আপনি কি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান? – ওয়েল আপনি একেবারে সঠিক জায়গাতে চলে এসেছেন। কেননা, আজকের আর্টিকেলে আপনি বেশ কিছু ছবি দিয়ে ভিডিও তৈরি করার এপস সম্পর্কে জানতে পারবেন।
আমরা যখন ফেসবুক ব্যবহার করি। তখন হঠাৎ করেই কিছু ভিডিও আমাদের নিউজফিডে আসে। যেগুলোতে শুধুমাএ একটি ছবি থাকে।
এবং সেই ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে ভিডিও এর আকার দেওয়া হয়।
সত্যি বলতে এই ধরনের ভিডিও গুলো বেশ আর্কষিত হয়ে থাকে। যার কারনে ফেসবুক কিংবা ইউটিউবে এই ধরনের ভিডিও গুলোতে প্রচুর পরিমানে ভিউ হয়ে থাকে।
তাই অনেকেই ছবি দিয়ে গান বানানোর সফটওয়্যার খুজে থাকেন।
তবে আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
এবং কিভাবে ছবি দিয়ে গান বানানোর সফটওয়্যার ডাউনলোড করবেন সব কিছু এখান থেকে জানতে পারবেন।
তাই ছবি থেকে ভিডিও তৈরি করার এই আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন ৷ নাহলে আপনার অনেক বিষয় সম্পর্কে অজানাই থেকে যাবে।
ছবি দিয়ে ভিডিও মানে কি?
যেহুতু আমাদের আজকের আলোচিত বিষয় হলো, ছবি দিয়ে ভিডিও তৈরি করা। সেহুতু সবার আগে আপনাকে ছবি থেকে ভিডিও তৈরি আসলে কি।
সে সম্পর্কে একটা পরিস্কার ধারনা রাখতে হবে। তাহলে আপনার পরবর্তী আলোচনা গুলো বুঝতে সুবিধা হবে।
Photo to video – যেখানে আপনি এক বা একাধিক ছবি রাখবেন। এবং ছবির সাথে আপনি কিছু সফটওয়্যার এর মাধ্যমে এমন কিছু ফিচার যুক্ত করবেন।
আপনার জন্য আরো লেখা…
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়
- ইউটিউব থেকে আয় করার উপায়
যেখানে সেই ছবি গুলো আর ছবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সেগুলো ভিডিও এর আকার নিবে।
যেমন, আপনি সেই ছবি গুলোতে কিছু মোশন ইফেক্ট, স্লাইড, কিংবা আলাদা কোনো ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।
তো এটিই হলো, ছবি থেকে ভিডিও তৈরি করার মুল কারিশমা। আশা করি এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন।
কেন ছবি দিয়ে ভিডিও বানাবেন?
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন। কেননা, আমরা তো প্রত্যেকটা কাজেই স্বার্থ খুজে থাকি।
আর আপনি যে ছবি দিয়ে video তৈরি করার অ্যাপ গুলো সম্পর্কে জানবেন। সেটা জেনে আপনার কি লাভ হবে? – চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
দেখুন আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করেন। এবং আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি apps গুলো সম্পর্কে বিস্তারিত জানেন।
তাহলে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
০১| অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন
আমি শুরুতে একটা কথা বলেছি। সেটি হলো এই ধরনের ছবি দিয়ে ভিডিও তৈরি করা ভিডিও গুলোতে অনেক বেশি পরিমানে ভিউ হয়ে থাকে।
এখন আরও একটা কথা আপনার জেনে নেওয়া উচিত৷ তা হলো, অনলাইন প্লাটফর্মে যে ভিডিও গুলোতে অনেক বেশি ভিউ হয় ৷
সেগুলো থেকে কিন্তুু বিপুল পরিমান টাকা আয় করার সম্ভাবণা থাকে।
তো এখন যদি আপনি অনলাইন প্লাটফর্মে কাজ করেন। যেমন, ফেসবুক কিংবা ইউটিউবে। তাহলে সহজভাবে আপনার ভিডিওতেও বেশ ভালো পরিমানে ভিউ আসবে।
যেখান থেকে আপনিও অন্যান্য মানুষের মতো অনলাইন থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন।
০২| বন্ধুমহলে প্রসংশা পাওয়ার জন্য
মনে করুন আপনার কোনো বন্ধুর জন্মদিন। এখন আমরা তো সবাই বর্তমান সময়ে অনলাইনের সোশ্যাল প্লাটফর্ম গুলো ব্যবহার করে থাকি।
