ছবি পরিষ্কার করার সফটওয়ার : সহজ কথায় কোনো একটি ছবিতে যখন কোনো অতিরিক্ত অবজেক্ট যুক্ত হয়। এবং সেই ছবিতে থাকা মাধুর্য কে নষ্ট করে দেয়।
তখন তাকে বলা হয়, ছবি অপরিস্কার। আর আপনি যখন ছবি তুলবেন, তখন আপনার তোলা সব গুলো ছবি যে দেখতে আর্কষনীয় হবে।
বিষয়টা আসলে তেমন নয়, বরং কিছু কিছু সময় আপনার তোলা ছবি গুলো দেখতে অসুন্দর হতে পারে।
আর সেইসব অসুন্দর ছবি গুলো কে আর্কষনীয় করার লক্ষ্যে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে।
কেননা, আজকে আমি আপনাকে এমন কিছু ছবি পরিষ্কার করার সফটওয়ার নিয়ে আলোচনা করবো।
যেগুলোর মাধ্যমে আপনি অনেক সহজেই যে কোনো ধরনের ছবি কে পরিস্কার করে নিতে পারবেন।
💡PRO TIPS: এর পাশাপাশি আজকে আমি আপনাকে এমন কিছু টিপস প্রদান করবো ৷ যেগুলো অনুসরন করলে আপনিও যে কোনো ধরনের ঝাপসা ছবি কে পরিস্কার করতে পারবেন।
ছবি পরিস্কার কাকে বলে? | What is Photo Cleaning
মনে করুন, আপনি আপনার বন্ধুদের সাথে কোনো একটি জায়গা তে ঘুরতে গেলেন।
এখন আপনাদের আনন্দ ঘন মূহুর্ত গুলোকে ফ্রেমে বন্দী করার জন্য এক সাথে অনেক গুলো ছবি তুললেন।
এরপর যখন আপনারা বাড়িতে এলেন। তখন আপনি দেখলেন যে কিছু কিছু ছবি একেবারে ঘোলা হয়ে গেছে।
আর সেই ছবি গুলোতে আপনাদের চেহারা গুলো একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে।
এখন আপনি পড়ে যাবেন বিপাকে। কেননা, ঐ ঝাপসা ছবির ব্যাকগ্রাউন্ড গুলো আপনার কাছে অনেক ভালো লাগলেও। সেই ছবি গুলোতে আপনার চেহারাটি অনেক ঝাপসা হয়েছে।
আপনার জন্য আরো লেখা…
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ
- গানে ছবি লাগানোর সফটওয়ার মোবাইল এবং পিসির জন্য
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
আর এরপর আপনার মন খারাপ হয়ে যেতে পারে। কেননা, আপনি চাইলেও আর সেই ছবি তোলার সময় কে ফিরিয়ে আনতে পারবেন না।
কিন্তুু আনন্দের বিষয় এই যে, আপনি যদি আপনার তোলা সেই ঝাপসা ছবি গুলোকে ক্লিয়ার করে নিতে চান। তাহলে এই কাজটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন।
আর আপনার ছবি থেকে সেই ঝাপসা ভাবটি দুর করার নাম ই হলো, ছবি পরিস্কার।
💡Quick Note: সহজ কথায় যখন একটি ঝাপসা কিংবা অষ্পষ্ট ছবিকে ষ্পষ্ট করে আর্কষনীয় করার প্রক্রিয়া কে বলা হবে, ছবি পরিস্কার।
কিভাবে ছবি পরিষ্কার করা যায়?
