কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় : আপনি কি জানেন, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় (How to Create fb page in bengali) ? না জানলে আজকের আর্টিকেল টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কেননা, আজকে আমি আপনাকে ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।
দেখুন, বর্তমান সময়ে আমরা যেখানে Facebook কে একটি আলাদা পৃথিবী হিসেবে ধরে নিয়েছি ৷ সেখানে আপনার নিজের একটা ফেসবুক পেজ থাকা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যেই পেজের মাধ্যমে আপনি অনেক কম সময়ের মধ্যে অধিক সংখ্যক মানুষের নিকট আপনার পোস্টকে রিচ করাতে পারবেন।
এছাড়াও আপনি যদি ফেসবুকে কাজ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান। তাহলেও কিন্তুু আপনার একটি ফেসবুক পেজ থাকা অতি আবশ্যক।
কেননা, যতোক্ষণ না আপনার কাছে কোনো একটি ফেসবুক পেজ থাকবে না। ততোক্ষন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না।
আপনার জন্য আরো লেখা…
- ফেসবুক থেকে আয় করার উপায়
- ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়
- ফেসবুক মার্কেটিং মানে কি? কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন
কিন্তুু এখনও এমন অনেক মানুষ আছেন, যারা এখনও জানেনা যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় how to create facebook page in bengali। এবং ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো কি কি।
আর আজকের আর্টিকেল টি মূলত সেই উদ্দেশ্য লেখা হয়েছে। কেননা, আজকে আপনি ফেসবুক পেজ রিলেটেড অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন। যেমনঃ
- কিভাবে ফেসবুক খুলতে হয়?
- কিভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয়?
- বিজনেস পেজের নাম কিভাবে দিবেন?
- ফেসবুক পেজ খোলার নিয়ম কি কি?
- ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়?
- ফেসবুক পেজ বিক্রি করার উপায়
- কিভাবে ফেসবুক পেজ ডিজাইন করবেন?
- ফেসবুক পেজ ভেরিফাই করার নিয়ম
- ফেসবুক পেজ ক্যাটাগরি সিলেক্ট করার উপায়।
- কিভাবে ফেসবুক পেজ ডিজাইন করতে হয়?
তো আপনি যদি উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা পেতে চান। তাহলে আজকের পুরো আর্টিকেল টি একটু মন দিয়ে পড়বেন ৷
তাহলে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার মনে আর ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে কোনো বিষয় অজানা থাকবে না।
ফেসবুক পেজ কি ?
সহজ কথায় বলতে গেলে Facebook Page হলো এক ধরনের পাবলিক প্রোফাইল। আমরা যেমন FB এর পারসোনাল একাউন্ট তৈরি করি।
এবং সেই পারসোনাল একাউন্ট দিয়ে একে অন্যের সাথে মেসেজ আদান প্রদান করি। ঠিক তেমনি ভাবে আপনি ফেসবুক পেজ হলো এক ধরনের পাবলিক প্রোফাইল।
সাধারনত যখন আপনি কোনো ব্রান্ড,সেলিব্রেটি কিংবা কোনো মান্যগন্য ব্যক্তির জন্য ফেসবুক এই নতুন ফিচারটি চালু করেছে।
যেখানে আপনি একজন সেলিব্রিটি হলে আপনি একসাথে আপনার লাখ লাখ অনুসারীর সাথে কানেক্ট হতে পারবেন। কেননা, FB Page এ আপনার কোনো ফলোয়ার এর লিমিটেশন থাকবে না।
কেন ফেসবুক পেজ দরকার ?
