ফার্মেসি ব্যবসা : বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো ফার্মেসি ব্যবসা। যেখান থেকে আপনি খুব সহজেই অনেক বেশি টাকা আয় করে নিতে পারবেন।
আর সে কারনেই মূলত আজকের দিনে শহরের আনাচে কানাচে ফার্মেসি ব্যবসা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তো বর্তমান সময়ে রাস্তায় চলাফেরা করার সময় আমরা প্রতিনিয়ত ফার্মেসির দোকান দেখতে পাই।
কিন্তুু কখনও কি আপনি ভেবে দেখেছেন যে, যারা মূলত এই ধরনের Pharmacy Business করে। তারা এই ধরনের বিজনেস থেকে কি পরিমান টাকা আয় করে?
ভাবেন নাই, তাইতো? – তবে এসব নিয়ে না ভাবলেও কোনো সমস্যা নেই। কারন আজকের এই আর্টিকেলে ফার্মেসি ব্যবসার যতো খুটিনাটি বিষয় আছে ৷
তার সবগুলো বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।
এবং আজকের আর্টিকেলটি যেন আপনার বুঝতে অনেক সুবিধা হয়। সেজন্য আমি যথেষ্ট চেস্টা করবো খুব সহজ সহজ শব্দ গুলো ব্যবহার করে আজকের আর্টিকেলটি লেখার।
যা আমি অন্যান্য সব গুলো আর্টিকেলে এই কাজটি করে থাকি।
তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই ফার্মেসি ব্যবসা নিয়ে তো অনেক গুলো ব্লগে আর্টিকেল আছে। তাহলে কেন আপনি আমার লেখা এই আর্টিকেলটি পড়বেন? -তাহলে শুনুন…
গত কয়েকমাস আগে আমি নিজেই এই ফার্মেসি ব্যবসা টি শুরু করেছি ৷ এবং বর্তমানে আমি আমার ফার্মেসি তে বসেই এই আর্টিকেলটি লিখছি।
এবং আমার এই Pharmacy Business শুরু থেকে আজ অবধি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। তার বাস্তব চিএ গুলো শেয়ার করবো আপনার সাথে।
আপনি আরো দেখতে পারেন…
- ট্রেড লাইসেন্স কি? কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয়?
- অনলাইন বিজনেস কি? অনলাইনে বিজনেস শুরু করার উপায়
- গ্রামের ব্যবসার আইডিয়া – গ্রামে কোন ব্যবসা গুলো করা যাবে জানুন
এখন আপনি যদি মন থেকে ফার্মেসি ব্যবসা করতে চান। এবং এই Pharmacy Business থেকে নিজের একটা সফল ক্যারিয়ার গড়ে নিতে চান।
তাহলে আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার মনে ফার্মেসি রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না।
ফার্মেসি ব্যবসা কি? (What is pharmacy-business)
সহজ কথায় যে দোকান গুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় ঔষধ গুলো কিনতে পাওয়া যায়। সেই দোকান গুলোকে বলা হয় ফার্মেসি।
আর যখন আপনি এই ধরনের প্রয়োজনীয় ঔষুধ গুলো নিয়ে ব্যবসা করবেন। তখন তাকে বলা হবে ফার্মেসি ব্যবসা ৷
বর্তমান সময়ে আপনি এমন অনেক ধরনের বিজনেস দেখতে পারবেন। এবং আমিও এই ওয়েবসাইটে অনেক লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করেছি।
কিন্তুু সেইসব ব্যবসার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ফার্মেসি ব্যবসা।
কেন ফার্মেসি ব্যবসা করবেন?
তো আমরা সবাই জানি যে, আজকের দিনে বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে। এবং অনেকেই ভিন্ন ভিন্ন ব্যবসা করে নিজের ক্যারিয়ার ও গড়ে নিতে পেরেছে।
এখন সেই সব ব্যবসা গুলো না করে আপনি কিসের জন্য ফার্মেসি ব্যবসা করবেন? -এতে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা।
দেখুন যেকোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা রিলেটেড বিভিন্ন তথ্য জেনে নেয়াটা কিন্তুু অতি বুদ্ধিমানের কাজ। কেননা, আপনি যে কাজে ক্যারিয়ার গড়ার সিন্ধান্ত নিয়েছেন।
সেই কাজ সম্পর্কে যদি বিস্তারিত না জানেন। তাহলে কিন্তুু আপনার সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে।
তো মূল কথা হলো যে, যদি আপনি কোনো প্রকার ব্যবসা করার সিন্ধান্ত নেন ৷ তাহলে আমি বলবো আপনি আপনার ব্যবসার শুরুটা ফার্মেসি দিয়েই করা উচিত।
কেননা, এটি বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা। যেখান থেকে আপনি খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে অধিক পরিমানে টাকা ইনকাম করে নিতে পারবেন।
কারন ফার্মেসি ব্যবসার মূল উপকরন হলো ওষুধ। আর আজকের দিনে কিন্তুু ওষুধ আমাদের নিত্য প্রয়োজনীয় অংশ হয়ে দাড়িয়েছে।
আপনি জানলে অবাক হয়ে যাবেন, কারন আমরা যেমন দৈনিক ভাত না খেলে বাঁচতে পারবো না। ঠিক তেমনি ভাবে ওষুধ কিন্তুু নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে।
কারন বর্তমানে আপনি এমন অনেক মানুষকে খুজে পাবেন ৷ যারা মূলত ওষুধ না খেলে একদিন সময়ও অতিবাহিত করতে পারবে না।
আর এই সুযোগটা কে কাজে লাগিয়ে আপনি যদি এই সময়ে ফার্মেসি ব্যবসা শুরু করেন। তাহলে একবার চিন্তা করে দেখুন যে আপনি কোথায় থেকে কোথায় পৌঁছে যাবেন ৷
ফার্মেসি ব্যবসায় লাভ কেমন হয়?
