মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ : আজকের দিনে টিভি হলো আমাদের বিনোদন এর একমাত্র মাধ্যম।
যেখানে আমরা আমাদের নিজের পরিবারের মানুষ এর সাথে এই বিনোদন কে উপভোগ করতে পারি।
কিন্তু আপনি কি জানেন বর্তমানে মোবাইল থেকেও টিভি দেখা সম্ভব ? কেমন হয় যদি এন্ড্রয়েড টিভি সফটওয়্যার দিয়ে মোবাইলে টিভি দেখা গেলে?
যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিন, আজকের দিনে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও টিভি দেখতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইনে এমন অনেক মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ আছে, সব টিভি চ্যানেল সফটওয়্যার এর ভিতরে পেয়ে যাবেন।
যেগুলোর সাহায্যে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ দ্বারা দেখতে পারবেন।
আর আজকের আর্টিকেলে আমি সেইসব Mobile TV apps, মোবাইলে খেলা দেখার এপস এবং ল্যাপটপে টিভি দেখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
যেগুলো বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে আছে।
হ্যালো রিডার্স, bangla it blog এর নতুন একটি আর্টিকেল মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ নিয়ে লেখা এপিসোডে আপনাকে স্বাগতম।
এই ওয়েবসাইট এর মাধ্যমে আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের অজানা বিষয় গুলোকে জানিয়ে দেওয়ার।
ঠিক তেমনি ভাবে আজকে আমরা মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলো নিয়ে আলোচনা করবো।
আজকের পর আপনি বিশ্বের সব টিভি চ্যানেল বা সকল অনলাইন টিভি চ্যানেল মোবাইলে দেখতে পারবেন।
তো আপনি যদি সেই mobile tv apps for android, best tv apps for android গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের পুরো আর্টিকেলটি মন দিয়ে পড়বেন।
আপনার জন্য আরোও লেখা…
- ১২টি সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তালিকা
- বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন
- ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
যেগুলোতে ইন্টারনেট কানেকশন দিয়ে খুব সহজেই টিভি দেখা সম্ভব।
অনেকেই আছে যারা কিনা সব টিভি চ্যানেল সফটওয়্যার ডাউনলোড করতে চায় বা লাইভ টিভি অ্যাপ ডাউনলোড করতে চান।
আবার অনেকেই চান লাইভ টিভি দেখার ওয়েবসাইট এর খুজ এবং অনেক মানুষ আছে যারা কিনা মোবাইলে ফ্রি টিভি দেখার উপায় জানতে চান।
মূল আলোচনায় যাওয়ার আগে যেনে নিন এখন আর ফ্রি টিভি দেখুন এমন কোন সিস্টেম নাই।
আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে জি টিভি সফটওয়্যার দিয়ে অথবা অন্য অ্যাপস অথবা ওয়েবসাইট ধারা এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখতে পারবেন।
মোবাইলে টিভি দেখা যায় কি ?
বর্তমান সময়ে স্মার্টফোন গুলো আবিষ্কার হওয়ার পরে, আমরা অনেক অসম্ভব কাজ সম্ভব করতে পেরেছি।
কেননা আজকের দিনের স্মার্টফোন গুলো কে এতটাই উন্নত মানের করা হয়েছে যে, এই ফোন গুলো দেখতে সাধারণ হলেও এগুলোর মাধ্যমে অনেক অসাধারণ কাজ করা সম্ভব।
আর সে কারণেই বলা হয় আমাদের সবার জন্য এই অ্যান্ড্রয়েড ফোন গুলো আশীর্বাদ স্বরূপ।
তো এই এন্ড্রয়েড ফোন এবং কিছু অ্যাপস ডেভেলপার এর বদৌলতে, এমন কিছু মোবাইল অ্যাপ তৈরি হয়েছে।
যে অ্যাপ গুলোর মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে টিভি দেখতে পারবেন।
সেজন্য আপনার কোন প্রকার ডিস লাইন বা রিমোট এর প্রয়োজন হবে না।
বরং আপনি শুধুমাত্র একটি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই এই কঠিন কাজটি করতে পারবেন।
আর সবচেয়ে অবাক করার মত বিষয় হল আপনি যদি গুগল প্লে স্টোরে যান।
এবং সেখানে গিয়ে আপনি যদি Mobile TV apps for Android লিখে সার্চ করেন, তাহলে আপনার সামনে এমন ডজন ডজন অ্যাপস এর লিস্ট চলে আসবে।
যেগুলোর সাহায্যে আপনি আপনার পছন্দমত মোবাইল দিয়ে টিভি দেখতে পারবেন।
কিভাবে মোবাইলে টিভি দেখা যায় ?
