মেশিন লার্নিং কি | মেশিন লার্নিং কিভাবে শিখব (Machine Learning in Bengali)

মেশিন লার্নিং কি : (What Is Machine Learning in Bengali). আজকে আমি আপনাকে মেশিন লার্নিং কি সেই বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব।

মেশিন লার্নিং কি | মেশিন লার্নিং কিভাবে শিখব (Machine Learning in Bengali)
মেশিন লার্নিং কি

ইন্টারনেটের যুগে আপনি অবশ্যই কখনো না কখনো, মেশিন লার্নিং সম্পর্কে জানতে পারবেন।

আর যখন আপনি এই শব্দটি প্রথম শুনবেন। তখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে, মেশিন লার্নিং কি (Machine Learning ki). মেশিন লার্নিং অ্যালগরিদম কি?

আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। চলুন আর দেরি না করে সরাসরি জেনে নেওয়া যাক যে, Machine Learning কি

মেশিন লার্নিং কি – (What Is Machine Learning in Bengali)

মেশিন লার্নিং কি আপনি যদি এই বিষয়টি কে পরিস্কার ভাবে বুঝতে চান। তবে আমি আপনাকে বলব যে, মেশিন লার্নিং হল এমন একটি কম্পিউটার প্রোগ্রামের কৌশল।

যার মাধ্যমে কিছু প্রোগ্রাম কে এমনভাবে ডিজাইন করা হয়। যাতে করে পরবর্তী সময়ে ডিজাইন করা সেই প্রোগ্রাম টি নিজে থেকেই মানুষের মতো নতুন কিছু শিখতে পারে।

এবং একটি মানুষ যেভাবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক তেমনি ভাবে মেশিন লার্নিং এর জন্য ডিজাইন করা প্রোগ্রাম গুলো।

মানুষের মতোই প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত নিতে পারে।

আর এই ধরনের প্রোগ্রাম ডিজাইন করার জন্য বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয়। মূলত উক্ত প্রোগ্রাম গুলো ডিজাইন করার জন্য যে সকল কৌশল অবলম্বন করা হয়। তাকে বলা হয়ে থাকে, মেশিন লার্নিং।

মনে করুন, আপনি ইউটিউব এর মধ্যে শাহরুখ খানের একটি ভিডিও দেখছেন। এখন সেই ভিডিও টি দেখার সময় আপনি লক্ষ্য করতে পারলেন।

যে, এর পরবর্তী যে ভিডিও গুলো আসছে। সে গুলো সব গুলোই শাহরুখ খানের ভিডিও। হয়তোবা এই বিষয়টি আমরা দেখে অভ্যস্ত হলেও।

এই কাজ টি কিন্তু মেশিন লার্নিং এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এর পাশাপাশি আমরা এখন সবাই জিমেইল ব্যবহার করি।

তো এই জিমেইল এর মধ্যে বিভিন্ন প্রকারের মেইল আসে। আর এ গুলোর মধ্যে কিছু মেইল আমাদের ইনবক্সে সরাসরি আসে।

আবার কিছু কিছু মেইল দেখবেন যে স্প্যাম নামক একটি ফোল্ডার এর মধ্যে গিয়ে জমা হয়। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন।

আপনি আরোও দেখুন…

কোন মেইল টি আপনার ইনবক্সে যাবে এবং কোন মেইল টি আপনার স্প্যাম ফোল্ডারে যাবে। সেটা কিভাবে google বুঝতে পারে।

হ্যাঁ! এটা মূলত সম্ভব হয় মেশিন লার্নিং এর কারনে। আর বর্তমান সময়ে আপনি অনলাইন এর মধ্যে যত গুলো বড় বড় প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।

এই সব গুলোই মূলত মেশিন লার্নিং এর সাহায্য কাজ করে থাকে।

মেশিন লার্নিং-এর সংজ্ঞা

মেশিন লার্নিং হল বিশেষ কিছু কৌশলগত কম্পিউটার প্রোগ্রাম এর সমন্বয়। কেননা মেশিন লার্নিং এর মাধ্যমে নির্দিষ্ট কিছু কম্পিউটার প্রোগ্রাম কে এমন ভাবে ডিজাইন করা হয়।

যাতে করে সেই কম্পিউটার প্রোগ্রাম গুলো তাদের অজানা বিষয় গুলো কে নিজে থেকে জানতে পারে। এর পাশাপাশি কম্পিউটার প্রোগ্রাম গুলো সচল থাকা অবস্থায়।

