বিভিন্ন সময় আমাদের ভিপিএন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। আর বর্তমান সময়ে আপনি যদি সবচেয়ে ভালো ভিপিএন খুঁজে থাকেন।
আবার অনেকেই গেম খেলার জন্য ভিপিএন খুজে থাকে যেমন, ফ্রী ফায়ার এর জন্য কোন ভিপিএন ভালো,
গেমের জন্য কোন ভিপিএন ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো vpn কোনটি এবং গেমিং ভিপিএন কোনটি?
তাহলে আপনার সামনে এমন অনেক ধরনের VPN চলে আসবে।
যেখান থেকে আপনি বুঝে উঠতে পারবেন না। যে, আপনার কাজের জন্য ভালো ভিপিএন কোনটি। আর আপনাকে যেন এই সমস্যার মধ্যে পড়তে না হয়।
সে কারণে এবার আমি আপনাকে দেখিয়ে দিব যে, সবচেয়ে ভালো VPN কোনটি।
এবং আপনি যদি আজকের শেয়ার করা ভিপিএন গুলো ব্যবহার করেন। তাহলে আপনি অন্যান্য ভিপিএন গুলোর তুলনায় অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবেন।
তবে আর্টিকেলের শুরুতেই আমি আপনাকে একটা কথা বলব। আর সেই কথাটি হলো যে, আজকে আমি আপনাকে যে সকল ভালো ভিপিএন এর নাম শেয়ার করব।
আপনার জন্য আরোও লেখা…
- VPN কি ? Vpn এর পূর্ণরূপ কি ? ভিপিএন ব্যবহারের নিয়ম
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
- ক্যামেরা Apps – সব চেয়ে ভাল মোবাইল ক্যামেরা অ্যাপ
সে গুলোর মধ্যে বেশ কিছু ভিপিএন আছে। যে গুলো ব্যবহার করার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে।
অর্থাৎ সে গুলো হলো পেইড ভিপিএন। তবে এ গুলোর পাশাপাশি আজকে আমি আপনাকে বেশ কিছু ফ্রি ভিপিএন শেয়ার করব।
যে গুলোর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কাজ গুলো অনায়াসেই করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি সেই ভিপিএন গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
এবং দেখে নেওয়া যাক যে, বর্তমান সময়ে সবচেয়ে ভালো ভিপিএন কোনটি।
ভালো ভিপিএন বলতে কী বোঝায়?
আমরা সবাই জানি যে, ভিপিএন হল এমন এক ধরনের প্রক্রিয়া। যার মাধ্যমে আপনি আপনার আইপি এড্রেস কে সাময়িক সময়ের জন্য পরিবর্তন করতে পারবেন।
এবং আপনার আইপি অ্যাড্রেস এর মধ্যে যে সকল ওয়েবসাইট কিংবা অ্যাপস ব্লক রয়েছে। সে গুলো তে আপনি ভিপিএন এর মাধ্যমে ভিজিট করতে পারবেন।
আর এই বিষয়টা সম্পর্কে বর্তমানে আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, ভালো ভিপিএন বলতে কী বোঝায়।
তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? থাক আপনাকে কোন প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে না। বরং এই প্রশ্নের উত্তর টি আমি আপনাকে খুব সহজ ভাবে বলে দিচ্ছি।
দেখুন সব কিছুর ভালো এবং খারাপ রয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে আপনি যদি google এর মধ্যে গিয়ে, Best VPN লিখে সার্চ করেন।
তাহলে আপনার সামনে এমন ডজন ডজন ভিপিএন এর লিস্ট চলে আসবে। কিন্তু এই সব গুলো ভিপিএন দিয়ে। আপনি আপনার প্রয়োজনীয় কাজ গুলো করতে পারবেন বিষয়টা আসলে এমন নয়।
বরং সেই ভিপিএন গুলোর মধ্যে কিছু VPN যখন আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইন্সটল করবেন।
তখন সে গুলো কোন কাজ করবে না। বরং সে গুলো শুধুমাত্র আপনাকে বিজ্ঞাপন দেখাবে। আবার কিছু কিছু vpn দেখতে পারবেন।