প্রত্যেকটি কাজের জন্য নির্দিষ্ট থাকে, ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টিভি দেখতে চান, তাহলে আপনারকেও বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।
তাহলে আপনিও অন্যদের মতো খুব সহজেই মোবাইলে টিভি দেখতে পারবেন।
তবে জানার বিষয় হল যে কিভাবে মোবাইলে টিভি দেখা যায়। চলুন এবার সে সম্পর্কে একটু ধারনা নেয়া যাক।
একটি টিভিতে আমরা যেমন ডিস লাইন সংযুক্ত করি তারপর বিভিন্ন চ্যানেল দেখতে পাই।
কিন্তু মোবাইলে টিভি দেখার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। কারণ এখানে আপনাকে কোন প্রকার ডিস লাইন ব্যবহার করার প্রয়োজন হবে না।
কারণ এই পদ্ধতিতে আপনি অনলাইন বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন TV Channel কে কানেক্ট করতে পারবেন।
আর সেই দিক থেকে বলা যায় যে আপনি যদি মোবাইল টিভি দেখতে চান। তাহলে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন বা ডাটা প্যাক থাকতে হবে।
ঠিক যেমনটা আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি। আর তারপরে আপনাকে বিভিন্ন ধরনের মোবাইল টিভি অ্যাপস (Mobile TV apps) কে আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে।
কারণ এই মোবাইল টিভি অ্যাপস গুলোর মাধ্যমে আপনি বিভিন্ন চ্যানেলকে কানেক্ট করতে পারবেন।
আর এবার আমি সেই মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তো চলুন এবার তাহলে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলোর সাথে পরিচিত হওয়া যাক।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ ২০২৩ |best Mobile TV Apps
উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে মোবাইল দিয়ে কি সত্যিই টিভি দেখা সম্ভব কিনা।
এর পাশাপাশি মোবাইল দিয়ে যদি টিভি দেখা সম্ভব হয়ে থাকে, তাহলে কি ভাবে এই কাজটি করতে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তো এবার জানার বিষয় হল যে, মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলো কি কি। চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
আমি উপরই একটা কথা বলেছি যে আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে Mobile TV apps for Android লিখে সার্চ করেন।
তাহলে আপনার সামনে এমন ডজন ডজন অ্যাপস এর লিস্ট চলে আসবে। কিন্তু সেগুলোর মধ্যে অনেক অ্যাপস আছে যেগুলো কোনো কাজের না।
আর সে কারণেই এবার আমি কিছু মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যেগুলোর মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়াই মোবাইলে টিভি দেখা সম্ভব।
০১| Jagobd – Bangla TV(Official)
আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে টিভি দেখতে চান। তবে আপনার জন্য উপযুক্ত একটি মোবাইল টিভি অ্যাপস হবে Jagobd Tv Official.
