LG কোন দেশের কোম্পানি : LG হলো গোটা বিশ্বের কনজিউমার ইলেকট্রনিক্স নির্মাণকারী প্রতিষ্ঠান। এবং এই কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট রয়েছে।
সে কারণেই আমরা অনেকেই জানতে চাই যে, LG কোন দেশের কোম্পানি। এবং এই LG কোম্পানির মালিক কে। মূলত আজকে আমি আপনাকে এই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এর পাশাপাশি আপনি LG কোম্পানি সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। যে গুলো আপনার জেনে নেওয়া টা অতি প্রয়োজনীয়।
আপনি উনবিংশ শতাব্দীর মানুষ হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনি এই এলজি (LG) কোম্পানি সম্পর্কে জেনে থাকবেন।
কারণ এই জনপ্রিয় কোম্পানি টি ২০০৫ সালে কনজিউমার ইলেকট্রনিক্স নির্মাণে। বৃহৎ একটি ব্র্যান্ডে পরিণত হতে পেরেছিল।
এবং এই কোম্পানি থেকে ২০১০ সালে স্মার্টফোন তৈরি করার কাজ শুরু করেছিল।
এই কোম্পানি টি সম্পূর্ণ ভিন্ন হওয়ার পরেও। উক্ত LG নামক কোম্পানি থেকে যে সকল স্মার্টফোন তৈরি করা হয়। সেই স্মার্ট ফোন গুলো তে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে।
আপনি আরোও জানতে পারবেন…
- HUAWEI কোন দেশের কোম্পানি | এই কোম্পানীর মালিক কে
- Itel কোন দেশের কোম্পানি | আইটেল কোম্পানির মালিক কে
- htc কোন দেশের কোম্পানি | HTC এর মালিক কে
গুগলের অ্যান্ড্রয়েড কে ব্যবহার করা হয়ে থাকে। এবং সময়ের সাথে সাথে আপনি এলজি নামক এই কোম্পানির। বিভিন্ন প্রকারের প্রোডাক্ট দেখতে পারবেন।
চলুন এবার বিস্তারিত আলোচনার মধ্যে ফিরে যাওয়া যাক।
LG কি?
LG কোম্পানি টি মূলত দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। যদি আপনি অ্যাপল, স্যামসাং এবং এলজি (LG) এর তুলনা করেন।
তাহলে দেখতে পারবেন যে, অ্যাপল, স্যামসাং এর পরই রয়েছে এলজির অবস্থান।
কারণ উত্তর আমেরিকা তে অন্যান্য কোম্পানির ফোন ব্যবহার করার পাশাপাশি। LG কোম্পানির স্মার্টফোন গুলো প্রচুর পরিমাণে জনপ্রিয়।
বর্তমান বিশ্বে আপনি বিভিন্ন ধরনের কোম্পানি দেখতে পারবেন। এবং প্রত্যেক টা কোম্পানির নিজস্ব একটা করে নাম রয়েছে।
ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের জনপ্রিয় এবং বৃহৎ একটি কনজ্যুমার ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হলো LG. কারণ আপনি যদি এই কোম্পানির দিকে লক্ষ্য করেন।
তাহলে দেখতে পারবেন যে LG কোম্পানি ২০১০ সাল থেকেই স্মার্টফোন নির্মাণ করার কাজ করে আসছে।
এর পাশাপাশি সময়ের সাথে সাথে LG নামক কোম্পানির যেমন জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি ভাবে এই কোম্পানির মধ্যে থাকা প্রোডাক্ট এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
LG কোন দেশের কোম্পানি?
এবার আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে, LG কোন দেশের কোম্পানি। কারন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।
যারা LG কোম্পানির স্মার্টফোন ব্যবহার করতে চায়। আর যখন তারা তাদের পছন্দের এলজি স্মার্টফোন গুলো কিনতে যায়।
তখন তাদের মনে একটি প্রশ্ন জেগে থাকে। সেটি হলো যে, LG কোন দেশের কোম্পানি। মূলত তাদের উদ্দেশ্যে আমি বলব যে, LG হলো দক্ষিণ কোরিয়ার একটি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি। যে প্রতিষ্ঠানের সর্বপ্রথম সূচনা হয়েছিল ১৯৫৮ সালে। আর সেই সময় থেকে এখন পর্যন্ত এই কোম্পানি টি। অনবরত বিভিন্ন প্রকারের প্রোডাক্ট নির্মাণ করার কাজ করে আসছে।
সেই সাথে তাদের কোম্পানি থেকে উৎপাদিত প্রোডাক্ট গুলো বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হচ্ছে।
LG কোম্পানির মালিক কে ?
উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, LG কোন দেশের কোম্পানি।
তো এই বিষয় টা জানার পাশাপাশি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। সেটি হল, LG কোম্পানির মালিক কে।
আর এবার আমি আপনাকে বলব যে, LG কোম্পানির বর্তমান সিইও এর নাম হল, William Cho.