যে গুলো চালু করার পরে দেখা হবে যে আপনি বর্তমানে কোন আরেক টি দেশের সার্ভারে কানেক্টেড হয়েছেন।
কিন্তু আদতে সেই ভিপিএন গুলো দিয়ে কোন ধরনের ব্লক ওয়েবসাইট কিংবা অ্যাপস এর মধ্যে প্রবেশ করা যায় না।
তবে ডজন ডজন ভুয়া ভিপিএন এর ভিড়ে আপনি বেশ কিছু ভালো VPN দেখতে পারবেন।
যে গুলোর মাধ্যমে খুব সহজেই অন্য যে কোনো দেশের আইপি এড্রেস বা সার্ভার এর সাথে কানেক্ট হওয়া যায়।
এবং আপনি এই ভিপিএন গুলো দিয়ে যে কোনো ধরনের ব্লক ওয়েবসাইট কিংবা অ্যাপস এর মধ্যে প্রবেশ করতে পারবেন।
এর পাশাপাশি এই ভিপিএন এর সাহায্য আপনার যে সকল দরকারি কাজ রয়েছে। সে গুলো আপনি খুব সহজ ভাবে করতে পারবেন।
আর এবার আমি আপনাকে সেই ভালো ভিপিএন গুলোর তালিকা প্রদান করব।
এবং এই তালিকা থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন ভিপিএন কে ব্যবহার করতে পারবেন।
চলুন এবার তাহলে ভালো ভিপিএন কোনটি সেই তালিকা দেখে নেওয়া যাক।
সবচেয়ে ভালো VPN কোনটি – (Best VPN services)
আর্টিকেল এর শুরুতেই আমি আপনাকে ভিপিএন সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানিয়ে দিয়েছি। এবং আপনাকে একটা কথা বলেছি।
আর সেই কথা টি হলো যে, বর্তমান সময়ে ভালো ভিপিএন কোনটি। সেই বিষয় টি বোঝা মোটেও সহজ কাজ নয়। কারণ বর্তমান সময় আপনি এমন ডজন ডজন ভিপিএন এর তালিকা দেখতে পারবেন।
কিন্তু এবার আমি আপনাকে সবচেয়ে ভালো ভিপিএন এর তালিকা প্রদান করব। যে ভিপিএন গুলো বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয়।
এবং এই ভিপিএন গুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ গুলো খুব সহজেই করতে পারবেন।
আর আজকের আলোচিত কোন ভিপিএন টি আপনার সবচেয়ে ভালো লেগেছে। সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
Best VPN List (Free/Paid)
আলোচনার শুরুতেই আমি আপনাকে বলেছি যে। ডজন ডজন ভিপিএন এর মধ্যে আপনি আসলে বুঝাতে পারবেন না।
যে সবচেয়ে ভালো ভিপিএন কোনটি এবং খারাপ ভিপিএন কোনটি। কিন্তু নিচের তালিকায় আপনি বেশ কিছু VPN (ভিপিএন) এর নাম দেখতে পাচ্ছেন।
আর আমার দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতা থেকে এ গুলো হলো সবচেয়ে ভালো ভিপিএন।
- ExpressVPN
- NordVPN
- PIA VPN
- Surf Shark
- IPVanish VPN
- CyberGhost VPN
- PrivateVPN
- Proton VPN
- Windscribe VPN
তো উপরে আপনি বেশ কিছু ভিপিএন এর তালিকা দেখতে পাচ্ছেন। আর বর্তমান সময়ে এই ভিপিএন গুলো ব্যাপক পরিমাণে জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করে আছে।
বলা বাহুল্য যে, আজকের দিনে অধিকাংশ মানুষ এই ভিপিএন গুলো কে ব্যবহার করে থাকে। তো এখন আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে।
যে। এত vpn থাকার পরেও মানুষ কেন এই vpn গুলো কে ব্যবহার করে। আর যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে।
তাহলে আপনাকে নিচের আলোচনা নজর রাখতে হবে। কারণ এখন আমি এই ভিপিএন গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ExpressVPN
যদি আপনি বর্তমান সময়ে শত শত ভিপিএন এর মধ্যে সবচেয়ে ভালো কোন ভিপিএন এর নাম জানতে চান। তাহলে আমি আপনাকে বলব।