আর সবচেয়ে মজার বিষয় হলো উক্ত অ্যাপটি আমাদের বাংলাদেশী একটি ওয়েবসাইট থেকে ডেভলপ করা হয়েছে।
তবে এই অ্যাপটি বাংলাদেশি ডেভলপ দিয়ে তৈরি করা হলেও এর মাধ্যমে আপনি অনেক ধরনের ফিচার এর সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
- যদি আপনি জাগো বিডি অ্যাপ (Jago BD) এর মাধ্যমে টিভি দেখতে চান, তাহলে আপনাকে কোন প্রকার বাড়তি টাকা ব্যয় করার প্রয়োজন পড়বে না।
- টিভিতে আমরা যেমন সরাসরি কোন লাইভ অনুষ্ঠান দেখতে পাই, এই অ্যাপটির মাধ্যমেও আপনি ঠিক সেরকমই সরাসরি টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম গুলো দেখতে পারবেন।
- অবাক করার মত বিষয় হলো জাগো বিডি (Jago BD) নামক এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি টিভি চ্যানেল দেখার পাশাপাশি বিভিন্ন রকমের নিউজ পড়তে পারবেন।
- উক্ত অ্যাপসের মাধ্যমে আপনি দৈনিক 24 ঘন্টা সপ্তাহের 7 দিন একটানা টিভি দেখার সার্ভিস পাবেন।
- কিন্তু এই অ্যাপটি ব্যবহার করা অবস্থায় যদি আপনি কোন প্রকার সমস্যায় পড়েন তাহলে [email protected] এই ইমেইল এড্রেসে মেইল করে জানিয়ে দিলে তারা তাৎক্ষণিকভাবে আপনার সমস্যার সমাধান করে দিবে।
সত্যি বলতে যখন আমার মোবাইলে টিভি দেখার প্রয়োজন পড়ে, তখন আমি নিজেই এই অ্যাপসটি ব্যবহার করি টিভি দেখার জন্য।
আপনি আরোও পড়তে পারেন…
- অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়
- গুগল ট্রান্সলেট : বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন সহজে
- ভিডিও জোড়া লাগানো সফটওয়্যার ডাউনলোড করুন
তাই চাইলে আপনিও এই মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ টি ব্যবহার করে দেখতে পারেন।
০২| Bioscope LIVE TV (best live tv streaming apps)
মোবাইলে টিভি দেখার অন্যান্য অ্যাপস গুলোর মধ্যে অসাধারণ একটি অ্যাপ হল Bioscope LIVE TV apps.
আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ এই জনপ্রিয় একটি ডেভলপ করেছে বাংলাদেশের গ্রামীণফোন সিম কোম্পানি।
আর সবচেয়ে সুবিধাজনক দিক হলো আপনি চাইলে এই অ্যাপটি আপনার এন্ড্রয়েড ফোন কিংবা আপনার ল্যাপটপ যে কোন ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
আরো একটি ভালো দিক হলো এই অ্যাপটি দিয়ে আপনি দেশীয় বিভিন্ন চ্যানেল দেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল অনেক টিভি চ্যানেল দেখতে পারবেন।
শুধু তাই নয় যখন আপনি এই অ্যাপটি আপনার মোবাইল ফোন অথবা আপনার ল্যাপটপ ডিভাইসে ব্যবহার করবেন। তখন আপনি আরও নানা ধরনের ফিচার উপভোগ করতে পারবেন। যেমনঃ
- এই অ্যাপটির ভিতরে থাকা টিভি চ্যানেল (TV Channel) গুলো কে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে তুলে ধরা হয়েছে।
- অন্যান্য অ্যাপস গুলো তে টিভি চ্যানেল গুলো চালু হওয়ার জন্য অনেক বেশি ইন্টারনেট স্পিড এর প্রয়োজন হয়ে থাকে।
- এটি একটি সিম অপারেটরের তৈরি করা অ্যাপ হওয়ার কারণে এতে আপনাকে তেমন হাই স্পিড ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে না।
- যদি আপনি সিনেমা প্রিয় মানুষ হয়ে থাকেন, তবে Bioscope LIVE TV থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দের সিনেমা গুলো দেখে নিতে পারবেন।
- বায়োস্কপ নামের এই জনপ্রিয় অ্যাপস এ কোন প্রকার সাবস্ক্রিপশন ফি দেয়ার প্রয়োজন পড়বে না। যার কারণে আপনি বিনামূল্যে এই জনপ্রিয় অ্যাপটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন।