মূলত ইনি হলেন সেই ব্যক্তি যিনি বর্তমান সময়ে LG কোম্পানির যাবতীয় কার্যাবলী গুলো কে পরিচালনা করে থাকেন।
আর সময় টা ছিল ১৯৮৭ সাল। সেই সময়ে এই ব্যক্তি এলজি নামক কোম্পানি কে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদনে উৎসাহী করে।
এবং তিনি তার কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন করার কাজে যুক্ত করেন। আর এলজি কোম্পানির বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।
সেই প্রতিষ্ঠান গুলোর মধ্যে William Cho সিইও হিসেবে যুক্ত আছেন। সময়ের সাথে সাথে যখন এলজি কোম্পানির জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
তখন ১৯৯৭ সালের দিকে এলজি তাদের উৎপাদিত পণ্য গুলো ভারতের মধ্যে সরবরাহ করা শুরু করে।
আর ইন্ডিয়ার মধ্যে LG কোম্পানি বর্তমান সময়ে রেফ্রিজারেটর, মনিটর, ওয়াশিং মেশিন, কন্ডিশনার সিস্টেমসহ। বিভিন্ন প্রকারের প্রোডাক্ট সরবরাহ করে যাচ্ছে।
LG কোম্পানির উত্থান
আলোচনার শুরু থেকে এই পর্যন্ত আপনি জানতে পারলেন যে, LG কোম্পানি কি। এবং LG কোন দেশের কোম্পানি। তো এই বিষয় গুলো জানার পাশাপাশি।
এবার আমি একটা আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য সম্পর্কে জানিয়ে দিবো। সেটি হল, এই কোম্পানির উত্থান কিভাবে হয়েছিল।
সে সম্পর্কে আপনাকে স্বল্প আকারে ধারণা দেয়ার চেষ্টা করব। যেখান থেকে আপনি জানতে পারবেন যে। আজকের দিনের জনপ্রিয়তার শীর্ষে থাকা এই কোম্পানি টি।
কিভাবে তার যাত্রা শুরু করেছিল। চলুন এবার তাহলে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
আমি শুরুতেই আপনাকে বলে দিয়েছি যে LG নামক এই কোম্পানির যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। এবং শুরুর দিকে এই এল জি কোম্পানির এত গুলো প্রোডাক্ট ছিল না।
যত গুলো আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। কারণ সে সময়ে শুধুমাত্র কনজিউমার ইলেকট্রনিক্স এর চিন্তা ভাবনা নিয়েই। LG নামক কোম্পানি টির যাত্রা শুরু হয়েছিল।
আর ধীরে ধীরে যখন তারা তাদের কোম্পানি থেকে। উৎপাদিত প্রোডাক্ট এর জনপ্রিয়তা বৃদ্ধি করতে পেরেছিল।
তখন তারা তাদের কোম্পানির আকার আরো বৃহৎ করার চেষ্টা করে। এবং তারা তাদের প্রোডাক্ট এর পরিমাণ আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা শুরু করে।
যে প্রোডাক্ট গুলো আমরা বর্তমান সময়ে এর মধ্যেও দেখতে পাচ্ছি।
LG কোম্পানির ইতিহাস
LG কোন দেশের কোম্পানি এবং LG কোম্পানির মালিক কে। সে সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে।
আশা করি যারা এই প্রশ্নের উত্তর গুলো খুঁজেছিলেন। তারা একবারে সঠিক উত্তর জানতে পেরেছেন। আর এবার আমি আপনাকে LG কোম্পানির ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আমি বারংবার একটা কথা বলে থাকি। আর সেই কথাটি হলো যে, একটি কোম্পানি সফল হওয়ার পেছনে। সেই কোম্পানির অনেক অজানা গল্প থাকে।
যে গুলো আমরা অনেকেই আর জানতে পারি না। আর যেহেতু আপনি LG কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছেন।
আপনার জন্য আরোও লেখা আছে…
- Mi কোন দেশের কোম্পানি | Mi এর মালিক কে
- Realme কোন দেশের কোম্পানি । Realme এর মালিক কে
- OPPO কোন দেশের কোম্পানি ? এর প্রতিষ্ঠাতা এবং সিইও (CEO) কে?