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, সে সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো। তবে সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে, কেন আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন।
আর একটি Facebook Page তৈরি করার পর কি কি সুবিধা পাওয়া যাবে। চলুন এবার এ বিষয়ে একটু ধারনা নেয়া যাক।
দেখুন, আমরা সবাই জানি যে আজকের দিনে খুব সহজেই একটি পেজ তৈরি করা যায়। কিন্তুু এই পেজ গুলো তৈরি করার পর আপনি সেই পেজের মাধ্যমে কি কি বেনিফিট পাবেন ৷
সে সম্পর্কে আমরা অনেক মানুষ ই জানিনা। কিন্তুু মজার বিষয় হলো, যদি আপনার একটি FB Page থাকে। তাহলে আপনি সেই পেজ থেকে নানা ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
০১| ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য
আমরা প্রতিনিয়ত শুনে আসছি যে, বর্তমান সময়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর এই টাকা আয় করার জন্য একটি Facebook Page গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কারন ফেসবুক থেকে আয় করার বেশিরভাগ অংশটি আসে এই ফেসবুক পেজ থেকে।
কেননা, Facebook তাদের ইউজারদের জন্য নতুন একটি মনিটাইজেশন পদ্ধতি চালু করেছে। যেখানে আপনার যদি একটি ভালো মানের Facebook Page থাকে।
তাহলে আপনি আপনার তৈরি করা সেই পেজ কে ফেসবুক কতৃক মনিটাইজ করিয়ে প্রচুর পরিমান টাকা ফেসবুক থেকে আয় করে নিতে পারবেন।
০২| মিলিয়ন মিলিয়ন অনুসারী পাওয়ার জন্য
যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করে। তারা একটি বিষয় বেশ ভালো করেই জানে। সেটি হলো একটি Facebook ID তে ৫ হাজার এর বেশি বন্ধু তৈরি করা যায়না।
যার কারনে আপনি যদি একজন সেলিব্রেটি কিংবা বড় মাপের মানুষ হয়ে থাকেন। তাহলে আপনার জন্য এটি বড় ধরনের অসুবিধা সৃষ্টি করবে।
কিন্তুু ফেসবুক পেজে এরকম কোনো বাধা নিষেধ নেই। এখানে আপনার আনলিমিটেড অনুসারী হতে পারবে ৷ আইডিতে যেমন ৫ হাজার এর বেশি বন্ধু তৈরি করা যায়না।
অপরদিকে পেজের মাধ্যমে আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে আসতে পারবেন।
০৩| নিজের পরিচিতি বৃদ্ধি করার জন্য
মনে করুন, আপনার কোনো একটি নতুন কোম্পানি আছে। এবং আপনার সেই কোম্পানিতে নানা ধরনের পন্য আছে।
এখন আপনি চাচ্ছেন, যেন আপনার সেই পন্য গুলো সম্পর্কে লাখ লাখ মানুষ জানতে পারে। এবং সেই সাথে আপনার কোম্পানির পন্য গুলো কিনতে আগ্রহী হয়।
এই সময়ে আপনি যদি একটি ফেসবুক আইডি তৈরি করার পর সেখানে আপনার পন্যের প্রচার প্রচারনা করেন। তাহলে আপনি ততোটা বেনিফিট পাবেন না।
যতোটা আপনি একটি ফেসবুক পেজ থেকে পাবেন। কেননা, পেজের মাধ্যমে আপনি অনেক কম সময়ে অধিক সংখ্যক মানুষের নিকট আপনার পন্যের প্রচার করতে পারবেন।
০৪| নিজ ব্রান্ডের ভ্যালু তৈরি করার জন্য
বর্তমান সময়ের বেশিরভাগ কোম্পানি গুলো তাদের পন্যের প্রচার এবং প্রসারের জন্য পুরোপুরি প্রোমশন এর উপর নির্ভর হয়ে পড়েছে।
কেননা, যতোক্ষন না আপনি আপনার টার্গেটেড অডিয়্যান্স এর নিক যেতে পারবেন না। ততোক্ষন আপনি আপনার কোম্পানির আশানুরূপ প্রচার করতে পারবেন না।
যেমন ধরুন Foodpanda এর কথা। যখন এই নতুন খাবার ডেলিভারি করার কোম্পানিটি নতুন যাত্রা শুরু করে। তখন বেশিরভাগ মানুষ এই কোম্পানি সম্পর্কে তেমন কিছু জানতো না।
কিন্তুু তারা একাধারে ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে অনেক বেশি প্রচার চালায়। যার কারনে গোটা বাংলাদেশের মানুষ এই কোম্পানি সম্পর্কে জানতে পেরেছে।