আর্টিকেল এর শুরু থেকে আপনি ছবি পরিস্কার নিয়ে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ৷ যেমন প্রথমে আপনি জেনেছেন যে, ছবি পরিস্কার কাকে বলে।
এবং সেখানে আলোচিত বিষয় গুলো আশা করা যায় বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি ছবি পরিস্কার করবেন।
তো আপনি হয়তবা জেনে গেছেন যে, আজকের দিনে আমাদের অনলাইনে করা কাজগুলো সহজ থেকে সহজতর হয়ে গেছে।
কারন এখন আমরা সেই কাজ গুলোকে বিভিন্ন Apps বা Software এর মাধ্যমে করে থাকি।
এবং আপনি যখন এই প্রোগ্রামিং এপস গুলোর মাধ্যমে কোনো কাজ করবেন ৷ তখন সেই কাজ গুলো খুব দ্রুত করা যাবে, এটাই স্বাভাবিক।
এখন আপনি যদি কোনো অপরিস্কার ছবি কে পরিস্কার করার চেস্টা করবেন। তখনও আপনাকে বিভিন্ন ধরনের এপস বা সফটওয়্যার এর মাধ্যমে করতে হবে।
এখন আপনি যদি মোবাইল ব্যবহার কারী হয়ে থাকেন। তাহলে আপনাকে বিভিন্ন Android Apps এর মাধ্যমে ছবি পরিস্কার করতে হবে।
আবার আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন। তাহলে আপনাকে বিভিন্ন Software এর মাধ্যমে ছবি পরিস্কার করার কাজ করতে হবে।
ছবি পরিষ্কার করতে কি কি লাগবে?
আপনি যদি কোনো অপরিস্কার ছবি কে পরিস্কার করতে চান। তাহলে আপনার নিকট বেশ কিছু ইকুইপমেন্ট এর প্রয়োজন হবে।
যদি আপনার নিকট সেই ইকুইপমেন্ট থাকে। তাহলে আপনি যে কোনো ধরনের ছবি কে পরিস্কার করে নিতে পারবেন। তো চলুন এবার সে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
০১| Need A Perfect Device
আপনি যদি অনলাইন জাতীয় কোনো কাজ করতে চান। তাহলে অবশ্যই আপনার নিকট একটি উপযুক্ত ডিভাইস থাকতে হবে।
কেননা, আপনার নিকট যদি কোনো ডিভাইস না থাকে ৷ তাহলে আপনি কোনো ভাবে এই কাজটি করতে পারবেন না।
এখন যে বিষয়টি জানা অতি গুরুত্বপূর্ণ, তা হলো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, মোবাইল দিয়ে কি ছবি পরিস্কার করা যাবে কিনা।
তো এবার এই বিষয়টি নিয়েও একটু ক্লিয়ার ধারনা নেয়া যাক।
দেখুন, আজকের দিনে আপনি চাইলে মোবাইল দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারবেন।
তো সেদিক থেকে বিবেচনা করলে এটা স্বাভাবিক ভাবে বলা যায় যে, আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ছবি পরিস্কার করার কাজটি করতে পারবেন।
০২| Need Editing Experience
একটা বিষয় চিন্তা করে দেখুন, সেটি হলো সব ধরনের কাজ সব মানুষ কে দিয়ে করানো সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি ছবি পরিস্কার করার কাজটি করেন ৷
তাহলেও কিন্তুু আপনার পূর্বে থেকে কিছুটা হলেও ধারনা থাকতে হবে। যদি আপনার পূর্বে থেকে ধারনা থাকে ৷