সেহেতু এবার আপনার সাথেই LG কোম্পানির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এবার তাহলে LG কোম্পানির ইতিহাস জেনে নেওয়া যাক।
মূলত এলজি নামক এই কোম্পানিটির সর্ব প্রথম যাত্রা শুরু হয়েছিল 1998 সালের। শুরুর দিকে আর যখন এই LG কোম্পানির যাত্রা শুরু হয়েছিল।
তখন এল জি নামক এই কোম্পানি টি কনজ্যুমার ইলেকট্রনিক্স। এবং হোম অ্যাপ্লায়েন্স এর বিভিন্ন প্রকারের প্রোডাক্ট তৈরি করত। আর ১৯৯৮ সালের দিকে এই এল জি নামক কোম্পানির যাত্রা শুরু হলেও।
মাত্র কয়েক বছরের ব্যবধানে ২০০৫ সালে। LG কোম্পানি গোটা বিশ্বের মধ্যে একটি ব্র্যান্ডে পরিণত হয়। এবং তারা তাদের এই জনপ্রিয়তা বজায় রাখার জন্য ২০০৯ সালের দিকে।
আরও বিভিন্ন প্রকারের প্রোডাক্ট নিয়ে হাজির হন। সেই সকল প্রোডাক্ট এর মধ্যে অন্যতম হলো, LG ডিসপ্লে এবং এলসিডি প্যানেল।
এই ধরনের প্রোডাক্ট উৎপাদনের দিক থেকে LG ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল।
আর তার এক বছর পর অর্থাৎ ২০১০ সাল এর শুরুর দিকে। LG কোম্পানি থেকে স্মার্টফোন তৈরি করা শুরু করে।
এবং তাদের কোম্পানি থেকে যে সকল স্মার্টফোন উৎপাদন হত। সেই স্মার্ট ফোন গুলো বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাত করার কথা চিন্তা-ভাবনা করেছিল।
একটা কথা বলে রাখা ভালো যে, LG কোম্পানি নিজেদের অরিজিনাল সরঞ্জাম বা ইকুইপমেন্ট এর সাহায্যে। স্মার্ট ফোন তৈরি করলেও। তারা তাদের তৈরি করা স্মার্টফোন গুলো তে।
অপারেটিং সিস্টেম হিসেবে, google এর এন্ড্রয়েড ব্যবহার করে থাকে। যার ফলে LG কোম্পানি থেকে উৎপাদিত হওয়া স্মার্টফোন গুলো তে।
এন্ড্রয়েড ব্যবহার করার সুবিধা পেয়ে। মানুষ LG কোম্পানির দিকে আরো বেশি আগ্রহী হয়ে পড়েছে।
এবং তার কয়েক বছর পরে এলজি তাদের কোম্পানি কে আরও বৃহৎ আকার ধারণ করাতে পেরেছে। কারণ বর্তমান সময়ে আপনি এলজি কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট দেখতে পারবেন।
যেমন, মনিটর, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন। সহ আরো বিভিন্ন প্রকারের প্রোডাক্ট দেখতে পারবেন।
আর অবাক করার মত বিষয় হলো যে। বর্তমান সময়ে LG কোম্পানির যে সকল প্রোডাক্ট রয়েছে। সেই প্রোডাক্ট গুলো বিভিন্ন দেশে ব্যবহার করা হয়।
এবং অন্যান্য কোম্পানির পাশাপাশি, এলজি কোম্পানি নিজের আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে কাজ করা যাচ্ছে।
LG কোম্পানির যাবতীয় প্রোডাক্ট
আপনি যদি আজকের আলোচনা টি পড়ে থাকেন। তাহলে LG কোন দেশের কোম্পানি সে সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকবে।
আর বর্তমান সময়ে এই LG কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট রয়েছে। সে সম্পর্কেও আপনি জেনে থাকবেন।
কারণ উপরের আলোচনা তে আমি এই বিষয় গুলো কে ধাপে ধাপে বলার চেষ্টা করেছি। তো এখন অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে।
আর সেই প্রশ্ন টা হল যে, এই LG কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে। যে গুলো বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে।
মূলত এবার আমি আপনাকে LG কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট এর সাথে। পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- LG G8X THINQ
- LG V50 THINQ
- LG WING
- LG G8 THINQ
- LG VELVET
- LG V60 THINQ
- LG V40 THINQ
- LG G7 THINQ
উপরের তালিকায় আপনি LG কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট এর তালিকা দেখতে পাচ্ছেন।
মূলত এই তালিকার মধ্যে শুধুমাত্র স্মার্টফোনের কথা উল্লেখ করা হয়েছে। আর এই স্মার্ট ফোন বাদেও এলজি কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট রয়েছে।
যা মূলত গোটা বিশ্বব্যাপী বিস্তৃত।
LG কোম্পানি নিয়ে আমাদের কিছু কথা
প্রিয় পাঠক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে। আমি আপনাকে LG কোম্পানি সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
আপনি আরোও জানতে পারেন…
- টেলিভিশন কে আবিষ্কার করেন । টেলিভিশন আবিষ্কারের ইতিহাস
- OnePlus কোন দেশের কোম্পানি | এই কোম্পানীর মালিক কে?
- Symphony কোন দেশের কোম্পানি | সিম্ফোনি কোম্পানির মালিক কে
যেমন সবার শুরুতেই আমি আপনাকে বলেছি যে LG কোন দেশের কোম্পানি। এবং এই এল জি কোম্পানির মালিক কে।
আশা করি আপনি যদি আজকের আলোচিত আলোচনা গুলো মনোযোগ দিয়ে পড়ে থাকেন। তাহলে এ বিষয় গুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন।
আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে পেতে চাইলে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আমাদের লেখা সম্পর্কে আপনার কোন মতামত কিংবা অভিযোগ থাকে।
তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।