Google কে আবিষ্কার করেন : বর্তমান বিশ্বে রাজত্ব করা একটি অনলাইন কোম্পানি হল গুগল। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা সবাই তখন গুগল কে বেশ ভালোভাবেই চিনি।
তবে এখন যদি আপনাকে একটু প্রশ্ন করা হয় যে, বলুন তো google কে আবিষ্কার করেন। তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন?
আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে না। কারণ গুগল আবিষ্কার হওয়ার পর থেকে আমরা শুধুমাত্র এটির ব্যবহার করেছি।
আপনার জন্য আরোও লেখা…
- নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার সেরা টিপস
- ভালো মানুষ চেনার উপায় গুলো কি | ভালো মানুষের কি গুন থাকে
- মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা ৮টি এন্ড্রয়েড অ্যাপস
কিন্তু এই জনপ্রিয় কোম্পানির অজানা তথ্য গুলো সম্পর্কে জানার চেষ্টাও করিনি। মূলত সে কারণে এবার আমি আপনাকে গুগলের সকল অজানা বিষয় গুলো কে জানিয়ে দিব।
এবং সবার শুরুতেই আমি আপনাকে বলব যে, গুগল কে আবিষ্কার করেন। এর পাশাপাশি google নিয়ে যে সকল অজানা বিষয় রয়েছে।
সে গুলো সম্পর্কে এবার আমি ধাপে ধাপে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন, সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।
গুগল (Google) কি? (What is google)
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মাধ্যমে google কে আবিষ্কার করেন। সে সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানিয়ে দিব।
তবে তার আগে আপনাকে জানতে হবে যে, google আসলে কি। কারণ যখন আপনি জানতে পারবেন যে google কি।
তখন আপনি আজকের আলোচিত আলোচনা গুলো খুব সহজেই বুঝতে পারবেন। তাই চলুন সবার শুরুতেই জেনে নেওয়া যাক যে, google কি।
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি। তারা ইন্টারনেট ইউজ করার সময় অবশ্যই google এর সাহায্য নিয়ে থাকি।
মূলত সে কারণেই গুগল কে পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি সার্চ ইঞ্জিন বলা হয়ে থাকে। যেখানে আপনি আপনার যে কোন অজানা বিষয় গুলো কে লিখে সার্চ করতে পারবেন।
এবং সেই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অপরদিকে আপনি যদি গুগল কে ইন্টারনেটের প্রবেশ দ্বার হিসেবেও প্রকাশ করেন।
তাহলে কিন্তু কোন প্রকারের ভুল হবে না। কারন আমরা গুগলের মধ্যে কোন কিছু লিখে সার্চ করার পরেই কিন্তু ইন্টারনেটের মধ্যে প্রবেশ করতে পারি।
তবে গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন নয় বরং গুগল হল এই পৃথিবীর অনলাইন এর মধ্যে রাজত্ব করা একটি কোম্পানি।
যে কোম্পানির মধ্যে পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষের ডেটা সংরক্ষণ করা আছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন মানুষের তথ্য গুগল নামক এই কোম্পানির কাছে জমা রয়েছে।
Google কে আবিষ্কার করেন | গুগল এর প্রতিষ্ঠাতা কে?
উপরের আলোচনা থেকে আপনি গুগল কি তা জানতে পেরেছেন। তবে আমাদের মূল জানার বিষয় হলো, google কে আবিষ্কার করেন সে সম্পর্কে জেনে নেওয়া।
আর এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলব যে। গুগল এর জনক হল দুজন ব্যক্তি। আর এই দুজন ব্যক্তির নাম হল, Sergey Brin এবং Larry Page.
মূলত এই দুজন হল এমন ব্যক্তি যারা সর্বপ্রথম গুগল এর সূচনা করেছিলেন। এবং তারা google নামক একটি সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
যে সার্চ ইঞ্জিন টি আমরা বর্তমান সময়ে ব্যবহার করছি। এবং নিজের অজানা বিষয় গুলো কে গুগল সার্চ ইঞ্জিন থেকে জেনে নিতে পারছি।
গুগল এর পূর্ণ নাম কি? | গুগল অর্থ কি?