কোন সময় কোন ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কোন সময় কোন ধরনের কাজ গুলো করতে হবে।

এই বিষয় গুলো সম্পর্কে মেশিন লার্নিং এর মধ্যে থাকা কোন কম্পিউটার প্রোগ্রাম গুলো সঠিক ভাবে বুঝতে পারে। আর কৌশল গত এই কম্পিউটার প্রোগ্রাম গুলো কে বলা হয়ে থাকে, মেশিন লার্নিং।

যে প্রোগ্রাম গুলো নিজে থেকেই অজানা বিষয় গুলো কে জেনে নিতে পারে।

যেমন ধরুন, এই মেশিন লার্নিং এর জন্য তৈরি করা কৌশল গত কম্পিউটার প্রোগ্রাম গুলো কে আপনি শিখিয়ে দিলেন যে ২+২=৪ হয়।

কিন্তু আপনার এই বিষয় টি শিখিয়ে দেওয়ার পরেও। মেশিন লার্নিং নিজে থেকে শিখতে পারল যে, (১+১+১+১)=৪ হয়।

আর মেশিন লার্নিং ঠিক এভাবেই কাজ করে থাকে। যার ফলে তারা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলো কে জানতে পারে।

মেশিন লার্নিং কিভাবে কাজ করে ?

উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, মেশিন লার্নিং কি। এবং মেশিন লার্নিং এর সংজ্ঞা সম্পর্কে।

তো এই বিষয় গুলো জানার পর এখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবেন। যাদের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। আর সেই প্রশ্ন টি হল যে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে।

আর আপনি যদি এই বিষয় টি সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে একটু বিস্তারিত আলোচনায় নজর রাখতে হবে।

চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে। তবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলার আগে আমি আপনাকে একটা কথা বলব।

সেটা হলো যে, মেশিন লার্নিং বিশেষ একটি অ্যালগরিদম এর মাধ্যমে কাজ করে থাকে। আর সেই অ্যালগরিদম এর কাজ কে মূলত তিন টি ভাগে ভাগ করা হয়। যেমন:

ডিসিশন প্রসেস

মেশিন লার্নিং এর মধ্যে আপনি মূলত তিন ধরনের ধাপ দেখতে পারবেন। তবে তার মধ্যে সর্ব প্রথম ধাপের নাম হলো ডিসিশন প্রসেস।

আর এই বিশেষ ধাপে যখন কোন একটি প্রোগ্রাম কে ডিজাইন করা হয়। এবং সেই প্রোগ্রাম টি কে নির্দিষ্ট কোন একটি বিষয় ধারণা দেওয়া হয়।

তখন সেই মেশিন লার্নিং নিজে থেকেই উক্ত বিষয় টি সম্পর্কে যাবতীয় অজানা তথ্য গুলো জানার চেষ্টা করে।

যেমন ধরুন, শৈশব কালে আমাদের কে বলা হয়েছিল । যে অংক করতে হলে যোগ, বিয়োগ, গুন, ভাগ এর প্রয়োজন হয়।

এবং পরবর্তী সময়ে আমরা সব ধরনের অংক গুলো কে যোগ,বিয়োগ, গুন, ভাগের মাধ্যমে করতে পারি।

ঠিক তেমনি ভাবে যখন মেশিন লার্নিং এর মধ্যে নির্দিষ্ট কোন একটি বিষয়ে ফর্মুলা প্রয়োগ করা হয়।

তখন উক্ত ফর্মুলা মেনে মেশিন লার্নিং নির্দিষ্ট বিষয় এর সাথে সম্পর্ক যুক্ত। অজানা তথ্য গুলো জেনে নেওয়ার চেষ্টা করে।

আর মেশিন লার্নিং এর মধ্যে এই ফর্মুলা প্রয়োগ করার পদ্ধতি কে বলা হয়, ডিসিশন প্রসেস। যা মূলত মেশিন লার্নিং এর সর্বপ্রথম ধাপ।

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়ে থাকে।

এরর প্রসেস

দেখুন আপনি মেশিন লার্নিং এর মূল বিষয় বস্তুর সাথে এরর প্রসেসের বিশেষ ভূমিকা লক্ষ্য করতে পারবেন।

