোনটি হাতে নিয়ে উপরে তুলে সজোরে একটা আছাড় মারি।
আর পাবজি গেমস টি যেহুতু একটি High Graphic সম্পন্ন গেমস। সেহুতু আপনি যদি এই গেমস কে একটি লো কোয়ালিটি সম্পন্ন ডিভাইসে প্লে করার চেস্টা করেন।
তাহলে আপনাকে প্রতিনিয়ত মোবাইল হ্যাং এর সম্মুখীন হতে হবে। কেননা, লো কোয়ালিটি সম্পন্ন ডিভাইস গুলো এই গেমস কে পূর্নাঙ্গ ভাবে রান করতে পারবে না।
কিন্তুু আপনি যদি Pubg Mobile Lite ভার্সনে গেম প্লে করেন। তাহলে আপনার ডিভাইস এর উপর অনেক কম পরিমানে চাপ পড়বে।
কেননা, লাইট ভার্সনে কিছুটা হলেও Low Graphic দিয়ে মডিফাই করা হয়েছে। যে কারনে আপনার হাতে থাকা ডিভাইস টি যদি অনেক লো কনফিগারেশন এর হয়েও থাকে।
তাহলেও আপনি একেবারে স্মুথলি প্লে করতে পারবেন। সেটিও আবার কোনো প্রকার হ্যাং বা ল্যাগ করা ছাড়াই।
০২| Save Your Battery Life
যারা তাদের মোবাইল থেকে নিয়মিত অনলাইন গেমস খেলে। তারা ভালো করেই জানে যে, এই গেমস গুলো খেললে ফোনের ব্যাটারির উপরে প্রচুর পরিমানে চাপ পড়ে।
কেননা, এই গেমস গুলো খেলার সময় আমাদের ফোনের প্রসেসর গুলো কে অনেক দ্রুত কাজ করতে হয়। আর সেই কারনে আমাদের ফোনে থাকা প্রসেসর গুলো Mobile Battery এর উপর ব্যাপক চাপ পড়ে থাকে।
যার কারনে আমাদের ফোনে থাকা মোবাইল ব্যাটারি গুলো তেমন একটা দীর্ঘস্থায়ী হয়না। এবং খুব দ্রুত এই মোবাইল ব্যাটারি গুলো নষ্ট হয়ে যায়।
এবং নতুন কেনা এই ফোন গুলোর ব্যাটারি আর কিনে নেয়ার প্রয়োজন হয়ে থাকে। কিন্তুু আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে পাবজি মোবাইল লাইট দিয়ে গেমপ্লে করেন ৷
তাহলে কিন্তুু এই ঝামেলা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন ৷
আপনি আরো পড়তে পারেন…
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়
- গুগল ম্যাপ থেকে আয় করার নিয়ম
- রেফার কিভাবে করে? রেফার করে ইনকাম করুন
কেননা, আপনি যদি পাবজি মোবাইল লাইট কে আপনার ফোনে ইনস্টল করে গেমপ্লে করেন। তাহলে আপনি তুলনামূলক কম Graphic দিয়ে গেমস খেলতে পারবেন ৷
যার কারনে আপনার ফোনে থাকা প্রসেসর এর উপর অনেক কম পরিমানে চাপ পড়বে।
এবং আপনার প্রসেসর এর উপরে চাপ কম থাকলে আপনার ফোনের ব্যাটারিও অনেক ভালো থাকবে।
কিভাবে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করব?