- আপনি যদি আপনার এরিয়ার আশেপাশে থাকা চ্যানেল গুলোকে মোবাইল এর মাধ্যমে দেখতে চান। তাহলে এই সুবিধাটি আপনি উক্ত অ্যাপ এর মাধ্যমে পেয়ে যাবেন।
তো আপনি যদি টিভি প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনার উপরের সুবিধার কথাগুলো বিবেচনা করে Bioscope LIVE TV অ্যাপটি ব্যবহার করা উচিত।
০৩| Toffee
আমাদের দেশের জনপ্রিয় সিম অপারেটর কোম্পানি বাংলালিংক কোম্পানি এই Toffee নামক অ্যাপটির ডেভলপ করেছে।
আপনি যদি ভালো কোনো টিভি দেখার Apps খুঁজে থাকেন ৷ তাহলে আমি আপনাকে বলবো এই অ্যাপটি ব্যবহার করার জন্য।
কেননা, বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছেন, যারা মূলত মোবাইলে টিভি দেখার জন্য উক্ত অ্যাপটি ব্যবহার করে থাকে।
আর এর পেছনে বিশেষ কিছু কারন রয়েছে। তার মধ্যে প্রধান কারন হলো, এই Toffee নামক অ্যাপ এর মধ্যে আপনি বেশ কিছু ফিচার পাবেন ৷
যা অন্যান্য Mobile TV Apps গুলোতে পাবেন না। যেমনঃ
- আপনি যদি মোবাইলে টিভি দেখার জন্য উক্ত অ্যাপ টি ব্যবহার করেন। তবে আপনাকে বাড়তি কোনো টাকা ব্যায় করার প্রয়োজন পড়বে না। কারন এটি হলো শতভাগ ফ্রি অ্যাপ।
- আপনার মোবাইলে টিভি দেখার পাশাপাশি উক্ত অ্যাপ এর মাধ্যমে আপনি নিজেই একজন Video Content Creator হিসেবে কাজ করে বাড়তি টাকা আয় করে নিতে পারবেন।
- যদিওবা এটি বাংলালিংক কোম্পানি থেকে তৈরি করা একটি TV apps. কিন্তুু আপনি যে কোনো ধরনের অপারেটর দিয়েই উক্ত অ্যাপটি ব্যবহার করে টিভি দেখতে পারবেন।
- উক্ত অ্যাপ এর মাধ্যমে আপনি সেরকম কোনো বাফারিং ছাড়াই HD Quality ভিডিও দেখার সুযোগ পাবেন।
তো যখন আমার মোবাইল থেকে টিভি দেখার প্রয়োজন হয়। তখন আমি নিজেও বেশিরভাগ সময় Toffee নামক অ্যাপ টি ব্যবহার করে থাকি।
তাই চাইলে আপনিও আপনার প্রয়োজনে উক্ত মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ টি ব্যবহার করতে পারবেন।
০৪| Bongo
আপনি যদি গোটা বিশ্বব্যাপী জনপ্রিয় কোনো মোবাইলে টিভি দেখার অ্যাপ খুজে থাকেন। তাহলে আপনার জন্য অন্যতম একটি Mobile TV apps হলো Bongo.
কেননা, উক্ত অ্যাপ এর মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো ধরনের মুভি, নাটক, সিরিয়াল গুলো একেবারে বিনামূল্যে দেখতে পারবেন।
তবে জনপ্রিয় এই অ্যাপসটির বিভিন্ন সুযোগ সুবিধা থাকার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে।
যেমন আপনি এই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারলেও যখন আপনি এই অ্যাপটির মাধ্যমে টিভি দেখবেন তখন আপনার সামনে বিভিন্ন বিজ্ঞাপন শো করবে।
মূলত তাদের ইনকাম করার জন্যই আমাদের মত সাধারণ দর্শকদের এই বিজ্ঞাপন গুলো দেখানো হবে।
কিন্তু এই সামান্য অসুবিধার পাশাপাশি আপনি বেশ কিছু সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
- সবচেয়ে অবাক করার মত বিষয় হলো আপনি বঙ্গ (Bongo) নামক এই অ্যাপটিতে প্রায় পনেরো হাজারেরও বেশি মুভি, সিরিয়াল, নাটক ইত্যাদি দেখতে পারবেন।
- উক্ত অ্যাপসে কোন প্রকার সাবস্ক্রিপশন ফি নেই, যার কারণে আপনি আপনার ডিভাইসে সাধারণভাবে ইন্টারনেট কানেক্টেড করে উক্ত অ্যাপটির মাধ্যমে টিভি দেখতে পারবেন।
- অন্যান্য টিভি দেখার অ্যাপ গুলোর তুলনায় এই অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট হয়। যেখানে আপনি সদ্য রিলিজ হওয়া কোন সিনেমা, নাটক কিংবা সিরিয়াল গুলো দেখে নিতে পারবেন।
