লুডু খেলে টাকা ইনকাম : কি ভাই, লুডু খেলে টাকা ইনকাম করতে চান। আপনি তো ভালোই লোভী মানুষ। সময় কাটানোর জন্য একটু আধটু লুডু খেলতেই পারেন।
তাই বলে আপনাকে এখন লুডু খেলে টাকা আয় করতে হবে?
তবে যাইহোক, যেহুতু আপনি লুডু খেলে টাকা ইনকাম করতে চান। সেহুতু একটা গোপন কথা অবশ্যই জানতে হবে। সেটি হলো, আপনি একবারে সঠিক জায়গাতে চলে এসেছেন।
কেননা, আজকের আর্টিকেলে লুডু খেলে টাকা আয় বিকাশে নিয়ে যতো গোপন তথ্য আছে ৷ তা আজকেই ফাঁস করে দেবো।
আর যখন আপনি এই লুডুর গোপন তথ্য গুলো জানতে পারবেন৷ তখন থেকে আপনিও লুডুু খেলে টাকা আয় বিকাশে নিতে পারবেন।
তবে লুডু খেলা নিয়ে আমাদের মনে কিছু ভ্রান্ত ধারনা আছে। আমার মনে হয় সবার আগে আপনার মনের কোনে জমিয়ে থাকা সেই ভ্রান্ত ধারনা গুলোকে দুর করা উচিত।
নাহলে আপনি আজকের এই আর্টিকেলটি পড়ে কোনো প্রকার মজা পাবেন না। তো সেই ভ্রান্ত ধারনাটি কি, তা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সত্যি কি লুডু খেলে টাকা ইনকাম করা যায়?
আমরা যখন শুনি যে ওমুক ব্যক্তি লুডু খেলে টাকা আয় করেছে। তখন আমরা মনে করি, সে হয়তবা লুডুতে জুয়ার মাধ্যমে টাকা ইনকাম করেছে।
হুমম এটা আমিও মানছি যে বর্তমানে অনেকেই জুয়ার মাধ্যমে লুডু খেলে টাকা ইনকাম করে থাকে। কিন্তুু এর বাইরেও এমন অনেক উপায় আছে।
যেখানে আপনি কোনো প্রকার জুয়ার হিসেব ছাড়াই লুডু খেলে টাকা আয় বিকাশে নিতে পারবেন।
কি অবাক হয়ে গেলেন, তাইনা? – হুমম! অবাক তো হওয়ারই কথা। কেননা, আপনিও তো অনেকদিন থেকে লুডু খেলে আসছেন ৷
আপনি আরো পড়ুন…
- টাকা আয় করার apps : কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় ?
- গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
- কুইজ খেলে টাকা আয় করার উপায়
কিন্তুু একদিনও তো শুনেননি যে লুডু খেলেও টাকা আয় করা যায়। বিষয়টা বেশ চিন্তার তাইনা?
হ্যা ভাই, আর আপনি যদি লুডু খেলে টাকা ইনকাম বিকাশে নিতে চান। তাহলে আপনার এই কাজটিকে সহজ করে দেয়ার জন্য আজকের এই আর্টিকেলটি অনেক বেশি হেল্পফুল হবে।
কেননা, আজকের আর্টিকেলে আমি লুডু খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে সমস্ত বিষয়কে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।
তাই আপনিও যদি অন্যান্য মানুষের মতো লুডু খেলে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে চান। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।
তাহলে আজকের পর থেকে আপনিও অন্যান্য মানুষের মতো লুডু খেলে টাকা আয় করে নিতে পারবেন।
কারা লুডু খেলে টাকা ইনকাম করতে পারবে?