কেননা মেশিন লার্নিং এর প্রথম ধাপে ডিসিশন প্রসেস এর কাজ সম্পন্ন করা হয়।

এবং এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ ধাপ আসে, সেটি হল এরর প্রসেস। আর মেশিন লার্নিং এর কাজের ক্ষেত্রে এরর প্রসেস অনেক প্রয়োজনীয় একটি ধাপ।

কেননা ডিসিশন প্রসেস এর সময় মেশিন লার্নিং এর মধ্যে থাকা প্রোগ্রাম গুলো তে যে সকল ফর্মুলা বা ডাটা ইনপুট করা হয়। সে গুলো মেশিন লার্নিং এর মধ্যে জমা হয়ে থাকে।

এবং এই বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত যে সকল নতুন বিষয় রয়েছে। সেই বিষয় গুলো কে গণনা করার কাজ করে থাকে এরর প্রসেস।

এর পাশাপাশি এই এরর প্রসেস নতুন ডাটা গুলো কে তার নিজের কাছে ইনপুট করে থাকে। যার ফলে উক্ত বিষয়ে সংবলিত যে সকল অজানা বিষয় থাকবে।

সে গুলো অটোমেটিক ভাবে মেশিন লার্নিং এর মধ্যে ইনপুট বা জমা থাকবে। এবং পরবর্তী সময়ে নতুন ইনপুট করা বিষয় গুলোর সাথে যে সকল আরো অজানা বিষয় থাকবে।

সে গুলো কে নিজের কাছে জমা করে রাখবে।

মডেল অপ্টিমাইজেশান প্রক্রিয়া

মেশিন লার্নিং কিভাবে কাজ করে। সেই আলোচনার শুরুতে আমি আপনাকে দুটি ধাপ বলেছি। প্রথম টি হল ডিসিশন প্রসেস এবং দ্বিতীয় টি হলো এরর প্রসেস।

আর মেশিন লার্নিং এর কাজের দিক থেকে বিবেচনা করলে। সর্বশেষ ধাপের নাম হল, মডেল অপটিমাইজেশান প্রক্রিয়া। আর এরর প্রসেস আসলে সঠিক ভাবে গণনা করতে পারছে কিনা।

সেটা মডেল অপটিমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করা হয়ে থাকে।

এর পাশাপাশি যখন মেশিন লার্নিং অজানা বিষয় গুলো কে নিজের মধ্যে ইনপুট করে। তখন সেই বিষয় গুলোর মধ্যে কোন ধরনের ভুল থাকে কিনা।

এবং ভুল থাকলে সে গুলো কে আলাদা ভাবে ইনপুট করার প্রক্রিয়া টি মডেল অপটিমাইজেশন এর মাধ্যমে করা হয়ে থাকে।

যেহেতু উপরোক্ত ধাপ গুলোর মাধ্যমে মেশিন লার্নিং অজানা ডেটা গুলো কে নিজের মধ্যে ইনপুট করে।

সেহেতু মডেল অপটিমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সেই ডেটা গুলোর নির্ভুলতা পরীক্ষা করা হয়।

আর এভাবেই মূলত মেশিন লার্নিং কাজ করে থাকে।

মেশিন লার্নিং কিভাবে শিখব?

প্রিয় পাঠক, এতক্ষণের আলোচনায় আমি আপনাকে মেশিন লার্নিং সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারণা দিয়েছি। আর আপনি যদি উপরের আলোচনা টুকু মনোযোগ দিয়ে পড়ে থাকেন।

তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে, এতক্ষণে আপনি মেশিন লার্নিং কি সে সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। তো এই বিষয় গুলো জানার পরে আমাদের মধ্যে এমন অনেকেই থাকবেন।

যাদের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। আর সেই প্রশ্ন টি হল যে, মেশিন লার্নিং কিভাবে শিখব। মূলত আপনি যদি মেশিন লার্নিং শিখতে চান।

তাহলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এবার আমি আপনাকে সেই পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব।

চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে, মেশিন লার্নিং কিভাবে শিখব।

প্রথমত আপনাকে জানতে হবে যে, মেশিন লার্নিং কারা শিখতে পারবে। আর এই বিষয়ে আমি আপনাকে বলব যে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন।

যারা কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশুনা করে থাকেন। তো তারা চাইলে একাডেমিক ভাবে মেশিন লার্নিং শিখতে পারবে। সে ক্ষেত্রে তাদের কে আলাদা কোন কোর্স করতে হবে না।

