গুগল ম্যাপ থেকে আয় : এই গোটা পৃথিবীতে যতো গুলো Android User আছেন ৷ তাদের প্রায় বেশির মানুষ গুগল ম্যাপ সম্পর্কে জেনে থাকবেন।
কেননা, আজকের দিনের এন্ড্রয়েড মোবাইল গুলোতে পূর্বে থেকেই এই Google Map কে ইনস্টল করে দেয়া থাকে।
এছাড়াও আমরা যখন নতুন কোনো জায়গা তে যাই। তখন যদি কোনো স্থান কে খুজে না পাই।
তাহলে আমরা গুগল ম্যাপের সাহায্য যে কোনো জায়গা কে খুজে নিতে পারবো।
আর এই সার্ভিস এতো বেশি বিশ্বস্ত যে, বর্তমান সময়ে পুরো পৃথিবীর মানুষ এই অনলাইন ম্যাপ টি ব্যবহার করে আসছে।
কিন্তুু আপনি কি জানেন, আজকের দিনে গুগল ম্যাপ থেকে আয় করা যায়? – কি অবাক হয়ে গেলেন, তাইনা?
হুমমম, এতোদিন আপনি জেনেছেন Google Map দিয়ে শুধুমাএ লোকেশন খুজে পাওয়া যায়।
কিন্তুু আপনি জানলে অবাক হয়ে যাবেন, কেননা বর্তমান সময়ে গুগল ম্যাপ থেকে ইনকাম করা যায়। যখন আমি আপনার মতো প্রথম জানতে পারি যে, গুগল ম্যাপ থেকে ইনকাম করা যায় ৷
তখন আমিও আপনার মতো রীতিমতো অবাক হয়ে যাবেন।
💡Quick Note: সবচেয়ে মজার বিষয় হলো, যদি আপনার হাতে একটা এন্ড্রয়েড মোবাইল থাকে। তাহলেও আপনি গুগল ম্যাপ থেকে আয় করতে পারবেন।
গুগল ম্যাপ কি? | What is Google Map in Bangla?
আমরা যারা একটু হলেও অনলাইন সম্পর্কে জানি ৷ তারা সবাই Google এর সাথে পরিচিত। কেননা, যখন আমরা গুগলে কোনো কিছু জানার জন্য সার্চ করি ৷
তখন Google আমাদের কে একবারে সঠিক উওর দিয়ে থাকে। আর শুধুমাএ সার্চ ইঞ্জিন নয় বরং গুগলের এমন অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে।
যেগুলো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে আছে।
আর Google Map হলো বর্তমান বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে থাকা গুগল এর নিজস্ব একটি প্রোডাক্ট। তো এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে, গুগল ম্যাপ কাকে বলে?
আপনার জন্য আরো লেখা…
- গুগল কি ? গুগল কেন এত জনপ্রিয় জানুন
- কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয়
- দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
তাহলে আপনার এই প্রশ্নের উওরে আমি বলবো,
গুগল ম্যাপ হলো এমন একটি প্লাটফর্ম। যেখানো গোটা বিশ্বের বড় বড় স্থান কিংবা লোকেশন গুলো কে লিপিবদ্ধ করা থাকে ৷
এবং পরবর্তী সময়ে কেউ যদি গুগল ম্যাপে সেই লিপিবদ্ধ করা জায়গা গুলো সম্পর্কে জানতে চায়। তখন এই প্লাটফর্ম টি সঠিক তথ্য দিয়ে আমাদের মতো আমজনতার সাহায্য করে।
গুগল ম্যাপের কাজ কি?