আপনার ExpressVPN ব্যবহার করা উচিত। কারণ যখন আপনি এই ভিপিএনটি ব্যবহার করবেন। তখন আপনি যাবতীয় কাজ গুলো খুব সহজেই করতে পারবেন।
এর পাশাপাশি একটি ভিপিএন এর মধ্যে যে স্পিড আশা করা যায়। তা আপনি উক্ত ভিপিএন এর মধ্যে পাবেন।
যেমন ধরুন, আমাদের বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন প্রকারের ভিডিও গেমস বর্তমানে ব্লক করে দেওয়া হয়েছে।
অর্থাৎ আপনি বাংলাদেশ এর আইপি দিয়ে কোনোভাবেই সেই গেম গুলোর মধ্যে প্রবেশ করতে পারবেন না।
তবে আপনার নিকট যদি ExpressVPN এই নামক ভিপিএন টি থাকে।
তাহলে খুব সহজেই আপনি উক্ত গেমস এর মধ্যে প্রবেশ করতে পারবেন। যে গুলো ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি এই vpn এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেমন ধরুন উক্ত vpn টি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন।
এবং যদি আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে। তাহলেও আপনি আপনার সেই ডিভাইস অনুযায়ী উক্ত ভি পি এন টি ডাউনলোড করতে পারবেন।
আর অবাক করার মত বিষয় হলো। আপনি যখন আপনার ডিভাইসের মধ্যে উক্ত ভিপিএন টি ব্যবহার করবেন।
তখন আপনি দেখতে পারবেন যে এটি খুব স্মুথলি ভাবে আপনার ডিভাইসের মধ্যে কাজ করছে। এবং এই vpn এর মধ্যে আপনি যে স্পিড দেখতে পারবেন।
তা সত্যিই আপনাকে অবাক করে দিবে। কারণ এই ভিপিএন এর মাধ্যমে যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন। তা অনেক দ্রুত গতি সম্পন্ন হিসেবে কাজ করবে।
আপনি আরোও দেখতে পারেন…
- ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করুন
- কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন
- সরাসরি ক্রিকেট খেলা দেখুন আজকের
এগুলো ছাড়াও আপনি এই ExpressVPN এর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। যেমন:
- Express VPN এর মধ্যে আপনি অনেক গুলো সার্ভার দেখতে পারবেন। আর বর্তমান সময়ে এই vpn এর মধ্যে সর্ব মোট তিন হাজারের বেশি সার্ভার রয়েছে।
- অবাক করার মতো বিষয় হলেও সত্য যে। এই ভিপিএন এর মধ্যে আপনি 92mbps এর মত স্পিড পাবেন।
- যদি আপনি উক্ত ভিপিএন টি ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনাকে পেইড সার্ভিস গ্রহণ করতে হবে।
- আর ভালো লাগার মত বিষয় হলো যে। আপনি খুব কম টাকা ব্যয় করে এই vpn টি ব্যবহার করতে পারবেন।
- আপনি চাইলে মাসিক প্লান হিসেবে এই ভিপিএন টি ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যদি বাৎসরিক প্লান ব্যবহার করতে চান। সেই সুবিধা আপনি উক্ত ভিপিএন এর মধ্যে দেখতে পারবেন।
তো ExpressVPN সম্পর্কে যতটুকু বলার দরকার। সেটা আমি উপরে বিস্তারিত আলোচনা করেছি। আর আশা করি এই vpn টি ব্যবহার করে আপনি অনেক দ্রুত আপনার প্রয়োজনীয় কাজ গুলো করতে পারবেন।
এবং অন্যান্য ভিপিন গুলোর চাইতে এই vpn টি ব্যবহার করলে আপনার অনেক ভালো লাগবে।
NordVPN
আপনি যদি একটি ভালো ভিপিএন ব্যবহার করার পাশাপাশি। সেই ভিপিএন এর মধ্যে সিকিউরিটির কথা চিন্তা করেন।
তাহলে আপনার জন্য NordVPN হবে সবচেয়ে উপযুক্ত একটি ভিপিএন। আর বর্তমান সময়ে এই ভিপিএন টি গোটা বিশ্বের মধ্যে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