দেখুন আপনি লুডু খেললেই যে টাকা ইনকাম করতে পারবেন। একথা আমি কখনই আপনাকে বলবো না। কারন সবাই যদি লুডু খেললেই টাকা আয় করতে পারতো।
তাহলে তো কেউ আর গরিব থাকতো না। কারন সে তো লুডু খেলেই ব্যাপক টাকা আয় করে নিতো।
সত্যি বলতে যেকোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনার নিজস্ব কিছু দক্ষতা এবং প্রতিভার প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে চান।
তাহলে আপনার মধ্যে বেশ কিছু গুনাবলি থাকা আবশ্যক।
এখন হয়তবা আপনার মনে হতে পারে যে, লুডু তো সবাই খেলতে পারে। এখানে আবার কিসের গুনাবলি আর দক্ষতার দরকার হবে? -তাহলে শুনুন…
আপনি যদি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে চান। তাহলে আপনার মধ্যে বিশেষ কিছু গুনাবলি থাকা আবশ্যক। যেমনঃ
০১| লুডুর প্রতি আগ্রহ থাকতে হবে
আপনি যে কাজেই সফলতা অর্জন করার চেস্টা করুন না কেন। সেই কাজে আপনার অবশ্যই যথেষ্ট পরিমান আগ্রহ থাকতে হবে।
কেননা, আমরা তো সবাই জানি যে, কাউকে জোর করে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
ঠিক একইবাবে লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নেয়ার জন্য আপনার লুডু খেলার প্রতি যথেষ্ট আগ্রহ থাকতে হবে। কেননা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।
যারা মূলত লুডু খেলতে অনেক বেশি পছন্দ করেন। অপরদিকে আপনি এমন অনেক মানুষকে দেখবেন। যারা লুডু খেলতে একদম ই পছন্দ করে না।
কিন্তুু এই লুডু কে অপছন্দ করা মানুষ গুলো যদি এই খেলা থেকে আয় করতে চায়। তাহলে কিন্তুু সবার আগে তাদের নিজেদের মধ্যে লুডু খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।
তা নাহলে আপনি এই কাজ করে তেমন টাকা আয় করতে পারবেন না।
০২| লুডু সম্পর্কে যথেষ্ট ধারনা থাকতে হবে
মনে রাখবেন, ফুটবল মাঠে শুধুমাএ সেই প্লেয়ার গুলো বেশি গোল করতে পারে ৷ যে প্লেয়ার গুলো মূলত সত্যিকার অর্থে দক্ষ এবং চৌকস।
ঠিক তেমনি আপনি যদি লুডু খেলে টাকা ইনকাম করতে চান৷ তাহলে এখানেও আপনার যথেষ্ট দক্ষতা এবং প্রতিভার প্রয়োজন হবে।
এখন লুডু খেলায় দক্ষতার প্রয়োজন এই কথাটি শোনার আপনার হাসি পেতে পারে। কারন লুডু খেলার মতো এতো সহজ একটা কাজে আবার দক্ষতার প্রয়োজন কি। তাহলে শুনুন…
ভাই আমি এই কথাটি কখনই বলবো না যে, আপনি লুডু খেলতে পারলেই টাকা আয় করতে পারবেন। বরং এই খেলাতেও আপনাকে জয়ী হতে হবে।
তাহলেই আপনি এই খেলা থেকে টাকা আয় করতে পারবেন। কিন্তু আপনি যদি লুডু খেলাতে একেবারে হেরে যান।
তাহলে কিন্তুু আপনি এখান থেকে কোনো প্রকারের টাকা আয় করে নিতে পারবেন না।
লুডু থেকে আয় করার জন্য কি কি প্রয়োজন হবে?
সত্যি বলতে যখন আপনি কোনো অনলাইন প্লাটফর্মে কাজ করতে যাবেন। তখন আপনার হাতে বেশ উপযুক্ত একটি ডিভাইস থাকতে হবে ৷
কেননা, আপনার হাতে যদি কোনো প্রকার ডিভাইস না থাকে। তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। অপরদিকে কাজ করতে না পারলে আপনি ইনকামও করতে পারবেন না।
ঠিক একইভাবে আপনি যদি লুডু খেলে টাকা ইনকাম করতে চান। তাহলে আপনার কাছে বেশ কিছু জরুরী ইকুইপমেন্ট এর প্রয়োজন হবে।
যেগুলো ছাড়া আপনি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমন্ট নিতে পারবেন।
০১| একটি ভালো মানের উপযুক্ত ডিভাইস
আমি সর্বদাই একটা কথা বলে আসছি যে, অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ করা যায় না। ঠিক একইভাবে আপনার হাতে যদি একটা ভালো ডিভাইস না থাকে।
তাহলে কিন্তুু আপনি কোনো প্রকার টাকা লুডু খেলে আয় করতে পারবেন না।
তাই অবশ্যই আপনার হাতে এক বা একাধিক উপযুক্ত ডিভাইস থাকতে হবে। এবং সেই ডিভাইসটি অবশ্যই লুডু খেলার জন্য স্বয়ংস্বপূর্ন হতে হবে।
কেননা, লুডু খেলার সময় ডিভাইস গুলো তে অনেক বেশি লোড পায়। যার কারনে আপনার ডিভাইস এর Ram এর পরিমান কম থাকলে। আপনি লুডু খেলে আয় করতে পারবেন না।
০২| দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন
এবার আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন তো! Internet Connection ছাড়া কি ফেসবুক, ইউটিউব চালানো যায়? -নিশ্চই যাবে না। কারন আপনার ফোন থেকে তাদের Server এ কানেক্টেড হতে পারবেন না।
এটা তো আমাদের সবারই জানে আছে, তাইনা?
ঠিক একইভাবে আপনি যখন লুডু খেলে টাকা ইনকাম করতে চাইবেন। তখনও আপনার ফোনে একটি ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো।
তা হলো সব লুডুতে ইন্টারনেট এর প্রয়োজন হয় না।
কারন এমন অনেক লুডু খেলার এপস আছে। যেগুলো তে আপনি কোনো প্রকার Internet Connection ছাড়াই অনায়াসে খেলতে পারবেন। তবে এর পরিমান খুব কম।
কিভাবে লুডু খেলে আয় করবেন?
