HUAWEI কোন দেশের কোম্পানি | এই কোম্পানীর মালিক কে ?

HUAWEI কোন দেশের কোম্পানি : বর্তমান সময়ে আমরা যত গুলো মোবাইল প্রস্তুত কারক কোম্পানি দেখতে পাই।

HUAWEI কোন দেশের কোম্পানি | এই কোম্পানীর মালিক কে ?
HUAWEI কোন দেশের কোম্পানি

তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো HUAWEI (হুয়াওয়েই)। আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে। HUAWEI কোন দেশের কোম্পানি।

এবং এই হুয়াওয়েইর কোম্পানির মালিক কে। মূলত আজকে আমি এই বিষয় গুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব।

এর পাশাপাশি হুয়াওয়েই কোম্পানি সম্পর্কে যে সকল অজানা তথ্য রয়েছে। তার প্রত্যেকটি তথ্য আজকে আমি উল্লেখ করার চেষ্টা করব।

HUAWEI কি?

সবার আগে আমাদের জানতে হবে যে, হুয়াওয়েই হল এটি চীনা কোম্পানি। এবং এই কোম্পানি মূলত বহুজাতিক নেটওয়ার্কিং সেবা।

এবং এর পাশাপাশি টেলি কমিউনিকেশন এর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো প্রস্তুত করে থাকে। আর হুয়াওয়েই নামক এই জনপ্রিয় কোম্পানির সদর দপ্তর চিনের কুয়াংতুং নামক একটি প্রদেশের মধ্যে অবস্থিত।

আপনার জন্য আরোও লেখা… 

মূলত অতীতের ইতিহাস থেকে জানা যায় ২০১২ সালে এরিকসন নামক একটি বৃহৎ কোম্পানি কে পেছনে ফেলে। হুয়াওয়েই নামক এই কোম্পানিটির অনেক বড় একটা অংশ জুড়ে।

টেলি কমিউনিকেশন এর প্রয়োজনীয় উপকরণ নির্মাতা হিসেবে। বিশ্বের বুকে নতুন একটি নাম লেখাতে পেরেছে।

আর তখন থেকে এই জনপ্রিয় হুয়াওয়েই নামক কোম্পানিটির পরিধি গোটা বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে।

HUAWEI কোন দেশের কোম্পানি?

এতক্ষণ থেকে আপনি জানতে পারলেন যে, হুয়াওয়েই কি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে।

যারা এখনো বুঝতে পারবেন না যে, HUAWEI কোন দেশের কোম্পানি। মূলত যারা এই বিষয় টি সম্পর্কে জানে না।

তাদের উদ্দেশ্য করে বলব যে, হুয়াওয়েই হল চীনা একটি কোম্পানি। এবং HUAWEI নামক এই কোম্পানি কে গোটা বিশ্বের মধ্যে।

অন্যতম একটি টেকনোলজি কোম্পানি বলা হয়ে থাকে। এই হুয়াওয়েই নামক বৃহৎ কোম্পানিটি মূলত টেলিকমিউনিকেশন এর জন্য যে সকল প্রয়োজন সরঞ্জাম এর দরকার হয়। সে গুলো নির্মাণ করে থাকে।

এর পাশাপাশি ইলেক্ট্রনিক্স এর বিভিন্ন পণ্যের দিক থেকে। হুয়াওয়েই গোটা বিশ্বের কাছে নিজে কে পরিচিত করতে পেরেছে।

যদি আপনি আমাদের বাংলাদেশ এর কথা চিন্তা করে দেখেন। তাহলে দেখতে পারবেন যে, আমাদের দেশ এর এমন অনেক মানুষ আছেন

যারা HUAWEI স্মার্টফোন থেকে শুরু করে। বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে থাকে।

আর শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়। বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখন হুয়াওয়েই এর বিভিন্ন প্রকারের পণ্য ব্যবহার করে থাকে।

হুয়াওয়েই কোম্পানির মালিক কে?