তার সিকিউরিটি সিস্টেম এর কারণে। তবে আপনি এই ভিপিএন এর মধ্যে সকল প্রকার সার্ভিস পাওয়ার পরেও। যখন আপনি এই vpn টি ব্যবহার করবেন।
তখন দেখতে পারবেন যে, অন্যান্য ভিপিএন এর তুলনায়। এই ভিপিএন টি অনেক সস্তা এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা রয়েছে।
আর যখন আপনি এই vpn এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করবেন। তখন আপনি অনেক দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এর সেবা ভোগ করতে পারবেন।
আর এগুলো ছাড়াও এই vpn এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা উচিত। আর সেই বৈশিষ্ট্য গুলো হলো:
- সর্বপ্রথম আপনি যদি এই vpn টি ব্যবহার করেন। তাহলে আপনি সিকিউরিটির দিক থেকে অনেকটাই নিরাপত্তা পাবেন।
- অবাক করার মত বিষয় হলেও সত্য যে। এই ভিপিএন এর মধ্যে আপনি মোট ৫৪ হাজার এর মত সার্ভার দেখতে পারবেন।
- এবং এখানে থাকা প্রত্যেক টি সার্ভার এর সাহায্য আপনি খুব দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।
- যদি এই vpn এর মধ্যে আপনার একটি সিঙ্গেল একাউন্ট থাকে। তাহলে আপনি সেই একাউন্ট এর মাধ্যমে আপনার ছয় টি ডিভাইস কে কানেক্ট করতে পারবেন।
- যখন আপনি তাদের vpn এর সার্ভিস ব্যবহার করবেন। তখন যদি আপনার কোন ধরনের সমস্যা হয়। তাহলে আপনি দিনে ২৪ ঘন্টা, সপ্তাহের সাত দিন তাদের কাস্টমার সাপোর্ট পাবেন।
তো এই NordVPN এই যে সকল বৈশিষ্ট্য রয়েছে। এবং আপনি যদি উক্ত VPN টি ব্যবহার করেন। তাহলে যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
সে গুলো নিয়ে উপরে উল্লেখ করা হয়েছে। আশা করি এই ভিপিএন টি ব্যবহার করলে আপনার অনেক ভালো লাগবে।
PIA VPN
যখন আমি আমার স্মার্টফোনের মধ্যে PIA VPN কে ব্যবহার করেছিলাম। তখন আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম।
কারণ এই ভিপিএন টি একবারে স্মুথলি ভাবে কোন প্রকার laging ছাড়াই আমার স্মার্টফোন এর মধ্যে কাজ করেছে।
এবং বর্তমান সময় আমাদের বাংলাদেশ এর মধ্যে যে সকল ওয়েবসাইট কিংবা গেমস ব্যান্ড করে দেওয়া হয়েছে।
সে গুলো তে আমি খুব সহজভাবেই এই ভিপিএন এর মাধ্যমে প্রবেশ করেছিলাম। তবে এই ভিপিএন টি ব্যবহার করার সময় আমার যা মনে হয়েছে।
সেটা হলো যে, উক্ত ভিপিএন এর মতে সিকিউরিটি সিস্টেম রয়েছে। সেটা অনেক মজবুত এবং সুরক্ষিত। আর অন্যান্য যে সকল vpn নিয়ে আমি এতক্ষন আলোচনা করেছি।
সে গুলোর থেকে অনেক বেশি সার্ভার এই ভিপিএন এর মধ্যে রয়েছে। অর্থাৎ যখন আপনি কোন কোন দেশের সার্ভারের সাথে কানেক্ট হতে চাইবেন।
তখন এই ভিপিএন টি আপনাকে অনেক বেশি সহায়তা প্রদান করবে।
তবে এই ভিপিএন টি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এই ভিপিএন ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনাকে পেইড সার্ভিস ব্যবহার করতে হবে।
যেখানে আপনাকে অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত এই ভিপিএন টি কে কিনে নিতে হবে।
আর যখন আপনি উক্ত ভিপিএন কে কিনে নিবেন। তখন আপনি আপনার ডিভাইসের মধ্যে এই ভিপিএন টি ব্যবহার করতে পারবেন।
