মিউচুয়াল ফান্ড কি : মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
কেননা এর মাধ্যমে আপনি আপনার জমা করা সঞ্চয় কে কোনো ফান্ডে জমা করবেন, এবং আপনার সেই জমাকৃত সঞ্চয় কে অন্য কোন কাজে বিনিয়োগ করা হবে।
এবং সেই বিনিয়োগ থেকে যে পরিমাণ লাভ এর অংশ আসবে। সেই লাভের অংশের আপনিও দাবিদার হবেন।
কিন্তু আপনি কি জানেন, মিউচুয়াল ফান্ড কি? (What is Mutual Fund in bengali) আর মিউচুয়াল ফান্ডে কি পরিমাণ টাকা বিনিয়োগ করা যায়?
সত্যি বলতে এই বিষয় গুলো এখনো অনেক মানুষের কাছে অজানা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই বিষয় গুলো জেনে নেওয়াটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত Mutual Fund এর নাম সম্পর্কে শুনেছে। কিন্তু এই মিউচুয়াল ফান্ড কি (Mutual Fund কি) এবং এই ফান্ড আসলে কিভাবে কাজ করে।
সে সম্পর্কে পরিস্কার কোন তথ্য জানে না। যার কারণে অনেক মানুষ নানা রকম ভুল ভাবনা নিয়ে বসে থাকেন।
আর আজকের আর্টিকেলটি মূলত সেই সব অজানা মানুষের উদ্দেশ্যেই লেখা হয়েছে।
কেননা আজকের এই আর্টিকেলে আমি মিউচুয়াল ফান্ড কি সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব।
যে আলোচনা থেকে আপনি মিউচুয়াল ফান্ড বা মিউচুয়াল মানে কি সম্পর্কিত সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবেন।
তো যদি আপনার মধ্যে মিউচুয়াল ফান্ড সম্পর্কিত অজানা বিষয় গুলো জানার ইচ্ছা থাকে। তাহলে আপনি আজকের এই পুরো লেখাটি মন দিয়ে পড়বেন।
যেমন : Mutual Fund কি, মিউচুয়াল ফান্ড কি হালাল, বাংলাদেশের সেরা মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড এর প্রকারভেদ, ভালো মিউচুয়াল ফান্ড চেনার উপায় সহ আরো অনেক তথ্য।
আপনার জন্য আরো লেখা…
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
- ওয়েবসাইট থেকে আয় : ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়
- বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন
আর যদি আপনার Mutual Fund Ki এর অজানা বিষয় গুলো জানার তেমন একটা আগ্রহ না থাকে। তাহলে আপনি এই লেখাটি স্কিপ করে যেতে পারেন।
মিউচুয়াল ফান্ড কি? | What is Mutual Fund in bengali
মিউচুয়াল ফান্ড কাকে বলে ? সহজ ভাষায় বলতে গেলে মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিশেষ ফান্ড বা স্কিম এর সমন্বয়।
যেখানে আপনার, আমার অথবা আমাদের মত সাধারন মানুষরা বিনিয়োগ করতে পারবে। আবার সেই বিনিয়োগ করা টাকা গুলো পুনরায় অন্য একটি কাজে বিনিয়োগ করা হবে।
মূলত এটি হলো মিউচুয়াল ফান্ড এর মূল কার্যক্রম।
আর আমাদের মত সাধারন মানুষদের থেকে বিনিয়োগ করা টাকা গুলো অন্যান্য কোন কাজে পুনরায় বিনিয়োগ করার জন্য এমন অনেক ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে।
আর একটি কোম্পানিতে থাকা ভিন্ন ভিন্ন স্কিম বা ফান্ড কে পরিচালনা করার জন্য আলাদাভাবে ফান্ড ম্যানেজার থাকেন।
বলে রাখা ভালো যে এই কাজগুলো তে যেসব ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়।
তাদের শেয়ার বাজার সম্পর্কিত অনেক ভালো ধারণা থাকে। যাতে করে আমাদের মত সাধারন মানুষের বিনিয়োগ করা টাকা গুলো থেকে কোন প্রকার লস হওয়ার সম্ভাবনা না থাকে।
এবং নিয়োগকৃত এই ম্যানেজাররা সর্বদা চেষ্টা করে তাদের বিনিয়োগ কারীরা যেন লাভবান হতে পারে।
Mutual Fund মানে কি ?
