Oppo কোন দেশের কোম্পানি? এবং এই Oppo কোম্পানির মালিক কে? এই সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক আমরা এমন অনেকেই আছি।
যারা Oppo কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তো সে কারণে আমাদের অনেকের মনে। এই Oppo কোম্পানি সম্পর্কে বিভিন্ন বিষয় জানার প্রয়োজন পড়ে।
আর আপনার এই প্রয়োজন মেটাতে আজকের এই আর্টিকেল টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কারণ আজকে আমি আপনাকে অপ্পো (Oppo) কোম্পানি সম্পর্কিত। যাবতীয় বিষয় গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরুতে জেনে নেওয়া যাক Oppo কোন দেশের কোম্পানি।
আপনি আরোও জানতে পারবেন…
- Symphony কোন দেশের কোম্পানি | সিম্ফোনি কোম্পানির মালিক কে
- Singer কোন দেশের কোম্পানি | সিঙ্গার কোম্পানির ইতিহাস
- Internet কে আবিষ্কার করেন | কখন করেছিলেন এবং সম্পূর্ণ ইতিহাস জানুন
Oppo কি?
সবার আগে আপনাকে জানতে হবে যে, এই Oppo আসলে কি। কারণ Oppo নামক এই জনপ্রিয় কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে।
আর এটি হল একটি চীনা কোম্পানি। আর শুরু থেকেই Oppo নামক এই কোম্পানি টি স্মার্টফোন তৈরি করে আসছে। বর্তমান সময়ে এই কোম্পানি থেকে তৈরি হওয়া স্মার্টফোন গুলো।
বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। অবাক করার মতো বিষয় হলো Oppo নামক এই কোম্পানি টি ২০০৪ সালে যাত্রা শুরু করলেও।
তারা ২০০১ সালেই নিজের স্মার্ট ফোন বিক্রি করার জন্য রেজিস্টার করে নিয়েছিল। আর বর্তমান সময়ে Oppo নামক এই কোম্পানি ফিলিপাইন, মায়ানমার, ভিয়েতনাম, ভারত এর মধ্যে।
Oppo নামক কোম্পানি রেজিস্টার রয়েছে। যা সত্যি অবাক করে দেয়ার মত।
Oppo কোন দেশের কোম্পানি?
এবার আমি আপনাকে জানিয়ে দিবো, Oppo কোন দেশের কোম্পানি। কারন আমরা যারা Oppo কোম্পানির স্মার্টফোন ব্যবহার করি।
তাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি জেগে থাকবে। সেটি হলো যে, Oppo কোন দেশের কোম্পানি। তো যাদের মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে।
তাদের বলবো হলো, Oppo চিনা একটি কোম্পানি। আর এই কোম্পানির সর্বপ্রথম স্মার্ট ফোন দিয়েই তাদের ব্যবসা শুরু করে।
কারণ ২০০৪ সালের শুরুর দিকে Oppo নামক এই কোম্পানি টি স্মার্টফোন তৈরি করেছিল। আর বর্তমান সময়ে আপনি Oppo কোম্পানির শুধুমাত্র স্মার্টফোন দেখতে পারবেন।
বলা বাহুল্য যে, Oppo নামক কোম্পানির যে সকল স্মার্টফোন রয়েছে। সে গুলো বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে।
আর আপনি যদি আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। তাহলে আপনি একই চিত্র দেখতে পারবেন।
Oppo কোম্পানির মালিক কে?
এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি। Oppo কোন দেশের কোম্পানি। তো এবার আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে Oppo কোম্পানির মালিক কে।
মূলত Oppo কোম্পানির মালিকের নাম হল, Tony Chen. আর বর্তমান সময়ে তিনি Oppo নামক এই কোম্পানিটির সিইও হিসেবে নিযুক্ত আছেন।
তবে আমরা তো বেশ ভালো করেই জানি যে ইন্ডিয়া তে oppo কোম্পানির স্মার্টফোন গুলো ব্যাপক পরিমাণ জনপ্রিয়।
আর এত বেশি জনপ্রিয়তা ধরে রাখার জন্য oppo কোম্পানি। ভারতের মধ্যে একজন কে সিইও হিসেবে নিযুক্ত করেছেন।
আর ভারতের মধ্যে Oppo কোম্পানির সিইও এর নাম হল, Charles wong. এই ব্যক্তি ভারতের মধ্যে oppo কোম্পানির সিইও হওয়ার পাশাপাশি।
তিনি ইলেকট্রনিক ডিভাইস এবং টেকনিক্যাল সার্ভিস প্রদান করে থাকেন। আর বর্তমান সময়ে এই কোম্পানির মালিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছেন।
যেমন, সবার শুরুতে স্মার্টফোন তৈরি করলেও। বর্তমানে তারা তাদের কোম্পানি থেকে গাড়ির চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি তৈরি করা শুরু করেছেন।