এইতো মুল টপিকে চলে এসেছি। এখন আপনি জানতে পারবেন একজন মানুষ লুডু খেলে টাকা আয় কিভাবে করবে। আর আপনি যদি একজন নতুন মানুষ হিসেবে লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে চান।
তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে। তো চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।
সত্যি বলতে আপনি যেমন বাস্তবে আপনার আশেপাশে থাকা বন্ধুদের সাথে লুডু খেলেন। ঠিক একইভাবে আপনি অনলাইন এর মাধমেও লুডু খেলতে পারবেন।
এখানে পার্থক্য হলো একটিতে আপনি অফলাইনে খেলতে পারবেন। এবং অন্যটিতে আপনাকে অনলাইন এর মাধ্যমে খেলতে হবে।
তবে যেহুতু আপনি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে চান। সেহুতু আপনাকে অবশ্যই অনলাইন এর মাধ্যমে লুডু খেলতে হবে।
এখানে আপনি বিভিন্ন দেশ বা জায়গার মানুষের সাথে লুডু খেলায় প্রতিযোগীতা করে জয়ী হবেন। এবং তার বিনিময়ে আপনি অনলাইন প্লাটফর্মে লুডু খেলে টাকা ইনকাম করে নিতে পারবেন।
তবে সব ধরনের লুডু এপসে খেলতে যে তারা আপনাকে টাকা দিবে। বিষয়টা কিন্তুু এমন নয়, বরং এমন কিছু কিছু Ludo Apps আছে। যেগুলো আপনি যদি একজন নিয়মিত লুডু প্লেয়ার হিসেবে নিযুক্ত থাকেন।
তাহলে কিন্তুু আপনি এই ধরনের লুডু এপস থেকে বেশ ভালো পরিমানে টাকা আয় করে নিতে পারবেন।
কত ধরনের লুডু এপ আছে?
যদি আপনি প্লে স্টোর কিংবা গুগল Ludo Apps লিখে সার্চ করেন। তাহলে কিন্তুু আপনি এমন ডজন ডজন লুডু খেলার এপস দেখতে পারবেন।
তো এত গুলো লুডু খেলার এপস দেখার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, সব ধরনের লুডু এপস কি আপনাকে টাকা পেমেন্ট করবে?
যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি বলবো, না! অনলাইন সেক্টরে অনেক গুলো লুডু খেলার এপস থাকলেও। সবাই কিন্তুু আপনাকে খেলার জন্য টাকা দিবে না।
তবে এখন জানার বিষয় হলো যে, এমন কোন ধরনের লুডু এপস আছে। যেগুলোতে আপনি লুডু খেলার বিনিময়ে টাকা আয় করতে পারবেন।
তো বর্তমান সময়ে এমন বেশ কিছু লুডু এপস পাবলিশ হয়েছে। যেখানে আপনি যদি একজন রেগুলার লুডু প্লেয়ার হয়ে থাকেন।
তাহলে আপনি সেই লুডু এপস থেকে বেশ ভালো পরিমানে অনলাইন ইনকাম জেনারেট করে নিতে পারবেন ৷
এবার চলুন তাহলে জেনে নেয়া যাক। এমন কোন ধরনের এপস আছে। যেখানে একজন ব্যক্তি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবে।
লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নেয়ার এপস
আমি উপরের আলোচনাতে বলেছি যে, আজকের দিনে এমন অনেক ধরনের এপস আছে। যেখানে আপনি নিয়মিত লুডু খেলে টাকা আয় করতে পারবেন।
এবার আমি সেই এপস গুলো কে পর্যায়ক্রমে আলোচনা করার চেস্টা করবো।
০১| Khiladi Adda (লুডু খেলে আয়)
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি লুডু খেলে আয় করার এপস হলো Khiladi Adda. যেখানে আপনি কোনো প্রকার পরিশ্রম ছাড়াই শুধুমাএ লুডু খেলে বেশ ভালো পরিমান টাকা আয় করে নিতে পারবেন।
অবাক করার মতো বিষয় হলো, আপনার বা আমার মতো এমন অনেক মানুষ আছেন। যারা মূলত এই Khiladi Adda এপস থেকে লুডু খেলে বেশ ভালো পরিমান টাকা অনলাইন থেকে ইনকাম করে আসছে।
বলা বাহুল্য যে, অনলাইনে শত শত লুডু খেলে আয় করার এপস থাকলেও। আপনি Khiladi Adda থেকে লুডু খেললে বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।
কেননা, এই এপসটি অন্যান্য এপস এর তুলনায় অনেক বেশি বিশ্বস্ত এবং নিরাপদ। আর এই এপসে শুধু লুডু খেলে টাকা আয় করা ছাড়াও আপনি রেফার থেকেও বাড়তি কিছু টাকা অনলাইন থেকে আয় করে নিতে পারবেন৷
Khiladi Adda তে লুডু খেলে আয় করার জন্য কি কি করতে হবে?