মিউচুয়াল মানে কি ? হয়তোবা উপরের আলোচনা থেকে এ বিষয়ে পরিষ্কার ধারণা নাও পেতে পারেন।
আর সেজন্য আমি আরেকটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাতে করে এই বিষয়ে আপনার পরিষ্কার ধারণা চলে আসে।
মনে করুন আপনার কাছে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় হিসেবে জমা। এখন আপনি আপনার কাছে জমা থাকা সঞ্চয় কে কোন কাজে বিনিয়োগ করতে চাচ্ছেন।
কিন্তু কোথায় বিনিয়োগ করলে আপনি অধিক পরিমাণ লাভ করতে পারবেন সেটা আপনি বুঝতে পারছেন না।
আর এই পরিস্থিতিতে আপনার উচিত হবে সেই জমাকৃত সঞ্চয় কে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা।
কারণ আপনার মত এমন অনেক মানুষ আছেন যারা মূলত তাদের জমা করা সঞ্চয় কে এই ফান্ডে বিনিয়োগ করেছেন।
তবে এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগছে যে, কেন মানুষ এই মিউচুয়াল ফান্ডে তাদের জমাকৃত অর্থ বিনিয়োগ করবে।
তো মিউচুয়াল ফান্ড এর বিনিয়োগের এই মাধ্যমটি হলো বিশেষ এক ধরনের স্কিম।
যেখানে আপনার মতো আরও অনেক মানুষ এই স্কিমে বিনিয়োগ করবে। আর এভাবে যখন অনেক মানুষ বিনিয়োগ করবে, তখন একটা মোটা অংকের টাকা জমা হবে।
আর জমা হওয়া এই মোটা অংকের টাকা টা পুনরায় আবার অন্য কোন খাতে বিনিয়োগ করা হবে। মূলত এটাই হলো মিউচুয়াল ফান্ড এর মূল কার্যক্রম।
SBI মিউচুয়াল ফান্ড কি ?
তো মিউচুয়াল ফান্ড কি সে সম্পর্কে জানার পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় জেনে নিতে হবে। সেটি হলো যে (SBI) এস বি আই মিউচুয়াল ফান্ড কি বা সবি মিউচুয়াল ফান্ড কি ।
চলুন এবার তাহলে সে সম্পর্কে ধারণা নেয়া যাক। যাতে করে আপনার কোন বিষয়ে অজানা না থাকে।
একটা বিষয় জেনে রাখা ভালো যে SBI ফান্ড হল ইন্ডিয়ার সবচেয়ে বড় একটি স্বনামধন্য কোম্পানি।
আর এই SBI ফান্ড এর বিস্তৃতি এতটাই বৃহৎ যে এই কোম্পানির আওতায় আরো ভিন্ন ভিন্ন ছোট ছোট বেসরকারি কোম্পানি কাজ করে থাকে।
সবচেয়ে অবাক করার মত বিষয় হলো SBI নামক ফান্ড টি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে।
আর সময়ের সাথে সাথে SBI নামক মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর আপনি যদি ইন্ডিয়ার প্যান স্তরের কথা চিন্তা করেন।
তাহলে আপনি দেখতে পারবেন যে SBI মিউচুয়াল ফান্ড প্রায় 200 টিরও বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।
অবাক করার মত বিষয় হলো বর্তমান সময়ে এই মিউচুয়াল ফান্ডের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 54 লক্ষেরও বেশি।
মিউচুয়াল ফান্ড এর কাজ কি ?