এবং এই কোম্পানির কাজ সম্পর্কে অনুমান করতে পেরেছে।
এখন আপনার যদি কোনো ছোটো বড় কোম্পানি কিংবা প্রতিষ্ঠান থাকে। তাহলে আপনি সেটির প্রচার করার জন্য ফেসবুক পেজ কে বেছে নিতে পারবেন।
কেননা, এই মাধ্যমে আপনি অনেক কম টাকা দিয়ে অধিক সংখ্যক মানুষের নিকট পৌঁছে যেতে পারবেন।
ফেসবুক পেজ খুলতে কি কি লাগে
facebook page kivabe khulbo এটি জানার আগে আপনাকে জেনে নিতে হবে যে। একটি ফেসবুক পেজ খুলতে কি কি দরকার হয়।
কেননা, আপনি যদি এই দরকারি জিনিস গুলো ম্যানেজ করতে না পারেন ৷ তাহলে কিন্তুু আপনি কোনো ভাবেই সঠিক উপায়ে একটি FB Page খুলতে পারবেন না।
তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
তো আপনি যদি সঠিক উপায়ে কোনো ফেসবুক পেজ খুলতে যান৷ তাহলে আপনার বেশ কিছু দরকারি জিনিস এর প্রয়োজন হবে। যেমনঃ
০১| একটি মোবাইল অথবা কম্পিউটার
আপনি যদি ফেসবুকে প্রবেশ করে পেজ খুলতে চান। তাহলে সবার আগে আপনার যে জিনিসটির দরকার হবে। সেটি হলো আপনার নিকট একটি ভালো মানের ডিভাইস থাকতে হবে।
যার মাধ্যমে আপনি এই কাজ গুলো করতে পারবেন। আর সেই ডিভাইটি কোনো একটি মোবাইল হলেও চলবে। অথবা আপনার কাছে যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ থাকে।
তাহলেও আপনি খুব সহজেই আপনার পছন্দের ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।
০২| একটি ভালো ইন্টারনেট কানেকশন
আপনি যদি অনলাইন রিলেটেড কোনো ধরনের কাজ করতে চান। তাহলে আপনার সাথে থাকা ডিভাইস গুলোতে অবশ্যই একটি ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
কেননা, যতোক্ষন আপনি আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন সংযুক্ত করতে পারবেন না। ততোক্ষন আপনি অনলাইন জগতে প্রবেশ করতে পারবেন না।
তাই একটি ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই আপনার ডিভাইসে একটি ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
০৩| ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে হবে
আপনি যদি নিয়ম না জানেন, তাহলে কি আপনি কোনো কাজ সুষ্ঠভাবে করতে পারবেন? – নিশ্চই পারবেন না। ঠিক একইভাবে আপনি যদি না জানেন যে, facebook page কিভাবে খুলবো?
তাহলে কিন্তুু আপনি সঠিকভাবে কোনো ধরনের ফেসবুক পেজ খুলতে পারবেন না। তাই সবার আগে আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করা শিখতে হবে ৷
তারপর আপনি সঠিকভাবে কোনো ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
তো উপরের আলোচনা গুলোতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছি। যেমন, প্রথমে আপনি জেনেছেন “ফেসবুক পেজ কাকে বলে “
এরপর আপনি জেনেছেন যে, একটি Facebook Page খোলার জন্য কি কি দরকার হয়। এবার আপনি জানতে পারবেন যে, চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
দেখুন, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেটি আপনি মোট ২ ভাবে খুলতে পারবেন। অথ্যাৎ, এমন অনেক মানুষ আছেন। যারা মোবাইল ডিভাইস ব্যবহার করে।
আবার এমন অনেক মানুষ আছেন যারা কম্পিউটার ব্যবহার করে। আর সেই কারনে আমি দুই ধরনের ডিভাইস এর জন্য দুই ভাবে আলোচনা করবো।
যেন আপনার বুঝতে সুবিধা হয়।
আপনি আরো দেখতে পারেন…
- প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি ? (what is printer in bangla)
- রাউটার কি ? Router এর কাজ কি এবং দাম কত টাকা ?