তাহলে আপনি এও ছবি পরিস্কার করার কাজটি এক অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন।
কেননা, এই ছবি পরিস্কার করার কাজটি হলো Photo Editing এর একটি অংশ। আর এটা তো আমরা সবাই জানি যে ফটো এডিট করতে হলে আপনার এই সেক্টর সম্পর্কে বেশ ভালো ধারনা থাকতে হবে।
কেননা, একেকটি ফটো এডিট করার সফটওয়্যার গুলো তে অনেক ধরনের ফিচার দেয়া থাকে।
আর সেই ফিচার গুলো নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে সেই ফিচার গুলোর সাথে পরিচিত হতে হবে।
সেরা ছবি পরিষ্কার করার সফটওয়ার (Mobile & PC)
যাক এতোক্ষন ধরে আপনি ছবি পরিস্কার নিয়ে অনেক অজানা বিষয় সমন্ধে জানতে পেরেছেন। তো এবার আপনি মূল টপিক সম্পর্কে জানবেন।
আর সেটি হলো আজকের দিনে সেরা ছবি পরিস্কার করার সফটওয়্যার কোনগুলো। তো এবার চলুন সে বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
আপনি যদি ভালো কোনো ছবি পরিষ্কার করার সফটওয়ার খুজে থাকেন। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।
কেননা, এবার আমি আপনাকে এমন কিছু Apps বা Software এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের ঝাপসা ছবি কে পরিস্কার করে নিতে পারবেন।
💡Quick Note: আপনার বোঝার সুবিধার্থে আমি পিসি এবং মোবাইল ডিভাইস কে আলাদা আলাদা করে আলোচনা করবো। এতে করে আপনি যে কোনো ডিভাইস এর জন্য ছবি পরিষ্কার করার সফটওয়ার সম্পর্কে বুঝতে পারবেন ৷
মোবাইলের জন্য ছবি পরিষ্কার করার সফটওয়ার
আজকের দিনেও আপনি অনলাইনে এমন হাজার হাজার ছবি পরিস্কার করার সফটওয়্যার দেখত৷ পারবেন ৷ কিন্তুু সেগুলোর মধ্যে এমন কিছু উন্নত মানের সফটওয়্যার আছে।
যেগুলোতে অন্যান্যদের তুলনায় অনেক ভালো কোয়ালিটির ছবি পরিস্কার করা সম্ভব।
আর এবার আপনি মোবাইলের জন্য সেই ছবি পরিষ্কার করার সফটওয়ার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন।
যেমনঃ
০১| Adobe Lightroom
এডোবি লাইটরুম হলো বর্তমান বিশ্বের মোবাইল ডিভাইস এর জন্য উপযুক্ত একটি ছবি পরিষ্কার করার সফটওয়ার।
যার মাধ্যমে আপনি শুধু ছবি পরিস্কার ই নয়, বরং আপনি আপনার ছবি তে একটা অন্য লেভেল এর লুক দিতে পারবেন।
আজকের দিনে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন। যারা মূলত দীর্ঘদিন থেকে এই মোবাইল অ্যাপস কে ব্যবহার করে আসছেন।
তাই আপনিও যদি সেই মানুষ গুলোর দলে যোগ দিতে চান। তাহলে বলবো, আপনি সিন্ধান্ত যথার্থ।
আপনি আরো দেখতে পারেন…
- দুই ছবি একসাথে করার সফটওয়্যার ডাউনলোড করুন
- পিকচার সাজানো সফটওয়্যার ডাউনলোড করুন
- সফটওয়্যার কি ? সফটওয়্যার এর কাজ কি ও কত প্রকার?
কেননা, উন্নত সব ফিচার সমৃদ্ধ এই Android Apps এর কোনো জুড়ি নেই।
