শেয়ারইট সফটওয়্যার : Android Phone ব্যবহার করেন, অথচ শেয়ারইট এর নাম শুনেনি। এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে।
কেননা, একটি ফোন থেকে অন্য একটি গান বা অন্য কোনো ফাইল আদান প্রদান করার সবচেয়ে সহজ মাধ্যম হলো Share it.
চীনের তৈরি এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি অনেক কম সময়ের মধ্যে বড় বড় File কে অন্যের কাছে পাঠিয়ে দিতে পারবেন।
আর এই সুবিধা গুলোর জন্য আমরা অধিকাংশ মানুষ এই সফটওয়্যার কে নিজের মোবাইল কিংবা কম্পিউটারে ব্যবহার করি।
কিন্তুু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা এখনও শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করার পদ্ধতি গুলো ভালো করে জানেনা।
কিন্তুু আপনি তো জানেন, মোবাইলে Apps ডাউনলোড না করা পর্যন্ত ব্যবহার করা যায়না।
আপনি আরো দেখুন…
- দুই ছবি একসাথে করার সফটওয়্যার ডাউনলোড করুন
- এসইও কি? কিভাবে এসইও শিখবেন ?
- মোবাইলের বিউটি ক্যামেরা ডাউনলোড করুন
তো আজকের আর্টিকেলটি মূলত সেই কারনেই লেখা হয়েছে। আপনি কিভাবে শেয়ারইট ডাউনলোড করবেন। তার পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয়ার চেস্টা করবো।
শেয়ারইট কি ?
আজকের দিনের মোবাইল ইউজাররা যেন আরও বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে। সেই কারনে এপস ডেভলপাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
আর তার বাস্তব একটি উদাহরন হলো শেয়ারইট ৷ যার মাধ্যমে আপনি অনেক বড় বড় File কে খুব কম সময় এর মধ্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যায়।
এই অ্যাপস এর প্রতিষ্ঠতা হলো চীন। মূলত আগেকার দিন গুলোতে যখন আমরা ব্লুটুথ দিয়ে গান ট্রান্সফার করতাম। তখন অনেক বেশি সময় ব্যয় করতে হতো।
একটি বড় সাইজের মুভি ট্রান্সফার করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো।
কিন্তুু এই সমস্যার সমাধান বের করার জন্য চীন এই এপসটি তৈরি করে। যেখানে আমাদের পূর্বে ব্যবহার করা Bluetooth এ আরও কিছু ফিচার যুক্ত করে এমন একটি এপস তৈরি করা হয়।
যার মাধ্যমে আমরা অনেক কম সময়ে অনেক বড় বড় মুভি কিংবা ভিডিও কে আদান প্রদান করতে পারছি।
শেয়ারইট সফটওয়্যারের কাজ কি ?
একটা কথা মনে রাখবেন, কোনো কাজ এমনি এমনি করা হয়না। ঠিক তেমনিভাবে এই Shareit Apps কে একটি উদ্দেশ্য ডেভলপ করা হয়েছে।
এই এপস এর মূল কাজ হলো, কোনো File কে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা।
বিভিন্ন সময়ে আমাদের ফোন কিংবা ল্যাপটপ থেকে নানা রকম ফাইল ট্রান্সফার করার প্রয়োজন হয়।
যেমন, কখনও আমাদের বিভিন্ন গান শেয়ার করার প্রয়োজন পড়ে, আবার কখনও কখনও নিজের ছবি শেয়ার করার প্রয়োজন হয়ে থাকে।
আর এই শেয়ার বা ট্রান্সফার করার বিশেষ একটি মাধ্যম হলো Share it. এটি মূলত আপনার ডিভাইসে থাকা নেটওয়ার্ক এর মাধ্যমে কাজ করে থাকে।
যেখানে একটি ডিভাইস এর হটস্পট কে অন্য একটি ডিভাইসে থাকা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে দেয়। এবং এর ফলে দুটো ডিভাইস এর সাথে যুক্ত হয়ে যায়।
আর এভাবে যখন একটি ডিভাইস এর সাথে অন্য একটি ডিভাইস কানেক্ট হয়। তখন আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল গুলোকে অন্যের সাথে শেয়ার করতে পারি।
তাও আবার অনেক কম সময়ের মধ্যে। আর এটিই হলো শেয়ারইট এর মূল কাজ।
শেয়ারইট লাইট কি ?