কেন আপনি ফার্মেসি ব্যবসা শুরু করবেন ৷ এই বিষয় সম্পর্কে জানার পর আপনার মনে আরও একটি প্রশ্ন জেগে থাকবে। তাহলো, যদি আপনি এই ধরনের ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে নিতে পারেন।
তাহলে আপনি ফার্মেসি ব্যবসা থেকে কি পরিমান টাকা আয় করে নিতে পারবেন ৷ অর্থ্যাৎ, এই ফার্মেসি ব্যবসা তে লাভ কিরকম হয়। তো চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।
দেখুন, আসলে কোনো একটি ব্যবসা থেকে আপনি কি পরিমান টাকা লাভ করতে পারবেন। সেটা কিন্তুু ষ্পষ্টভাবে বলা সম্ভব না। কারন কোনো ব্যবসায় কি পরিমান লাভ আসবে ৷
সেটা কিন্তুু অনেক গুলো কারনের উপর নির্ভর করে থাকে।
এখন আপনি যদি ফার্মেসি ব্যবসায় কি পরিমান টাকা লাভ আসবে। সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা নিতে চান৷ তাহলে শুনে রাখুন যে, ফার্মেসির ব্যবসা তে কিরকম লাভ আসবে।
তা কিন্তুু অনেক গুলো দিকের উপর নির্ভর করে। যেমনঃ
০১| ওষুধের কোম্পানির উপর নির্ভর করবে
যেহুতু আপনি ফার্মেসি ব্যবসা করবেন ৷ সেহুতু আপনার ব্যবসার মূল উপকরন হলো ঔষুধ৷ এখন একটি ফার্মেসিতে কিন্তুু শুধুমাএ একটি কোম্পানির ওষুধ থাকবে না।
বরং আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রাখতে হবে। এখন মূল যে বিষয়টি হলো, সব কোম্পানির ওষুধ থেকে আপনি একই কমিশন পাবেন না ৷
- গার্মেন্টস কাপড়ের ব্যবসা শুরু করার নিয়ম (রেডিমেড গার্মেন্টস ব্যবসা)
- 10 হাজার টাকায় ব্যবসা শুরু করার আইডিয়া
যেমন, আপনি যদি Square কোম্পানির ওষুধ সেল করেন৷ তাহলে আপনি কিন্তুু অনেক কম পরিমানে কমিশন পাবেন ৷ আবার আপনি যদি ইউনানি বা হামদর্দ কোম্পানির ওষুধ সেল করেন ৷
তাহলে কিন্তুু আপনি এই ধরনের কোম্পানির ওষুধ থেকে ভালো পরিমান কমিশন পাবেন ৷
তো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ওষুধ কোম্পানি আছে। যারা মূলত অনেক বেশি কমিশন দিয়ে থাকে৷ এখন আপনি আসলে কোন কোম্পানির ওষুধ সেল করবেন।
সেই কোম্পানি অনুযায়ী আপনি কমিশন নিতে পারবেন। এবং আপনার আয় বা ব্যয় তার উপরেই নির্ভর করবে।
০২| ওষুধ সেল এর উপর নির্ভর করবে
আপনি যে ব্যবসাই শুরু করুন না কেন। সেই ব্যবসাতে যদি পর্যাপ্ত কাস্টমার না থাকে। তাহলে কিন্তুু আপনি সেখান থেকে তেমন একটা প্রফিট নিয়ে আসতে পারবেন না।
কারন শুধু ফার্মেসির দোকান থাকলেই হবে না। বরং সেই দোকানের জন্য পর্যাপ্ত কাস্টমার থাকতে হবে।
এখন আপনি একটা বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। মনে করুন আপনি কোনো একটি কোম্পানির ওষুধ বিক্রি করে ৫% কমিশন পাবেন।
আবার অন্য একটি কোম্পানির ওষুধ বিক্রি করে ২০% কমিশন পাবেন ৷
তো আপনার দোকানের কাস্টমার যদি ঐ ৫% কমিশন পাওয়া ওষুধ গুলো বেশি পরিমানে কিনে নেয় ৷ তাহলেও কিন্তুু আপনার মোটামুটি একটা ভালো পরিমান টাকা হাতে চলে আসবে।
মোটকথা, আপনার ফার্মেসিতে যদি কাস্টমার থাকে। তাহলে আপনি ১% কমিশন থেকেও বিপুল পরিমান টাকা আয় করে নিতে পারবেন।
০৩| আপনার নিজের দক্ষতার উপর নির্ভর করবে