তো যদি আপনি Khiladi Adda থেকে লুডু খেলে আয় করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। কেননা, আপনি যদি এই কাজ গুলো সঠিকভাবে করতে না পারেন ৷
তাহলে কিন্তুু আপনি এই এপসে লুডু খেলে কোনো প্রকার টাকা ইনকাম করতে পারবেন না।
সেজন্য সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে, এই এপসে লুডু খেলে টাকা ইনকাম করার জন্য কি কি কাজ করতে হবে। তো চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
- সবার আগে আপনার ফোনে একটি লুডু খেলার এপস থাকতে হবে। সেজন্য আপনার ফোনে Ludo King নামক এপসটি কে ইনষ্টল করে রাখতে হবে।
- এরপর আপনাকে Khiladi Adda নামক এপ্লিকেশন টি কে আপনার ফোনে ইনস্টল করতে হবে।
- যখন আপনি Khiladi Adda নামক এপসটি কে আপনার ফোনে ইনস্টল করবেন। তখন আপনাকে কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সাথে যুক্ত (Join) হতে হবে।
- এবার যখন আপনি তাদের সাথে যুক্ত হবেন। তখন তারা আপনাকে নিয়ে একটি room create করবে। যেখানে আপনার মতো আরও অনেক মানুষ থাকবে। যারা মূলত লুডু খেলে টাকা ইনকাম করতে চায়।
- এরপর সেই room এ বিভিন্ন মানুষ গুলো চ্যালেন্জ প্রদান করবে। এবং আপনি যখনি তাদের চ্যালেন্জ একসেন্ট করবেন। তখন আপনি সরাসরি লুডু খেলায় অংশগ্রহন করতে পারবেন।
আপনি যদি উপরের আলোচিত এই সহজ স্টেপ গুলোকে সঠিকভাবে ফলো করেন৷ তাহলে আপনি খুব সহজেই Khiladi Adda এপস থেকে লুডু খেলে টাকা ইনকাম করতে পারবেন।
PAYMENT SYSTEM: আপনি এই Khiladi Adda নামক এপস থেকে যে পরিমান টাকা আয় করতে পারবেন। সেগুলো আপনি বিভিন্ন মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন ৷ যেমনঃ PayTm, Bank transfer, Google pay ইত্যাদি।
০২| Ludo Fantasy (লুডু খেলে ইনকাম)
আজকের দিনে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা লুডু খেলে আয় করার আরও একটি এপস আছে। সেই এপস এর নাম হলো Ludo Fantasy.
যেখানে আপনি শুধুমাএ লুডু খেলে বিপুল পরিমান টাকা আয় করে নিতে পারবেন। এখানে আপনাকে কোনো প্রকার কাজ করতে হবে না।
বরং আপনি শুধু লুডু খেলবেন। আর আপনার আয় অটোমেটিক হতে থাকবে।
তবে অন্যান্য লুডু খেলে আয় করার এপস গুলো দৈনিক ২৪ ঘন্টা একটিভ থাকলেও। Ludo Fantasy এপসটি মাঝে মধ্যে ব্রেক নেয়। আর এই ব্রেক নেয়ার সময়টি হলো রাত ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।
আপনার জন্য আরো লেখা…
- বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- ৮টি সহজ অনলাইন ইনকাম পদ্ধতি
- লাইকি থেকে টাকা ইনকাম | লাইকি থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
অর্থাৎ এই সময়ে আপনি এই এপসে কোনো প্রকার লুডু খেলে টাকা আয় করতে পারবেন না।
অন্যান্য লুডু এপসের তুলনায় আপনি যদি Ludo Fantasy এপসে লুডু খেলেন। তাহলে আপনি এখানে কোনো প্রকার স্ক্যামিং দেখতে পারবেন না।
সেদিক থেকে বলা যায় যে, এই এপসে আপনি একেবারে নিশ্চিন্তে লুডু খেলে টাকা আয় করতে পারবেন৷ যেখানে আপনি একেবারে ফ্রিতে আয় করার সুযোগ পাবেন।
Ludo Fantasy থেকে লুডু খেলে আয় করার উপায়
যদি আপনি Ludo Fantasy এপস থেকে লুডু খেলতে চান। তাহলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অনুসরন করতে হবে। যদি আপনি সেই পদ্ধতি গুলোকে সঠিকভাবে অনুসরন না করেন।
তাহলে কিন্তুু আপনি এই এপস থেকে কোনো ভাবে লুডু খেলে টাকা আয় করতে পারবেন না।
তো চলুন এবার জেনে নেয়া যাক Ludo Fantasy থেকে লুডু খেলে টাকা ইনকাম করতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে।
- সবার আগে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপর সেখান থেকে Ludo Fantasy নামক একটি এপস আপনার ফোনে ইনষ্টল করে রাখতে হবে।
- যখন আপনি আপনার ফোনে Ludo Fantasy এপস কে ইনস্টল করবেন। তখন আপনাকে সেই এপসে গিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সাথে যুক্ত হতে হবে।