যখন আপনি শেয়ারইট ডাউনলোড করবেন। তখন আপনি আরও একটি অ্যাপস সম্পর্কে জেনে নিতে পারবেন। সেটি হলো, Shareit Lite.
মূলত এটি হলো মূল সফটওয়্যার এর সিমিলার সফটওয়্যার। যার মাধ্যমে আপনি আরও অনেক দ্রুততার সাথে যে কোনো ধরনের ফাইল আদান প্রদান করতে পারবেন।
এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই Share it এবং Share it Lite এর মধ্যে পার্থক্য কি ? তাহলে চলুন এবার এই দুটি এপস এর মধ্যে যে বিভেদ আছে ৷
সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
মূলত আমাদের প্রয়োজনীয় ফাইল গুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারি। কিন্তুু শুরুর দিকে যে Share it Apk টি ডেভলপ করা হয়েছিলো।
সেটি সাইজের দিক থেকে একটু বড় করে তৈরি করা হয়েছিলো। যার ফলে যে ফোন গুলোর Ram কম। সেই ডিভাইস গুলোতে এপসটি অনেক স্লো কাজ করতো।
পরবর্তী সময়ে সব ধরনের ফোনে যেন শেয়ার ইট ব্যবহার করা যায়। সেই উদ্দেশ্যে আরও একটি সিমিলার Apps ডেভলপ করা হয়।
যেটি Lite নামে পরিচিত। মূলত এই এপসটির সাইজ অনেক কম হওয়ার কারনে সব ফোনেই স্মুথলি ব্যবহার করা যায়।
শেয়ারইট ডাউনলোড করুন
আমরা সবাই জানি যে, Share it হলো জনপ্রিয় একটি সফটওয়্যার এর নাম। যার মাধ্যমে আমরা খুব কম সময়ের মধ্যে বড় বড় ফাইল কে অন্য মোবাইলে ট্রান্সফার করতে পারবেন।
আর এই সফটওয়্যার ডেভলপাররা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে। যেন ব্যবহার কারীরা আরও বেশি সুবিধা ভোগ করতে পারে।
কিন্তুু সমস্যা হলো, আমরা অনেকেই আমাদের মোবাইলে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারিনা।
তো এবার আমি আপনাকে এমন কিছু উপায় বলবো। যার মাধ্যমে আপনি অনেক দ্রুততার সাথে শেয়ারইট ডাউনলোড করতে পারবেন।
এবং আপনিও আপনার ডিভাইসে Share It এপস কে ব্যবহার করতে পারবেন।
কিভাবে shareit ডাউনলোড করতে হয় ?
আপনি মূলত দুইভাবে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে একটি হলো সরাসরি Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।
এবং আরেকটি হলো Third Party Site থেকে শেয়ারইট ডাউনলোড করতে পারবেন।
তো আমি আপনাকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিবো। পরে আপনার যে পদ্ধতিটি ভালো লাগবে।
সেটি অনুসরন করে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
তবে যারা যারা পিসি ইউজার তাদেরকে অবশ্যই কোনো থার্ট পার্টি ওয়েবসাইট থেকে শেয়ারইট ডাউনলোড করতে হবে।
আর এসব থার্ড পার্টি সাইট গুলোতে প্রচুর পরিমানে ম্যালওয়্যার ভাইরাস থাকে। কিন্তুু আজকে আমি যে সাইট নিয়ে কথা বলবো।
সেই সাইটে কোনো প্রকার ক্ষতিকর ভাইরাস নেই।
শেয়ারইট এপিকে ডাউনলোড
যদি আপনি আপনার ডিভাইসে শেয়ারইট ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে নিচে দেওয়া পদ্ধতি গুলো অনুসরন করতে হবে।
আমি চেস্টা করবো খুব সহজ ভাবে ঐ পদ্ধতি গুলো বুঝিয়ে দেয়ার। তো চলুন এবার মূল বিষয়টি সম্পর্কে জেনে নেয়া যাক।
আপনি যদি মোবাইল থেকে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে।
যেমন, সবার আগে আপনার Internet connection চালু করতে হবে। এরপর নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
💥Shareit Download Link: Click Here
আপনি উপরে যে লিংকটি দেখতে পাচ্ছেন। এটি হলো Google Play Store থেকে শেয়ারইট ডাউনলোড করার লিংক।