মিউচুয়াল ফান্ড কি আশা করি উপরের আলোচনা থেকে সে বিষয়ে পরিস্কার ধারনা পেয়ে গেছেন ৷ তো এবার জেনে নিতে হবে যে, মিউচুয়াল ফান্ড এর কাজ কি।
আসলে কি প্রকারে এই কোম্পানি গুলো কাজ করে থাকে ৷ তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
তো মিউচুয়াল ফান্ডে আপনি প্রধানত দুই ধরনের কাজ দেখতে পারবেন। যথাঃ
০১| বিনিয়োগ গ্রহন করা
কোন একটি মিউচুয়াল ফান্ড এর প্রথম এবং প্রধান কাজ হল বিনিয়োগ কারীর সঞ্চিত অর্থকে জমা করা।
যেখানে মূলত আপনার বা আমাদের মত সাধারন মানুষরা একটি স্কিম তৈরি করে উক্ত ফান্ডে টাকা জমা করতে পারবে।
আর সাধারন জনগনের বিনিয়োগ করা এই টাকা গুলো কে জমা করে রাখা হলো মিউচ্যুয়াল ফান্ড গুলোর প্রথম কাজ।
০২| পুনরায় বিনিয়োগ করা
তো কোন একটি স্কিম তৈরি করে আমাদের মত সাধারন মানুষ যে পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে জমা করে রাখে।
সেই টাকা গুলো কে পুনরায় আবার অন্য কোনো লাভ জনক খাতে বিনিয়োগ করা হল একটি মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় কাজ।
যেন বিনিয়োগকারীরা তাদের জমাকৃত অর্থ থেকে অধিক পরিমাণ লাভ করতে পারে। সে উদ্দেশ্যেই মিউচুয়াল ফান্ড কাজ করে যায়।
মিউচুয়াল ফান্ড এর প্রকারভেদ
যদি আপনি একান্তভাবেই জানতে চান যে মিউচুয়াল ফান্ড কত প্রকার। তাহলে আমি আপনাকে বলবো যে বর্তমান সময় আপনি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড দেখতে পারবেন।
কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির কাছে ভিন্নধর্মী স্কিম থাকে। তবে বিশেষ কিছু কারণে মিউচুয়াল ফান্ড কে প্রধানত তিন (৩) টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমনঃ
০১| Structure Mutual Fund
Structure Mutual Fund কি – কোন একটি মিউচুয়াল ফান্ড আসলে কেমন হবে সেটি তার স্ট্রাকচার (Structure) এর উপর নির্ভর করে।
তবে কোন একটি কোম্পানির স্ট্রাকচার কে আবার বেশ কয়েকটি স্কিমে ভাগ করা হয়ে থাকে। চলুন এবার সে বিষয়ে জেনে নেয়া যাক।
আপনি আরো দেখতে পারেন…
- কিভাবে অনলাইনে আয় করা যায় ? অনলাইনে ইনকাম করার উপায়
- কি বোর্ড পরিচিতি | কিবোর্ড এর কাজ কি
- ইন্টারনেট কি | ইন্টারনেট কিভাবে কাজ করে
Open-ended mutual fund
Open ended mutual fund কি – এই ধরনের মিউচুয়াল ফান্ডে যে ধরনের স্কিম ব্যবহার করা হয়।
সেখানে একজন বিনিয়োগকারী তার নিজের সুযোগ এবং সুবিধা মতো উক্ত স্কিম এ থাকা Unit কে কিনতে পারে এবং প্রয়োজন অনুসারে সেটিকে বিক্রি করতে পারে।
এবং উক্ত স্কিনে বিনিয়োগকারী মোট কত টাকা জমা করবে তার কোন নির্ধারিত হিসাব থাকে না।
আর সে কারণেই বর্তমান সময়ে বেশিরভাগ বিনিয়োগকারীরা এই ধরনের স্কিম কে বেশি ব্যবহার করে থাকে।
আর এজন্য এই ধরনের ফান্ডকে বলা হয়ে থাকে Open ended mutual fund.