যেহুতু আপনি ফার্মেসি ব্যবসা করবেন ৷ সেহুতু এই ব্যবসাটি পরিচালনা করার জন্য আপনাকে স্বয়ং যুক্ত থাকতে হবে। এখন আপনি এই ব্যবসা তে কি পরিমান টাকা লাভ করবেন ৷
তা কিন্তুু আপনার কিছু কিছু কাজের উপর নির্ভর করবে ৷ আপনি যদি এগুলো কে সঠিকভাবে মেইনটেইন করতে পারেন ৷ তাহলে আপনি আরও বেশি পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
যেমন ধরুন, একটি ফার্মেসি তে আপনি চাইলেও একাই কাজ করতে পারবেন না। হয়তবা শুরুর দিকে আপনি একাই এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন ৷
কিন্তুু যখন আপনার ব্যবসাটি একটু পুরাতন হয়ে যাবে। তখন স্বাভাবিক ভাবে আপনার দোকানে কাস্টমার একটু বেশি হবে।
আর যখন আপনার দোকানে কাস্টমার বেশি হবে। তখন কিন্তুু আপনার দোকানের জন্য আরও মানুষ কে নিয়োগ দিতে হবে। ঠিক এভাবেই দোকান পরিচালনা করার জন্য দোকানের লোক থেকে আরও পারিপার্শ্বিক কিছু ব্যয় আছে।
এখন আপনি যদি ফার্মেসি দোকান পরিচালনা করার জন্য এই ব্যয় গুলোতে যতো কমিয়ে নিয়ে আসতে পারবেন৷ আপনার এই ব্যবসা থেকে লাভ করার পরিমান ঠিক ততোটাই বৃদ্ধি পাবে।
তো ঔষধের ব্যবসায় লাভ কেমন আসবে। এটা কিন্তুু উপরোক্ত বিষয় গুলোর উপরে নির্ভর করবে। আশা করা যায় আপনার মনে আর এই বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না।
সেজন্য চলুন ফার্মেসি ব্যবসা রিলেটেড অন্যান্য বিষয়াদি গুলো জেনে নেয়া যাক।
ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো?
উপরোক্ত আলোচনা থেকে আপনি এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নিতে পেরেছেন। যেমন, ফার্মেসি ব্যবসা কি, কেন আপনার ফার্মেসি ব্যবসা করা উচিত।
তো সেই ধারাবাহিকতায় এবার আপনাকে জেনে নিতে হবে যে, যদি একজন নতুন মানুষ ফার্মেসির ব্যবসা শুরু করতে চায়। তাহলে সেই নতুন ব্যক্তিটি কিভাবে এই Pharmacy Business শুরু করবে।
তো সবচেয়ে বড় কথা হলো যে, প্রত্যেকটা ব্যবসার শুরু করার বেশ কিছু ধাপ আছে। ঠিক একইভাবে যখন আপনি ওষুধের ব্যবসা করবেন।
তখনও কিন্তুু আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। যদি আপনি সেই ধাপ গুলো কে সঠিক ভাবে অতিক্রম করতে পারেন। তাহলে আপনার সেই ব্যবসা তে লাভ করার সম্ভবনা ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে।
এখন জানার বিষয় হলো যে, যখন একজন নতুন মানুষ ফার্মেসি ব্যবসা শুরু করবে। তখন সেই মানুষটির কি কি ধাপ অতিক্রম করতে হবে। যেমনঃ
- ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে হবে।
- ওষুধ কেনার জন্য মোটা অংকের টাকা ইনভেষ্ট করতে হবে।
- দোকান এর জন্য স্থান নির্বাচন করতে হবে।
- আপনার নির্ধারিত দোকান গুলিতে থাকা ওষুধ গুলোকে সাজিয়ে নিতে হবে।
- ফার্মেসিতে ডক্টর রাখতে হবে।
- সব ধরনের ওষুধ চিনে রাখতে হবে।
তো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ধাপ আছে। যেগুলো ফার্মেসি ব্যবসা শুরু করার সময় আপনাকে অতিক্রম করতে হবে। এখন চলুন সেই ধাপ গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে জেনে নেয়া যাক।
ফার্মেসি ব্যবসা করার প্রাথমিক ধাপ কি কি?