যদি আপনার পূর্বে থেকে ফটো এডিটং রিলেটেড কোনো ধারনা থাকে। তাহলে কিন্তুু আপনি আপনার সেই এডিট করার ছবি গুলো তে একটা অন্য রকমের প্রফেশনাল লুক দিতে পারবেন।
তো চলুন এক নজরে দেখে নেয়া যাক, Adobe Lightroom নামক এই মোবাইল এপ্লিকেশন এর ভেতরে কি কি ফিচার যুক্ত আছে।
আর কিভাবে আপনি এই এপ্লিকেশন এর মাধ্যমে কোনো ছবি কে আর্কষনীয় ভাবে পরিস্কার করবেন।
#Feature Of Adobe Lightroom
কোনো একটি মোবাইল এপ্লিকেশনে যে এতো বেশি পরিমান ফিচার দেয়া সম্ভব ৷ তা আপনি তখনি বুঝতে পারবেন। যখন আপনি Adobe Lightroom কে আপনার ফোনে ইনস্টল করবেন।
সত্যি বলতে আমি যখন প্রথমবার এই অ্যাপসটি ব্যবহার করেছি। তখন আমি নিজেই এর ফিচার দেখে বেশ অবাক হয়ে গেছিলাম।
এই Android Apps এ আপনি এমন সব অসাধারন ফিচার দেখতে পারবেন। যেমনঃ
- কোনো একটি ছবিকে পরিস্কার করার জন্য Photo Filter বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই ফিল্টার ইফেক্ট এর কোনো রকম কমতি নেই Lightroom নামক এই মোবাইল এপ্লিকেশন টিতে।
- বলা বাহুল্য যে, এখানে বিদ্যমান ফিল্টার গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কোনো ছবি কে পরিস্কার করে নিতে পারবেন।
- যারা টুকটাক মোবাইলে কিংবা কম্পিউটার এ ফটো এডিট করেন। তারা খুব ভালো ভাবে Photo Gradient সম্পর্কে জেনে থাকবেন ৷
- কেননা, যারা গ্রাফিক্স ডিজাইন এর ডিজাইন গুলো করে। তারা বেশিরভাগ সময় এই Gradient অপশনকে ব্যবহার করে থাকে। আর আপনারও যদি ফটো এডিট নিয়ে পূর্বে থেকে কোনো প্রকার ধারনা থাকে ৷
- তাহলে আপনিও এর মাধ্যমে আপনার এডিট করা ছবি কে প্রফেশনাল মানের লুক এনে দিতে পারবেন ৷
- বর্তমান সময়ে বেশ আলোচিত একটি বিষয় হলো Photo Blur. যেখানে আপনি যদি কোনো ছবি তোলেন। তাহলে আপনার ফেস কে ফোকাসে রেখে বাকি Background গুলো কে ঘোলা বা ঝাপসা করে দেওয়া হবে।
- আর এই প্রক্রিয়াকে বলা হয় ফটো ব্ল্যার। মূলত Dslr এর ছবি গুলো এই ধরনের হয়ে থাকে৷ আর আপনি সেই ফিচার গুলো আপনার ফোন থেকে Adobe Lightroom এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন ৷
তো এগুলো ছাড়াও এমন আরও অনেক প্রফেশনাল ফিচার আছে। যেগুলোর মাধ্যমে Adobe Lightroom দিয়ে ছবি পরিস্কার করা সম্ভব।
Download: Adobe Lightroom From Play Store
আর আমার মতে আজকের দিনে সেরা ছবি পরিষ্কার করার সফটওয়ার হিসেবে এই মোবাইল এপ্লিকেশন টি একেবারে যথোপযুক্ত। তাই চাইলে আপনিও এটি ব্যবহার করে দেখতে পারবেন।
০২| Picsart (All in One Photo Editor)
মোবাইল দিয়ে ফটো এডিট জগতের এক বিষ্ময়কর মোবাইল এপ্লিকেশন এর নাম হলো, Picsart.