আর্টিকেলের শুরুতে আপনি জানতে পারলেন যে, পাবজি মোবাইল লাইট কি। এবং এরপর আপনি জানতে পেরেছেন যে, কেন আপনার ফোনে Pubg Mobile Lite Download করা উচিত।
তো এতকিছু জানার পর আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, কিভাবে পাবজি গেম ডাউনলোড বা পাবজি মোবাইল লাইট ডাউনলোড করতে হয়। তো চলুন এবার সে বিষয়ে স্টেপ বাই স্টেপ জেনে নেয়া যাক।
তো আপনি চাইলে বেশ কয়েকটি স্টেপ অনুসরন করে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করতে পারবেন। নিচে আমি বেশ কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো ৷
আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি অনুসরন করতে পারবেন ৷
তবে আমি যে পদ্ধতি গুলো নিয়ে কথা বলবো ৷ সেগুলোর মাধ্যমে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই Pubg Mobile Lite Download করতে পারবেন ৷
পাবজি মোবাইল লাইট ডাউনলোড করার উপায়
আমি উপরেই একটা কথা বলেছি যে, আপনি চাইলে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করতে পারবেন ৷
এবং এইসব গুলো পদ্ধতি অনেক সহজ। অর্থ্যাৎ, পাবজি গেম ডাউনলোড করার জন্য আপনাকে কোনো প্রকার ঝামেলা করতে হবে না।
তো আমার দৃষ্টিকোন থেকে আপনি আপনার মোবাইল ডিভাইসে মোট ২ টি পদ্ধতি অনুসরন করে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করতে পারবেন ৷ যেমনঃ
- Google Play Store এর মাধ্যমে এবং
- Third-Party Website এর মাধ্যমে
এবার চলুন তাহলে পাবজি মোবাইল লাইট সহজ ভাবে ডাউনলোড করার পদ্ধতি গুলো সম্পর্কে একেবারে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
০১| Google Play Store থেকে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করার উপায়
এবার আমি আপনাকে বিশ্বের জনপ্রিয় এপস স্টোর Google Play Store থেকে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করার পদ্ধতি গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। যেমনঃ
- যদি আপনি Pubg Mobile Lite Download করতে চান। তাহলে সবার আগে আপনাকে আপনার ডিভাইস এর ইন্টারনেট কানেকশন চালু করতে হবে।
- মনে রাখবেন, এই গেমস টি ডাউনলোড করার আগে আপনার ফোনে অবশ্যই পর্যাপ্ত পরিমানে Data Pack থাকতে হবে।
- এরপর আপনাকে সরাসরি চলে যেতে হবে Google Play Store এ।
- যখন আপনি গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। তখন আপনাকে সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে “Pubg Lite”.
- অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি Pubg lite এর ডাউনলোড পেজে চলে যেতে পারবেন।
- এরপর আপনি কোনোদিকে না তাকিয়ে সরাসরি Install নামক অপশনে ক্লিক করবেন। আর তেমন কিছুই করার নেই এখন শুধু আপনাকে সম্পূর্ন ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তো আপনি যদি উপরে উল্লেখিত নিয়ম গুলো মেনে কাজ করতে পারেন। তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাবজি মোবাইল লাইট ডাউনলোড করে নিতে পারবেন।
এবং আপনার ফোনের মাধ্যমে পাবজি গেমস টি প্লে করতে পারবেন।
০২| Third Party Website থেকে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করার উপায়
গুগল প্লে স্টোর থেকে কিভাবে এপস বা গেমস ইনস্টল করতে হয়। এটা তো আমরা সবাই জানি। কিন্তুু প্লে স্টোরে অনেক সময় Apps বা Games ইনস্টল করতে সমস্যা হয়ে থাকে।
যার কারনে আপনি অনেক চেস্টা করার পরেও প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করতে পারবেন না।
তো এই মানুষ গুলোর জন্য উপযুক্ত একটি মাধ্যম হলো, কোনো Third Party Website থেকে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করা ৷
তো কিভাবে আপনি কোনো থার্ড পার্টি সাইট থেকে এই গেমস টি ডাউনলোড করবেন ৷ এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক ৷
- তো সবার আগে আপনার ফোন এর ইন্টারনেট কানেকশন টি চালু করে নিতে হবে।
- যারা মূলত Data Pack ইউজার। তারা চেস্টা করবেন কমপক্ষে 1GB এর বেশি ডাটা রাখার ৷ তাহলে ডাউনলোড এর মাঝখানে কোনো প্রকার সমস্যা হবে না।
- এরপর আপনাকে একটি থার্ড পার্টি ওয়েব সাইটে যেতে হবে। যেখান থেকে আপনি এই গেমস টি ডাউনলোড করতে পারবেন।
- আর সেই থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
- তো যখন আপনি উপরে দেওয়া লিংকে ক্লিক করবেন। তখন আপনি সরাসরি একটি ডাউনলোড পেজে চলে যাবেন।
- যেখানে আপনি একটি Download নামক অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং তারপর অটোমেটিক পাবজি মোবাইল লাইট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
আপনি যদি উপরের পদ্ধতি গুলো একেবারে সঠিক নিয়মে অনুসরন করেন ৷ তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাবজি গেম ডাউনলোড বা পাবজি লাইট গেমস টি ডাউনলোড করতে পারবেন ৷
তো এবার আপনার পরবর্তী কাজ হবে ডাউনলোড করা এই গেমস কে সেটআপ করা ৷ তো চলুন এবার জেনে নেই কিভাবে এই গেমস টি সেটআপ করতে হয়।
How to setup pubg mobile lite in your android mobile?
