ক্যামেরা Apps : আপনি কি সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ সম্পর্কে জানতে চান? – ওয়েল! আপনি একবারে সঠিক জায়গাতে চলে এসেছেন ৷
কেননা, আজকের আর্টিকেলে আমি এমন কিছু জনপ্রিয় ক্যামেরা Apps নিয়ে আলোচনা করবো। যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অনেক ভালো ভালো পিক তুলতে পারবেন।
বর্তমান সময়ে আমরা যে স্মার্টফোন গুলো ব্যবহার করি। সেগুলো তে অটোমেটিক ক্যামেরা apps দেওয়া থাকে। কিন্তুু এই এপস গুলো অনেকের কাছে পছন্দ হয়না ৷
কেননা, আজকের দিনে এমন অনেক ক্যামেরা অ্যাপ তৈরি হয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি আপনার সাধারন মোবাইল দিয়েও অনেক HD Quality Photo তুলতে পারবেন।
আবার আপনি ফেসবুকে এমন অনেক পোষ্ট দেখতে পারবেন। যাদের ফোনের ক্যামেরা গুলো তেমন কোয়ালিটি সম্পন্ন নয়।
অথচ তারা তাদের হাতে থাকা ফোন গুলো দিয়ে অনেক ভালো ভালো পিক তুলে ফেসবুকে আপলোড করে। তখন আপনিও সেই পিক গুলো দেখে অবাক হয়ে যেতে পারেন।
আপনি আরো দেখুন…
- Google AdMob কি ? গুগল এডমোব থেকে আয় করার উপায়
- বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ
আর মনে মনে ভাবতে পারেন যে, তার সেই সাধারন মোবাইল ফোন দিয়ে কিভাবে এতো ভালো পিক তুললো।
তাহলে শুনে রাখুন, তারা এই পিক গুলো তুলেছে বিভিন্ন এপস এর মাধ্যমে। হুমম, আপনি ঠিকই দেখেছেন। আজকের দিনে প্রযুক্তির উন্নয়ন এর সাথে সাথে অনেক ভালো ভালো এপস ডেভলপার তৈরি হয়েছে।
যাদের তৈরি করা ক্যামেরা অ্যাপ গুলো দিয়ে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে অনেক আর্কষনীয় পিক তুলতে পারবেন।
তবে প্রশ্ন হলো যে, জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই ক্যামেরা অ্যাপ গুলোর নাম কি?
হুমমম! আজকের আর্টিকেলে আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের এই ইন্টারেস্টিং আর্টিকেল থেকে আপনি জনপ্রিয় কিছু ক্যামেরা Apps সম্পর্কে জানতে চলেছেন।
যেগুলোর মাধ্যমে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে। অনেক ভালো ভালো পিক তুলতে পারবেন।
{💡PRO TIPS: আজকে যে এপস গুলো নিয়ে আলোচনা করবো। সেগুলো দিয়ে আপনি মোবাইল ফোন দিয়েই Dslr এর স্বাদ নিতে পারবেন।}
ক্যামেরা অ্যাপ কি?