শুরুতেই আমি আপনাকে জানিয়ে দিয়েছি, HUAWEI কোন দেশের কোম্পানি। আর সেখানে আমি আপনাকে স্পষ্ট করে বলেছি।

যে হুয়াওয়েই হল একটি চীনা কোম্পানি। তবে আপনি কি জানেন, এই হুয়াওয়েই কোম্পানির মালিক কে।

যদি আপনি এই বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন। তাহলে আমি আপনাকে বলব যে হুয়াওয়েই কোম্পানির মালিক এর নাম হল, Ran Zhengfei.

মূলত ইনি হলেন সেই ব্যক্তি। যার হাত ধরে হুয়াওয়েই নামক কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। এবং তিনি হলেন বর্তমান সময়ের HUAWEI কোম্পানির সিইও এবং প্রতিষ্ঠাতা।

আর তিনি তার অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে।

HUAWEI কোম্পানি কে বৃহৎ একটি টেলিকমিউনিকেশন সরঞ্জাম প্রস্তুত কারক একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছেন। আর এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখন হুয়াওয়েই কোম্পানির নাম জানে।

এবং তারা জনপ্রিয় এই কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য গুলো কে ব্যবহার করে থাকে।

যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে হুয়াওয়েই কোম্পানি অনেক জনপ্রিয় টি ব্র্যান্ডের নাম। সে কারণে হুয়াওয়েই ভারতে নতুন একজন সিইও নিযুক্ত করেছেন।

আর সেই ব্যক্তির নাম হলো, David Li. মূলত ডেবিট নামক এই ব্যক্তি গোটা ভারতবর্ষের মধ্যে। হুয়াওয়েই কোম্পানির যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে থাকেন।

এবং হুয়াওয়েই যেন তাদের কোম্পানির জনপ্রিয়তা আরও বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে। সেই উদ্দেশ্যে কাজ করে আসছেন।

হুয়াওয়েই কোম্পানির নামকরণ কিভাবে হয়?

আপনি পৃথিবীতে যত গুলো কোম্পানি দেখতে পারবেন। সেই কোম্পানি গুলোর নামের পেছনে কিছু না কিছু ইতিহাস থাকে।

ঠিক তেমনি ভাবে হুয়াওয়েই কোম্পানির নামকরণ এর বিশেষ একটি ইতিহাস রয়েছে। আর সেটি হল huawei কোম্পানির যে নামটি রয়েছে। সেটি একটি চীনা শব্দ।

মূলত ‘হুয়া’ শব্দের অর্থ হলো ফুল। আর সে কারণেই হুয়াওয়েই কোম্পানির লোগো এর মধ্যে আমরা ফুলের ছবি দেখতে পাই। আর ‘ওয়েই’ শব্দটির অর্থ হলো অর্জন করা।

কিন্তু অবাক করার মত বিষয় হলো। আপনি যদি চিনা ব্যক্তিদের দিকে লক্ষ্য করেন। তাহলে তারা এই huawei কোম্পানি কে ‘ওয়াহ ওয়েই’ নামে উচ্চারণ করে থাকেন।

অপর দিকে আপনি যদি আমাদের বাংলাদেশ এর ক্ষেত্রে লক্ষ্য করেন। তাহলে আপনি দেখতে পারবেন যে। আমাদের বাংলাদেশের মানুষ এই কোম্পানি কে হুয়াওয়েইই নামে উচ্চারণ করে থাকে।

হুয়াওয়েই কোম্পানির ইতিহাস

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, HUAWEI কোন দেশের কোম্পানি। এবং হুয়াওয়েই কোম্পানির মালিক কে।

তবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি। আপনার হুয়াওয়েই কোম্পানির ইতিহাস জেনে নেয়া টা অতি প্রয়োজনীয়।

আর এবার আমি আপনাকে হুয়াওয়েই কোম্পানির ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

মূলত এই কোম্পানির যাত্রা কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে আজকে এত জনপ্রিয়তা অর্জন করতে পারলো। তা আপনি আজকের আলোচিত HUAWEI কোম্পানির ইতিহাস থেকে জেনে নিতে পারবেন।

আপনি আরোও জানতে পারেন…

হুয়াওয়েই নামক বৃহৎ এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 1987 সালের শুরুর দিকে। আর যখন এই কোম্পানির সর্বপ্রথম সূচনা হয়।