আপনার জন্য আরোও লেখা… 

কিন্তু আপনি যদি কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে না পড়েন। তারপরেও আপনি খুব সহজেই মেশিন লার্নিং শিখতে পারবেন। কারন আমাদের মধ্যে এমন অনেকেই থাকবেন।

যারা আসলে কম্পিউটারের ক্ষেত্রে নিজের একটা সফল ক্যারিয়ার গড়তে চায়। আর যারা সত্যিই এমনটা করার স্বপ্ন দেখে।

তারা চাইলে বিভিন্ন প্রকার পদ্ধতি অনুসরণ করে মেশিন লার্নিং শিখতে পারবে। যেমন:

  1. বর্তমান সময়ে আপনি নিজের ঘরে বসে ইউটিউব কিংবা গুগলের সহায়তা নিয়ে। কোন প্রকার অর্থ ব্যয় না করে মেশিন লার্নিং শিখতে পারবেন।
  2. এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। কেননা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আপনি মেশিন লার্নিং এর জন্য সফটওয়্যার তৈরি করতে পারবেন।
  3. যখন আপনি কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। তখন অবশ্যই আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেয়ার চেষ্টা করবেন।
  4. বর্তমান সময়ে আপনি বিভিন্ন ধরনের কোর্স করার মাধ্যমে অনলাইন কিংবা অফলাইনের সাহায্য মেশিন লার্নিং শিখতে পারবেন।
  5. তবে মেশিন লার্নিং শেখার জন্য আপনি যদি কোর্স করেন। সে ক্ষেত্রে আপনাকে এডমিশন ফি দেয়ার প্রয়োজন পড়বে। 
  6. অপর দিকে আপনি যদি অনলাইন এর মাধ্যমে ফ্রি সোর্সের সাহায্য মেশিন লার্নিং শিখে নেন। তাহলে আপনাকে কোন প্রকারের অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।

তো আমাদের মধ্যে যারা আসলে মেশিন লার্নিং শিখতে চান। তারা কোন কোন পদ্ধতি গুলো অনুসরণ করে মেশিন লার্নিং শিখতে পারবেন।

সে গুলো কে উপরে উল্লেখ করা হয়েছে। এবং আপনি যদি এই পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরণ করতে পারেন। তাহলে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই মেশিন লার্নিং শিখতে পারবেন।

এবং এই মেশিন লার্নিং কে কাজে লাগাতে পারবেন। 

মেশিন লার্নিং কেন গুরুত্বপূর্ণ ?

উপরের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে। মেশিন লার্নিং কি এবং কিভাবে আপনি মেশিন লার্নিং শিখবেন।

তো এই বিষয় গুলো জানার পাশাপাশি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে।

সেটি হল যে, মেশিন লার্নিং কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ মেশিন লার্নিং যদি না থাকে তাহলে আমরা কি কি অসুবিধা লক্ষ্য করতে পারবো।

এবং মেশিন লার্নিং আসার পরে আমাদের কি কি সুবিধা হয়েছে। চলুন এবার তাহলে সেই মেশিন লার্নিং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ডেটাই হল চাবিকাঠি

আপনি হয়তোবা বেশ ভালো করে জানবেন যে। একটি প্রোগ্রাম যখন তৈরি করা হয়। তখন সেই প্রোগ্রাম এর মধ্যে বিভিন্ন প্রকারের ডাটা থাকে।

এবং এই ডেটা গুলো দিয়ে বিভিন্ন প্রোগ্রামের সাহায্য সফটওয়্যার তৈরি করা হয়। কিন্তু একটি সফটওয়্যার তৈরি করার জন্য কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে।

মোট কত গুলো ডেটা রয়েছে এবং সেই ডেটা গুলোর ধরন কিরকম। তা কিন্তু গণনা করার প্রয়োজন হয়।

আর এই ডেটা গণনা করার কাজটি মূলত বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর মাধ্যমে করা হয়ে থাকে। যার ফলে একটি প্রোগ্রাম এর মধ্যে ডেটার সঠিক সংখ্যা সম্পর্কে জানতে পারা যায়।

এর পাশাপাশি কোন একটি নির্দিষ্ট ডেটা এর বিশ্লেষণ এবং দক্ষতা ইত্যাদি খুঁজে নেওয়া সম্ভব।

AI হল লক্ষ্য

মেশিন লার্নিং এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিজে থেকে কোন কিছুকে জেনে নেওয়া। অর্থাৎ আপনি মেশিন লার্নিং এর মধ্যে নির্দিষ্ট ডেটা ইনপুট করে দিবেন।