আসলে ক্যামেরা অ্যাপ কি – আপনি যদি সেই বিষয়ে না জানেন। তাহলে কিন্তুু এই আর্টিকেল এর কিছুই বুঝতে পারবেন না। কেননা, আজকের পুরো আর্টিকেল টি মূলত Best Mobile Camera App নিয়েই লেখা হয়েছে।
দেখুন, আমাদের সবার এন্ড্রয়েড ফোন গুলোতে একটি করে Default Camera দেওয়া থাকে। আর আমরা সেই ক্যামেরা অ্যাপ এর মাধ্যমে ফোনে পিক তুলতে পারি।
কিন্তুু এই ডিফল্ট ক্যামেরা ছাড়াও অনলাইনে আরও অনেক Camera App ডেভলপ করা হয়েছে। যেগুলো আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনে ইনষ্টল করতে পারবেন।
এবং আপনি আপনার ফোনের Default Camera ছাড়াও আর্কষনীয় ফিচার যুক্ত ক্যামেরা অ্যাপ ব্যবহার করতে পারবেন।
🥰 NOTE: যাদের মোবাইল এর ক্যামেরা Low Quality সম্পন্ন। তাদের অনেকের ধারনা যে এই ক্যামেরা অ্যাপ গুলো ব্যবহার করলে পূর্বের তুলনায় অনেক ভালো ভালো পিক তোলা যায়।
তাহলে শুরুতে আপনাকে কিছু কথা বলবো, শুনুন………
আপনার ফোনের ক্যামেরা এর পিক্সেল যদি অনেক কম হয়ে থাকে। তাহলে আপনার জন্য এইসব এপস কোনো কাজে আসবে না।
কেননা, এই ধরন এর ডিফল্ট ক্যামেরা অ্যাপ গুলোতে শুধুমাএ বাড়তি কিছু Feature দেওয়া থাকে।
যেমন, Colour Gradient, Filters, Effect. তবে এগুলো আপনার ফোন ক্যামেরার পিক্সেল বাড়াতে সাহায্য করবে না।
বরং এই ধরনের এপস গুলো আপনার পিকচার কে আলাদা একটা ফিল এনে দিবে।
কেন ভালো ক্যামেরা অ্যাপ ব্যবহার করবেন?
ভাই আমাদের ফোনেই তো একটা Camera App আছে ৷ তাহলে কেন আমি আলাদাভাবে অন্য একটা ক্যামেরা এপস ব্যবহার করবো।
এগুলোর বেনিফিট কি? – এই প্রশ্নের উওর জানতে হলে এবার আমাদের আলোচিত বিষয়ের বাকি অংশটা পড়তে হবে। তো আর দেরি কেন, চলুন এবার তাহলে শুরু করি।
দেখুন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা ছবি / সেলফি তুলতে অনেক পছন্দ করে।
হয়তবা এই ছবি তোলার শখ আপনার মধ্যেও থাকতে পারে। তো এইসব মানুষ গুলোর জন্য এই Camera Apps গুলো বেশ কার্যকরি ভূমিকা পালন করবে।
কেননা, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা মোবাইল ফোন গুলোতে। যে ধরনের ক্যামেরা অ্যাপস গুলো দেওয়া থাকে।
সেগুলো তুলনামূলক ভাবে অনেক সাদামাটা হয়ে থাকে। অর্থ্যাৎ আপনি শুধুমাএ সেইসব ক্যামেরা অ্যাপস দিয়ে ছবি তুলতে পারবেন। এছাড়া বাড়তি কোনো ফিচার যুক্ত করা থাকেনা।
অপরদিকে আজকের দিনে এমন অনেক এপস ডেভলপার এসেছে। যারা এই ক্যামেরা অ্যাপ গুলো তে নতুন নতুন ফিচার যুক্ত করেছে।
যার মাধ্যমে আপনি মোবাইল ফোন দিয়ে ছবি তোলার পাশাপাশি সেই ছবি গুলো কে আরও আর্কষনীয় করে তুলতে পারবেন।
তো এই ফিচার গুলো দিয়ে আপনিও খুব সহজেই আপনার ফোন দিয়ে তোলা পিকচার গুলোকে বেশ নতুনত্ব দিতে পারবেন।
এবং যে পিক গুলো দেখার পর আপনার বন্ধুমহলের সবাই বেশ অবাক হয়ে যাবে।
মোবাইল ক্যামেরা সফটওয়্যার
আমি উপরেই একটা কথা বলেছি যে আজকের দিনে এমন অনেক অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে।
যাদের তৈরি করা এপস গুলো ব্যবহার করার মাধ্যমে আপনিও আপনার মোবাইল ফোনের সাধারন ক্যামেরা দিয়েও অনেক হাই কোয়ালিটি সম্পন্ন পিকচার তুলতে পারবেন।
তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই এই এপস গুলো দিয়ে অনেক ভালো পিকচার তোলা যায়। এটা তো বেশ ভালোভাবে জানতে পারলাম।
কিন্তুু এই কাজের জন্য আমি কোন অ্যাপস গুলো ব্যবহার করবো?