আমি উপরে বার বার বলে দিয়েছি যে, যদি একজন নতুন মানুষ ফার্মেসি ব্যবসা শুরু করতে চায়। তাহলে কিন্তুু বিভিন্ন ধাপ অতিক্রম করতে হবে ৷ তো এইসব ধাপ গুলোকে আমি প্রাথমিক এবং পরবর্তী এই ২টি ধাপে বিভক্ত করবো।
যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়।
তো এই ব্যবসা শুরু করতে প্রাথমিক ধাপে আপনার সামনে বেশ কিছু বিষয় চলে আসবে। তার মধ্যে অন্যতম হলো ড্রাগ লাইসেন্স৷ কেননা, আপনি যদি ড্রাগ লাইসেন্স না করেন।
তাহলে কিন্তুু আপনি এই ব্যবসাটি কন্টিনিউ করতে পারবেন না।
তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, এই ড্রাগ লাইসেন্স কি এবং কিভাবে আপনি এই ড্রাগ লাইসেন্স ম্যানেজ করবেন? – তো চলুন এবার সে নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
০১| মোটা অংকের টাকা ইনভেস্ট করতে হবে
যদি আপনি ফার্মেসির ব্যবসা করতে চান, তাহলে আপনার সর্বপ্রথম যে বিষয়টির প্রয়োজন হবে। সেটো হলো আপনাকে মোটা অংকের টাকা ইনভেস্ট করতে হবে।
কেননা, একটি ফার্মেসিতে কিন্তু অনেক প্রকারের ওষুধ রাখার প্রয়োজন হয়ে থাকে। এখন আপনি যদি এই ওষুধ গুলো কিনতে যান। তাহলে কিন্তুু আপনাকে শুরুর দিকে প্রচুর পরিমান টাকা ব্যয় করতে হবে।
যাক এবার আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। আমি যখন ফার্মেসির ব্যবসা প্রথম শুরু করার চিন্তা ভাবনা করি। তখন আমি মনে মনে ভাবছিলাম যে, আমার ওষুধের দোকানে এমন সব ধরনের ওষুধ রাখবো।
যেন কোনো কাস্টমার আমার কাছে থেকে ঘুরে না যায়। অর্থ্যাৎ তারা যে ওষুধ চাইবে সেটাই যেন আমি দিতে পারি।
কিন্তুু আমার এই ধারনাটি যে সম্পূর্ন ভুল তা আমি সেদিন ই বুঝতে পারি। যখন আমি দেখলাম যে এতো বেশি ওষুধ রাখতে হলে আমাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে।
কারন প্রথম অবস্থায় আমি বুঝতে পারিনি যে ওষুধ কিনতে এতো বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে।
কিন্তুু যখন আমি দেখলাম যে, একেকটি কোম্পানির বিভিন্ন আইটেম এর ওষুধ রয়েছে। এখন যদি আমি সব গুলো কোম্পানির সব আইটেম কিনতে চান।
তাহলে আপনার এতো বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন পড়বে। যা আপনি কল্পনাই করতে পারবেন না।
তবে যখন আমি এই সমস্যাতে পড়ছিলাম, তখন আমি একটা আইডিয়া বের করেছিলাম। তাহলো মানুষের দৈনন্দিন যে ওষুধ গুলোর প্রয়োজন হয়।
সেগুলো আমি সবার আগে কিনে নেয়ার চেস্টা করেছি। এবং আপনি যখন নতুন ফার্মেসি ব্যবসা শুরু করবেন। তখন চেস্টা করবেন ভালো কোম্পানির ওষুধ কিনে নেয়ার।
কারন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে। তখন তারা টাকার দিকে তাকায় না বরং তারা যেন দ্রুত সুস্থ হয়। সেজন্য তারা ভালো কোম্পানির ওষুধ খাওয়ার চেস্টা করে।
০২| ড্রাগ লাইসেন্স করতে হবে
যদি আপনি ছোটো কিংবা বড় পরিসরে ফার্মেসি ব্যবসা করতে চান। তাহলে সবার আগে আপনাকে ড্রাগ লাইসেন্স করতে হবে।
কেননা, আপনি যদি ড্রাগ লাইসেন্স না করেন। তাহলে কিন্তুু আপনি কোনো ভাবে এই বিজনেস টি পরিচালনা করতে পারবেন না। এর প্রধান কারন হলো, ওষুধ আমাদের সবার জন্য বৈধ হলেও। আপনি যদি লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করেন ৷
তাহলে কিন্তুু তা সম্পূর্ন অবৈধ।
আপনার জন্য আরো লেখা…
- ১ লাখ টাকায় ব্যবসা শুরু করার উপায়
- রিসেলার ব্যবসা কি ? রিসেলার ব্যবসা করে টাকা ইনকাম করার উপায়
- ঘরে বসে অনলাইনে ডলার ইনকাম করার উপায়
তো এই ড্রাগ লাইসেন্স এর বিষয়টি জানার পর আপনার মনে আরও অনেক ধরনের প্রশ্ন জেগে থাকতে পারে। যেমন, ড্রাগ লাইসেন্স কি, কিভাবে আপনি এই ড্রাগ লাইসেন্স করবেন ইত্যাদি ইত্যাদি।
এখন এই বিষয় গুলো জানার জন্য আপনাকে যেন আর অন্য কোনো ব্লগে যেতে না হয়৷ সেজন্য এই Drugs Licence নিয়ে খুটিনাটি বিষয় গুলো নিয়ে স্বল্প আকারে আলোচনা করবো। যেন আপনার বুঝতে সুবিধা হয়।
ড্রাগ লাইসেন্স কি?