তো আপনি যদি এই ধরনের ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস গুলো দিয়ে। আপনার বন্ধুর ছবি দিয়ে ভিডিও তৈরি করেন। এবং সেই ভিডিওটা যদি আপনার বন্ধুকে ফেসবুকে পাঠান।
তাহলে কিন্তুু আপনার বন্ধু অনেক বেশি খুশি হবে।
ঠিক একইভাবে আপনি আপনার BF/GF এর ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আর এমন একটা ভালো লাগার মতো কাজ করতে পারলে ৷
অবশ্যই আপনি আপনার পছন্দের মানুষটার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন।
তো উপরোক্ত কারন গুলোর জন্য আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করা শেখা উচিত।
তবে এগুলো ছাড়াও আরও বেশ কিছু কারন রয়েছে। সেগুলো আমি আর্টিকেলের মাঝে মাঝে আলোচনা করবো।
মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানাতে পারবো কি?
যেহুতু বর্তমান বিশ্বে মোবাইল ইউজার এর পরিমান বেশি। সেহুতু আর্টিকেল এর এই পর্যন্ত আসার পর আপনার মনে আরও একটি প্রশ্ন জাগবে ৷
সেটি হলো মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানাতে পারবো কি?- তো এবার এই বিষয়টি নিয়েও একটু ক্লিয়ার ধারনা নিতে হবে।
ভাই, আমরা সবাই জানি যে আজকের দিনের মোবাইল ফোন গুলো কে অনেক বেশি স্মার্ট করা হয়েছে।
বর্তমান সময়ের ফোন গুলোতে এতোটাই আপগ্রেড করা হয়েছে যে, আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনেক বড় বড় কাজ গুলো অনায়াসেই করতে পারবেন।
আর ছবি থেকে ভিডিও তৈরি, এটা এমন কোনো বড় কাজ নয়। যেটা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন না।
কেননা, Google Play Store এ এমন শত শত এন্ড্রয়েড এপস রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনিও খুব সহজেই মোবাইল দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন।
তাই মোবাইল ফোন দিয়ে এই কাজটি করতে পারবেন কিনা। এমন সন্দেহ মন থেকে একেবারে মুছে ফেলুন।
কেননা, আপনি যে মোবাইল ফোন দিয়ে অনায়াসেই এই কাজটি করতে পারবেন। সে বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।
কিভাবে ছবি দিয়ে ভিডিও বানাতে হয়?
তো উপরোক্ত আলোচনা থেকে আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি সংক্রান্ত অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।
এমন কি মনে মনে অনেকেই ভাবেন ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব
এখন আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ছবি দিয়ে ভিডিও গুলো করবেন ৷
এখন আমি যদি আপনাকে এই প্রশ্নের উওরটি এককথায় দেই।
তাহলে বলবো যে, আপনি বিভিন্ন এপস বা সফটওয়্যারে এর মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
হুমম আপনি ঠিকই দেখেছেন। বর্তমানে এমন কিছু উন্নতমানের ফিচার সমৃদ্ধ এপস আসছে। যেগুলোর মাধ্যমে আপনি অনায়াসেই যেকোনো ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন ৷
আপনি যদি Google Play Store এ যান। তাহলে আপনি এমন অনেক ধরনের এপস পাবেন। যেগুলোর মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।
ঠিক একইভাবে আপনি যদি এই কাজটি মোবাইলে না করে কম্পিউটার বা পিসির মাধ্যমে করতে চান।
তাহলেও কিন্তুু আপনাকে তেমন বেগ পেতে হবে না। কেননা, আজকের দিনে এমন অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি কম্পিউটার থেকে খুব সহজেই যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন।
ভিডিও গানে ছবি বসানো apps
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত ভিডিও গানে ছবি বসানো apps গুলো গুগলে খুজে থাকেন। তো গুগলে যখন আপনি এই ধরনের এপস গুলো খুজবেন ৷
তখন আপনার সামনে এমন ডজন ডজন এপস এর লিষ্ট চলে আসবে।