- তবে আপনি যদি আরো বাড়তি কিছু সুবিধা ভোগ করতে চান। তাহলে আপনাকে কিছু পরিমাণ টাকা ব্যয় করতে হবে। এবং সেই টাকা ব্যয় করার পরিবর্তে আপনি আরও বাড়তি কিছু ফিচার উপভোগ করতে পারবেন।
বর্তমান সময়ে আপনার আমার বা আমাদের মত এমন অনেক মানুষ আছেন যারা মূলত টিভি দেখার জন্য Bongo নামক এই অ্যাপটি ব্যবহার করে থাকে।
তাই একবারের জন্য হলেও আপনার টিভি দেখার জন্য উক্ত অ্যাপটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি।
০৫| Binge
সবচেয়ে অবাক করার মত টিভি দেখার অ্যাপ হলো Binge. যেখানে আপনি মোট 30 হাজারেরও বেশি নাটক, মুভি, ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে পারবেন।
তবে এতো বেশি রিসোর্স থাকার পরেও এই অ্যাপটিতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রদান করা হয়।
যার ফলে আপনিও নিত্যনতুন পাবলিশ হওয়া প্রোগ্রাম গুলো খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।
শুধু তাই নয় আপনি যদি টিভি দেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে আরো বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ
- উক্ত অ্যাপটির মাধ্যমে সদ্য রিলিজ হওয়া কোন সিনেমা মুভি অথবা ওয়েব সিরিজ খুব সহজে দেখে নিতে পারবেন।
- এই অ্যাপটিতে বিশেষ কিছু ফিচারের জন্য সাবস্ক্রিপশন ফি এর অপশন রয়েছে। যেগুলো আপনি খুব সহজ পেমেন্ট মেথড এর মাধ্যমে পেইড করতে পারবেন।
হয়তোবা এই অ্যাপের ভিতরে থাকা সাবস্ক্রিপশন ফি এর কথা শুনে আপনি কিছুটা ঘাবড়ে যেতে পারেন।
কিন্তু এই অ্যাপটিতে যদি আপনি সাবস্ক্রিপশন ফি প্রদান করেন তাহলে আরো বাড়তি কিছু ফিচার উপভোগ করতে পারবেন। যেমনঃ App usage history check, parenter lock ইত্যাদি।
Best mobile TV apps 2022 for Android
তো পাঠক উপরের আলোচনায় আমি 5 টি জনপ্রিয় মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তবে এগুলো ছাড়াও বর্তমান সময়ে এমন অনেক ধরনের জনপ্রিয় টিভি দেখার অ্যাপস রয়েছে।
কিন্তু আমি যদি এই আর্টিকেলের মধ্যে এসেই সবগুলো অ্যাপ সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করি।
তাহলে এই আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে এবং সেটি পড়ার মত ধৈর্য আপনি হারিয়ে ফেলবেন।
তাই এবার আমি জনপ্রিয়তার শীর্ষে থাকা মোবাইলে টিভি দেখার অ্যাপ গুলোর একটা লিস্ট প্রদান করছি।
যে লিস্ট থেকে আপনার পছন্দ মত যে কোন অ্যাপ ইন্সটল করার পর নিজে থেকেই ব্যবহার করে দেখতে পারবেন। যেমনঃ
- Airtel tv+
- Banglaflix
- Jio Tv
- Hotstar
- NexGTv HD
- YuppTV
- ZEE5
- DittoTV
এন্ড্রয়েড মোবাইল টিভি অ্যাপস গুলোর বিস্তারিত আলোচনার পাশাপাশি আমি উপরে আরো মোট আট (৮) টি টিভি দেখার অ্যাপ এর লিস্ট প্রদান করলাম।
এখন আপনি আপনার সুবিধামতো গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ গুলো ডাউনলোড করার পরে ব্যবহার টিভি দেখার জন্য ব্যবহার করতে পারবেন।
FAQ For Android mobile TV Apps
আমাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন জেগে থাকে। কিন্তু সমস্যা হল সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়া বেশ মুশকিল।
ঠিক তেমনি ভাবে মোবাইলে টিভি দেখার অ্যাপ নিয়ে মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন Google এ সার্চ করে থাকে।
এবার আমি স্বল্প আকারে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো।
০১| কিভাবে ইন্টারনেট ছাড়া টিভি দেখা যায়?