এবং সেই ডেটা সম্পর্কিত আর যে সকল অজানা তথ্য রয়েছে। সে গুলো কে মেশিন লার্নিং নিজে থেকেই সংগ্রহ করবে। এবং সেই ডেটা গুলো কে নিজের মধ্যে ইমপোর্ট করে রাখবে।

উদাহরণ হিসেবে বলা যায় যে, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের চ্যাট বট দেখতে পাই। মূলত এই ধরনের সফটওয়্যার গুলোর মধ্যে বিশেষ কিছু মেশিন লার্নিং এর প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা হয়।

এবং সেখানে নির্দিষ্ট কিছু ডেটা কে ইমপোর্ট করা হয়। আর পরবর্তী সময়ে সেই মেশিন লার্নিং ইনপুট করা ডেটা গুলো কে ব্যবহার করে।

এর পাশাপাশি উক্ত বিষয় সম্বলিত যে সকল অজানা তথ্য রয়েছে। সে গুলো কে নিজের কাছে জমা করে রাখে।

এবং পরবর্তীতে নিজের কাছে থাকা জমা সেই ডেটা গুলো কে ব্যবহার করতে পারে।

সেরা মেশিন লার্নিং এর ব্যবহার

এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে। আমরা এতক্ষণ থেকে জানতে পারলাম মেশিন লার্নিং কি এবং মেশিন লার্নিং কিভাবে কাজ করে থাকে।

তবে আপনি কি বলতে পারবেন যে, কোন কোন কাজে মেশিন লার্নিং এর ব্যবহার করা হয়। হয়তোবা এত বড় আলোচনা করার পরও আমাদের মধ্যে এমন অনেকেই থাকবেন।

যারা আসলে মেশিন লার্নিং এর ব্যবহার সম্পর্কে বলতে পারবে না। আর সে কারণে মূলত এবার আমি এই বিষয় টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

যেখানে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে। বর্তমান সময়ে কোন কোন ক্ষেত্রে এই মেশিন লার্নিং কে ব্যবহার করা হচ্ছে।

এবং ভবিষ্যতে আর অন্য কোন কাজ গুলো তে মেশিন লার্নিং এর ব্যবহার হবে। চলুন এবার তাহলে সে সম্পর্কে বিশদ ভাবে জেনে নেওয়া যাক।

ডেটা সিকিউরিটি

যেহেতু বর্তমান সময় হলো ইন্টারনেটের যুগ। আর সেহেতু আমাদের সবাই নিজস্ব ডেটা গুলোর সুরক্ষা দেয়ার চেষ্টা করি।

আর এই ডেটা সুরক্ষা করার জন্য মেশিন লার্নিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারন মেশিন লার্নিং খুব দ্রুত যে কোনো ধরনের নিরাপত্তার বিপদ গুলো কে ধরতে পারে।

এর পাশাপাশি আগত সময়ে যে সকল বিপদ রয়েছে। সে সম্পর্কে অনুমান করতে পারে।

আর সেই অনুমানের ভিত্তিতে মেশিন লার্নিং এর সাহায্য প্রয়োজনীয় ডেটা গুলোকে সংরক্ষণ করে রাখা হয়। আর আপনি জানলে আরো অবাক হয়ে যাবেন।

কারণ মেশিন লার্নিং এর মধ্যে বিভিন্ন প্রকারের টুলস রয়েছে। যে গুলোর মাধ্যমে সুরক্ষিত আর্থিক লেনদেন দ্রুত সময়ে করা সম্ভব।

ফিন্যান্স

আমাদের মধ্যে যে মানুষ গুলো নিয়মিত ট্রেডিং করে থাকে। সেই মানুষ গুলো অবশ্যই ফিন্যান্স সম্পর্কে জেনে থাকবেন। যেখানে বিভিন্ন প্রকারের ট্রেডিং করা হয়।

আর এই কাজের জন্য কিন্তু মেশিন লার্নিং এর অ্যালগরিদম ব্যবহার করা হয়ে থাকে। কেননা মেশিন লার্নিং স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে পারে।

যার ফলে ট্রেডিং এর যাবতীয় কাজ গুলো খুব সূক্ষ্মভাবে এবং সহজেই করতে পারে। আর সে কারণে মূলত যে সকল মানুষ ট্রেডিং এর জন্য বিনিয়োগ করে থাকে।