Oppo কোম্পানির ইতিহাস
এবার আমি আপনাকে Oppo কোম্পানির ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন oppo নামক এই কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে।
তবে যখন তারা তাদের কোম্পানির যাত্রা শুরু করে। তখন এই কোম্পানি থেকে শুধুমাত্র স্মার্ট ফোন তৈরি হয়েছিল। আর যেহেতু Oppo কোম্পানি টি একটি চীনা কোম্পানি ছিল।
যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারা তাদের কোম্পানি থেকে উৎপাদিত হওয়া স্মার্টফোন গুলো। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সরবরাহ শুরু করে।
এবং খুব সহজেই তারা গোটা বিশ্বের বুকে নতুন একটি কোম্পানির নাম পরিচিত করতে পেরেছে। কারণ অপ্পো কোম্পানি গত ১৬ বছরের মধ্যে। গোটা বিশ্বের ৪০ টি দেশের মধ্যে তারা তাদের স্মার্টফোনের ব্যবসা করতে পারছে।
তবে আপনি যদি অপ্পো কোম্পানির পেছনের ইতিহাস দেখেন। তাহলে আপনি বেশ ভালো করে লক্ষ্য করতে পারবেন যে। Oppo কোম্পানি মাত্র ১২ বছরের মধ্যে।
গোটা চীনের সবচেয়ে বড় একটি মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছিল। এবং খুব দ্রুত চীনের মধ্যে নতুন একটি ব্র্যান্ড চালু করতে পেরেছিলো।
সেই Oppo ব্রান্ড আজ বিশ্বব্যাপী বিস্তৃত। আপনি যদি আমাদের বাংলাদেশ এবং ভারতের দিকে লক্ষ্য করেন।
তাহলে যেতে পারবেন যে আমাদের অধিকাংশ মোবাইল ব্যবহারকারীরা। Oppo নামক এই কোম্পানির স্মার্টফোন ব্যবহার করে।
- Vivo কোন দেশের কোম্পানি
- রিয়েলমি কোন দেশের কোম্পানি
- Poco কোন দেশের কোম্পানি
আপনি যদি গোটা বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তালিকা দেখেন। তাহলে আপনি সেই তালিকার মধ্যে পাঁচ নম্বরের মধ্যেই Oppo কোম্পানির নাম দেখতে পারবেন।
আর আজকের দিনে এই জনপ্রিয় কোম্পানি তে মোট ৪০ হাজারেরও বেশি কর্মী কাজ করে। যা সত্যিই অবাক করে দেওয়ার মত।
কেননা সময়ের সাথে সাথে অপ্পো কোম্পানির জনপ্রিয়তা আরো ক্রমাগত ভাবে বাড়তে শুরু করেছে। মূলত ব্যবহারকারীরা যেন আরো উন্নত কোয়ালিটির স্মার্টফোন এর স্বাদ নিতে পারে। সেই উদ্দেশ্যে এখনো কাজ করে যাচ্ছে।
Oppo কোম্পানির উন্নতির ইতিহাস
উপরের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি Oppo কোম্পানি সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছেন। কারণ সবার শুরুতেই আমি আপনাকে জানিয়ে দিয়েছি Oppo কোন দেশের কোম্পানি।
তো সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবার আমি আপনাকে Oppo কোম্পানির উন্নতির ইতিহাস জানিয়ে দিব। চলুন এবার তাহলে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
- সময় টা ছিল ২০০৫ সাল। আর সেই সময়ে Oppo নামক এই কোম্পানি থেকে। এক ধরনের mp3 প্লেয়ার তৈরি করেছিল। যেটি সেই সময়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল। এবং মানুষ অনেক দাম দিয়ে এই মিউজিক প্লেয়ার টি কিনেছিল।
- এরপর ২০০৮ সালের মধ্যে অপ্পো কোম্পানি থেকে একটি মোবাইল ফোন নির্মাণ করা হয়। যেটি ছিল এই কোম্পানির সর্ব প্রথম একটি স্মার্টফোন।
- তবে এই কোম্পানির উন্নতি হয়েছিল তখন। যখন Oppo কোম্পানি থেকে নির্মাণ করা স্মার্টফোন থাইল্যান্ডের মধ্যে বিক্রি শুরু করেছিল।
- কারণ সেই সময়ে থাইল্যান্ডের মধ্যে Oppo কোম্পানির স্মার্টফোন গুলো এত বেশি জনপ্রিয় ছিল। যা আসলে বলার অপেক্ষা রাখে না।
- ২০১২ সালের মধ্যে তারা তাদের স্মার্টফোনের মধ্যে আলাদা কিছু করার পরিকল্পনা করেন।
- আর সেই উদ্দেশ্য সফল করার জন্য, ২০১২ সালে তারা ক্যামেরার মধ্যে বিভিন্ন প্রকারের ফিচার নিয়ে আসা শুর করেন।
- তার এক বছর পর অর্থাৎ ২০১৩ সালে Oppo কোম্পানি সর্বপ্রথম। বিশ্বের মধ্যে ঘূর্ণায়মান ক্যামেরার ফিচার চালু করেন। যা অন্য কোন স্মার্টফোন এর মধ্যে ছিল না।