যার কারনে আপনি বেশ কনফিউজড হয়ে পড়বেন ৷ কেননা, এতগুলো এপস এর মধ্যে কোনটি দিয়ে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন।
আর কোনটা ফেইক এপস। তা কিন্তুু ব্যবহার না করা পর্যন্ত বুঝে উঠতে পারবেন না।
কিন্তুু আমি থাকতে আপনার এই ধরনের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না ৷ কারন এবার আমি আপনাকে এমন একটি চমৎকার এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যার মাধ্যমে আপনি কোনো প্রকার শ্রম ব্যাতিত খুব কম সময় এর মধ্যে যে কোনো ভিডিও গানে ছবি বসাতে পারবেন ৷
০১| VivaVideo (Make Photo To Video)
আজকের দিনে মোবাইল হোক কিংবা কম্পিউটার। আপনার ভিডিও এডিটিং করার জন্য অন্যতম একটি এপস হলো, VivaVideo.
যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিডিওকে খুব সহজেই ইডিটিং করতে পারবেন।
হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভিডিও এডিটিং করার জন্য আমি কেন VivaVideo কে সবার প্রথমেই আলোচনা করলাম? -তো এর বেশ কিছু কারন রয়েছে। যেমনঃ
Free Service : আপনি যদি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এই ভিডিও এডিটিং এপসটি ব্যবহার করেন। তাহলে কিন্তুু আপনাকে কোনো প্রকার পে করতে হবে না।
অর্থ্যাৎ আপনি তাদের প্রিমিয়াম ফিচার গুলো একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
অপরদিকে ফ্রি কথাটি শোনার পর আপনার মনে হতে পারে যে, এই এপসে মনে হয় অনেক ফিচার থাকবে না। যদি আপনি এমনটা ভেবে থাকেন।
তাহলে বলবো আপনার ধারণা সম্পূর্ন ভুল। কেননা, একটি Premium Apps এ যে ধরনের ফিচার গুলো দেওয়া থাকে ৷ তার সবগুলোই আপনি এই এপসে একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
Feature Of Viva Video: তো যদি আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য এই এপসটিকে ব্যবহার করেন ৷
তাহলে কিন্তুু আপনি অনেক প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন। যেগুলো একটি ভিডিও এডিটিং এপসে থাকা অতি আবশ্যক। যেমনঃ
- উন্নতমানের Text Effect
- Trendy Filters
- Slide Excitement
- Transition
- Update Effect
- New Sticker
- Own Audio Music
- Sound Effect
এগুলো ছাড়াও আপনি আরও অনেক ধরনের সুবিধা ভোগ করতে পারবেন৷ যেগুলো আপনি Viva Video এপসটি ব্যবহার করার সময় নিজেই দেখে নিতে পারবেন।
আর সে কারনেই আমি এই এপসটি কে আলোচার শীর্ষ রেখেছি।
গানে ছবি লাগানোর সফটওয়ার
আপনি কি গানে ছবি লাগানোর সফটওয়্যার খুজছেন? – যদি আপনি এমন কোনো এপস খুজে থাকেন। তাহলে এবারের এপসটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
কেননা, এবার আমি এমন একটি উন্নত ফিচার সমৃদ্ধ এপসের সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো গানে ছবি লাগাতে পারবেন ৷
আপনি আরো দেখতে পারেন…
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
- Snack Video থেকে টাকা ইনকাম করার উপায়
- লাইকি থেকে টাকা ইনকাম | লাইকি থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
তার আগে একটা কথা আপনার জেনে রাখা উচিত। তাহলো আমি কিন্তুু বরাবরই আপনার জন্য সবসময় Free Apps গুলো ব্যবহার করার পরামর্শ দিবো।
আর আজকে আমি যত গুলো এপস নিয়ে কথা বলবো। সেগুলোর বেশিরভাগ ফিচার আপনি একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
০২| Slideshow Maker (Photo 2 Video Apps)
যদি আপনি গানে ছবি লাগানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট কোনো সফটওয়্যার খুজে থাকেন। তাহলে আপনার জন্য উৎকৃষ্ট একটি সফটওয়্যার হলো Slideshow Maker.