- এরপর আপনি সরাসরি লুডু খেলা শুরু করে দিতে পারবেন। এজন্য আপনাকে আর আলাদা করে কোনো লুডু এপস ইনস্টল করার প্রয়োজন হবে না।
যদি আপনি উপরে আলোচিত স্টেপ গুলো সঠিকভাবে অনুসরন করতে পারেন। তাহলে আপনিও অন্যদের মতো লুডু খেলে টাকা আয় করতে পারবেন।
PAYMENT SYSTEM : আপনি এই এপস থেকে লুডু খেলে সরাসরি টাকা আয় করতে পারবেন না। কেননা, এখানে আপনাকে কয়েন আকারে ইনকাম করতে হবে।
আর যখন আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমান কয়েন জমা হবে। তখন আপনি সেই Coin গুলোকে টাকায় কনভার্ট করে Paytm, Bank transfer এর মাধ্যমে উওলন করে নিতে পারবেন।
০৩| Ludo Lounge
লুডু খেলে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি প্লাটফর্ম এর নাম হলো Ludo Lounge. যেখানে আপনার মতো হাজার হাজার মানুষ প্রতিনিয়ত লুডু খেলছে।
এবং এই লুডু খেলার বিনিময়ে বেশ ভালো পরিমান টাকা অনলাইন থেকে ইনকাম করে আসছে। এখন এতো মানুষ যদি Ludo Lounge তে লুডু খেলে টাকা আয় করতে পারে। তাহলে আপনিও খুব সহজেই এখান থেকে অনলাইন ইনকাম করে নিতে পারবেন।
এটি মূলত একটি ইন্ডিয়ান প্লাটফর্ম। বর্তমান সময়ে যারা ইন্ডিয়াতে অবস্থান করে আছেন। তাদের মধ্যে অনেকেই এখানে লুডু খেলে থাকে।
কেননা, এখানে প্রতিনিয়ত নতুন নতুন টুর্নামেন্ট হয়। যেখানে আপনি নিজেও সেই টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহন করতে পারবেন। এবং অন্যান্য খেলোয়ার এর সাথে লুডু খেলে বিপুল পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে Ludo Lounge থেকে লুডু খেলে টাকা আয় করবেন?
যদি আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে Ludo Lounge থেকে টাকা আয় করতে চান৷ তাহলে সবার আগে আপনাকে তাদের মূল ওয়েবসাইট কিংবা তাদের অফিশিয়াল এপস টি ডাউনলোড করতে হবে।
এরপর আপনি তাদের কাছে নতুন একটি একাউন্ট তৈরি করবেন। এরপর আপনাকে তাদের যেসব প্রতিযোগীতার আয়োজন করা হবে। আপনাকে সেই টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহন করতে হবে।
মনে রাখবেন, এখানে আপনি যতো বেশি ম্যাচ খেলবেন ৷ আপনার অনলাইন থেকে আয় করার পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে। এবং চেস্টা করবেন যেন, আপনি যেসব টুর্নামেন্টে অংশগ্রহন করবেন ৷
সেগুলো তে জয়ী হওয়ার চেস্টা করবেন ৷ কারন এখানে আপনি জয়ী হওয়ার পরেই কিন্তুু একটা মোটা অংকের টাকা ইনকাম করে নিতে পারবেন।
Earning Mathod: এখান থেকে আপনি প্রধানত লুডু খেলে টাকা করতে পারবেন। এর পাশাপাশি আপনি এখানকার বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহন করা এবং রেফাল প্রোগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করে নিতে পারবেন ৷
Payment Mathod: আপনি যখন সঠিকভাবে এই প্লাটফর্ম কাজ করবেন। তখন আপনি এই Ludo Longue থেকে যে পরিমান টাকা আয় করবেন।
সেগুলো আপনি Paytm, PayPal এর মাধ্যমে টাকা উইথড্র করে নিতে পারবেন।
০৪| Winmts Ludo (Earning App)
বর্তমান সময়ে অনলাইন এ লুডু খেলে টাকা ইনকাম করার আরও একটি বিশ্বস্ত এপস এর নাম হলো Winmts Ludo. এই প্লাটফর্ম টি দীর্ঘদিন থেকে ইউজার দের পেমেন্ট দিয়ে থাকে।
যার কারনে এই এপসটির প্রতি মানুষেরও অনেক বেশি বিশ্বাস জন্মেছে৷ তাই চাইলে আপনিও নিশ্চিন্তে এই এপসটি তে কাজ করতে পারবেন।
তবে অন্যান্য এপস এর মতো এটিও একটি ইন্ডিয়ান এপস। কারন ইন্ডিয়াতে প্রচুর পরিমান মানুষ লুডু খেলতে ভালোবাসে।
আর সে কারনেই মূলত ইন্ডিয়া তে এই ধরনের এপস গুলো পূর্বের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে।
সবচেয়ে মজার বিষয় হলো, এখানে আপনি অন্যান্য এপস গুলোর চাইতে অনেক ফাস্ট পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি অন্যান্য এপস গুলীতে কাজ করেন।
তাহলে কিন্তুু আপনাকে উইথড্র করার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তুু Winmts থেকে আপনি তুলনামূলক ভাবে অনেক ফাস্ট পেমেন্ট নেয়ার সুবিধা পাবেন।
কিভাবে আপনি Winmts Ludo থেকে লুডু খেলে টাকা আয় করবেন?