এবার আমি আপনাকে google সম্পর্কে মজার একটি তথ্য শেয়ার করব। মূলত আমরা সবাই জানি যে, google মূলত একটি কোম্পানির নাম।
কিন্তু এই google নাম টি হলো একটি শব্দ সংক্ষেপ। এবং এই নামের একটি পূর্ণরূপ আছে। যদিও বা আমাদের মধ্যে অনেকেই এই বিষয় টি সম্পর্কে জানিনা।
কিন্তু এবার আমি আপনাকে সেই বিষয় টি সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে, google এর পূর্ণরূপ কি।
বিষয় টা অবাক করার মতো হলেও সত্য যে, গুগল শব্দটির একটি পূর্ণরূপ রয়েছে। যেমন:
- G= Global
- O= Organization
- O= Oriented
- G= Group
- L= Language
- E= Earth
উপরে আপনি এটি পূর্ণরূপ দেখতে পাচ্ছেন। মূলত এটি হলো google এর পূর্ণরূপ। অর্থাৎ আমরা গুগল নামের যে কোম্পানি কে চিনি।
সেই কোম্পানিটির নাম হল একটি শব্দের সংক্ষেপ। এবং এই গুগল শব্দের যে পুনরূপ রয়েছে তা উপরে উল্লেখ করা হয়েছে। আশা করি এবার থেকে আপনি গুগল এর অনুরূপ সম্পর্কে জানতে পেরেছেন।
Google কত সালে প্রতিষ্ঠিত হয়?
Google কে আবিষ্কার করেন সে সম্পর্কে আমরা উপরের আলোচনা তে বিস্তারিত জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে, মোট দুজন ব্যক্তি যাদের নাম হল, Sergey Brin এবং Larry Page.
যারা ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসের ৪ তারিখে গুগল নামক এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন এর সূচনা করেছেন।
আর সে দিক থেকে বলা যায় যে, google প্রতিষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসের ৪ তারিখে এবং ১৯৯৮ সালে। তবে যখন এই গুগল নামক সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছিল। তখন কিন্তু google দেখতে অনেক টা আলাদা রকমের ছিল।
কিন্তু পরবর্তী সময়ে google নিজস্ব কর্মচারীর মাধ্যমে বিভিন্ন প্রকারের ডেভেলপমেন্ট করে। আজকে এ পর্যন্ত আসতে পেরেছে।
আর বর্তমান সময়ে google হলো এমন একটি অনলাইন কোম্পানি। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের তথ্য গুলো সংরক্ষণ করা আছে।
আর সে কারণেই আপনি যদি এখন পৃথিবীর বিভিন্ন মানুষের তথ্য সংরক্ষণ করা কোম্পানির তালিকা তৈরি করেন। তাহলে সেই তালিকায় গুগলের নাম সবার প্রথমেই থাকবে।
গুগলের জনক কে?