আমরা সবাই জানি যে, প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে গুগল ম্যাপ কিন্তুু কোনো কারন ছাড়াই তৈরি করা হয় নি।
বরং মানুষের উপকারে যেন আসে, সেই উদ্দেশ্য নিয়ে Google Map কে তৈরি করা হয়েছে।
বলা বাহুল্য যে, গুগল ম্যাপ এর প্রধান কাজ হলো পৃথিবীর সমস্ত স্থানের নাম এবং ঠিকানা গুলো কে তাদের কাছে সংগ্রহ করে রাখা।
এবং পরবর্তী সময়ে যদি কোনো মানুষ Google Map এ গিয়ে কোনো জায়গা সম্পর্কে সার্চ করবে। তখন তাদের কে সঠিক জায়গাটি চিহ্নিত করা।
যেমন ধরুন, আপনি কোনো একটা নতুন জায়গা তে ঘুরতে গেলেন ৷ কিন্তুু কোনো একটা সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হলেন।
তো এই সময় আপনি যদি আপনার অচেনা সেই জায়গাটির নাম লিখে গুগল ম্যাপে সার্চ করেন ৷ তাহলে কিন্তুু গুগল আপনাকে Map এর সাহায্য আপনাকে আপনার সঠিক জায়গাটি কোথায় অবস্থান করছে।
তা আপনাকে একেবারে সঠিকভাবে দেখিয়ে দিবে।
গুগল ম্যাপ থেকে ইনকাম করা যায় কি?
আমি শুরুতেই একটা কথা বলেছি যে, আজকের দিনে প্রায় বেশিরভাগ এন্ড্রয়েড ইউজার Google Map এর সাথে পরিচিত।
কিন্তুু সেই তুলনায় আপনি আরও একটা বিষয় দেখতে পারবেন যে। বর্তমান সময়ে আপনি এমন অনেক মানুষ কে খুজে পাবেন।
যারা এখনও জানে না যে, এখন গুগল ম্যাপ থেকে ইনকাম করা যায়।
তো এই সুযোগ কে কাজে লাগাতে পারবেন আপনিও। কারন আপনি যদি চান তাহলে গুগল ম্যাপ থেকে ঘরে বসে মোবাইলে আয় করতে পারবেন।
কেননা, এটি হলো অনলাইনে ডলার আয় করার দারুন একটা সুযোগ। যা আপনার কখনই হাতছাড়া করা উচিত নয়।
আমার পূর্বের আর্টিকেল গুলো তে অনলাইন ইনকাম নিয়ে অনেক কথা বলেছি।
যেমন, অনলাইন টাইপিং জব, বাংলাদেশে টাকা আয় করার apps, ঘরে বসে অনলাইনে আয় করার উপায় ইত্যাদি। তো সেই আর্টিকেল গুলোতে আপনাদের বেশ সাড়া পেয়েছি।
আর সেকারনেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। যেন আপনি ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস দিয়ে গুগল ম্যাপ থেকে আয় করে নিতে পারেন ৷
তো চলুন এবার জেনে নেয়া যাক, কিভাবে আপনি গুগল ম্যাপ থেকে আয় করবেন।
গুগল ম্যাপ থেকে আয় করার জন্য কিসের প্রয়োজন?
আর্টিকেলের শুরু থেকে এই পর্যন্ত আপনি Google Map নিয়ে অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন।
যেমন, শুরুতে আপনি জেনেছেন যে গুগল ম্যাপ কাকে বলে, এবং Google Map এর কাজ কি। এবং এরপরে আপনি জেনেছেন যে, সত্যি কি গুগল ম্যাপ থেকে আয় করা যায় কিনা।
তো এবার আপনাকে জেনে নিতে হবে যে, যদি আপনি গুগল ম্যাপ থেকে ইনকাম করতে চান। তাহলে আপনার কি কি প্রয়োজন হবে।
তো চলুন এবার সে নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
দেখুন যদি আপনি গুগল ম্যাপ থেকে আয় করতে চান। তাহলে কিন্তুু আপনার হাতে একটি মানসম্মত ডিভাইস থাকতে হবে।
সেটা হতে পারে একটি Android Mobile কিংবা একটি ভালো মান এর কম্পিউটার। যার মাধ্যমে আপনি Google Map থেকে আয় করতে পারবেন।
এবং আপনার ডিভাইস টি অবশ্যই গুগল সার্ভিস সাপোর্টেড হতে হবে।
তো যদি আপনার নিকট উপরোক্ত ইকুইপমেন্ট গুলো থাকে। তাহলে আপনিও নিজের ঘরে বসে গুগল ম্যাপ থেকে আয় করতে পারবেন।
তো চলুন এবার জেনে নেয়া যাক, এমন কি কি কাজ আছে। যেগুলো করতে পারলে আপনিও অন্যদের মতো গুগল ম্যাপ থেকে ইনকাম করতে পারবেন।
গুগল ম্যাপ থেকে ইনকাম করার নিয়ম
আপনি হয়তবা জেনে থাকবেন যে, কোনো কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো নিয়ম মেনে চলতে হবে।
ঠিক তেমনি ভাবে আপনি যদি গুগল ম্যাপ থেকে ইনকাম করতে চান।
তাহলেও কিন্তুু আপনাকে গুগল ম্যাপ এর সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।
তো এতো সব নিয়ম কানুনের মধ্যে গুগল তাদের ম্যাপ থেকে আয় করার জন্য একটি মাএ পদ্ধতি কে উন্মুক্ত করে দিয়েছে।
আর সেই পদ্ধতির নাম হলো, Local Guide Job. এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, এই লোকাল গাইড জব কাকে বলে। চলুন তাহলে এবার সে নিয়ে একটু ক্লিয়ার ধারনা নেয়া যাক।
Local Guide জব কি?