কেননা, এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই যে কোনো গানে ছবি লাগিয়ে নিতে পারবেন।
এই এপসটি দিয়ে আপনি গানে ছবি লাগানোর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ করতে পারবেন। তবে তার মধ্য উল্লেখযোগ্য হলো, স্লাইড ভিডিও।
যেখানে আপনি এক বা একাধিক ইমেজ কে একসাথে যুক্ত করতে পারবেন। তার সাথে সেই ইমেজ গুলো কে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট যুক্ত করতে পারবেন। যেমনঃ
- Text Frame
- Contrast
- Paint Image
- Orientation
- Image Croper
এগুলো ছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের ফিচার পাবেন। যেগুলো আপনি এই এপসটি ব্যবহার করার সময় বুঝতে পারবেন।
তবে এটা আমি নিশ্চিত যে, Slideshow Maker সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজভাবে গানে ছবি লাগাতে পারবেন।
ছবি জোড়া লাগানোর সফটওয়্যার
উপরে আপনি এমন অনেক এপস সম্পর্কে জানতে পেরেছেন। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজভাবে যেকোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।
এখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত ছবি জোড়া লাগানোর সফটওয়্যার খুজে থাকে।
আর অনলাইনে আপনি এই ছবি জোড়া লাগানোর সফটওয়্যার অনেক পাবেন। কিন্তুু সেগুলোর মধ্যে আমি আপনাকে বেশ মানসম্মত একটি সফটওয়্যার এর নাম বলবো।
যার মাধ্যমে আপনি একবারে সহজভাবে যে কোনো ছবি জোড়া লাগাতর পারবেন। তো চলুন এবার সেই ছবি জোড়া লাগানোর সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
০৩| VideoShow (Make Photo To Video)
বর্তমান সময়ে মোবাইল অথবা কম্পিউটার এই দুই ডিভাইস এর জন্য উৎকৃষ্ট একটি এপস হলো, VideoShow.
কেননা, এই এপসটিতে রয়েছে ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য সব অত্যাধুনিক টুলস। যার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং এর জন্য যে কোনো কাজ বেশ সহজভাবেই করতে পারবেন।
এই এপসটিতে সব অত্যাধুনিক টুলস এর পাশাপাশি আপনি একটি সহজ ইন্টারফেস পাবেন।
যার কারনে আপনার যদি ভিডিও এডিটিং সম্পর্কিত জিরো নলেজ থাকে। তারপরেও কিন্তুু আপনার এই এপসটি ব্যবহার করতে তেমন কোনো বেগ পেতে হবে না ৷
চলুন এবার এক নজরে দেখে নেয়া যাক যে, Video Show নামক এই সফটওয়্যার এর মধ্যে কি কি ফিচার রয়েছে। যার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে আরও বেশি আর্কষনীয় করে তুলতে পারবেন।
- HD Export Facility
- 100+ Free Audio Library
- Text Effect
- Fx Effect
- Modern Filters
- Transition সহো অনেক
এই এপস কে এতোটাই আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। যে ফিচার গুলোর মাধ্যমে আপনি যদি কোনো ভিডিও এডিট করেন।
তাহলে এখান থেকে আপনি অনেক মানসম্মত ভিডিও তৈরি করতে পারবেন। আবার সেটাও আপনি মাএ কয়েকটা ক্লিকের মাধ্যমেই ভিডিও এডিট করতে পারবেন ৷
ছবি দিয়ে গান বানানো apps
সত্যি কি ছবি দিয়ে গান বানানো সম্ভব? – হুমম, আজকের দিনে এমন অনেক ধরনের apps রয়েছে।
যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজ এবং নিপুন ভাবে যেকোনো ছবি দিয়ে গান বানিয়ে নিতে পারবেন।
তবে আপনি যদি অন্যান্য সফটওয়্যার বা এপস গুলোতে এই কাজটি করতে যান। তাহলে কিন্তুু আপনাকে অনেক বেশি পরিমানে কাজ করতে হবে।
যেগুলো নতুন মানুষের কাছে বেশ কষ্টসাধ্য মনে হতে পারে।
কিন্তুু এবার আমি আপনাকে এমন একটি ছবি দিয়ে গান বানানো apps এর সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছে মতো ছবি দয়ে গান বানিয়ে নিতে পারবেন।
০৪| Music Video Maker: Slideshow
ছবি থেকে গান বলুন, আর ভিডিও এডিটিং এর জন্য এপস বলুন। এই সব গুলো কাজের জন্য সবচেয়ে গুনসম্পন্ন একটি এপস হলো, Music Video Maker: Slideshow.
আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করতো চান। তাহলেও আপনি এই এপসটি দিয়ে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
অপরদিকে আপনি যদি ছবি দিয়ে গান বানাতে চান। তাহলেও এই এপসটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
এই এপসটিতে থাকা ফিচার গুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে। যার মাধ্যমে একজন নতুন মানুষ খুব সহজেই এই এপসটিকে ব্যবহার করতে পারবে।
এছাড়াও এই এপসটিতে আরও বেশ কিছু গুনাগুন রয়েছে। যেমনঃ
- HD Export
- 150+ Free Audio Library
- Text Effect
- Fx Effect
- Modern Filters
- Transition
তো আপনি যখন এই এপসটি ব্যবহার করবেন ৷ তখন আপনি উক্ত এপসের ফিচার গুলো নিজেই দেখতে পারবেন ৷
যেগুলো ফিচার এর মাধ্যমে এই এপসটিকে ডিজাইন করা হয়েছে।
ছবি দিয়ে ভিডিও বানানোর মোবাইল সফটওয়্যার
আর্টিকেলের সবশেষে আমি আপনাকে আরও বেশ কিছু এপসের সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো ব্যবহার করলে আপনিও অন্যদের মতো যেকোনো ধরনের ভিডিও ইডিট করতে পারবেন।
এবং আপনার ইডিট করা সেই ভিডিও গুলো একেবারে প্রফেশনালদের মতো হবে।
আপনি আরো দেখুন…
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়
- টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ( Tiktok থেকে আয় )
- কুইজ খেলে টাকা ইনকাম করার উপায়
চলুন এবার জেনে নেয়া যাক ছবি দিয়ে ভিডিও বানানোর মোবাইল সফটওয়্যার সম্পর্কে। যেগুলোর মাধ্যমে আপনি মাএ কয়েকটা ক্লিক করার মাধ্যমে অনেক মানসম্মত ভিডিও এডিট করে নিতে পারবেন।
- From sources across the web
- KineMaster
- PowerDirector
- GoPro Quik
- FilmoraGo – Video Editor, Video Maker For YouTube
- InShot
- VideoShow Video Editor & Maker
- Funimate Video Editor
- VSDC Free Video Editor
তো আশা করা যায়, আপনি যদি ভালো মানের ভিডিও ইডিট করতে চান। তাহলে উপরোক্ত এপস গুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
চাইলে আপনিও এই এপস গুলোর মাধ্যমে অনেক মানসম্মত ভিডিও এডিটিং করতে পারবেন।
আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করার এপস গুলো নিয়ে যথেষ্ট বিস্তারিত আলোচনা করেছি।
আশা করি এই ছবি দিয়ে ভিডিও তৈরি করার এপস গুলো সম্পর্কে আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
তবে এরপরও যদি আপনার এই রিলেটেড কোনো অজানা বিষয় থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেস্টা করবো আপনার সমস্যার সমাধান করার।
Bangla it blog এর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
স্লাইড শো নয়,বরং মাত্র একটি ছবিতে মিউজিক দিয়ে ভিডিও বানানোর app প্রয়োজন।
use viva video and kinmaster
I uploaded Viva Video to my PC but can’t install it! It’s not as easy as you mentioned in your article! I’ll be happy if you can help me to install and work successfully. Thanks 🙂
mobile theke try koren