কোনো বিষয়ে লাইসেন্স করার মানে হলো সেই কাজের জন্য মহামান্য হাইকোর্ট থেকে আদেশ নেয়া। সেটা হতে পারে কোনো ব্যবসার ক্ষেএে কিংবা কোনো যানবাহন এর ক্ষেএে।
এখন আপনি যদি ওষুধ বিক্রি করার জন্য ফার্মেসি দিতে চান। তাহলে কিন্তুু আপনাকে ফার্মেসিতে ওষুধ বিক্রি করার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হবে।
এবং এই কাজের পর আপনাকে একটি লাইসেন্স প্রদান করা হবে। যাকে বলা হয় ড্রাগ লাইসেন্স। আর এই Drugs Licence হলো ফার্মেসী ব্যবসার প্রধান একটি অংশ।
ড্রাগ লাইসেন্স করার জন্য কি কি প্রয়োজন হয়?
যদি আপনি ফার্মেসী ব্যবসা করার জন্য হাইকোর্ট কতৃক অনুমোদন নিতে চান। তাহলে আপনাকে একটি সরকারি লাইসেন্স দেওয়া হবে।
এরপর আপনি এই লাইসেন্স এর জোড়ে নিশ্চিন্তে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে পারবেন।
তবে এই লাইসেন্স নিতে গেলে আপনার বেশ কিছু কাগজপএ এবং কিছু জিনিস এর প্রয়োজন হবে। যেমনঃ
০১| আপনার একটি Bank Account এর প্রয়োজন হবে। যা আপনার স্বচ্ছলতার প্রমান হিসেবে ব্যবহার করতে হবে। যার কারনে আপনার সর্বপ্রথম একটি ব্যাংক স্বচ্ছলতার সনদপএ থাকতে হবে।
০২| আপনি যে লাইসেন্স এর জন্য ফি জমা দিবেন। তার একটা ট্রেজারি চালানের মুলকপি জমা দিতে হবে।
০৩| আপনি যদি দোকান ভাড়া নিয়ে থাকেন। তাহলে সেই দোকান ভাড়ার একটা চুক্তিপএের মুলকপি কিংবা ফটোকপি জমা দেয়ার প্রয়োজন হবে।
তবে দোকান যদি আপনার নিজস্ব জমিতে হয়। তাহলে এই চুক্তিপএের প্রয়োজন হবে না। বরং তখন আপনার নিজস্ব জমির দলিলপএ জমা দিতে হবে।
এগুলো মুলকপি জমা দেয়ার প্রয়োজন হবে না। বরং এই দলিলপএ গুলোর ফটোকপি জমা দিলেও হবে।
০৪| এরপর আপনার যে কাগজটির প্রয়োজন হবে তা হলো ফার্মাসিস্টের সনদপএ। অর্থ্যাত পূর্বে থেকে ফার্মেসির ব্যবসা করে। এমন একজন ব্যবসায়ীর নিকট হইতে আপনাকে একটি সনদপএ নিতে হবে।
এবং তা আপনাকে হাইকোর্টে পেশ করতে হবে।
০৫| যখন আপনি উপরোক্ত বিষয় গুলো ম্যানেজ করবেন। তখন আপনাকে একটি ড্রাগ লাইসেন্স এর ফটোকপি ম্যানেজ করতে হবে।
মানে ড্রাগ লাইসেন্স করা আছে, এমন একজন ব্যবসায়ীর নিকট হইতে তা আপনাকে ফটোকপি করে জমা করে দিতে হবে।
০৬| এরপর যে মালিকের নামে দোকান দিবেন। সেই মালিকের জাতীয় পরিচয় পএ বা NID এর ফটোকপি জমা দেয়ার প্রয়োজন হবে।
০৭| এরপর আপনাকে একটি ফরম-৭ ম্যানেজ করতে হবে। যেখানে আপনার জীবনবৃত্তান্ত থাকবে। এবং সেই ফরমটি আপনাকে জমা দিতে হবে।
তো আপনি যদি এই সব বিষয় গুলো ম্যানেজ করতে পারেন। তাহলে আপনি আবেদন করার পরবর্তী ৩ মাসের মধ্যে নিজের ফার্মেসির জন্য ড্রাগ লাইসেন্স করতে পারবেন৷
কিভাবে ফার্মেসি ব্যবসা থেকে বেশি টাকা আয় করা যাবে?