আপনি যদি ঐ লিংকে ক্লিক করেন। তাহলে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। এবং সেখান থেকে শেয়ারইট ইনস্টল করতে পারবেন।
কিন্তুু আমাদের মধ্যে অনেকেই আছেন। যাদের প্লে স্টোর থেকে Apps ইনস্টল হয়না।
তো এই মানুষ গুলোকে কিন্তুু থার্ড পার্টি ওয়েবসাইট থেকে শেয়ারইট ডাউনলোড করতে হবে। এবং তারপর ফোনে ইনস্টল করে ব্যবহার করতে হবে।
Share it download website
এবার আমি আপনাকে এমন কিছু ভালো ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
এবং আপনার ফোনে এই Apps টি ব্যবহার করতে পারবেন।
তো সবার আগে আপনাকে আপনার মোবাইল ফোনে থাকা Data Connection টি চালু করবেন। এরপর নিচে দেওয়া যে ওয়েবসাইট লিংক আছে।
সেগুলো তে ক্লিক করলে আপনি সরাসরি শেয়ারইট ডাউনলোড পেজে চলে যাবেন। এবং Downland অপশনে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
- Share it download 1 – Click Here
- Share it download 2 – Click Here
- Share it download 3 – Click Here
আপনি যদি একেবারে সহজ পদ্ধতিতে শেয়ারইট ডাউনলোড করতে চান। তাহলে উপরের পদ্ধতি গুলো অনুসরন করতে হবে।
কেননা, উপরে আমি যে যে ওয়েবসাইট এর লিংক গুলো দিয়েছি। সেগুলো থেকে আপনি কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন।
পিসির জন্য শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড
সবচেয়ে মজার বিষয় হলো, আজকের দিনে পিসি কিংবা ল্যাপটপ থেকেও Share it ব্যবহার করা যায়। যদি আপনি অতীতের দিন গুলোর দিকে তাকান।
তাহলে আপনি সেই সময়ে পিসিতে ফাইল আদান প্রদান করার কোনো সফটওয়্যার দেখতে পারবেন না।
কিন্তুু এখনকার দিনে কম্পিউটার থেকেও শেয়ারইট ব্যবহার করা যায়।
আপনার জন্য আরো লেখা…
- ডেবিট কার্ড কি ? ডেবিট কার্ড খোলার নিয়ম
- রেফার কিভাবে করে? রেফার করে ইনকাম
- ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন
কিন্তুু সমস্যা হলো, পিসির জন্য কোন ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা ভালো ৷ তা আমরা অনেকেই জানি না।
এরফলে কিছু কিছু অসাধু ওয়েবসাইট এর মালিক তাদের সাইটে নানা রকম ম্যালওয়্যার ভাইরাস রেখ দেয়।
তবে আজকে আমি আপনাকে এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যেখান থেকে আপনি কোনো ঝামেলা ছাড়াই শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। তো চলুন এবার সে নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
Share it download for PC
এবার আমি আপনাকে এমন একটি পিসি ওয়েব সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি খুব সহজেই পিসির জন্য শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
তো আপনি যদি ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
💥Share it download link: Click Here
আপনি আপনার ল্যাপটপ কিংবা পিসি থেকে ডাটা অন করে উপরের লিংকে ক্লিক করেন। তাহলে আপনি সরাসরি শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড এর হোমপেজে চলে যাবেন।
সেখানে আপনাকে পুনরায় Download অপশনে ক্লিক করতে হবে।
জাভা শেয়ারইট ডাউনলোড
আজকের দিনে জাভা ফোন ব্যবহার কারীর সংখ্যা অনেক কম। তবুও আমি দেখলাম যে, গুগলে প্রায় অনেক মানুষ জাভা ফোনে শেয়ারইট ব্যবহার করতে চায়।