যদি আপনার মনেও এই প্রশ্নটি জেগে থাকে। তাহলে এবারের আলোচনাটি একটু মনোযোগ সহকারে পড়বেন ৷ কেননা, পূর্বে যা আলোচনা করার করেছি।
কিন্তুু এবার আমি সেই ক্যামেরা অ্যাপস গুলো নিয়ে আলোচনা করবো।
যেগুলোর মাধ্যমে আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। অনেক ভালো মানের পিকচার তুলতে পারবেন।
বেস্ট ক্যামেরা অ্যাপ
এবার আমি আপনাকে কিছু Best Cemera Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলোর ফিচার দেখার পর আপনিও রিতীমতো অবাক হয়ে যাবেন।
কেননা, এই এপস গুলো তে যে Feature গুলো দেখতে পারবেন৷ সেগুলো আপনার যে কোনো ফটো কে আর্কষনীয় করে তুলতে যথেষ্ট সহায়তা করবে।
💡NOTE: আপনি যদি গুগলে best camera apps লিখে সার্চ করেন। তাহলে আপনি এমন অনেক এপস দেখতে পারবেন। কিন্তুু সেগুলোর মধ্যে কিছু কিছু ভালো ক্যামেরা অ্যাপস আছে।
আবার কিছু কিছু অ্যাপস তেমন একটা কাজের না।
সেজন্য আপনি যাতে খারাপ কোয়ালিটির অ্যাপস গুলো ফোনে ইনস্টল না করেন।
এবং কোনো প্রকার কনফিউশনে না পড়েন। সেজন্য আমি বাছাই করা কিছু ক্যামেরা অ্যাপস নিয়ে আলোচনা করবো ৷ তো চলুন এবার পরিচয় হওয়া যাক সেই ভালো ক্যামেরা অ্যাপস গুলোর সাথে।
০১| Google Camera -Best Camera Apps
বর্তমান সময়ে যতগুলো ক্যামেরা অ্যাপস রয়েছে। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি ভালো মানের ক্যামেরা অ্যাপস হলো Google Camera.
যার ফিচার গুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আর ভাবতে থাকবেন যে, কি করে একটি ফোনের এপস এতো বেশি ফিচার সমৃদ্ধ হতে পারে ৷
তবে আপনার মনে একটু ঘটকা লাগতে পারে। যে আজকের দিনে এতো ভালো ভালো এপস থাকার পরেও। আমি কি কারনে গুগল ক্যামেরা এপস কে এতোটা গুরুত্ব দিচ্ছি।
আপনি আরো পড়ুন…
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়
- টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
তাহলে জেনে রাখুন যে, এই এপসটি কে এতো বেশি গুরুত্ব দেয়ার বেশ কিছু কারন রয়েছে।
যেমন, আমরা তো সবাই জানি যে আজ পর্যন্ত Google যতো গুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেছে।
তার সবগুলো প্রডাক্ট ই মানস্মত। আর সেদিক থেকে যদি বিবেচনা করা যায়। তাহলে আপনি গুগলের এই ক্যামেরা অ্যাপসটিও যে মানসম্মত পাবেন ৷ সে বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।
এছাড়াও উক্ত ক্যামেরা Apps এ আপনি আরও অনেক ধরনের ফিচার দেখতে পারবেন।
যেমন, ক্যামেরার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো Night Mode. যার মাধ্যমে আপনি রাতের বেলায় অনেক দুরের পিক স্পষ্টভাবে তুলতে পারবেন।
শুধু তাই নয়, এই এপসে Portrait Mode, Video Stabilization সহো অনেক অনেক ফিচার দেখতে পারবেন। যার মাধ্যমে একটি সাধারন পিকচার কে একেবারে আর্কষনীয় লেভেলে পৌঁছে নিয়ে যেতে পারবেন।
💡NOTE: উপরে আপনি যে Google Camera নামক এপসটি সম্পর্কে জানতে পারলেন। সেটি কিন্তুু শুধুমাএ পিক্সেল ফোনের জন্য ডেভলপ করা হয়েছে।
এখন আপনি যদি এই ক্যামেরা Apps কে আপনার এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনার ফোনটি Android Version 11 এর উপরে থাকতে হবে।
০২| Camera FV-5 (Mobile Camera Apps)
যদি আপনি কোনো কারনে উপরোক্ত এপসটি ব্যবহার করতে না পারেন। তাহলে আপনার হতাশ হওয়ার কোনো কারন নেই। কেননা, এবার আমি আপনাকে আরও একটি জনপ্রিয় এপসের সাথে পরিচয় করিয়ে দিবো।
যেখানে আপনি বেশ ভালো মানের ফিচার দেখতে পারবেন। আর সেই ক্যামেরা Apps এর নাম হলো, Camera FV-5.