তো উপরোক্ত আলোচনা থেকে আপনি ফার্মেসি ব্যবসা রিলেটেড অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি আজকের আলোচিত বিষয় গুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
তবে আপনি যদি না বুঝে থাকেন। তাহলে পুনরায় আরেকবার পড়ার জন্য অনুরোধ করবো।
উপরের আলোচনা থেকে ফার্মেসি ব্যবসা করার যেসব প্রাথমিক ধাপ আছে। সেগুলো নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়েছে। এবার আপনাকে দ্বিতীয় ধাপে যেসব কাজ করতে হবে।
আরো দেখতে পারেন এইগুলা…
- ইভেন্ট ম্যানেজমেন্ট কি? | ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা করে ইনকাম করার উপায়
- উদ্যোক্তা মানে কি? সফল উদ্যোক্তা হওয়ার উপায় কি
- সিপিএ মার্কেটিং কি ? বাংলাই সিপিএ মার্কেটিং শিখুন পূর্ণাঙ্গ গাইডলাইন
সেগুলো নিয়ে একটা ক্লিয়ার ধারনা দেয়ার চেস্টা করবো। তো ফার্মেসি ব্যবসা করার দ্বিতীয় ধাপ গুলো বেশ গুরুত্বপূর্ণ।
কেননা, আপনি মূলত এই ধরনের Pharmacy Business থেকে কি পরিমান টাকা ইনকাম করবেন ৷ তা কিন্তুু আপনার এই ধাপ গুলোর উপরে নির্ভর করবে ৷
এখন আপনি যদি এই ধাপ গুলো সঠিকভাবে অনুসরন করতে পারেন। তাহলে আপনি খুব দ্রুততার সাথে ফার্মেসি ব্যবসা থেকে প্রচুর পরিমান টাকা ইনকাম করে নিতে পারবেন।
তো এবার জানার বিষয় হলো, একজন ফার্মেসির ব্যবসায়ী এমন কোন ধরনের কাজ গুলো করতে পারলে। সেই ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ীদের থেকে বেশি পরিমান টাকা ইনকাম করে নিতে পারবে।
তো চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।
০১| সঠিক জায়গা নির্বাচন করুন
Pharmacy Business করার জন্য অন্যান্য বিষয় গুলোর মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক স্থান নির্বাচন করা। কারন যেহুতু আপনি একটি বিজনেস করবেন।
সেহুতু আপনার নির্ধারিত স্থানে ব্যাপক পরিমান মানুষের আনাগোনা থাকতে হবে।
কেননা আপনি যদি লোকবহুল স্থানে ফার্মেসি দিতে না পারেন। তাহলে কিন্তুু আপনি আপনার দোকানে আশানুরূপ কাস্টমার পাবেন না। আর আপনি যদি পর্যাপ্ত পরিমান কাস্টমার না পান।
তাহলে কিন্তুু আপনার ওষুধ সেল হবে না। এবং আপনি আপনার ব্যবসা থেকে কোনো প্রকার টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে এমন একটি স্থান নির্বাচন করতে হবে।
যেখানে প্রচুর পরিমান মানুষ এর সমাগম রয়েছে।
০২| ফার্মেসিতে ডাক্তার রাখুন
দেখুন আপনি যদি আপনার ফার্মেসিতে একটি ভালো ডাক্তার রাখতে পারেন। তাহলে কিন্তুু আপনি আলাদা কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
এটা মূলত এক ধরনের ট্রিকস। কারন আপনি ফার্মেসিতে শুধু ওষুধ বিক্রি করবেন ৷ কিন্তুু অনেক সময় মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে।
এখন আপনি যদি একজন ডক্টর রাখেন। তাহলে সেই ডক্টর রোগীদের রোগ নির্ধারন করবে। এরপর যে যে ওষুধ গুলোর প্রয়োজন হবে।
সেগুলো আপনি নিজের দোকান থেকে রোগীদের দিতে পারবেন। এতে করে আপনার ওষুধ সেল করার পরিমান অনেক গুন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
০৩| বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখুন
আপনার ফার্মেসিতে সেল বৃদ্ধি করার জন্য একটি গোপন টিপস হলো বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা রাখা। যদি আপনি এই টপিসটি অনুসরন করেন।
তাহলে কিন্তুু আপনি খুব দ্রুততার কাছে মানুষের মন জয় করে নিতে পারবেন। এবং মানুষ খুব সহজেই আপনার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করবে।
এখন আপনি হয়তবা ভাবছেন যে, যদি আপনি একেবারে বিনামূল্যে চিকিৎসা দেন। তাহলে তো আপনি সেখান থেকে কোনো প্রকার টাকা আয় করতে পারবেন না।
তাহলে আপনি কিভাবে চলতে পারবেন? – তাহলে শুনুন….