তো সেজন্যই চিন্তা করলাম এ বিষয়ে আপনাকে পরিস্কার কিছু ধারনা দেয়ার ৷ আসলে আপনি আপনার জাভা ফোনে শেয়ারইট ডাউনলোড করতে পারবেন কিনা।
আসলে জাভা ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক কম হওয়া।
অপরদিকে এন্ড্রয়েড ইউজার এর পরিমান অনেক বেশি হওয়ার কারনে আজকের দিনে শুধুমাএ এন্ড্রয়েড ফোনের জন্যই Apps গুলো কে ডেভলপ করা হয়ে থাকে ৷
যার কারনে আপনি চাইলেও সেই এপস গুলোকে জাভা ফোনে রান করতে পারবেন না।
আর আপনি যদি আপনার জাভা মোবাইলে শেয়ার ইট ব্যবহার করতে চান। তাহলে বলবো, আপনি চেস্টা একেবারে বৃথা যাবে।
কেননা, জাভার জন্য আজ পর্যন্ত কোনো এপ্লিকেশন তৈরি করা হয়নি। আপনি যদি Share it ব্যবহার করতে চান।
তাহলে অবশ্যই আপনার হাতে একটি এন্ড্রয়েড ডিভাইস থাকতে হবে।
শেয়ারইট এর বিকল্প সফটওয়্যার
আপনি উপরের আলোচনায় জানতে পারলেন যে, কোনো ফাইল আদান প্রদান করার জন্য শেয়ার ইট এর অবদান অতুলনীয়।
কিন্তুু আপনি কি জানেন, Shareit বাদেও আরও অনেক সফটওয়্যার রয়েছে। যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফাইল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন?
হয়তবা এই কথাটি শুনে আপনি অবাক হয়ে যেতে পারেন। কেননা, এতোদিন থেকে আপনি শুধু জেনে এসেছেন যে, শুধুমাএ শেয়ারইট দিয়ে ফাইল ট্রান্সফার করা যায়।
কিন্তুু আজকে আপনি জানতে পারলেন যে, শেয়ারইট বাদেও এমন অনেক ধরনের সফটওয়্যার আছে।
যেগুলোর মাধ্যমে ফাইল আদান প্রদান করা সম্ভব।
আপনি জানলে অবাক হবেন কারন বর্তমানে এমন অনেক ধরনের সফটওয়্যার আছে। যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফাইল কে ট্রান্সফার করতে পারবেন। যেমনঃ
০১| Send Anywhere
শেয়ারইট এর বিকল্প হিসেবে অন্যতম একটি অ্যাপস হলো Send Anywhere. যার মাধ্যমে আপনি শেয়ার ইট এর মতো ফাইল ট্রান্সফার করতে পারবেন।
বড় কথা হলো, আপনি যদি এই এপসটি আপনার নিজের ডিভাইসে ব্যবহার করেন ৷ তাহলে আপনি একেবারে অরজিনাল ফাইল ট্রান্সফার করতে পারবেন ৷
অর্থ্যাৎ আপনার দরকারি ফাইলের কোনো প্রকার ক্ষতি হবে না।
তাছাড়া এই এপস এর বিশেষ সুবিধা আছে। সেটি হলো আপনার দরকারি ফাইল গুলো ভুল করে অন্য কোনো মোবাইলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
কারন যখন আপনি কাউকে গান বা ভিডিও পাঠাবেন ৷ তখন আপনাকে একটি সিকিউরিটি কোড দেওয়া হবে।
এবং আপনার ফাইল গুলো যে রিসিভ করবে ৷ তার এই সিকিউরিটি কোডটির প্রয়োজন হবে।
Send Anywhere অ্যাপস এর আরও কিছু বিশেষ গুন আছে। যেমন, এর মাধ্যমে আপনি একসাথে অনেক গুলো ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
এছাড়াও উক্ত এপসটি আপনি Android, ios, MacOs সহো Windows এ ব্যবহার করতে পারবেন।
০২| Nearby Share
যখন থেকে এন্ড্রয়েড ভার্সগুলো Marshmallow তে শিফট হয়েছে। তখন থেকে প্রায় প্রতিটা ফোনেই এই এপসটি যুক্ত করে দেওয়া হয়েছে।
আমরা শেয়ার ইট এর প্রতি এতোটাই আকৃষ্ট হয়ে পড়ছি যে। এটি বাদে যে আরও অনেক File Transfer Apps আছে । তার কথা একেবারে ভুলেই গেছি।
কিন্তুু অবাক করার মতো বিষয় হলো, শেয়ারইট এর চেয়ে আরও অনেক ভালো ভালো ফাইল ট্রান্সফার করার অ্যাপস আছে।
বেশিরভাগ অ্যাপস সম্পর্কে আমরা সঠিকভাবে জানিনা।
০৩| Files By Google
আজকের দিনে ফাইল শেয়ার করার অন্যতম একটি মোবাইল অ্যাপস হলো Files By Google.