যার মাধ্যমে আপনি আপনার হাতে থাকা সাধারন মোবাইল ডিভাইস দিয়ে অনেক প্রফেশনাল মানের ছবি এডিট করে নিতে পারবেন ৷
আর এটা সত্যি যে আজকের দিনে যারা একবার হলেও ছবি পরিষ্কার করার সফটওয়ার খুজেছে। তারা একবার হলেও Picsart নামক এই মোবাইল এপ্লিকেশন এর নাম শুনে থাকবেন।
আপনি যদি আপনার মোবাইল ডিভাইসে এই অ্যাপস টি ব্যবহার করেন। তাহলে আপনি এর মধ্যে অবাক করার মতো সব ফিচার দেখতে পারবেন।
আর আপনি যদি এই ফিচার গুলোর সাথে আগে থেকেই পরিচিত হয়ে থাকেন ৷ তাহলে আপনার এডিট করা পিকচার গুলো দেখে অন্যরাও বেশ অবাক হয়ে যাবে ৷
তো এবার চলুন তাহলে জেনে নেয়া যাক, Picsart নামক এই ফটো এডিটিং এপস এর মধ্যে কি কি ফিচার বিদ্যমান রয়েছে ৷
কেননা, যখন আপনি এর ফিচার গুলো সম্পর্কে জানতে পারবেন। তখন আপনার এই Mobile Apps টি ব্যবহার করতে ভালো লাগবে।
#Feature Of Picsart photo editor
আমি শুরুতেই একটা কথা বলেছি যে, Picsart হলো আজকের বিশ্বের জনপ্রিয় ফটো এডিটিং করা মোবাইল অ্যাপস এর মধ্যে অন্যতম।
যার মাধ্যমে আপনি বা আপনার মতো মানুষরা মোবাইল দিয়েই অনেক প্রফেশনাল মানের ফটো এডিট করে নিতে পারবে।
আর সে কারনে বর্তমান সময়ের মিলিয়ন মিলিয়ন মানুষ এই Android Apps টি ব্যবহার করে আসছে।
তো চলুন এবার একনজরে দেখে নেয়া যাক, এই এপস এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
- সত্যি বলতে ছবি পরিষ্কার করার সফটওয়ার এর জন্য Picsart এর অবদান অতুলনীয়। কেননা, যখন কোনো একটি পিকচার কোনো দূর্ঘটনা বশত অপরিস্কার হয়ে যায়।
- তখন সেই ছবি কে পরিস্কার করার জন্য ঐ ছবির বিভিন্ন অংশ কে Cut / Crop করার দরকার হয়। আর আপনি যদি এই মোবাইল অ্যাপস টি ব্যবহার করেন।
- তাহলে আপনি এই ফিচার টি দেখতে পারবেন ৷ এবং আপনি আপনার ছবি কে বিভিন্ন Ratio তে ক্রপ বা কাট করে নিতে পারবেন।
- আপনার যদি কোনো ছবি কে পরিস্কার করার জন্য বিভিন্ন রকমের Photo Filter Effect এর প্রয়োজন হয়। তাহলে আপনার সেই অভাববোধ পূরন করার জন্য এই অ্যাপস টি বিশেষ ভূমিকা পালন করবে ৷
- কেননা, এখানে আপনি অনেক বেশি পরিমানে ফটো ফিল্টার ইফেক্ট পাবেন ৷ এবং সেই ইফেক্ট গুলোর মাধ্যমে একটি ছবি কে অনেক বেশি আর্কষনীয় করে তুলতে পারবেন ৷
- যারা সেলফি তুলতে কিছুটা হলেও অভ্যস্ত। তারা তাদের তোলা ছবি গুলো তে প্রায় সময়েই বিভিন্ন ধরনের Sticker ব্যবহার করে থাকেন ৷
- কেননা, কোনো একটি ছবি কে পূর্বের তুলনায় আর্কষনীয় করার জন্য স্টিকার এর ভূমিকা অপরিসীম। আর আপনি যদি Picsart নামক মোবাইল এপস টি ব্যবহার করেন। তাহলে আপনি এখানে প্রচুর পরিমান স্টিকার দেখতে পারবেন ৷ যেগুলো আপনি একেবারে বিনামূল্যে আপনার ছবি তে ব্যবহার করতে পারবেন।
সত্যি বলতে Picsart নামক এই মোবাইল এপ্লিকেশনে এতো বেশি ফিচার যুক্ত করা হয়েছে।
যা আমি একটা আর্টিকেলে লিখে শেষ করতে পারবো না। তবে যদি আপনি এর সমস্ত ফিচার গুলির সাথে পরিচিত হতে চান।
Download: PicsArt Photo Editor From Play Store
তাহলে আমার রিকুয়েষ্ট থাকবে অন্ততপক্ষে একবার হলেও এই Android Apps টি ব্যবহার করার ৷ তাহলে আপনি নিজে থেকে সব কিছু বুঝে নিতে পারবেন।