যদি আপনি এখান থেকে লুডু খেলে টাকা আয় করতে চান। তাহলে সবার আগে আপনাকে winmts এর মূল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর আপনাকে তাদের দেয়া এপসের লিংক থেকে Winmts এর মূল এপসটি ডাউনলোড করতে হবে। এরপর সেই এপসটি ডাউনলোড করার পর আপনার ফোনে ইনস্টল করতে হবে।
এরপর আপনাকে একটি নতুন একাউন্ট তৈরি করতে হবে। আর যখনি আপনি তাদের এপসে গিয়ে নতুন একটি একাউন্ট তৈরি করবেন।
তখন আপনি তাদের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারবেন। এবং নানা ধরনের প্রতিযোগীতায় লুডু খেলে টাকা আয় করে নিতে পারবেন।
Earning Mathod: এখানে আপনি প্রথমত লুডু খেলে আয় করতে পারবেন। এছাড়াও এখানে আপনি আরও বেশ কিছু উপায়ে টাকা আয় করতে পারবেন।
যেমন, রেফার করার সাথে সাথে আপনি এখান থেকে একটা মোটা অংকের টাকা আয় করে নিতে পারবেন।
Payment Mathod: আপনি যখন এই এপসে সঠিকভাবে কাজ করে টাকা আয় করবেন। তখন আপনি বিভিন্ন মাধ্যমে টাকা উওলন করতে পারবেন।
যেমন আপনি চাইলে Skrill, Bank transfer এবং PayPal এর মাধ্যমে টাকা উওলন করে নিতে পারবেন।
কিভাবে লুডু খেলে বেশি টাকা আয় করবেন?
এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। সেটি হলো যদি আপনি আয় করার জন্য বিভিন্ন এপসে কাজ করবেন। তখন ঐ এপস গুলোতে কিভাবে বেশি পরিমানে টাকা আয় করবেন।
সে নিয়ে একটু ধারনা দেয়ার চেস্টা করবো। তো যদি আপনি সে সম্পর্কে জানতে চান। তাহলে নিচের আলোচিত আলোচনা গুলো একটু মনোযোগ দিয়ে পড়ুন।
লুডু খেলে বেশি পরিমান টাকা আয় করার জন্য আপনাকে বেশ কিছু বিষয় এর দিকে ফোকাস রাখতে হবে। যেমনঃ
০১| বেশি করে ম্যাচ খেলতে হবে
আজকের আলোচিত যেসব লুডু খেলে আয় করার কথা বলা হয়েছে। আপনি যদি উক্ত এপস গুলো থেকে তুলনামূলক ভাবে বেশি পরিমান টাকা আয় করতে চান।
তাহলে আপনাকে অন্যদের তুলনায় অনেক বেশি পরিমানে ম্যাচ খেলতে হবে। কারন আপনি যতো বেশি ম্যাচ খেলবেন। আপনার আয় করার পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে।
কারন যখন আপনি কোনো একটি এপসে বেশি ম্যাচ খেলবেন। তখন আপনি উক্ত এপস গুলোতে বেশি পরিমানে সময় ব্যয় করবেন। আর আপনি উক্ত এপস গুলোতে যতো বেশি সময় ব্যয় করবেন।
ঐ এপসের এডমিন গন আপনাকে ঠিক ততো বেশি টাকা প্রদান করবে। তাই আপনি যখন লুডু খেলার জন্য এসব এপসে সময় ব্যয় করবেন। তখন আপনি চেস্টা করবেন বেশি করে লুডু ম্যাচ খেলার।
০২| নিয়মিত মিশন কমপ্লিট করতে হবে
যখন আপনি লুডু খেলার জন্য এই সব এপসে কাজ করবেন। তখন আপনাকে বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে। যাকে আমরা লেভেল বলে থাকি।
তো প্রাথমিক অবস্থাতে আপনাকে এইসব মিশন গুলো লক করা অবস্থায় দেখতে পারবেন। আপনাকে সেই মিশন গুলো আনলক করতে হবে।
আর যদি আপনি এসব মিশন আনলক করতে চান। তাহলে আপনাকে এই এপস গুলোতে নিয়মিত সময় ব্যয় করতে হবে। আপনাকে রেগুলার লুডুর ম্যাচ গুলো খেলতে হবে।
তাহলে আপনি বিভিন্ন মিশন গুলো কমপ্লিট করতে পারবেন। আর আপনি যতো বেশি লেভেল কমপ্লিট করে উপরের লেভেলে যাবেন। আপনার অনলাইন থেকে আয় করার পরিমান ঠিক ততোটাই বৃদ্ধি পাবে।
০৩| প্রমোশনাল এপস ইনস্টল করতে হবে
যদি আপনি লুডু খেলার এইসব এপসে কাজ করবেন। তখন আপনি উক্ত এপস গুলোতে বিভিন্ন ধরনের প্রমোশনাল এপস দেখতে পারবেন।
এই এপস গুলো মূলত বিভিন্ন কোম্পানি থেকে তাদেরকে স্পন্সর করা হয়ে থাকে। যেন তাদের সেই এপস গুলো অনেক বেশি মানুষ ব্যবহার করে।
তো আপনি লুডু খেলার পাশাপাশি এসব এপসে যেসব প্রমোশনাল এপস গুলো ইনস্টল করবেন। তখন আপনি লুডু খেলে আয় করার পাশাপাশি বাড়তি কিছু টাকা অনলাইন থেকে আয় করে নিতে পারবেন।
এখন আপনি যদি উপরোক্ত এপস গুলো থেকে লুডু খেলে বেশি টাকা আয় করতে চান। তাহলে চেস্টা করবেন উপরের সবগুলো নিয়ম মেনে চলার।
তাহলে আপনি লুডু খেলার পাশাপাশি আরও বাড়তি কিছু টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
লুডু গেম খেলে কত টাকা ইনকাম করা যায়?
