আয়কর নির্দেশিকা 2022-2023 সম্পর্কে বিস্তারিত জানুন

আমাদের মধ্যে যে সকল মানুষের নিকট টিন সার্টিফিকেট রয়েছে। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিব যে, ২০২১ এবং ২০২২ অনুযায়ী। একজন ব্যক্তিকে কি কারণে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 

এবং আপনি যদি বাধ্যতামূলক আয় রিটার্ন দাখিল না করেন। সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হবে সে সম্পর্কেও আজকে সঠিক ধারণা দেয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই বিষয় গুলো সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে আজকের পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়তে হবে। 

 

আয়কর নির্দেশিকা কি ও এর প্রয়োজনীয়তা

যারা মূলত নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। তাদের একটা বিষয়ে খুব ভালো করে জানা থাকে। সেটি হল, প্রতি বছর এই আয়কর আইনের মধ্যে সংযোজন করা হয়। এবং সেই আইন নতুন ভাবে সকল করযোগ্য ব্যক্তিদের উদ্দেশ্যে প্রকাশ করা হয়।

আর এই পরিবর্তিত আইনের মধ্যে সর্বপ্রথম আয়কর নির্ধারণ করা হয়। যেমন, কাদের কে আয়কর প্রদান করতে হবে, কোন কোন ব্যক্তিদের আয়কর দেয়ার প্রয়োজন পড়বে না। কখন আয় কর দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, এই সকল বিষয় গুলোর উপর নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। 

আর আমাদের মধ্যে যে সকল মানুষ করযোগ্য ব্যক্তি হিসেবে নির্ধারিত হয়েছেন। তাদের এই নতুন সংযোজিত নির্দেশিকা সম্পর্কে অবশ্যই পরিষ্কার ধারণা রাখতে হবে। কেননা আপনার নিকট যদি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি যদি সেই নির্দেশিকা গুলো সম্পর্কে না জানেন। তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। 

 

আয়কর নির্দেশিকা গুলো কি কি?

যেহেতু আপনি আয়কর নির্দেশিকা গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। সেহেতু আপনাকে একটা কথা জেনে রাখতে হবে। সেটি হল, বর্তমান সময়ে বিভিন্ন ধরনের আয়কর নির্দেশিকা রয়েছে। আর আপনি যেন সেই সকল নির্দেশিকা গুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে ধাপে ধাপে সব গুলো নির্দেশিকা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

 

আয়কর নির্দেশিকাঃ প্রথম ভাগ (সাধারন বিষয় সমূহ)

  1. সাধারণ আয়কর রিটার্ন।
  2. কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 
  3. কখন এই আয়কর রিটার্ন দাখিল হতে হবে। 
  4. নির্ধারিত ব্যাক্তিরা কোথায় আয়কর রিটার্ন দাখিল করবে। 
  5. যদি আয়কর রিটার্ন দাখিল না করে, তাহলে সে সকল ব্যক্তিদের কি হবে। 

 

আয়কর নির্দেশিকাঃ দ্বিতীয় ভাগ (ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন)

  1. নির্দিষ্ট ব্যক্তিদের কর নির্ধারণ পদ্ধতি এবং আয়কর রিটার্ন এর প্রকারভেদ সমূহ।
  2. ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন এর ফরম। 
  3. ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন ফরম পূরণে জ্ঞাতব্য। 
  4. বারো ডিজিট এর টিন রিটার্নের সাথে যেসব প্রমাণ দাখিল করার প্রয়োজন হবে। 

 

আয়কর নির্দেশিকাঃ তৃতীয় ভাগ (বিভিন্ন খাতে আয় নিরুপন)