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
তবে দুটি ডিভাইস নিয়ে আলাদা ভাবে আলোচনা করলে আপনার বোঝার সুবিধা হলেও। এই কাজের ধরন গুলো কিন্তুু একই রকমের।
অথ্যাৎ, আপনি যদি একবার বুঝতে পারেন যে, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। তাহলে আর আপনার কোনো প্রকার সমস্যা হবেনা।
ফেসবুক পেজ খোলার নিয়ম
সবগুলো কাজের যেমন নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। ঠিক তেমনিভাবে আপনি যদি ফেসবুক পেজ খুলতে চান। তাহলেও কিন্তুু আপনাকে ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো সম্পর্কে পরিস্কার ধারনা রাখতে হবে।
কেননা, আপনি যদি এই নিয়ম গুলো সঠিক ভাবে না জেনে থাকেন ৷ তাহলে কিন্তুু আপনার পথিমধ্যে নানা সমস্যার সম্মুখীন হতে হবে।
আর আমি উপরেই বলে দিয়েছি যে, আমি ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো ডিভাইস ভেদে আলাদা আলাদা করে আলোচনা করবো।
যেন আপনার বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো চলুন এবার ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
কম্পিউটারে ফেসবুক পেজ খোলার নিয়ম
যদি আপনার হাতে একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে। তাহলে আপনি কিভাবে ফেসবুক পেজ খুলবেন। এবার সে নিয়ে বিষদভাবে আলোচনা করবো।
আর আমি নিচের দিকে যেসব স্টেপ নিয়ে আলোচনা করবো। সেগুলো অবশ্যই মনো দিয়ে পড়ার চেস্টা করবেন। তাহলে আপনিও অনেক সহজ ভাবে কম্পিউটার দিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন।
- সবার আগে আপনার ডিভাইসে থাকা নেট কানেকশন টি চালু করবেন। এবং সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক একাউন্টে।
- এরপর সবার ডান কোনে থাকা মেনু বাটনে ক্লিক করুন।
- যখন আপনি মেনু বাটনে ক্লিক করবেন। তখন আপনার সামনে এমন অনেক ধরনের অপশন চলে আসবে।
- আর এই সব গুলো অপশন এর মধ্যে আপনাকে “Page”- নামক অপশন টি খুজে নিতে হবে।
- যখন আপনি Page নামক অপশনটি খুজে পাবেন। তখন আপনাকে উক্ত অপশনে ক্লিক করতে হবে।
- অথবা সরাসরি এই লিঙ্ক এ ক্লিক করেও পেজ খুলার অপশন পেয়ে যাবেন।
- এরপর আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে। যেখানে লেখা থাকবে, ” Create A Page”
- এবার আপনি বাম পাশে আরও কিছু অপশন দেখতে পারবেন। যেমন, Name, Category এবং Description ইত্যাদি। আপনাকে এই ঘর গুলো একটু সতর্কতার সহিত পূরন করতে হবে।
- Page Name এর জায়গাতে আপনাকে সেই নামটি বসিয়ে দিতে হবে। যে নামে আপনি একটি ফেসবুক পেজ খুলতে চান।
- এরপর আপনাকে Category নির্ণয় করে নিতে হবে। অথ্যাৎ, আপনি আসলে কোন ধরনের ক্যাটাগরি যুক্ত পেজ তৈরি করতে চান। তা আপনি নির্ধারন করে নিতে হবে।
- তো যখন আপনি উপরের নিয়ম গুলো মেনে সব গুলো কাজ সঠিকভাবে করবেন ৷ তখন আপনাকে Create Page নামক অপশনে ক্লিক করতে হবে।
- তার পর আপনি পেজের প্রোফাইল ছবি এবং কভার ছবি আপলোড করার অপশন দেখতে পারবেন এবং তার সাথে ফোন নুম্বার এবং ওয়েবসাইট যুক্ত করারা বক্স পাবেন।
তো আপনি যদি উপরোক্ত স্টেপ গুলো সঠিক ভাবে অনুসরন করেন। তাহলে আপনি অনেক সহজেই ফেসবুক পেজ খোলার প্রথম ধাপ অতিক্রম করতে পারবেন।
এরপর আপনাকে সেই পেজে থাকা গোপন Setting গুলো করতে হবে। তবে এর আগে আপনাকে জেনে নিতে হবে যে, মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়।
মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম
মজার বিষয় হলো, এখন আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন। আর মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়।
এবার সেই ধাপ গুলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেস্টা করবো। তাই এ ধাপ গুলো একটু মন দিয়ে দেখবেন ৷
- সবার শুরুতে আপনি আপনার মোবাইল এর Net Connection টি চালু করে নিবেন।