আপনি যে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিবেন। বিয়ষটা কিন্তুু এমন নয় বরং আপনি শুধুমাএ গুটিকয়েট গরিব দুখিদের ফ্রিতে চিকিৎসা দিবেন।
যার ফলে অন্যান্য মানুষরা যখন এ বিষয়ে জানতে পারবে। তখন তারা আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করবে। এবং মানুষ আপনাকে পূর্বের তুলনায় বেশি বিশ্বাস করতে শুরু করবে।
০৪| কাস্টমারদের সাথে সম্পর্ক রাখুন
যখন আপনি কোনো ধরনের ব্যবসা করবেন। তখন সর্বদার জন্য কাস্টমার এর সাথে ভদ্রতা বজায় রাখার চেস্টা করবেন। কেননা, কাস্টমার এর উপর নির্ভর করে আপনি আপনার ব্যবসার পরিধী বৃদ্ধি করতে পারবেন ৷
কেননা, আপনার ব্যবসা তে যতো বেশ কাস্টমার থাকবে৷ আপনার সেল এর পরিমান ঠিক ততোই বেশি হবে।
এখন আপনার কাছে বেশি পরিমান কাস্টমার নিয়ে আসার জন্য আপনাকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি তাদের সাথে যতোই ভালো ব্যবহার করবেন।
তারা আপনার ফার্মেসির প্রতি ততোই আগ্রহ বেড়ে যাবে। যা আপনার ব্যবসার পরিধী বৃদ্ধি করতে সহায়তা করবে।
০৫| সব ধরণের ওষুধ রাখুন
যদিও দোকানে সব ধরনের ওষুধ রাখা সম্ভব না। তারপরেও চেস্টা করবেন মানুষের প্রয়োজনীয় ওষুধ গুলো দোকানে রাখার জন্য। কেননা, যখন কাস্টমার এর কাছে আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন।
যে আপনি তাদের প্রয়োজনীয় ওষুধ গুলো দিতে পারবেন। তখন কিন্তুু তারা আপনার দোকানে এসে ভিড় জমাবে।
কারন সবাই চায় যেন খুব কম সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় ওষুধ গুলো খুজে নিতে পারে।
০৬| দোকানের সুন্দর নাম রাখুন
দোকানের নাম তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না হলেও এই বিষয়টিকে কখনই অবহেলা করা উচিত নয়। কারন দোকানের নামের গুনেও কিন্তুু মানুষের আলাদা একটা আগ্রহ জন্মে থাকে।
তবে যখন আপনি আপনার দোকানের নাম রাখবেন। তখন চেস্টা করবেন দোকানের নামটি সহজ করার। যেন সব ধরনের মানুষ সেই নামটি উচ্চারন করতে পারে।
আপনি আরো পড়ুন…
- ড্রপশিপিং বিজনেস কি ? Drop shipping ব্যবসা করে ইনকাম করার উপায়
- শেয়ার বাজার কি? কিভাবে শেয়ার বাজার ব্যবসা করতে হয় ?
- ই-কমার্স কি ? কিভাবে ই-কমার্স ব্যবসা শুরু করবেন ?