এটি হলো গুগল ম্যাপ এর বিশেষ একটি প্রোগ্রাম ৷ যেখানে আপনার বা আমার মতো যে কোনো ধরনের মানুষ এই প্রোগ্রাম এর সাথে যুক্ত হতে পারবে ৷
এতে তেমন কোনো বাধাধরা নিয়ম কানুন নেই। আর আপনি যদি গুগল ম্যাপ থেকে আয় করতে চান ৷ তাহলে আপনাকেও কিন্তুু এই Local Guide Job করে আর্ন করতে হবে।
তবে প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে, লোকাল গাইড জব এর মাধ্যমে গুগল ম্যাপ থেকে আয় তো করা যায়। কিন্তুু এই Local Guide Job কাকে বলে?
আপনি আরো পড়ুন…
- Google Analytics কি ? কিভাবে গুগল এনালাইটিক্স সেটআপ করতে হয় জেনে নিন
- গুগল নিউজ কি? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?
- ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড করুন
সহজ কথায় বলতে গেলে, যখন আপনি গুগল ম্যাপ নিয়ে কোনো কাজ করবেন ৷ তখন সেই কাজ গুলো কে বলা হবে লোকাল গাইড জব।
হয়তবা এই উওর টি আপনার পছন্দ হয়নি। সেজন্য আমি আরও একটু পরিস্কার ভাবে আলোচনা করছি। যেন আপনার বুঝতে সুবিধা হয়।
আমরা সবাই জানি যে, গুগল ম্যাপ পুরো পৃথিবীর লোকেশন ডিটেক্ট করে দিতে পারে ৷ কিন্তুু হরহামেশাই যে নতুন নতুন জায়গা, প্রতিষ্ঠান গুলোর উৎপত্তি হচ্ছে ৷
সেগুলোকে কিন্তুু আবার নতুনভাবে গুগল তাদের ম্যাপে যুক্ত করে দেয়।
তো তাদের এই কাজ গুলো যদি আপনি নিজেই করে দেন৷ তখন এই ধরনের কাজ গুলো Local Guide Job এর আওতায় পড়বে।
Local Guide জব থেকে আয় করার নিয়ম
আপনি যদি লোকাল গাইড জব এর মাধ্যমে গুগল ম্যাপ থেকে আয় করতে চান। তাহলে কিন্তুু আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে কাজ করতে হবে।
কেননা, আপনি গুগল এর Rules না মেনে কাজ করেন ৷ তাহলে কিন্তুু আপনি গুগল ম্যাপ থেকে আয় করতে ব্যর্থ হয়ে পড়বেন ৷
তো চলুন এবার দেখে নেয়া যাক, গুগল ম্যাপ থেকে ইনকাম করার জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে।
- সবার আগে আপনাকে আপনার ডিভাইসে Google Map টি ইনস্টল করতে হবে ৷ তবে যদি আপনি আগে থেকেই এই ম্যাপ টি আপনার ডিভাইসে ইনস্টল করে রাখেন ৷
- তাহলে চেস্টা করবেন পুনরায় সেটি কে নতুন করে Update করার ৷
- এরপর আপনাকে ডাটা কানেকশন চালু করতে হবে। এবং এরপর আপনাকে সরাসরি সেই Google Map এ প্রবেশ করতে হবে।
- যখন আপনি আপনার ডিভাইস থেকে উক্ত ম্যাপ টি ইনস্টল করবেন ৷ তখন আপনি সবার নিচের দিকে “Contribution”- নামক একটি অপশন দেখতে পারবেন ৷
- আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে।
- যখন আপনি “Contribution”- নামক ঐ অপশনে ক্লিক করবেন। তখন আপনি একটি Profile নামক নতুন অপশন দেখতে পারবেন।