- এরপর আপনাকে সরাসরি চলে যেতে হবে Facebook App, fb lite এর ভেতরে।
- যখন আপনি ফেসবুক এপে আপনার ID লগ ইন করবেন। তখন আপনি এপস এর ডান কোনো একটা থ্রি Dot Menu আছে। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর আপনি অনেক গুলো নতুন অপশন দেখতে পারবেন ঠিক উপরের ছবির মত।
- একটু ভালো করে তাকালে আপনি Page নামের অপশনটি আপনার নজরে আসবে। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর Create a new page এই লেখাটি যেখানে দেখবেন।
- এরপর আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে যেমনটা পিসি থেকে facebook page খোলার ছবি দেখানু হয়েছে ।
- যেমন, আপনার FB Page Name, আপনার Fb Page Description, আপনার ফেসবুক পেজ এর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
- তো উপরের তথ্য গুলো দেয়ার পর আপনাকে Facebook page এর টার্মস এন্ড কনিশন গুলোতে টিক দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে।
আপনি যদি উপরোক্ত ধাপ গুলো নির্ভুল ভাবে পার করতে পারেন।
তাহলে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন। তবে এরপরও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন।
ফেসবুক পেজ এর প্রোফাইল পিকচার ও কভার পিকচার
একটি ফেসবুক পেজ খোলার সময় আপনার আরও দুটি নতুন অপশন এর সাথে পরিচিত হবেন। সেটি হলো Facebook Page Profile Picture এবং FB Page Cover picture.
তো এই দুটো হলো একটি পেজ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই চলুন এবার এগুলো সম্পর্কে একটু ধারনা নেয়া যাক।
- যখন আপনি কোনো ফেসবুকের পেজে প্রবেশ করবেন। প্রথমে দুটো ডিজাইন আপনার নজরে আসবে। একটি হলো সেই পেজের লোগো মুল পিকচার।
- যেটা উপরের বাম কোনে থাকে। এবং তার ঠিক পিছনেই একটা বড় আকারের Picture থাকে। যাকে বলা হয়, Facebook Cover Picture.
- তো এই অপশন দুটির মাধ্যমে আপনার পেজ এর মূল টপিপকে ফুটিয়ে তুলতে পারবেন। যেমন, আপনি যদি কোনো Music Related ফেসবুক পেজে যান।
- তাহলে আপনি দেখতে পারবেন। তাদের পেজের প্রোফাইল এবং কভার অপশনে এমন সব পিকচার দেওয়া আছে। যেগুলো মিউজিক এর সাথে সম্পর্কযুক্ত।
আর সেই কারনে আপনি যখন আপনার ফেসবুক পেজ এর জন্য Profile picture এবং Cover picture সেট করবেন।
তখন সেই পিকচার গুলো আপনার পেজ এর মুল বিষয়কে ফুটিয়ে তোলার চেস্টা করবেন। এতে আপনি আলাদা কিছু বেনিফিট পাবেন।
ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ সেটিংস
আপনি মাত্র কয়েকটা স্টেপ ফলো করে ফেসবুক পেজ খুলে নিতে পারবেন। কিন্তুু এরপর আপনাকে বেশ কিছু Facebook Page setting করে নিতে হবে।
কেননা, আপনি যদি এই ফেসবুক পেজ সেটিংস গুলো না করেন। তাহলে আপনি আপনার পেজ কে জনপ্রিয় করতে পারবেন না।
আর আমরা সবাই চাই যেন, আমাদের তৈরি করা ফেসবুক পেজটি জনপ্রিয় হয়ে যায়। আর কোনো পেজকে Popular হিসেবে গড়ে তোলার জন্য।
কিছু গোপন সেটিংস আছে। যেগুলোকে আপনাকে বেশ ভালোভাবে করতে হবে। যেমনঃ
০১| ইউজারনেম সেট করা
একটা বিষয় চিন্তা করে দেখুন, ফেসবুকে আপনার মতো লাখ লাখ পেজ আছে। কিন্তুু এতগুলো পেজ এর মধ্যে আপনার পেজটি কিভাবে খুজে পাবেন।
খুজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, তাইনা? হুমম এই সমস্যার সমাধান করার জন্য @username এর ব্যবহার করা হয়ে থাকে।
তো আপনি যদি আপনার তৈরি করা ফেসবুক পেজে ইউজারনেম ব্যবহার করতে চান। তাহলে সবার আগে আপনাকে ফেসবুক পেজে প্রবেশ করতে হবে।
তার পর আপনার ফেসবুক পেজে যেতে হবে এবং দেখতে পারবেন Create @username. সেখানে ক্লিক করতে হবে আপবনার পেজ এর লিঙ্ক ঠিক করার মত।
যেমন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক “https://web.facebook.com/banglaitblogcom” বা “fb/banglaitblogcom”.