চলুন এবার জেনে নেওয়া যাক যে, এই ভিপিএন এর মধ্যে এমন কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্য গুলোর জন্য টাকা দিয়ে হলেও ভিপিএন টি আপনার ব্যবহার করা উচিত।
আর সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো হলো:
- এই ভিপিএন এর মধ্যে আপনি অনেক মজবুত সিকিউরিটি সিস্টেম দেখতে পারবেন।
- উক্ত ভিপিএন এর মাধ্যমে আপনি খুব দ্রুত তার সাথে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এবং ব্লক করা ওয়েবসাইট ও অ্যাপস এর মধ্যে প্রবেশ করতে পারবেন।
- যদি আপনি এই ভিপিএন টি ব্যবহার করতে চান। তাহলে আপনাকে টাকা দিয়ে উক্ত ভি পি এন এর সার্ভিস কিনে নিতে হবে।
- আপনি চাইলে ছয় মাসের জন্য এই ভিপিএন এর সার্ভিস কিনতে পারবেন। অথবা এক বছর কিংবা দুই বছর পর্যন্ত এই সার্ভিস কিনে নিতে পারবেন।
- যারা মূলত গেমিং করতে অনেক বেশি পছন্দ করেন। তাদের জন্য এই ধরনের ভিপিএন গুলো খুব কার্যকরী ভূমিকা পালন করবে।
মূলত PIA VPN এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কেন আপনার এই ভি পি এন টি ব্যবহার করা উচিত।
সে বিষয় গুলো নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং আপনি যদি উক্ত ভি পি এন টি ব্যবহার করতে চান।
তাহলে উপরের এই আলোচনা গুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর অন্যান্য ভিপিএন গুলোর মত আপনি যখন PIA VPN কে ব্যবহার করবেন। তখন আপনার নিকট এই ভিপিএন টি অনেক ভালো লাগবে।
Surf Shark
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত ভাল কোয়ালিটি সম্পন্ন খুব কম দামের vpn খুজে থাকেন। তো আপনিও যদি এ ধরনের গুণগত মান এর দিক ঠিক রেখে কম দামে ভালো ভিপিএন খুঁজে থাকেন।
তাহলে আপনার জন্য Surf Shark ভিপিএন হবে একবারে উপযুক্ত। কারণ যখন আপনি এই ভিপিএন টি আপনার ডিভাইসের মধ্যে ব্যবহার করবেন।
তখন আপনি বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করতে পারবেন। কারণ অন্যান্য ভিপিএন গুলোর মত এই vpn এর মধ্যে প্রচুর পরিমাণে সার্ভার রয়েছে।
এবং আপনি চাইলে বিশ্বের যে কোন দেশের সার্ভার এর সাথে কানেক্ট হতে পারবেন।
আর আপনি যদি স্পিড এর কথা চিন্তা করেন। তাহলে আমি আপনাকে বলব যে এই বিষয়টি নিয়ে আপনাকে কোন প্রকারের টেনশন করতে হবে না।
বরং উক্ত vpn টি ব্যবহার করার ফলে আপনি অনেক দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে অবাক করা মত বিষয় হলো।
আপনি যখন এই vpn টি দুই বছরের জন্য সাবস্ক্রাইশন নিবেন। তখন আপনাকে শুধুমাত্র দুই ডলার ব্যয় করতে হবে।
এবং এই দুই ডলার ব্যয় করার মাধ্যমে আপনি দুই বছর এই ভিপিএন এর সার্ভিস উপভোগ করতে পারবেন।
IPVanish VPN
একটি VPN, বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এমন একটি পরিষেবা যা একটি মধ্যস্থতাকারী সার্ভারের মাধ্যমে আপনার ইন্টারনেট ট্র্যাফিককে এনক্রিপ্ট করে এবং টানেল করে।
এইভাবে, আপনার অনলাইন ক্রিয়াকলাপগুলি আপনার ISP এবং সরকারের কাছ থেকে লুকানো থাকে।
এবং ব্লক করা ওয়েবসাইটগুলি অ্যাক্সেস বা প্রবেশ করতে পারবেন ৷ IPVanish ভিপিএন হল একটি শীর্ষ-রেটেড VPN পরিষেবা যা মিলিটারি-গ্রেড এনক্রিপশন এবং দ্রুত গতি প্রদান করে।