তখন এই কোম্পানি থেকে ফোন সুইচ তৈরি করার কাজ করতো। তবে শুরুর দিকে তারা উৎপাদনের দিকে তেমনাটা গুরুত্ব দেয় নাই।

বরং তারা হংকং থেকে সুইচ আমদানি করতো। এবং সে গুলো সরাসরি অন্য আরেক টি দেশে। এবং নিজের দেশের মধ্যে বিক্রি করতো।

কিন্তু সেই সময়ে হুয়াওয়েই কোম্পানি চেয়েছিল। তারা এই ধরনের সুইচ গুলো নিজে থেকে তৈরি করবে। যার কারণে হুয়াওয়েই কোম্পানি থেকে একটি নিজস্ব প্রযুক্তি সম্পন্ন গবেষণা এবং উন্নয়ন প্রকল্পের শুরু করেন।

বিষয় টা অবাক করার মতো হলেও সত্য যে ।হুয়াওয়েই কোম্পানির যাত্রা 1987 সালে শুরু হলেও। এই কোম্পানি টি 1990 সালের মধ্যে।

৬০০ কর্মী নিয়োগ করতে সক্ষম হয়। এবং তারা এভাবেই সুইচ বিক্রি করার কাজ চলমান রাখে। কিন্তু ধীরে ধীরে তারা তাদের জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি করতে পেরেছিল।

যে এই কোম্পানি টি নিজস্ব একটি স্বাধীন বাণিজ্য করন এর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলো। আর যখন তাদের এই চেষ্টার সফল হয়।

তখন তারা তাদের ব্যবসা বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে। এবং তারপরেই মূলত ভুয়াওয়ে কোম্পানি টেলি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে।

এবং এই বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রকার এর সেবা দান করা শুরু করে। তবে শুরুর দিকে হুয়াওয়েই কোম্পানির মূলত টেলিকমিউনিকেশন এর জন্য।

যে সকল প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। সে গুলো সঠিক ভাবে সংগ্রহ করত। এবং সময় অনুযায়ী কনসিউমার বাজারের জন্য যোগাযোগ তৈরি করার জন্য।

যে সকল কাজ করতে হয়, সে গুলো সম্পন্ন করত। কিন্তু তারা তাদের এই কাজ গুলো এত ভালোভাবে করতে পেরেছিল। যে কারণে পিপল লিবারেশন আর্মির জন্য।

হুয়াওয়েই কোম্পানি বৃহৎ একটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল। হয়তোবা আপনার কাছে এই বিষয়টি অনেক ছোট মনে হলেও।

হুয়াওয়েই কোম্পানির আজকের জনপ্রিয়তার পেছনে। সেই চুক্তিপত্র বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে।

এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। যখন আপনি 2019 সালের কোম্পানির মধ্যে থাকা কর্মচারীর সংখ্যা দেখতে পারবেন।

কেননা ২০১৯ সালে হুয়াওয়েই কোম্পানি তে মোট ১ লক্ষ ৯৪ হাজার কর্মীর সংখ্যা ছিলো। আর যখন HUAWEI কোম্পানি নিজের একটা ভালো অবস্থান করে নিতে পেরেছে।

তখন হুয়াওয়েই কোম্পানি মোবাইল ফোন ব্যবসার প্রতি আগ্রহী হয়। এবং তারা ২০০৩ সালে সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবসার মধ্যে। নিজের কোম্পানি কে যুক্ত করার।

আর ২০০৪ সালের মধ্যে হুয়াওয়েই কোম্পানি থেকে বিশেষ একটি স্মার্টফোন লঞ্চ করা হয়। যে স্মার্টফোনের মডেল হল, HUAWEI C300.