এরপর একটি ইউনিক নাম দিতে হবে যে Username কেউ ব্যবহার করে নাই তার পর Create Username এ ক্লিক করলেই সেট হয়ে যাবে।
০২| ডেসক্রিপশন যোগ করা
কোনো একটি ফেসবুক পেজ এর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, Description. যেখানে একটি পেজ আসলে কি কারনে তৈরি করা হয়েছে।
সেটি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এবং আপনার পেজে থাকা ফলোয়ার সেই ডেসস্ক্রিপশন দেখেই তা বুঝে নিতে পারবেন।
এমন অনেক মানুষ আছেন, যারা এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয়না। আসলে এটা সম্পূর্ন ভুল।
০৩| অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল যুক্ত করা
আপনি জানলে অবাক হয়ে যাবেন, কারন একটি ফেসবুক পেজের মধ্যে অন্যান্য সোস্যাল মিডিয়া এর Link গুলোও যুক্ত করা সম্ভব।
আর একজন মানুষ এর তো অনেক ধরনের সোশ্যাল একাউন্ট থাকে। যেমন, twitter, Linkedin, Tamblar ইত্যাদি। তো আপনার এমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো একাউন্ট থাকলে।
আপনি সেই একাউন্ট গুলোকে আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত করে নিতে পারবেন। আর আপনি যদি এই কাজটি করেন।
তাহলে ফেসবুক পেজের মাধ্যমে আপনি আলাদা কিছু বেনিফিট পাবেন।
০৪| ঠিকানা ও মোবাইল নাম্বার যোগ করা
আপনার পেজে যেসব Follower থাকবে। তারা যেন আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। সেই কারনে আপনাকে আপনার ফেসবুক পেজ Address এবং আপনার বিজনেস Mobile Number দিতে হবে।
এতে করে আপনার অনুসারীরা যদি কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চায়। তাহলে এই ঠিকানা অথবা মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করতে পারবে।
তাই আপনার তৈরি করা ফেসবুক পেজে অবশ্যই Address & mobile Number যুক্ত করে নিবেন।
তো উপরে যে বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হলো একটি Facebook Page তৈরি করার পরবর্তী সেটিংস।
আপনি যদি এই সেটিংস গুলো না দেখে থাকেন ৷ তাহলে আপনাকে পুনরায় আরেকবার পড়ার জন্য অনুরোধ করবো।
ফেসবুক পেজ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় – তা আমি উপরের আলোচনা তে পরিস্কার ভাবে বুঝিয়ে দেয়ার চেস্টা করেছি।
আশা করি আজকের আলোচিত ফেসবুক পেজ খোলার নিয়ম গুলো আপনার অনেক ভালো লেগেছে।
তো এবার আমি Facebook Page রিলেটেড কিছু প্রশ্নের উওর এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো আপনার জেনে নেয়াটা ভীষন গুরুত্বপূর্ণ। যেমনঃ
Q: ফেসবুক পেজ কিভাবে চালাতে হয়?
উত্তর : আপনি যেভাবে একটি Facebook Account কে কন্ট্রোল করেন। ঠিক একইভাবে আপনি একটি ফেসবুক পেজকে চালাতে পারবেন।
এখানে আপনি আলদা কিছু দেখতে পারবেন না। তবে আপনাকে ঐ পেজে আইডি থেকে পুনরায় প্রবেশ করে পেজ কে পরিচালনা করতে পারবেন।
Q: ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম কি কি?