Closed Ended mutual fund
যখন মিচুয়াল ফান্ড গুলো তে নতুন কোন অফার আসবে তখন আপনি এই ধরনের স্কিম গুলো তে বিনিয়োগ করতে পারবেন।
কেননা আপনি চাইলেও এই ধরনের Closed Ended mutual fund গুলো তে নিজের খেয়াল খুশি মতো বিনিয়োগ করতে পারবেন না।
যখন মূলত এই ধরনের স্কিম গুলোতে অফার প্রদান করা হয় ঠিক তখনই আপনি আপনার নিজের অর্থ কে বিনিয়োগ করতে পারবেন।
অপরদিকে এই ধরনের স্কিমে থাকা ইউনিট কে আপনি কখনোই নিজের ইচ্ছামত কিনতে বা বিক্রি করতে পারবেন না।
০২| Asset Mutual Fund
অ্যাসেট মিউচুয়াল ফান্ড হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা বিভিন্ন ধরনের সম্পদে বিনিয়োগ করে যেমন স্টক বন্ড এবং রিয়েল এস্টেট।
এই তহবিলগুলি বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ পোর্টফোলিওগুলিকে বৈচিত্র্যময় করার সুযোগ দেয় এবং বাজারের অস্থিরতার সময়ে স্থিতিশীলতা প্রদান করতে পারে।
উপরের আলোচনা থেকে আপনি স্ট্রাকচার এর উপর ভিত্তি করে বেশ কিছু মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে পেরেছেন।
তো এই স্ট্রাকচার এর উপর ভিত্তি করে যেভাবে mutual fund কে বিভক্ত করা হয়েছে।
ঠিক তেমনিভাবে Asset এর উপর ভিত্তি করে mutual fund কে আরো বেশ কটি ভাগে ভাগ করা হয়ে থাকে। চলুন এবার সেগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
Debt Fund
আপনি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে যদি এই মিউচুয়াল ফান্ডে নিজের টাকা গুলো বিনিয়োগ করে রাখেন।
তাহলে এখানে আপনি তেমন কোনো প্রকার রিস্ক খুঁজে পাবেন না।
অর্থাৎ আপনি যদি এই ধরনের স্কিম গুলোতে বিনিয়োগ করেন তাহলে আপনি নিশ্চিত ভাবে লাভ করতে পারবেন।
আর এই নিশ্চয়তা আপনাকে মিউচুয়াল ফান্ড থেকেই দেওয়া হবে। যদি আপনি এক বছর কিংবা পাঁচ বছরের কোন স্কিম খুলতে চান।
তাহলে এই ধরনের মিউচ্যুয়াল ফান্ডগুলো আপনার জন্য একেবারে উপযুক্ত হবে।
Liquid Mutual Fund
বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ডের মধ্যে যতগুলো স্কিম আছে। তার মধ্যে সবচেয়ে সুরক্ষিত এবং কোন প্রকার রিস্ক বিহীন স্কিম হলো Liquid Mutual Fund.
যেখানে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে লাভ এর নিশ্চয়তা জেনে বিনিয়োগ করতে পারবেন।
তবে দুঃখজনক হলেও সত্য যে আপনি চাইলেই এই ধরনের মিউচুয়াল ফান্ডের স্কিম গুলো তে টাকা বিনিয়োগ করতে পারবেন না।
কারণ মিউচ্যুয়াল ফান্ড গুলো খুব কম সময়ের জন্য এই ধরনের স্কিম চালু করে থাকে।
Equity Mutual Fund
যদি আপনি অধিক সময়ের জন্য মিউচুয়াল ফান্ডের টাকা বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত একটি স্কিম হবে Equity Mutual Fund.
যেখানে আপনি বছরের পর বছর ধরে আপনার টাকা বিনিয়োগ করে রাখতে পারবেন।
কেননা এই ধরনের মিউচুয়াল ফান্ডে একজন বিনিয়োগকারী হিসেবে আপনি যে পরিমাণ টাকা জমা রাখবেন।
সেই সবগুলো ঢাকা স্টক মার্কেট শেয়ার করে দেওয়া হবে। আর সে কারণেই এই ধরনের স্কিম গুলোতে অনেক ভয় থাকে।
যে কারনে আপনি উক্ত মিউচুয়াল ফান্ডে যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন সেগুলো অনেক বেশি রিস্কে থাকবে।
তবে এই ধরনের স্কিম গুলোতে যেমন রিস্ক আছে, ঠিক তেমনি ভাবে এই স্কিম থেকে আপনি যে পরিমাণ লাভ করতে পারবেন তা আপনি অন্যান্য কোন স্কিমে লাভ করতে পারবেন না।
০৩| Interval Mutual Fund
একটি ইন্টারভাল মিউচুয়াল ফান্ড হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা বিনিয়োগকারীদের পর্যায়ক্রমিক বিনিয়োগ বা উত্তোলন করতে দেয়।
এই রকম মিউচুয়াল ফান্ড একটি পর্যায়ক্রমিক বিনিয়োগ পরিকল্পনা (PIP) বা উত্তোলন পরিকল্পনা হিসাবেও পরিচিত।
এই ধরনের বিশেষ মিউচ্যুয়াল ফান্ডগুলো মূলত Closed ended এবং Open ended এই দুই ধরনের ফান্ডের সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
এবং কাজের দিক থেকেও প্রায় এই দুই ধরনের মিউচুয়াল ফান্ডের সমন্বয়ে কাজ করে থাকে।
যার ফলে আপনি একটি মিউচুয়াল ফান্ড থেকেই দুই ধরনের স্কিম এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
তবে এই ধরনের মিউচ্যুয়াল ফান্ড গুলো তে আপনাকে সময় অনুযায়ী কাজ করতে হবে।
যেমন, আপনাকে নির্দিষ্ট সময় মেনে তারপর টাকা বিনিয়োগ করতে হবে।
এছাড়াও আপনি যদি কোন কারণে আপনার স্কিমের ইউনিট বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতে হবে।
মিউচুয়াল ফান্ডের সুবিধা কি?