আমরা বেশ ভালো করেই জানি যে। ক্যামেরা কোয়ালিটির দিক থেকে Oppo নামক এই কোম্পানি টি ব্যাপকভাবে জনপ্রিয়। তবে এই কোম্পানি টি কখন থেকে তাদের উন্নতি শুরু করতে পেয়েছে।
আর বর্তমান সময়ে তারা কেমন জনপ্রিয় হয়ে আছে। সে বিষয় গুলো উপরে উল্লেখ করা হয়েছে।
আপনি যদি oppo কোম্পানির ইতিহাস সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে উপরের বিষয় গুলো মনোযোগ দিয়ে পড়তে হবে।
Oppo কোম্পানির সেরা স্মার্টফোন এর তালিকা
আলোচনার শুরু থেকেই আপনি জানতে পেরেছেন যে। Oppo কোন দেশের কোম্পানি এবং oppo কোম্পানির মালিক কে।
এবং এই বিষয় গুলো জানিয়ে দেওয়ার পাশাপাশি। আমি আপনাকে Oppo কোম্পানির ইতিহাস কে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই বিষয় গুলো জানার সাথে আপনাকে অপ্পো (Oppo) কোম্পানির।
- নোকিয়া কোন দেশের কোম্পানি
- Samsung কোন দেশের কোম্পানি
- Redmi কোন দেশের কোম্পানি
বেশ কিছু প্রোডাক্ট এর সাথে পরিচয় করিয়ে দিবো। যে oppo কোম্পানি থেকে নির্মাণ হওয়া স্মার্টফোন গুলো। বর্তমান বিশ্বে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
চলুন এবার তাহলে অপ্প কোম্পানির সেরা স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক।
Oppo A54 (5G)
বর্তমান সময়ে এই Oppo কোম্পানি থেকে উৎপাদিত হওয়া স্মার্টফোন টি। প্রচুর পরিমাণে জনপ্রিয়তা রয়েছে। কারণ উক্ত স্মার্ট ফোনের মধ্যে আপনি ৬.৫১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেখতে পারবেন।
এবং উক্ত মডেলের স্মার্টফোনের মধ্যে পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যার মাধ্যমে আপনি দীর্ঘ সময় পর্যন্ত এই স্মার্টফোন টি ব্যবহার করতে পারবেন।
Oppo A74 (5G)
আজকের দিনে আমরা সবাই চাই যেন আমাদের হাতে একটা করে ফাইভ-জি স্মার্টফোন থাকে। আর এই স্বপ্ন পূরণের জন্য এগিয়ে এসেছে oppo কোম্পানি।
কারণ oppo কোম্পানি থেকে একটি বিশেষ মডেলের স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। যেটি তে আপনি বৃহৎ একটি ডিসপ্লে দেখতে পারবেন।
এর পাশাপাশি উক্ত স্মার্টফোনের মধ্যে কোয়ালকম এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই স্মার্টফোনের যে ডিসপ্লে রয়েছে। সেটিতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
Oppo Reno4 Pro
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা মূলত অনেক বেশি এম্পিয়ার এর মোবাইল ব্যাটারি খুঁজে থাকেন। কেননা আপনার স্মার্টফোনের ব্যাটারি যত বেশি এম্পিয়ার হবে।
আপনার সেই স্মার্টফোন টি ঠিক তত বেশি সময় ধরে ব্যবহার করা যাবে। তো আপনি যদি এই ধরনের কোন স্মার্টফোন খুঁজে থাকেন।
- Infinix কোন দেশের কোম্পানি
- Iphone কোন দেশের কোম্পানি
- লাভা কোন দেশের কোম্পানি এবং Lava এর মালিক কে
তাহলে আপনাকে অবশ্যই Oppo Reno4 Pro মডেলের স্মার্টফোন টি ব্যবহার করতে হবে।
কারণ এই স্মার্টফোনের এর মধ্যে আপনি পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি দেখতে পারবেন। এবং এই ফোন টি মূলত ফাইভ জি সাপোর্টেড।
Oppo কোম্পানি সম্পর্কে আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আমরা যারা Oppo কোম্পানির স্মার্টফোন ব্যবহার করি। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক বেশি প্রয়োজনীয়।
কারণ আজকের আর্টিকেলে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে। Oppo কোন দেশের কোম্পানি এবং oppo কোম্পানির মালিক কে।
মূলত আমরা এই ধরনের টেকনোলজি রিলেটেড আর্টিকেল গুলো সবার আগেই পাবলিশ করি। আর আপনি যদি টেকনোলজি লাভার হয়ে থাকেন।
তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। যাতে করে সবার আগে আপনি টেক রিলেটেড অজানা তথ্য গুলো জানতে পারেন। ধন্যবাদ, পাশে থাকার জন্য।