আর যখন এই মডেলের স্মার্টফোন টি লঞ্চ করা হয়েছিল। তখন উক্ত স্মার্টফোনে google এর অ্যান্ড্রয়েড নামক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

হুয়াওয়েই কোম্পানির প্রোডাক্ট

আর্টিকেলের এই পর্যন্ত আমরা হুয়াওয়েই কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছি। যেমন সবার শুরুতেই আমরা জেনেছি হুয়াওয়েই কি।

এবং হুয়াওয়েই কোন দেশের কোম্পানি। এর পাশাপাশি হুয়াওয়েই কোম্পানির মালিক কে। সে সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা দিয়েছি।

তবে আর্টিকেল এর মধ্যে আমি আপনাকে কোথাও হুয়াওয়েই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলিনি। মূলত সে কারণেই এবার আমি আপনাকে হুয়াওয়েই কোম্পানির বিভিন্ন প্রকারের প্রোডাক্ট এর সাথে পরিচয় করিয়ে দিব।

যে প্রোডাক্ট গুলো বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। আর হুয়াওয়েই কোম্পানির সেই প্রোডাক্ট গুলো হলো:

  • HUAWEI P5O PRO: এটি হলো হুয়াওয়েই কোম্পানি থেকে লঞ্চ হওয়া চমৎকার একটি স্মার্টফোন। যার মধ্যে রয়েছে আকর্ষণীয় সব ডিজাইন।
  • এবং দুর্দান্ত কোয়ালিটির ক্যামেরা। এর পাশাপাশি এই স্মার্টফোন টি ব্যবহার করে আপনি অনেক ভাল পারফরমেন্স পাবেন।
  • HUAWEI P5O POCKET: আপনি যদি মোবাইল ভাঁজ করে রাখতে চান। তাহলে আপনাকে এই মডেলের স্মার্টফোন টি কিনতে হবে।
  • মূলত এটি হুয়াওয়েই কোম্পানি থেকে রিলিজ করা হয়েছে। আর বর্তমান সময়ে ফোল্ডিং ফোন গুলোর দিক থেকে। অনেক ভালো ক্যামেরা এবং ব্যাটারি লাইফ নিয়ে এই ফোন টি বেশ সারা জাগাতে পেরেছে।
  • HUAWEI P30: হুয়াওয়েই কোম্পানি থেকে রিলিজ করা অন্যান্য সব স্মার্টফোন এর দিক থেকে। এই মডেলের স্মার্টফোন টি বেশ আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরার সাথে রিলিজ করা হয়েছে।
  • এবং উক্ত স্মার্টফোনের মধ্যে আপনি GMS সাপোর্ট পাবেন। যা সত্যিই আপনার অনেক ভালো লাগবে।
  • HUAWEI P4O PRO: আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা মূলত খুব ভালো পারফরমেন্স এর স্মার্টফোন খুঁজে থাকেন তো তারা চাইলে এই মডেলের হুয়া হয়ে মোবাইলটি ব্যবহার করে দেখতে পারেন।
  • কারণ এই স্মার্টফোনের মধ্যে টাকা ডিসপ্লে আপনার হৃদয় জুড়িয়ে দিতে সক্ষম। এসবের পাশাপাশি উক্ত স্মার্ট ফোন দিয়ে যে সকল ছবি তুলবেন। তা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন।

উপরের আলোচনা তে আপনি হুয়াওয়েই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছেন। এবং সেখানে আমি হুয়াওয়েই কোম্পানির আকর্ষণীয় সব স্মার্টফোনের কথা উল্লেখ করেছি।

আপনি আরোও দেখতে পারেন…

তবে এ গুলো ছাড়াও আপনি হুয়াওয়েই কোম্পানির আরো অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন। যে গুলো বর্তমানে গোটা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে।

হুয়াওয়েই কোম্পানি সম্পর্কে আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে। হুয়াওয়ে কোন দেশের কোম্পানি। এর পাশাপাশি হুয়াওয়ে কোম্পানির মালিক কে।

সে সম্পর্কে আপনাকে সঠিক তথ্য দিয়েছি। আশা করি আজকের পর থেকে আপনার আর হুয়াওয়ে কোম্পানি সম্পর্কে কোন অজানা বিষয় থাকবে না।

মূলত আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো কে খুব সহজভাবে উল্লেখ করার চেষ্টা করি। আর আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয় গুলো কে সবার আগে জানতে চান।

তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট এর মধ্যে প্রতিনিয়ত ভিজিট করবেন। আর আর্টিকেল এর এই পর্যন্ত আসার জন্য আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top