এবং কঠিন নাম ব্যবহার করা থেকে বিরত থাকবেন ৷
এখানে একটা টিপস দেই। সেটা হলো আপনি গুগলে গিয়ে লিখবেন দোকানের জন্য সুন্দর নাম। তাহলে আপনি অনেক ধরনের নামের লিষ্ট দেখতে পারবেন।
যেগুলো থেকে আপনি যে কোনো একটি নাম সিলেক্ট করে নিতে পারবেন। যেটা আপনার কাছে ভালো মনে হবে।
আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে আমি ফার্মেসি ব্যবসা রিলেটেড যে সমস্ত খুটিনাটি বিষয় আছে। সেগুলোর সবকিছু নিয়ে আলোচনা করার চেস্টা করেছি।
এবং ফার্মেসি করার আমার যেসব বাস্তব অভিজ্ঞতা গুলো ছিলো। সেগুলো শেয়ার করার চেস্টা করেছি আপনার সাথে।
তবে এরপরও যদি আপনার কোনো সমস্যা থাকে। কিংবা Pharmacy Business রিলেটেড আরও কোনো কিছু জানার থাকে। তাহলে নিচের দিকে একটা কমেন্ট করে জানাবেন।
আমি যথাযথ চেস্টা করবো আপনার সমস্যার সমাধান করার।
বাংলা আইটি ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Thanks, we want More business idea
ঠিক আছে আমরা আরো নতুন ব্যবসা আইডিয়া শেয়ার করব …
আসসালামু আলাইকুম, ভাইজান আপনার লিখনি আমার ব্যবসার চোখ খুলে দিছে। মাশাল্লাহ! আপনার সুন্দর পরামর্শমূলক লিখনি থেকে অনেক কিছু জানতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আল্লাহপাক আপনাকে নেক হায়াত নসিব করুন। আমিন ইয়া রাব্বি
ধন্যবাদ
আমি ড্রগ লাইসেন্স করতে চাই, কি ভাবে করতে পারি? কাদের সাথে যোগাযোগ করবো?
ওষুধের দোকান বা ফার্মেসী খুলে বৈধভাবে ওষুধের ব্যবসা করতে চাইলে ড্রাগ লাইসেন্স নেয়া জরুরি।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়। ঔষধ প্রশাসনের নির্ধারিত ফরম-৭ এর মাধ্যমে আবেদন করতে হয় ড্রাগ লাইসেন্স এর জন্য।
আর সাথে জমা দিতে হয় কিছু কাগজপত্র। চলুন জেনে নিই কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে সে সম্পর্কে।
১. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র। ২. লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালান। ৩. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি। ৪. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র। ৫. পৌর এলাকার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।
ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসী কাউন্সিল থেকে আপনাকে ছয় মাস মেয়াদী একটি কোর্স করতে হবে। প্রতি তিন মাস পর পর ঔষধ প্রশাসনের সভা হয়, যেখানে তথ্যগুলো যাচাই বাছাই সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
লাইসেন্স ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য এই ফি ৩,০০০ টাকা এবং পৌর এলাকার বাইরে ১,৫০০ টাকা।
দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। পৌর এলাকার জন্য নবায়ন ফি ২,০০০ টাকা এবং পৌর এলাকার বাইরে এটি ১,০০০ টাকা।
নতুন লাইসেন্স নিতে হলে দুই থেকে তিন মাস সময় লাগে যাচাই বাছাইয়ের জন্য। আর লাইসেন্স নবায়নের জন্য পাঁচ থেকে সাত কর্ম দিবস অপেক্ষা করতে হয়।
খুব সুন্দর ও প্রয়োজনীয় তথ্য।
ধন্যবাদ আপনার মতামতের জন্য…
ভালো লাগলো। জাযাকুমুল্লাহু খাইর।
ধন্যবাদ ভাই
আপনার পোস্ট পড়ে আমার আগ্রহ অনেক বেরে গেলো।
আমি একজন সফল ফার্মেসিস্ট হতে চাই দোয়া রাখবেন আমার জন্য।
আপনার জন্য দোয়া রইলো …
অনেক ধন্যবাদ।
আমার এই মুহুর্তে কোন ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স নাই। এটা ছাড়া কি আমি ড্রাগ লাইসেন্স নিতে পারি? ফার্মাসিস্ট কার্যালয়ে গিয়ে জানতে পারি এখনো সার্কুলার দেয় নাই। কিন্তু আমি এখন খুলতে চাচ্ছি। আমি কি পারবো?
একজন মেডিকেল ডক্টর যদি ফার্মেসীর বিজনেস করতে চায়, তাহলেও কি তাকে ফার্মেসী কোর্স করতে হবে?
যদিও মনিটাইজ করেন তবে ১টাকাও ইনকাম করতে পারবেন না। কারণ রিয়েল ভিওয়ার ছাড়া ইনকাম হবে না।
আমি আপনার সম্পূর্ন্ন লিখাটা পড়েছি খুব প্রয়োজনীয় ছিল আমার জন্য। আমি পরিকল্পনা করছি মেডিসিনের ব্যবসা করবো কিন্ত ড্রাগ লাইসেন্স করার জন্য যে ফার্মাস্টি কোর্স করতে হবে আমি জানি না কোথায় করবো।
এছাড়া আমার কোন নিজেস্ব বা ভাড়া কোন নেই তবে কিভাবে দোকানের চুক্তিপত্র উপস্থাপন করবো? বেসরকারীভাবে সুযোগ ছিল তা না বন্ধ আছে। পরার্র্শ চাই। E-Mail: [email protected]
এই নিয়ে আপনি আরেকটু গুগল করে নিন আর কিছু দিন পর হয়ত এই নিয়ে লিখতে পারি।