এটি খুব গুরুর একটি প্রশ্ন, যা সবার মনেই জেগে থাকবে। তাই এ বিষয়টি নিয়ে যদি আলোচনা না করি। তাহলে আজকের এই আর্টিকেলটি অসম্পূর্ন থেকে যাবে।
কেননা, আপনি যে টাকার জন্য লুডু খেলবেন। সেই টাকার পরিমান কত বড় হবে, সে সম্পর্কে একটা পূর্ব ধারনা নেয়া উচিত।
দেখুন, আপনি যদি কোটি টাকা কিংবা রাতারাতি লাখ টাকা আয় করার জন্য লুডু খেলতে আসেন। তাহলে বলবো আপনি এইসব থেকে ১০০ হাত দুরে থাকার চিন্তা করুন।
কেননা, লুডু খেলে আপনি কোনোদিন কোটিপতি কিংবা লাখপতি হতে পারবেন না। আর যদি আপনি লাখ লাখ টাকা লুডু খেলে আয় করতে চান। তাহলে আপনাকে জুয়া সম্পর্কিত লুডু এপসে খেলতে হবে।
তবে সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, লুডু খেলে কত টাকা ইনকাম করা যাবে?
ভাই দেখুন, আপনি যখন কোনো একটি লুডু খেলে আয় করার এপসে নিয়মিত লুডু খেলবেন। তখন আপনি দৈনিক ৩০০-৪০০/- পর্যন্ত আয় করতে পারবেন।
এবং আপনি যদি এর থেকেও বেশি পরিমানে আয় করতে চান। তাহলে আপনাকে একের অধিক এপসে লুডু খেলতে হবে।
তো এই লুডু খেলার এপস গুলো থেকে আপনি যে পরিমানে টাকা আয় করবেন। তা দিয়ে আপনার সংসার হয়তবা চলবে না। কিন্তুু আপনার নিজের পকেট খরচটা কিন্তুু অনায়াসেই চলে যাবে।
আর আমার মতে আপনি বাড়িতে অযথা বসে না থেকে যদি লুডু খেলে নিজের পকেটমানির খরচটা ম্যানেজ করতে পারেন।
তাহলে অন্ততপক্ষে আপনাকে আর বাবা মায়ের কাছে পকেট খরচের জন্য চাপ দেয়ার প্রয়োজন পড়বে না।
মোটকথা আপনি এই ইনকাম করার এই লুডু এপস গুলো থেকে যে পরিমান টাকা আয় করবেন। তার পরিমান তুলনায় কম হলেও। তা দিয়ে খুব সহজেই আপনি আপনার নিজের পকেট খরচটা চালিয়ে নিতে পারবেন।
লুডু গেমে কি চিট করে আয় করা যাবে?
যেহুতু আমরা বাঙ্গালি জাতি, সেহুতু আমরা কোনো কাজ শুরু করার আগে। সেই কাজটি কিভাবে সহজেই করা যায়। সেই চিন্তা গুলো সবার আগে করে থাকি।
যার ব্যতিক্রম আপনি লুডু খেলে টাকা ইনকাম করার ক্ষেএেও দেখতে পারবেন।
তো যখন আপনি জানতে পারবেন যে, বর্তমান সময়ে লুডু খেলে টাকা ইনকাম করা যায়। তখন আপনার মাথায় আরও একটি প্রশ্ন ঘুরপাক খাবে। তা হরো লুডু গেমে কি চিট করে আয় করা যাবে কিনা।
তো আমার দৃষ্টিকোন থেকে এ বিষয়টি নিয়েও একটা ক্লিয়ার ধারনা দেয়া উচিত। যেন এই প্রশ্নের উওর খোজার জন্য আপনাকে আর অন্য কোথাও যেতে না হয়।
দেখুন, প্রথমত মোবাইল ফোনের যেসব হ্যাকিং টাইপ এপস গুলো পাওয়া যায়। সেগুলোকে বলা হয় Android Mod Version. অর্থ্যাৎ এই এপ্লিকেশন গুলোতে যেসব কোডিং করা থাকে।
সেগুলোকে আপনার নিজের মতো করে কোডিং সাজিয়ে নিয়ে আপনি উক্ত এপস গুলো কে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন।
আপনি আরো দেখতে পারেন…
- ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
- ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম ? [বিস্তারিত জানুন]
- ডাটা এন্ট্রি কি ? কিভাবে ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করা যায় ?