সবার শুরুতেই আপনি জানতে পেরেছেন যে, গুগল আসলে কি। এবং এরপর আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে, Google কে আবিষ্কার করেন।
এবার আপনাকে জানতে হবে যে, গুগলের জনক কে। যদিও বা এই বিষয় টি সম্পর্কে আমি আপনাকে উপরের আলোচনায় জানিয়ে দিয়েছি। কিন্তু তারপরও এবার আমি আলাদা ভাবে জানাবো যে, গুগলের জনক কে।
আর গুগলের জনক হল, Sergey Brin এবং Larry Page. মূলত এই দুজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয় এর মধ্যে পিএইচডি সম্পন্ন করছিল।
ঠিক সেই সময়ে তারা দুজন মিলে একটি সার্চ ইঞ্জিন তৈরি করার কথা চিন্তা করে। এবং ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসের ৪ তারিখে গুগল নামক এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠা করে।
এবং তখন থেকে এখন পর্যন্ত গুগল ক্রমাগত ভাবে মানুষের কাছে জনপ্রিয় তা পাওয়া শুরু করেছে। আর বর্তমান সময়ে google হল অনলাইন জগতের একটি জায়েন্ট কোম্পানি।
গুগল এর ইতিহাস | History of Google
যেহেতু আপনি google কে আবিষ্কার করেন সে সম্পর্কে জানতে এসেছেন। সেহেতু অবশ্যই আপনাকে গুগলের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়াটা অতি প্রয়োজনীয়।
কারণ প্রত্যেকটা কোম্পানি যখন সফলতা অর্জন করে। তখন সেই কোম্পানির এই সফলতার পেছনে আরো বিরাট একটা ইতিহাস জড়িত থাকে।
ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে আমরা যে ইন্টারনেট এর প্রবেশদ্বার google নামক যে সার্চ ইঞ্জিন কে ব্যবহার করি।
এই গুগলের বিরাট একটা ইতিহাস রয়েছে। আর এবার আমি আপনাকে গুগলের ইতিহাস কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
আলোচনার শুরুতেই আমি আপনাকে বলেছি যে, google প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালে। এবং মোট দুজন ব্যক্তি মিলে এই google-এর প্রতিষ্ঠা করেছিল।
আর সেই দুজন বন্ধুর নাম হল ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। আর যখন এই দুজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পিএইচডি করছিল।
ঠিক সেই সময় তারা গুগল নামক জনপ্রিয় সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সব জল্পনা-কল্পনা শেষে 1998 সালের নভেম্বর মাসের 4 তারিখে গুগলের যাত্রা শুরু হয়।
তবে তারা যখন সর্বপ্রথম সার্চ ইঞ্জিন তৈরি করেছিল সেই সার্চ ইঞ্জিনের নাম ছিল, Backrub. তবে আজকে আমরা যেমন গুগল কে গোটা বিশ্বের মধ্যে বিখ্যাত একটি কোম্পানি হিসেবে দেখতে পাচ্ছি।
আপনি আরোও জনাতে পারবেন…
- মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করুন
- একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার সেরা ৮টি উপায়
- বর্তমানে সর্বাধিক চাহিদায় থাকা ৯টি অনলাইন চাকরি
এই সফলতা পেতে google নামক কোম্পানি কে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আসতে হয়েছে।
আর শুরুর দিকে গুগল নামক এই সার্চ ইঞ্জিনের নাম Backrub থাকলেও। বর্তমান সময়ে আমরা এটিকে গুগল নামে চিনি। কেননা পরবর্তী সময়ে Backrub এরপরে নাম পাল্টে গুগল রাখা হয়েছিল।
আর আপনি যদি গুগলের ডোমেইন এর দিকে লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, এই ডোমেইন টি মূলত 1997 সালে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে রেজিস্টার করা হয়েছিল।
গুগলের সিইও কে? (Google CEO)
উপরের আলোচনা তে আপনি জানতে পেরেছেন যে, গুগল কে আবিষ্কার করেন। এবং google এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন।
কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, বলুন তো গুগলের সিইও কে। তাহলে আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন?