- মূলত এখানেই আপনাকে গুগল ম্যাপে একটি নতুন একাউন্ট তৈরি করে নিতে হবে।
- এরপর আপনাকে View Your Profile নামক অপশনে ক্লিক করতে হবে।
- যখন আপনি উপরে থাকা অপশনে ক্লিক করবেন। তখন আপনি আরও বেশ কিছু ফিচার দেখতে পারবেন। যেমন, সেখানে আপনার নামের নিচে একটি Bio নামক অপশন দেখবেন।
- যেখানে আপনার নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গুলো দিতে পারবেন।
- এই প্রোফাইল থেকে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। যেমন, এখানে আপনার ইনকাম নির্ভর করবে।
- আসলে আপনি কোন লেভেলে আছেন। যদি আপনার Level অনেক বেশি হয়ে থাকে। তাহলে আপনার আয় করার পরিমানও বেড়ে যাবে।
- এছাড়াও আপনি আসলে মোট কত পয়েন্ট আর্ন করছেন। তার সম্পূর্ন হিসেব আপনি এই Profile এর মাধ্যমে দেখতে পারবেন।
- তো গুগল ম্যাপ থেকে আয় করার জন্য আপনাকে অনেক ছোটো খাটো কাজ করতে হবে ৷ যেমন, কোনো সময় আপনাকে বিভিন্ন স্খানের Review, Rating ইত্যাদি দেয়ার প্রয়োজন পড়বে।
- তো আপনি আসলে কোন কোন স্খান গুলোর রেটিং এবং রিভিউ করছেন ৷ তার সবগুলো ই আপনি এই প্রোফাইল এর মাধ্যমে দেখে নিতে পারবেন ৷
মূলত গুগল ম্যাপ থেকে আয় করতে হলে ঐ ম্যাপে আপনার একটা Profile থাকা অতি আবশ্যক।
তাই কিভাবে আপনি একটা Google Map Account তৈরি করবেন। সেটিই এতোক্ষন ধরে আলোচনা করলাম।
এবং আশা করা যায় আপনি এই আলোচিত বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
গুগল ম্যাপে পয়েন্ট থেকে থেকে আয় করার উপায়
আমি উপরের আলোচনা তে একটি কথা বলছি যে, আপনি যদি লোকাল গাইড জব করেন ৷ তাহলে কিন্তুু আপনার আর্নিং গুলো Point আকারে জমা হবে।
এবং এই পয়েন্ট এর উপর নির্ভর করে আপনি আপনার Profile এর Level বাড়িয়ে নিতে পারবেন। আর আপনার লেভেল যতো বেশি হবে।
আর আপনার গুগল ম্যাপ থেকে ইনকাম এর পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে।
কিন্তুু জানার বিষয় হলো যে, আপনি যে লেভেল বাড়ানোর জন্য পয়েন্ট আর্ন করবেন।
এই পয়েন্ট বাড়ানোর উপায় গুলো কি কি? – তো চলুন এবার সে নিয়ে একবারে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক।
তো যদি আপনি গুগল ম্যাপ থেকে ইনকাম করতে চান। তাহলে আপনি চাইলে বিভিন্ন উপায়ে আপনার পয়েন্ট এবং লেভেল এর পরিমান বাড়িয়ে নিতে পারবেন। যেমনঃ
- Review On Google Map: এই কাজের মাধ্যমে আপনি সর্বশেষ কোন কোন জায়গা গুলোতে ঘোরাফেরা করছেন। সেগুলো সমন্ধে গুগল এর নিকট মতামত প্রদান করার প্রক্রিয়া কে বলা হয় Review On Google Map.