IPVanish এর মাধ্যমে, আপনি নিরাপদে এবং বেনামে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন।
উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড এবং লিনাক্স সহ সমস্ত প্রধান প্ল্যাটফর্মের জন্য IPVanish VPNগুলি আছে।
আপনি একই সময়ে 10টি পর্যন্ত ডিভাইসে একটি IPVanish VPN ব্যবহার করতে পারেন।
IPVanish 7-দিনের মানি-ব্যাক গ্যারান্টি অফার করে যাতে আপনি পরিষেবাটি ব্যাপারে জানতে পারেন।
CyberGhost VPN
সাইবারঘোস্ট ভিপিএন একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা। এটি 2011 সালে রোমানিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল।
কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন গোপনীয়তা এবং নিরাপত্তা বৈশিষ্ট্য প্রদান করে।
সাইবারঘোস্ট ভিপিএন তার ব্যবহারকারীদের ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং তাদের আইপি ঠিকানা মাস্ক করে।
এইভাবে, তাদের অনলাইন কার্যকলাপ ISP, সরকারী সংস্থা বা অন্যান্য তৃতীয় পক্ষ দ্বারা ট্র্যাক করা যাবে না।
পরিষেবাটি বিজ্ঞাপন এবং ম্যালওয়্যারগুলিকেও ব্লক করে। এই ভিপিএন ব্যবহারকারীদের ব্লকড ওয়েবসাইট এবং বিষয়বস্তু অ্যাক্সেস করার অনুমতি দিতে ভূ-নিষেধাজ্ঞাগুলিকে বাইপাস করতে পারে।
PrivateVPN
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে একটি সুরক্ষিত টানেল।
একটি VPN এটির মধ্য দিয়ে যাওয়া সমস্ত ট্র্যাফিক এনক্রিপ্ট করে, যার ফলে যে কেউ আপনার ক্রিয়াকলাপগুলিকে স্নুপ করা অসম্ভব করে তোলে ৷
আপনি আরোও পড়ুন…
- শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার
- কিভাবে ফেসবুক গ্রুপ খোলতে হয়
- বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
PrivateVPN হল একটি লাইটওয়েট, নিরাপত্তা-কেন্দ্রিক VPN পরিষেবা যা AES-256-বিট এনক্রিপশন সহ সমস্ত ট্র্যাফিক এনক্রিপ্ট করে এবং DNS লিক সুরক্ষা।
একটি কিল সুইচ প্রদান করে। PrivateVPN-এর একটি কঠোর নো-লগিং নীতি রয়েছে, এটি নিশ্চিত করে যে আপনার ক্রিয়াকলাপগুলি কখনই সংরক্ষণ বা নিরীক্ষণ করা হবে না।
ভালো ভিপিএন কোনটি নিয়ে আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, বিভিন্ন সময় আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, সবচেয়ে ভালো ভিপিএন কোনটি।
তো যারা আসলে এই বিষয় টি সম্পর্কে জানতে চায়। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
কারণ আজকের আর্টিকেলে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে সবচেয়ে ভালো ভিপিএন কোনটি। এবং কোন ভিপিএন টি ব্যবহার করলে আপনি আসলে কি রকম সুবিধা ভোগ করতে পারবেন।
সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি।
আশা করি আজকের আলোচিত ভিপিএন গুলো ব্যবহার করে আপনি সন্তুষ্ট বোধ করবেন।
আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে পেতে চাইলে। অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
আর পুরো আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Free fire game keker jonno vpn kub important
এই সময়ের জন্য দরকারি …
খুবই দরকারী এপস
ধন্যবাদ