উত্তর : আপনি যদি ফেসবুক পেজ থেকে কোনো Post করতে চান। তাহলে সবার আগে আপনাকে সেই পেজে প্রবেশ করতে হবে।
এবং আপনি যখন আপনার Facebook Page এ প্রবেশ করবেন ৷ তখন আপনি একটু নিচের দিকে আসলেই Post নামক একটি অপশন দেখতে পারবেন।
আর সেই অপশন এর মাধ্যমে আপনি ফেসবুক পেজে পোষ্ট করতে পারবেন।
Q: ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় গুলো কি কি?
উত্তর : যদি আপনি আপনার ফেসবুক পেজ জনপ্রিয় করতে চান। তাহলে সবার আগে আপনাকে সেই পেজে বিপুল পরিমান ফলোয়ার নিয়ে আসতে হবে।
আর এতো বেশি ফলোয়ার নিয়ে আসার ২ টি উপায় আছে। একটি হলো Page Promote করা এবং অন্যটি হলো Regularity Maintain করা।
তবে আপনি যদি পেজ প্রোমোট করেন। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার পেজ কে জনপ্রিয় হিসেবে গড়ে তুলতে পারবেন।
Q: ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম কি?
উত্তর : একটি ফেসবুক পেজকে Promote অথবা Boost করার কাজটা অনেক সহজ। তবে এই কাজটি করতে গেলে আপনার কাছে অবশ্যই একটি ভার্চুয়াল মাষ্টারকার্ড থাকতে হবে।
যে কার্ড দিয়ে আপনি ফেসবুক কে পেমেন্ট করে আপনার পেজকে বুষ্ট বা প্রোমোট করে নিতে পারবেন। আর এ বিষয় গুলো নিয়ে অন্য কোনোদিন আলোচনা করবো।
Q: বিকাশ দিয়ে পেজ প্রমোট করা যাবে?
উত্তর : না ভাই! আপনি চাইলেও বিকাশ দিয়ে পেজ প্রমোট করাতে পারবেন না। কারন এখনও এই ধরনের সুযোগ ফেসবুক থেকে দেওয়া হয়নি।
তবে একটা উপায় আছে, যে উপায়ে আপনি বিকাশ দিয়ে পেজ প্রমোট করাতে পারবেন। যদি আপনি সেটি জানতে চান। তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ৷
Q: ফেসবুক পেজ ভেরিফাই করার নিয়ম
উত্তর : সত্যি বলতে আমি নিজেও কোনোদিন ফেসবুক পেজ ভেরিফাই করার চেস্টা করিনি। তবে একটি পেজকে ভেরিফাই করার জন্য বেশ কিছু ডকুমেন্টস এর দরকার হয়।
আপনি আরো পড়তে পারেন…
- বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন
- Snack Video থেকে টাকা ইনকাম করার উপায়
- ঘরে বসে অনলাইনে ডলার ইনকাম করার উপায়
যেমন, আপনার ভিসা/পাসপোর্ট কপি এবং উইকিপিডিয়া তে আপনার নামে Profile থাকবে হবে। আপনাকে অনেক জনপ্রিয় ব্যক্ত বা ব্রান্ড হতে হবে ইত্যাদি ইত্যাদি।
Finel Word For You
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় হয় সে নিয়ে আমি একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করে বুঝিয়েছি। আশা করি এরপর থেকে আপনার মনে আর এমন প্রশ্ন জাগবে না যে, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়।
তবে এরপরও যদি আপনার মনে ফেসবুক পেজ খোলার নিয়ম নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে। তাহলে নিচে একটা কমেন্ট করবেন।
আমি আপনার সমস্যার সমাধানের জন্য পুনরায় কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় গুলো নিয়ে আবারও ফিরে আসবো।
আর এমন সব অজানা টপিক সম্পর্কে জানতে হলে Bangla It Blog এর সাথে থাকবেন। ধন্যবাদ
কি আ্যপ দিয়ে টাকা ইনকাম করার যায়
এখানে লিস্ট করা আছে দেখুন