তারা ট্রেডিং এর মাধ্যমে তাদের উপযুক্ত আর্থিক বিষয় গুলো বুঝে নিতে পারে। আর আপনি যদি ফিন্যান্স কোম্পানি গুলোর দিকে লক্ষ্য করেন।

তাহলে দেখতে পারবেন যে, ফিনান্স কোম্পানি গুলো। তাদের আর্থিক লেনদেন এর কাজ গুলো সুরক্ষিত ভাবে করার জন্য।

প্রচুর পরিমাণে মেশিন লার্নিং এর ব্যবহার করা করে থাকে।

হেল্থকেয়ার

আপনি যদি বর্তমান সময় এর হেলথ কেয়ার গুলোর দিকে লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, মেশিন লার্নিং এর ফলে হেলথ কেয়ার এর যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে।

কারণ এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডক্টররা একটি রোগীর যাবতীয় বিষয় গুলো। খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা করতে পারে।

এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে যে সকল চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। সে গুলো নিতে পারে।

কারণ মেশিন লার্নিং এর ব্যবহার করে যখন কোন একটি মানুষের যাবতীয় অংশ গুলোর পরীক্ষা নিরীক্ষা করা হয়।

তখন সে গুলোর মধ্যে কোন প্রকারের ভুল থাকার সম্ভাবনা থাকে না। বরং যে সকল তথ্য গুলো দেয়। সে গুলো একবারে সঠিক তথ্য প্রদান করে।

আর সে কারণেই বলা হয়ে থাকে যে হেলথ কেয়ার এর দিক থেকে। মেশিন লার্নিং এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা আসলে বলার অপেক্ষা রাখে না।

ফ্রড ডিটেকশন

জারিয়াতির তদন্ত সম্পর্কে আপনি অবশ্যই শুনে থাকবেন। আর এই জালিয়াতির তদন্ত গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু যখন মেশিন লার্নিং এর আবিষ্কার হয়েছে। তখন এই ধরনের তদন্ত গুলো খুব সহজেই করা সম্ভব হয়েছে।

কারণ বর্তমান সময়ে বিভিন্ন প্রকারের বড় বড় কোম্পানি রয়েছে। যারা মূলত পূর্বের তুলনায় বর্তমানে 60 থেকে 70 শতাংশ দ্রুত যে কোনো ধরনের জালিয়াতির তদন্ত গুলো সম্পন্ন করতে পারে।

এবং এর ফলে ১০০% নির্ভুল তথ্য পাওয়া যায়। আর এদিক থেকে বলা যায় যে, ফ্রড ডিটেকশন এর দিক থেকে মেশিন লার্নিং এর অবদান গুরুত্বপূর্ণ।

রিটেইল

বর্তমান সময়ে মেশিন লার্নিং এর কারণে বিভিন্ন ধরনের অনলাইন কোম্পানি গুলো ব্যাপক পরিমাণ সুবিধা ভোগ করতে পারছে।

কেননা এই মেশিন লার্নিং এর মধ্যে যে অ্যালগরিদম থাকে। সে গুলো সাহায্য কোন একজন ব্যক্তির চাহিদা ভৌগলিক স্থান, ডেমোগ্রাফি সহ দেখতে পাওয়া যায়।

আপনি আরোও দেখতে পারেন…

এবং সে গুলো ডেটার উপর নির্ভর করে উক্ত ব্যক্তি কে। বিভিন্ন প্রকারের প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়।

এবং সেই ব্যক্তি উক্ত প্রোডাক্ট গুলো কিনে নেওয়ার জন্য প্রকাশ করে। এর ফলে যে সকল অনলাইন কোম্পানি রয়েছে।

তাদের পণ্য বিক্রির চাহিদা পূর্বের তুলনায় আরো কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।

মেশিন লার্নিং নিয়ে আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, আমরা যেহেতু অনলাইন এর যুগে বসবাস করছি। সেহেতু অবশ্যই আমাদের মেশিন লার্নিং কি সে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।

কেননা বর্তমান সময়ে মেশিন লার্নিং এর ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন।

তাহলে দেখতে পারবেন যে, মেশিন লার্নিং এর মাধ্যমে অধিকাংশ কাজ গুলো সম্পন্ন করা হয়। আর আপনি যদি এই বিষয় গুলো সম্পর্কে পরিষ্কার ভাবে জানতে পারেন।

সে কারণে আমি আজকে মেশিন লার্নিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন।

আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top