- মজার বিষয় হলো আপনি যখন কোনো স্থানের রিভিউ প্রদান করবেন। তখন আপনার প্রতিটা Review এর পরিবর্তে 10 Point করে পাবেন।
- Rating On Google Map: গুগল ম্যাপ এর লোকাল গাইড জব গুলোর মধ্যে আরও একটি জনপ্রিয় মাধ্যম হলো Rating On Google Map.
- যেখানে আপনার কোন স্থান কিরকম ভালো লেগেছে। তা আপনাকে রেটিং দিতে হবে। এখন আপনার যদি কোনো স্থান ভালো লাগে।
- তাহলে আপনি ৫ স্টার দিবেন। আর যদি আপনার কোনো স্থান খারাপ লাগে ৷ তাহলে আপনি ৩ স্টার বা তারও কম দিতে পারবেন।
- Photo Click: মনে করুন, আপনি কোনো একটি নতুন স্থানে ঘুরতে গেলেন। এখন আপনি সেই নতুন স্থান গুলোর ছবি তুলে রাখবেন।
- এবং পরবর্তী সময়ে আপনি সেই ছবি গুলো গুগল ম্যাপে আপলোড করবেন। আর আপনি যতো বেশি নতুন স্থানের ছবি তুলে গুগল ম্যাপে আপলোড করবেন।
- আর পয়েন্ট এর পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে।
- Video Shoot: উপরে যেমন আপনি নতুন কোনো স্থানের ছবি তুলে পয়েন্ট ইনকাম করতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি নতুন নতুন কোনো স্থানের ভিডিও করেন ৷
- এবং সেই ভিডিও গুলো Google Map এ আপলোড করেন। তাহলে কিন্তুু আপনি বাড়তি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন৷
- Question & Answer: উপরোক্ত কাজ গুলো ছাড়াও আপনি চাইলে এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রশ্ন ও উওরের আয়োজন করা হয়৷ আপনি যদি সেই প্রশ্ন গুলোর সঠিক উওর দিতে পারেন।
- তাহলেও কিন্তুু আপনি প্রচুর পরিমানে আর্ন করে নিতে পারবেন৷
- Edit On Google Map: আমরা গুগল ম্যাপ এর সাহায্য যে স্থান গুলো কে দেখি। সেগুলো কিন্তুু পূর্বে থেকেই সব ডকুমেন্টস তাদের সার্ভারে জমা করে রাখে।
- কিন্তুু আপনি যদি এই জমা থাকা ডাটা গুলোর মধ্যে কোনো কিছু ভুল দেখতে পারেন৷ তাহলে আপনি সেই ভুল গুলো কে এডিট করে সংশোধন করতে পারবেন।
- এবং তার বিনিময়ে আপনি Point Earn করে আপনার লেভেল বাড়িয়ে নিতে পারবেন।
তো আপনি যদি Local Guide Job এর মাধ্যমে গুগল ম্যাপ থেকে ইনকাম করতে চান।
তাহলে আপনাকে উপরে আলোচিত কাজ গুলো করতে হবে। এবং সেই কাজের বিনিময়ে আপনি আপনার Profile এর লেভেল বাড়িয়ে নিতে পারবেন।
কিভাবে পয়েন্ট Redeem করে আর্নিং হবে?
আপনি উপরের আলোচনা থেকে জানতে পারলেন যে, আপনি Local Guide Job এর কাজ গুলো করবেন ৷
সেই কাজ গুলোর বিনিময়ে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন।
এখন আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে যে, আপনি যে এতো গুলো পয়েন্ট আর্ন করবেন ৷ সেই পয়েন্ট গুলো Redeem করবেন কিভাবে?