থাক, আপনাকে কোন প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে না। বরং উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি যে, গুগলের সিইও কে।
মূলত বর্তমান সময়ে গুগলের সিইও হিসেবে নিযুক্ত আছেন Sundar Pichai. আর আর আজকের দিনে গুগল এর যে সকল কার্যক্রম পরিচালিত হয়।
সে গুলো মূলত এই সুন্দর পিচাই নামের ব্যক্তি টি পরিচালনা করে থাকে। আর তিনি হলেন একজন ভারতীয় নাগরিক।
এবং এই ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন ১৯৭২ সালের জুন মাসের ১০ তারিখে। মূলত তিনি বিশ্ববিদ্যালয় থেকে ভৌত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করেছেন।
এরপর তিনি ২০১৫ সালের শেষের দিকে গুগল এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন।
গুগল কোন দেশের কোম্পানি?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চায় যে, গুগল কোন দেশের কোম্পানি। তো যারা এই বিষয় টি সম্পর্কে জানতে চায় তাদের বলব যে, google হলো আমেরিকার একটি কোম্পানি।
আর এই কোম্পানির যাবতীয় কার্যক্রম অর্থাৎ সদর দপ্তর আমেরিকার মধ্যে থাকা ক্যালিফোর্নিয়া নামক শহরে রয়েছে।
আর আপনি চাইলে গুগল নামক এই কোম্পানির সরাসরি মেইন অফিসের ঠিকানা জানতে পারবেন। সেই ঠিকানা টি হল, এম্ফিথিয়েটার পার্কওয়ে ইন মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, আমেরিকা।
আর এই ঠিকানা দেখে হয়তো আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন যে, গুগল হলো আমেরিকার একটি কোম্পানি।
কিভাবে গুগল কাজ করে?
আচ্ছা বলুন তো, আমরা যে গুগল ব্যবহার করি সেই গুগল আসলে কিভাবে কাজ করে? যখন আমাদের কোন কিছু জানার প্রয়োজন হয়, তখন আমরা গুগলের মধ্যে লিখে সেটা কে সার্চ করি।
আর অবাক করার মত বিষয় হলো যে, সার্চ করার সাথে সাথেই আমরা উক্ত বিষয়ে বিভিন্ন রকমের তথ্য জানতে পারি। যেমন, আমরা যদি এখন গুগলে গিয়ে লিখি যে “মোটা হওয়ার উপায় কি”।
তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিক ভাবে এমন অনেক উপায় জানতে পারবেন। যে উপায় গুলো অনুসরণ করে মোটা হওয়া সম্ভব।
কিন্তু google এই তথ্য গুলো কিভাবে জানতে পারলো। সেটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ! আপনি যদি এই বিষয় টি ভেবে থাকেন তাহলে আপনাকে জানতে হবে যে, কিভাবে google কাজ করে।
তো চলুন এবার সেই বিষয় টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দেখুন আমরা গুগলের মধ্যে যে সকল তথ্য গুলো দেখতে পাই। সে গুলো কিন্তু আপনার বা আমার মত মানুষ google এর কাছে এই তথ্য গুলো জমা রেখেছে।
যেমন, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা ব্লগিং করে। আর ব্লগিং এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করা।
আর যখন আপনার একটি ব্লগ থাকবে তখন উক্ত ব্লগ এর মধ্যে থাকা যাবতীয় তথ্য গুলো। google অটোমেটিকলি তার নিজের কাছে জমা করে রাখবে।
এবং পরবর্তী সময়ে যখন কোন একজন মানুষ উক্ত বিষয় টি সম্পর্কে সার্চ করবে। তখন google এর কাছে জমা থাকা তথ্য গুলো সেই মানুষ কে দেখাবে।
মূলত গুগল সার্চ ইঞ্জিন এই পদ্ধতি অনুসরণ করে কাজ করে থাকে। তবে আপনি যদি গুগল এর কাজ গুলো আরো গভীরভাবে জানতে চান।
তাহলে আপনাকে নিচের আলোচনায় নজর রাখতে হবে। কারণ এবার আমি গুগলের কাজ গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব।
ক্রলিং করা