কিন্তুু একটা বিষয় চিন্তা করে দেখুন। বর্তমানে যেগুলো এপসে লুডু খেলে টাকা আয় করা যায়।সেগুলো কিন্তুু আপনার বা আমার মতো মানুষ তৈরি করেছে।
এখন সেই মানুষ গুলো এতোটা বোকা নয় যে, তাদের তৈরি করা এপস গুলোকে হ্যাক করে আপনি অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন।
কেননা, যখনি আপনি ইনকাম রিলেটেড লুডু এপস গুলোকে হ্যাক করে মোড ভার্সনে রুপান্তর করবেন। তখন আপনি তাদের দেয়া সার্ভার থেকে বিছিন্ন হয়ে যাবেন।
এবং আপনি এখন যতোই লুডু গেমটি খেলুন না কেন৷ আপনি সেখান থেকে থেকে কোনো প্রকার আর্ন করতে পারবেন না।
আপনি কি কি শিখতে পারলেন?
আজকের আর্টিকেলে থাকা লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিয়ে যে আলোচনা গুলো করা হয়েছে। সেগুলো আমি আরও একবার রিপিড করবো ৷
যেন লুডু খেলে টাকা আয় করা নিয়ে আপনার মনে আর কোনো সন্দেহ না থাকে।
তো চলুন এবার জেনে নেয়া যাক, আজকের এই আর্টিকেল থেকে আপনি লুডু খেলে আয় করার সম্পর্কে কি কি গোপন টিপস জানতে পারলেন।
- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২০
- কোন গেম খেলে টাকা আয় করা যায়
- গেম খেলে টাকা আয়
- বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়
- কুইজ খেলে টাকা আয়
- ঘরে বসে অনলাইনে চাকরি
- গেম খেলে টাকা আয় app
- গেম খেলে টাকা আয় বিকাশে 2021
- গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস
- কুইজ খেলে টাকা আয়
- লুডু খেলে টাকা আয় বিকাশে
- অনলাইনে লুডু খেলে ইনকাম
- গেইম খেলে টাকা ইনকাম
- ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
আশা নয় বরং আমি বিশ্বাস করি যে, আপনি আজকের এই আর্টিকেল এর সম্পূর্ন তথ্য গুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
তবে আপনি যদি এই আর্টিকেলটি ভালোভাবে না পড়েন। তাহলে আপনাকে পুনরায় আরেকবার পড়ার জন্য অনুরোধ করবো। তা নাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন।
Scamming Alart For You
দেখুন আজকে আমি এই আর্টিকেলে যেসব লুডু খেলে আয় করার এপস গুলোকে রিভিউ করেছি। সেগুলো কিন্তুু কোনো প্রকার প্রোমোশনাল এপস নয় ৷
অর্থাৎ এই এপস গুলোকে রিভিউ করার জন্য আমাকে কেউ টাকা প্রদান করেনি। বরং আমি নিজে থেকে রিসার্চ করার মাধ্যমে এই লুডু খেলে টাকা ইনকাম করার এপস গুলোকে রিভিউ করেছি।
এখন আমার রিসার্চে সময় এই এপস গুলো বিশস্বস্ততার সাথে কাজ করেছে। কিন্তুু পরবর্তী সময়ে যদি এই এপস গুলো কোনো প্রকার স্ক্যামিং করে থাকে।
তাহলে কিন্তুু আমি কোনো ভাবে এর দায়ভার নিবো না। অর্থ্যাৎ আপনি এই এপস গুলোতে নিজ দায়িত্বে কাজ করবেন।
এখন আপনার যদি মনে হয় যে এই দুটি এপস ছাড়া আরও লুডু খেলে টাকা আয় করার এপস গুলো সম্পর্কে জানার। তাহলে বলবো এগুলো ছাড়াও কিন্ত আরও অনেক এপস আছে।
যেগুলো তে আপনি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
তো আপনি চাইলে উপরোক্ত আলোচিত এপস গুলো বাদে অন্যান্য এপস গুলোতেও লুডু খেলে টাকা আয় করতে পারবেন। এখন আপনি কোন এপসে কাজ করবেন, তা সম্পূর্ন আপনার উপরে নির্ভর করবে।
আমাদের শেষকথা
আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট সম্পর্কে বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
কেননা, কিভাবে আপনি লুডু খেলে টাকা আয় করবেন। সে বিষয় গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।
এরপরও যদি আপনার মনে লুডু খেলে আয় রিলেটেড আরও কোনো তথ্য জানার থাকে। তাহলে নিচে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন।
আমি যথাসম্ভব দ্রুততার সাথে আপনার কমেন্ট এর রিপ্লে দেয়ার চেস্টা করবো। বাংলা আইটি ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাবা খুবই অসুস্থ হসপিটালে রেফারেন্স দিতে পারতেছে না যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন খুবই উপকার হবে বিকাশ নাম্বার 01316717143
ওনার জন্য দোয়া রয়লো যাতে তিনি সুস্থ হয়ে যান।