উত্তর : সচরাচর ক্ষেত্রে আপনি যদি মোবাইল থেকে টিভি দেখতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে।
কিন্তু আপনি যদি ইন্টারনেট ছাড়াই মোবাইলে টিভি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে টিভি কার্ড (TV Card) এর সহায়তা নিতে হবে।
০২| মোবাইলে দীপ্ত টিভি দেখার উপায় কি?
উত্তর : বর্তমান সময়ে দীপ্ত টিভির কোন প্রকার অফিসিয়াল মোবাইল অ্যাপস ডেভলপ করা হয়নি।
আর সে কারণে যদি আপনি দীপ্ত টিভির প্রোগ্রাম গুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
০৩| অনলাইনে টিভি দেখার ওয়েবসাইট
উত্তরঃ বর্তমান সময়ে এমন অনেক ধরনের জনপ্রিয় টিভি দেখার ওয়েবসাইট রয়েছে। যেমন, TV Website-1, TV Website-2, TV Website-3.
আপনি আরোও দেখতে পারেন…
- মডেম কি ও এর কাজ কি ? | What is modem in bengali
- প্রোগ্রামিং ভাষা কি ? কেন এবং কিভাবে প্রোগ্রামিং ভাষা শিখবেন ?
- গুগল কি ? গুগল কেন এত জনপ্রিয় জানুন – বাংলা আইটি ব্লগ
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ নিয়ে আমাদের শেষকথা
প্রযুক্তির বদৌলতে আমাদের জীবনে অনেক কিছুই বদলে গেছে। কেননা উন্নত প্রযুক্তি এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে তা সম্পূর্ণ মানব কল্যাণের জন্য।
আর সেই কারণেই বর্তমানে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টিভি দেখতে পারছি।
আর সে কারণেই আজকের আর্টিকেলে আমি জনপ্রিয়তার শীর্ষে থাকা কিছু মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ।
আশা করি আজকের এই টিভি দেখার অ্যাপস গুলো আপনার অনেক ভালো লাগবে। আর আর্টিকেলের এই পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এটা খুবই কার্যকর
হুম
nice
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য
এর চেংয়ে আমি আরো সহজ উপায় আমি খুজে পেয়েছি যার মাধ্যমে বাপার ছাড়াই চ্যানেল দেখতে পারি। উপরের উল্লেখিত অ্যাপগুলির মধ্যে যে পরিমান ইন্টারনেট খরচ হয় তা এ উপায়ের মাধ্যমে আরো কম করা যায়। এখানে প্রতি মাসেই চ্যানেল আপডেট করা হয়। এখানে এডমিনে সাথে যোগাযোগও করা যায়। আপনি ভিএলসি এর সাথে ব্যবহার করলে বিশ্বের সব চ্যানেল পাবেন। বিশেষ দিনের অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যায়। এখানে বোনাস হিসেবে সরকার অনুমদিত সকল আইপি টিভির চ্যানেল পাওয়া যায় যা অন্য মাধ্যমে পাওয়া যায় না। ক্রিকেট প্রেমিদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ক্রিকেটপ্রেমিদের জন্য আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে য় না। ক্যাটাগরী ভিত্তিক চ্যানেল হওয়ায় সহজেই এটি ব্যবহার করতে পেরেছি। আসল কথা হলো এখানে সকল সুবিধা আমি ফ্রিতে পেয়ে গেলাম!
ধন্যবাদ আপনাকে।