  1. করযোগ্য ব্যক্তিদের বেতনাদি।
  2. যে সকল সরকারি বেতন ভুক্ত কর্মচারী রয়েছেন, তাদের বেতন খাতে আয় নিরূপণ।
  3. নিরাপত্তা জামানতের উপর সুদ এর পরিমাণ।
  4. গৃহ সম্পত্তির আয়ের পরিমাণ।
  5. কৃষি থেকে মোট আয়।
  6. ব্যবসা বা অন্যান্য পেশার সাথে যুক্ত থাকা মোট আয়।
  7. মূলধনী মুনাফা এর পরিমাণ।
  8. অন্যান্য বিভিন্ন উৎস থেকে মোট আয়।
  9. ফার্ম বা অন্যান্য কোন ব্যক্তি সংঘের আয়ের মোট অংশ।
  10. স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের আয়।

 

আয়কর নির্দেশিকাঃ চতুর্থ ভাগ (করদায় পরিগননা)

  1. মোট আয় এর উপর আরোপ যোগ্য আয়কর এর পরিমাণ।
  2. নির্দিষ্ট করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর এর পরিমাণ।
  3. বিনিয়োগ জনিত কর রেয়াত এর পরিমাণ।
  4. ব্যক্তি করদাতার সারকার্জ।
  5. নির্দিষ্ট সময়ের মধ্যে কর প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে বিলম্ব সুদ আরোপ এর পরিমাণ। 
  6. উৎসে এবং অগ্রিম হিসাবে পরিশোধিত কর এর উপর ভিত্তি করে করের ক্রেডিট।

 

আয়কর নির্দেশিকাঃ পঞ্চম ভাগ (মোট আয় নিরুপন ও কর পরিগননার উদাহরন) 

  1. সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের মোট আয় ও কর পরিগণনার হিসেব।
  2. বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তার মোট আয় ও কর পরিগণনা।
  3. নির্দিষ্ট কোন শিক্ষকের মোট আয় ও কর পরিগণনা।
  4. একজন শিল্পীর আয় ও কর পরিগণনা। 
  5. নির্দিষ্ট একজন চিকিৎসকের মোট আয় ও কর পরিগণনা।
  6. কোন একজন ব্যবসায়ীর মোট আয় ও কর পরিগণনা। 

 

আয়কর নির্দেশিকাঃ ষষ্ঠ ভাগ (পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরনী এবং জীবনযাত্রা সংশ্লিষ্ঠ ব্যয়ের বিবরনী)

  1. প্রাণিসম্পদ দায় ও ব্যয় বিবরণী। 
  2. জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী। 

 

আয়কর নির্দেশিকা pdf ডাউনলোড করার উপায়

যদিও বা উপরের আলোচনা তে আয়কর নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তবে এরপরও যদি আপনি এই আয়কর সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে চান। তাহলে আপনাকে আয়কর নির্দেশিকা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে হবে। আর এবার আমি আপনাদের দেখিয়ে দিব যে, কিভাবে আপনি আয়কর নির্দেশিকা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন। 

তো আপনি যদি আয়কর নির্দেশিকা পিডিএফ ফাইল এ ডাউনলোড করে নিতে চান। তাহলে আপনাকে নিচের লিংকের মধ্যে ক্লিক করতে হবে। আর উক্ত লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার আয়কর নির্দেশিকা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। 

  • আয়কর নির্দেশিকা ডাউনলোডঃ Click Here.

 

আয়কর নির্দেশিকা সম্পর্কে আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, আপনারা যারা করযোগ্য ব্যক্তি হিসেবে নির্ধারিত হয়েছেন। তারা বেশ ভালো করেই জানেন যে, প্রতি বছর আয়কর নির্দেশিকার মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়। তো একজন করযোগ্য ব্যক্তি হিসেবে এই পরিবর্তিত নির্দেশিকা গুলো সম্পর্কে ধারণা রাখা আপনার জন্য অত্যন্ত জরুরী। 

আর আপনি যেন সেই আয়কর নির্দেশিকা গুলো সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারেন। সে কারণে মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। 

আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর এই ধরনের উপকারী তথ্যগুলো বিনামূল্যে পেতে চাইলে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top