তো চলুন এবার সে নিয়ে একটু আলোচনা করা যাক।
মূলত আপনার জমা করা এই পয়েন্ট গুলো আপনার Profile এর লেভেল বাড়িয়ে দিতে সাহায্য করবে ৷ কেননা, আপনি যতো বেশি পয়েন্ট আর্ন করবেন ৷
আর লেভেল এর পরিমান ঠিক ততো বেশি বৃদ্ধি পাবে ৷ অপরদিকে আপনার লেভেল যতো বেশি হবে ৷
আপনার গুগল ম্যাপ থেকে বেশি বেশি অপরচুনিটি পাওয়ার সুযোগ থাকবে।
তো এখানে পয়েন্ট এর মাধ্যমে লেভেল বাড়ানোর সর্বোচ্চ ধাপ হলো চতুর্থ লেভেল৷ আর আপনি যদি এই লেভেলে পৌঁছে যেতে পারেন।
তাহলে আপনি গুগল থেকে অনেক সুবিধা ভোগ করতে পারবেন। যেমন, আপনি তাদের অনেক প্রিমিয়াম প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন।
এর পাশাপাশি আপনার রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনাও অনেক অংশে বেশি থাকবে।
গুগল ম্যাপ থেকে ইনকাম করা টাকা উইথড্র করার উপায়
আর্টিকেলের শুরু থেকে এখন অবধি গুগল ম্যাপ থেকে ইনকাম নিয়ে অনেক কথা বলছি।
কিন্তুু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এখনও বলা হয়নি।
আর সেই কথাটি হলো, আপনি যে গুগল ম্যাপ থেকে টাকা ইনকাম করবেন।
সেগুলো আপনি Withdraw করবেন কিভাবে? -তো চলুন এবার সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
আপনি আরো দেখুন…
- হার্ডওয়্যার কি ? কম্পিউটার হার্ডওয়্যার এর পরিচিতি
- মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপ
- Snack Video থেকে টাকা ইনকাম করার উপায়
দেখুন দুঃখজনক হলেও সত্যে যে, আপনি যে টাকা ইনকাম করার জন্য গুগল ম্যাপে কাজ করবেন ৷
সেই টাকা গুলো আপনি উইথড্র করে নিতে পারবেন না।
কেননা, এর বিনিময়ে গুগল আপনাকে কোনে টাকা প্রদান করবে না।
এখন হয়তবা আপনি ভাবছেন যে, গুগল ম্যাপ থেকে যদি টাকা পাওয়া না যায়৷ তাহলে এখানে কাজ করে আপনার কি লাভ হবে?
তাহলে এই প্রশ্নের উওরে আমি বলবো, আপনি এখান থেকে কোনো হ্যান্ড ক্যাশ না পেলেও ৷
আপনি কিন্তুু গুগল থেকে অনেক রিওয়ার্ড পাবেন ৷ যেগুলোর সুবিধা আপনি ভোগ করতে পারবেন ৷
গুগল ম্যাপ থেকে আয় করা নিয়ে আমাদের শেষকথা
আজকের এই আর্টিকেলে আমি গুগল ম্যাপ থেকে আয় করার সমস্ত বিষয় কে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।
তবে এরপরও যদি আপনার মনে গুগল ম্যাপ থেকে ইনকাম নিয়ে আরও কিছু জানার থাকে।
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ৷ আর অনলাইনে টাকা ইমকাম করা আমাদের ব্লগে অনেক আর্টিকেল আছে ।
আপনি বাংলা আইটি ব্লগের অনলাইন ক্যাটাগরি থেকে পড়ে নিতে পারেন।
Bangla it blog এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
amader blog a sundor koment er jonno dhonybad
ভাই রিভিউ কাজ কোথায় পাওয়া যায় বলতে পারবেন।
আপনাকে এই বিষয়ে গুগল আর ইউটিউব করতে হবে
Vai youtube korlew to kaj pai na…. Kaj pete please help me
apnake khuje ber korte hobe
আমি পড়িতে পারছি একটু একটু করে, এবং বুঝতে ও পারছি অল্প অল্প করে ত আমি ত একেবারে সঠিক ভাবে কোন কাজ করতে পারি না, তাহলে কি আমি আয় ইনকাম করতে পারবো, যদি আমার কাজের মধ্যে ভুল হয়ে গেছে এবং হচ্ছে, তাহলে আমি কিভাবে আয় ইনকাম করবো, তবে কি আমার এসব করে কিছু আশা করছি এটা ভাবতে পারবো, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে ওঠে এবং হয়ে যায়, কিন্তু সেটা কিভাবে সঠিক করবো সেটাই জানি না এবং বুঝি ও না ত আমি কি করবো, আমার সহজ বুঝতে পারা র দরকার আমাকে সহজ করে বুঝতে সহায়তা দিন।