তো আপনি এই গেমস টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কিংবা থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করুন। এর সেটআপ করার পদ্ধতি কিছুটা একই রকমের ৷
তবে আপনি যদি এই গেমস টি কোনো থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করেন। তাহলে আপনাকে বাড়তি কিছু কাজ করতে হবে। যেমনঃ
- আপনি যখন কোনো থার্ড পার্টি ওয়েব সাইট থেকে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করেন ৷ তাহলে সবার আগে আপনাকে ঐ ডাউনলোড করা ফাইলটি খুজে নিতে হবে।
- এরপর আপনি সেখানে একটি OBB ফাইল দেখতে পারবেন। এবং একটি ইনস্টল করার ফাইল দেখতে পারবেন।
- প্রথমত আপনাকে সেই install নামক ফাইলটি তে ক্লিক করে ইনস্টল করতে হবে।
- এরপর ঐ Obb ফাইল কে cut করতে হবে। এবং সেই ফাইল কে আপনার ফোন মেমোরি এর Android নামক অপশনে যেতে হবে।
- যখন আপনি আপনার ফোনে মেমোরির Android অপশনে যাবেন। তখন আপনি পাবজি নামের একটি ফোল্ডার দেখতে পারবেন।
- এখন এই ফোল্ডারে আপনি যে obb ফাইল টি cut করেছেন। সেই ফাইলকে Paste করে দিতে হবে।
যখন আপনি উপরের এই কাজ গুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন ৷ তখন আপনার দ্বিতীয় ধাপ এর কাজ শেষ হবে। এবার আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। যেমনঃ
- এবার আপনার কাজ হলো আপনার ইনস্টল অ্যাপস গুলো যেখানে জমা হয়। সেখানে যেতে হবে।
- এরপর Pubg lite নামের গেমস টিকে অপেন করতে হবে।
- যখন আপনি পাবজি গেমস টি অপেন করবেন। তখন আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
- এরপর আপনাকে কিছু ডিটেইলস দিতে হবে। যেমন, আপনার নাম, জিমেইল আইডি ইত্যাদি।
- তো এরপর আপনাকে কিছু নির্দেশনা দিবে। আপনি সেই নির্দেশ গুলো অনুসরন করবেন। এবং পাবজি গেমস টি প্লে করতে পারবেন।
উপরে যে বিষয় গুলো উল্লেখ করা হয়েছে। আপনি যদি সেই বিষয় গুলো সঠিক ভাবে অনুসরন করেন। তাহলে আপনি পাবজি মোবাইল লাইট ডাউনলোড করা থেকে শুরু করে সেটআপ পর্যন্ত করতে পারবেন ৷
কেননা, আমি এই প্রত্যেকটি বিষয় কে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেস্টা করেছি।
পাবজি মোবাইল লাইট নিয়ে কিছু প্রশ্ন ও উওর
এবার আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। যেগুলো আপনার মতো অনেক মানুষ গুগলে সার্চ করে থাকে।
কিন্তুু গুগলে সার্চ করার পর আমি দেখলাম যে, এই প্রশ্ন গুলোর বাংলা ভার্সনে তেমন বুঝিয়ে দেয়ার মতো উত্তর এখনও নেই।
তাই এবার আমি স্বল্প আকারে সেই প্রশ্ন গুলোর উওর দেয়ার চেস্টা করবো।
Pubg গেম ডাউনলোড নিয়ে আরোও বিস্তারিত জানতে পারবেন।
যেমনঃ
০১| পাবজি মোবাইল লাইট OBB কি?