নামটা শুনেই হয়তবা অনুমান করতে পেরেছেন যে, এটি একটি গুগলের নিজস্ব প্রোডাক্ট। আর গুগল এর প্রোডাক্ট গুলোর মান কেমন হয়।
সেটা তো আপনি বেশ ভালো করেই জানেন।
বলা বাহুল্য যে, অন্যান্য এপস গুলোর তুলনায় এই অ্যাপসটির ইন্টারফেস অনেক সহজ। তাই যে কোনো ধরনের মানুষ এটিকে ব্যবহার করতে পারবে।
তাছাড়া আপনি যখন অন্যান্য File Sharing Apps গুলো ব্যবহার করবেন ৷ তখন আপনাকে বিভিন্ন ধরনের Ads দেখতে হবে।
কিন্তুু এই এপসে আপনি কোনো ধরনের Ad (বিজ্ঞাপন) দেখতে পারবেন না।
মনে করুন যে, আপনি বিনামূল্যে একটি পেইড এপস এর সুবিধা ভোগ করতে পারবেন। তাই চেস্টা করবেন একবার হলেও এই অ্যাপসটি ব্যবহার করার।
আশা করি উক্ত ফাইল শেয়ার করার অ্যাপসটি আপনারও খুব ভালো লাগবে।
০৪| Snapdrop
আপনি যদি শেযার ইট এর বিকল্প কোনো অ্যাপস খুজে থাকেন ৷ তাহলে বলবো, আপনার Snapdrop কে একবার হলেও ব্যবহার করে দেখা উচিত।
কেননা, এটি হলো ফাইল শেয়ার করার জন্য দারুন একটা অ্যাপস। যার মাধ্যমে আপনি অনেক কম সময় এর মধ্যে বড় বড় ফাইল গুলো কে শেয়ার করতে পারবেন।
আপনি আরো পড়ুন…
- মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপ
- Snack Video থেকে টাকা ইনকাম করার উপায়
- 10 হাজার টাকায় ব্যবসা শুরু করার আইডিয়া
আর Snapdrop নামক এপসটি কিছুটা শেয়ার ইট এর মতো দেখতে। তাই আপনি খুব সহজেই এটি কে ব্যবহার করতে পারবেন ৷
তবে একটা কথা না বললেই নয়। তাহলো, আপনি যদি এই অ্যাপস এর মাধ্যমে ফাইল শেয়ার করতে চান। তাহলে অবশ্যই আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।
শেয়ারইট ডাউনলোড নিয়ে কিছুকথা
বর্তমান সময়ে Share it যে জনপ্রিয় একটি অ্যাপস৷ সে বিষয়ে আমাদের কারো মনে কোনো প্রকার সন্দেহ নেই।
যার কারনে আজকের দিনে মিলিয়ন মিলিয়ন মানুষ এই শেয়ারইট কে নিজের ডিভাইসে ব্যবহার করে আসছে।
আর সে কারনে আজকে আমি শেয়ারইট ডাউনলোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
মূলত কিভাবে আপনি শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করবেন। তার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয়ার চেস্টা করেছি।
তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আর্টিকেলে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন৷ আর Bangla it Blog এর সাথে থাকার জন্য ধন্যবাদ।