যদি আপনি একজন বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তাহলে আপনি বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।
আর মিচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পড়ে আপনি আসলে কি কি সুবিধা ভোগ করতে পারবেন এবার আমি সে বিষয়গুলো নিয়েই আলোচনা করবো।
০১| নিরাপত্তা
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত মনে করেন যে মিউচ্যুয়াল ফান্ডে টাকা রাখা মানেই রিস্ক।
যারা এই ধারণাটি নিয়েই এখনো আছেন তাদের কে বলতে চাই যে বর্তমান সময়ে কিন্তু সরকারিভাবেও অনেক ধরনের মিউচুয়াল ফান্ড এর কোম্পানি আছে।
কেননা মিউচুয়াল ফান্ড হলো এমন একটি মাধ্যম যেখানে আপনি একেবারে নিশ্চিন্তে আপনার টাকা বিনিয়োগ করতে পারবেন।
আর বিনিয়োগ করা এই টাকার নিরাপত্তা মিউচুয়াল ফান্ডের কোম্পানি থেকেই প্রদান করা হবে।
০২| পুনরায় বিনিয়োগ
যেহুতু এখানে বিনিয়োগ করা অর্থ গুলো থেকে সুদের আয় এর উৎস তৈরি হবে। আর সেই সুদ থেকে আপনি একটা বাড়তি টাকা আয় করতে পারবেন।
সবচেয়ে মজার বিষয় হলো এই বাড়তি টাকা গুলো পুনরায় কোনো স্টক মার্কেটে বিনিয়োগ করা হবে।
যা থেকে আপনার বিনিয়োগ করা অর্থ এর পরিমান ক্রমাগত ভাবে বেড়ে যাবে।
০৩| অধিক লেনদেন করাতে কম খরচ
আপনি কোনো একটি মিউচুয়াল ফান্ডে যতো বেশি ইউনিট কিনবেন। আপনার খরচ এর পরিমান ঠিক ততো কমতে থাকবে ৷
কারন এটা হলো প্রত্যেকটা Mutual Fund এর বিশেষ একটা সুবিধা ৷
যেখানে Unit কেনার পরিমান যতো বেশি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ভাবে খরচ এর পরিমান হ্রাস পেতে শুরু করবে।
মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করব ?
মিউচুয়াল ফান্ড কি আশা করি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
এখন এই তথ্য গুলো জানার পর আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করা যাবে।
তো চলুন এবার সে বিষয়ে একটু ধারনা নেয়া যাক। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
তো আপনি চাইলে খুব সহজেই যেকোনো ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।
সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো Mutual Fund এ গিয়ে মাত্র কয়েকটা ধাপ অনুসরন করে খুব সহজেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে নিতে পারবেন।
আপনি আরোও দেখতে পারেন…
- বিটকয়েন কি | 1 bitcoin সমান কত টাকা
- টাকা আয় করার apps : কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় ?
- ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়
মিউচুয়াল ফান্ড কি নিয়ে কিছুকথা
বর্তমান সময়ে আপনার মূল্যবান টাকা বিনিয়োগ করার অন্যতম একটি মাধ্যম হলো Mutual Fund.
যেখানে আপনি একবারে বিশ্বস্ততার সাথে আপনার বিনিয়োগ করা টাকার পরিমান কে বৃদ্ধি করতে পারবেন।
তবে মিউচুয়াল ফান্ড কি নিয়ে লেখা এই আর্টিকেল পড়ার পরও আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে।
তবে নিচে কমেন্ট করে জানাবেন৷ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।