কম্পিউটার এর জন্য ছবি পরিষ্কার করার সফটওয়ার
আমরা সবাই জানি যে, আজকের দিনে বিশ্বের যেসব বড় বড় Graphic Designer আছেন। তারা সবাই কম্পিউটার এর মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে।
আর সে কারনে আজকের দিনে কম্পিউটার ডিভাইস গুলোর জন্য অনেক বড় বড় কোম্পানিরা নতুন সব সফটওয়্যার ডেভলপ করেছে।
যার মাধ্যমে আপনি নজর কাড়ানো সব ডিজাইন করতে পারবেন।
মূলত মোবাইল ডিভাইস গুলোতে থাকা যেসব ছবি পরিষ্কার করার সফটওয়ার আছে ৷ সেগুলো তে আপনি অনেক রকমের ভিন্নতা দেখতে পারবেন।
মানে সেগুলো তে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে৷ অপরদিকে আপনি যদি কম্পিউটার ডিভাইস থেকে ছবি পরিস্কার করার কাজ করেন ৷ তাহলে কিন্তুু আপনার কোনো প্রকার বাধাধরা নিয়ম কানুন থাকবে না।
তো এবার চলুন তাহলে জেনে নেয়া যাক। কম্পিউটার ডিভাইস এর জন্য সেরা কিছু ছবি পরিষ্কার করার সফটওয়ার সম্পর্কে।
০১| Adobe Photoshop
আমরা সবাই জানি যে, বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে Adobe হলো জনপ্রিয় একটি কোম্পানি। তার মূল কারন হলো, এই কোম্পানি থেকে যে সফটওয়্যার গুলো ডেভলপ করা হয়েছে।
পরবর্তী সময়ে সেই সফটওয়্যার গুলোর ধারের কাছেও অন্য কোনো কোম্পানি যেতে পারেনি। আর সে কারনেই অনেক বছর ধরে এই কোম্পানিটি একচেটিয়া রাজত্ব করে আসছে।
এডোবি নামক এই কোম্পানিটির অনেক ধরনের প্রোডাক্ট থাকলেও। তারা প্রধানত দুটি প্রোডাক্ট এর জন্য অধিক পরিমান জনপ্রিয়তা পায়।
সেগুলো হলো Adobe Photoshop এবং অন্যটি হলো Adobe illustrator.
যা গোটা বিশ্বে সমান তালে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এর প্রধান কারন হলো, আজকের বিশ্বে যতো ধরনের প্রফেশনাল ডিজাইন আমরা দেখতে পাই।
তার প্রায় বেশিরভাগ ডিজাইন গুলো এই সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করা হয়েছে। আর ডিজাইনিং করার জন্য একটি সফটওয়্যারে যা কিছু থাকার দরকার।
আপনি আরো পড়তে পারেন…
- সেরা বিউটি ক্যামেরা : মোবাইলের বিউটি ক্যামেরা ডাউনলোড করুন
- রেফার করে ইনকাম করার উপায়
- ঘরে বসে অনলাইনে ডলার ইনকাম করার উপায়
তার প্রায় প্রত্যেকটি ফিচার আপনি এই সফটওয়্যার গুলোর মধ্যে দেখতে পারবেন।
তো যদি আপনি একজন কম্পিউটার ডিভাইস ইউজার হয়ে থাকেন ৷ এবং ভালো কোনো ছবি পরিষ্কার করার সফটওয়ার খুজে থাকেন।
তাহলে আপনাকে আমি Adobe Photoshop এবং Adobe illustrator ব্যবহার করার পরামর্শ দিবো।
ছবি পরিষ্কার করার সফটওয়ার নিয়ে কিছু কথা
আজকের আর্টিকেলে আমি ছবি পরিষ্কার করার সফটওয়ার গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করার চেস্টা করেছি। আশা করি আপনি সেই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এমন আরও ছবি পরিষ্কার করার সফটওয়ার সমন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ আমি পুনরায় এই আর্টিকেল কে আপডেট করে দিবো।
Bangla it blog এর সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