উত্তর – আমরা যে অনলাইন গেমস গুলো খেলি। সেগুলোর মধ্যে কিছু কিছু গেমস এর obb ফাইল দেওয়া থাকে।
তবে এখনও অনেকেই জানেনা যে, এই obb ফাইল গুলো আসলে কি। এবং কি কি কারনে এই ফাইল গুলোর ব্যবহার করা হয়।
তো আপনি জানলে অবাক হবেন, কারন এই ফাইল গুলো হলো গেমস এর মূল অংশ। যেমন, আপনি যদি freefire, pubg কিংবা wcc2 এর মতো গেমস ইনস্টল করেন ৷
তাহলে আপনি প্রত্যেকটি গেমস এর জন্য একটি করে obb file দেখতে পারবেন ৷ যেখানে উক্ত গেমস এর সকল প্রকার ডাটা এবং প্রোগ্রাম সেট করা থাকে।
মজার বিষয় হলো আমাদের গেমিং একাউন্ট এর যে যে Data এর প্রয়োজন হয়। যেমন, Graphic, Sound, Effect, Id info এই সবগুলো বিষয় ঐ obb ফাইল এর মাধ্যমে সেট করা হয়ে থাকে।
আর আপনি যদি কোনো ক্রমে ঐ ফাইলটিকে ডিলেট করে দেন৷ তাহলে কিন্তুু আপনি কোনো ভাবে ঐ গেমস কে প্লে করতে পারবেন না।
০২| পাবজি মোবাইল লাইট নিউ আপডেট কি?
উত্তর – আমরা যারা এই ধরনের অনলাইন গেমস গুলো খেলি। তারা সবাই জানি যে, কিছুদিন পরপর এই গেমস গুলোকে Update দেয়ার প্রয়োজন হয়ে থাকে।
কিন্তুু এই আপডেট গুলো কি কি কারনে দিতে হয় ৷ তা কিন্তুু আমরা অনেকেই জানিনা।
আপনি আরো দেখতে পারেন…
- ফার্মেসি ব্যবসা শুরু করার পদ্ধতি এবং ফার্মেসি ব্যবসার কৌশল সমুহ
- মোবাইল সফটওয়্যার ডাউনলোড করার উপায়
- উদ্যোক্তা মানে কি? সফল উদ্যোক্তা হওয়ার উপায় কি
তো বিভিন্ন কারনে এই গেমস গুলোকে নিউ আপডেট দেয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন, উক্ত গেমস এর ভেতরে যদি কোনো প্রকার Glitch বা Bug থাকে ৷
তাহলে সেগুলোর সমাধান করার জন্য আপডেট দেয়ার প্রয়োজন হয়ে থাকে। আবার ঐ গেমস এর ভেতরে যদি নতুন কোনো ফিচার বা অপশন যুক্ত করা হয়।
তখনও আপডেট দেয়ার প্রয়োজন হয়ে থাকে।
পাবজি মোবাইল লাইট ডাউনলোড নিয়ে কিছুকথা
আজকের এই ছোট্ট আর্টিকেলের মাধ্যমে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেস্টা করেছি। যেমন, পাবজি মোবাইল লাইট কি।
কেন আপনি পাবজি মোবাইল লাইট ডাউনলোড করবেন। এবং পাবজি গেম ডাউনলোড, কিভাবে আপনি পাবজি মোবাইল লাইট ডাউনলোড করবেন ৷
আশা করি আমার এই ছোট্ট আর্টিকেল টি পড়ে আপনি এসব গুলো বিষয়ে একেবারে পরিস্কার ধারনা পেয়ে গেছেন ৷ তবে এরপরও যদি কোনো প্রকার সমস্যা হয় ৷ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ৷
আর এমন সব ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে হলে অবশ্যই Bangla it blog এর সাথে থাকবেন৷ ধন্যবাদ।