মনে করুন, আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন। এবং সেই ওয়েবসাইটের মধ্যে আপনি অনলাইন ইনকাম নিয়ে বিভিন্ন ধরনের লেখা পাবলিশ করলেন।
তো এখন গুগলের একটি ক্রাউলার রয়েছে যার কাজ হল অনলাইন এর মধ্যে থাকা বিভিন্ন ওয়েবসাইট এর মধ্যে। যে সকল নতুন নতুন ডাটা ইনপুট করা হয়।
অর্থাৎ যে সকল তথ্য পাবলিশ করা হয় সে তথ্য গুলো কে দেখা। আর গুগলের মধ্যে যে ক্রাউলার বা বট রয়েছে। সেটি মূলত প্রতিনিয়ত এই কাজ টি করতে থাকে।
এবং ইন্টারনেট এর মধ্যে পাবলিশ হওয়া বিভিন্ন ধরনের ডেটা গুলো কে ভিজিট করতে থাকে।
ইনডেক্স করা
যখন google এর বট নতুন নতুন ডেটা গুলো কে ভিজিট করে। তখন সেই নতুন ডেটা গুলো কে গুগল ইনডেক্সার এর কাছে পাঠিয়ে দেয়।
এবং google indexer সেই তথ্য গুলো কে পুনরায় যাচাই-বাছাই করে। এবং পরবর্তী সময়ে যে তথ্য গুলো গুগলের কাছে একেবারেই নতুন এবং ইউনিক মনে হয়।
সেই তথ্য গুলো কে গুগল নিজের কাছে জমা করে রাখে। অর্থাৎ গুগলের ভাষায় যাকে বলা হয়ে থাকে ইন্ডেক্সিং।
যেমন ধরুন, আপনি যদি ইউটিউবের মধ্যে একটি ভিডিও আপলোড করেন। তাহলে youtube কিন্তু আপনার সেই ভিডিও টি নিজের কাছে জমা করে রাখবে।
যেটা কে ইউটিউব এর ভাষায় বলা হয়ে থাকে, youtube indexing. আশা করি এই উদাহরণ থেকে আপনি google ইন্ডেক্সিং এর বিষয় টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন।
রেজাল্ট শো করা
সবশেষে গুগলের কাছে যে তথ্য গুলো জমা থাকবে। সেই তথ্য সম্পর্কে যখন কোন একজন মানুষ গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে।
তখন জমা থাকা সেই তথ্য গুলো কে খুব দ্রুত খুঁজে নিয়ে তারপর সে গুলো মানুষের কাছে শো করে। অর্থাৎ আমরা গুগলে যে বিষয় গুলো সম্পর্কে জানার জন্য সার্চ করি।
সে গুলো আমরা তখন দেখতে পাই। এবং যে সকল বিষয় সম্পর্কে গুগলের কাছে কিছু জমা থাকবে না। সেই সকল বিষয়ে আপনি গুগলে সার্চ করে কোন কিছুই জানতে পারবেন না।
আপনি আরোও দেখুন…
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
- ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?
- ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম
তো যারা আসলে জানতে চেয়েছিলেন যে, google কিভাবে কাজ করে। তাদের জন্য এই আলোচনা টি অনেক বেশি প্রয়োজনীয়।
মূলত গুগল তিনটি ধাপে কাজ করে আর এই তিনটি ধাপ কে নিয়ে আমি উপরে বিষদ ভাবে আলোচনা করেছি।
যেখান থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যে, গুগল কিভাবে কাজ করে। এবং আমরা কিভাবে google এ যাই লেখি না, কেন সেই বিষয়ে জানতে পারি।
Google নিয়ে আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, যদি আপনি আজকের এই আলোচনা টি মনোযোগ দিয়ে পড়ে থাকেন। তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে এতক্ষণ আপনি জানতে পেরেছেন google কে আবিষ্কার করেন।
এবং এই বিষয় টি সম্পর্কে জানার পাশাপাশি google এর ইতিহাস, google এর সিইও কে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পেরেছেন।
আশা করি আজকের এই আলোচনা টি আপনার জন্য অনেক উপকারী ভূমিকা পালন করতে পেরেছে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো সবার আগে জানতে চাইলে।
অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। যদি আমাদের লেখা সম্পর্কে আপনার কোন ধরনের মতামত কিংবা অভিযোগ থাকে।
তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে পুরো লেখা টি পড়ার জন্য।