কথায় আছে যে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি কাজে পরিচয় পেতে চান। তাহলে আপনার জন্য উওম একটি এপস হবে Camera FV-5.
কারন এই এপসে আপনি বিনামূল্যে যে ফিচার গুলো দেখতে পারবেন। তা অন্যান্য প্রিমিয়াম এপস গুলোতেও সেম সুবিধা ভোগ করতে পারবেন।
এই Camera FV-5 নামক এপসে আপনি অনেক ধরনের আপডেট ফিচার দেখতে পারবেন।
যেমন, Manual Dslr Mode, Portrait Feature, Live Effect সহো অনেক অনেক ফিচার রয়েছে।
তাই অন্ততপক্ষে একবার হলেও আপনার উক্ত ক্যামেরা অ্যাপসটি ব্যবহার করা উচিত। যেন আপনি এই সুবিধা গুলো থেকে বঞ্চিত হয়ে না যান।
০৩| Adobe Lightroom – Photo Editor & Pro Camera
ক্যামেরা দিয়ে ছবি তুলতে পছন্দ করেন৷ অথচ Adobe Lightroom সম্পর্কে জানে না ৷
এমন মানুষকে খুজে পাওয়া মাএই জাদুঘরে রেখে দেওয়া উচিত। কেননা, ক্যামেরা অ্যাপস জগতে জনপ্রিয় এই এপসটি সম্পর্কেই আপনি যদি না জানেন।
তাহলে জীবনে আপনি কি বা জানতে পারলেন?
এই ক্যামেরা Apps টি এতো বেশি শক্তিশালী যে। আপনি এই এপসটি দিয়ে ফটো তোলা থেকে শুরু করে সেই ফটো কে এডিট করা পর্যন্ত সমস্ত কাজ গুলো একেবারে অনায়াসে করতে পারবেন।
এবং যখন আপনি উক্ত এপসটি আপনার ফোনে ইনস্টল করার পর অপেন করবেন। তখন এই এপসটির ফটো কে এডিট করার জন্য যে অপশন গুলো আছে।
সেগুলো দেখে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন।
তবে একটা কথা না বললেই নয়, তা হলো। আপনি এই ক্যামেরা অ্যাপস এর মাধ্যমে যা কিছু ফিচার দেখতে পারবেন ৷
সেগুলো একেবারে প্রফেশনাল মানের। যেমন, Camera Capture Mode, Blur Mode, HDR, Photo Filters, Row সহো অনেক। যা আমি লিখে শেষ করতে পারবো না।
💡NOTE: এই এপসটি তে এতো বেশি ফিচার থাকার কারনে নতুন অবস্থাতে আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। কিন্তুু দু একদিন ব্যবহার করার পর আপনার এই সমস্যাটি কেটে যাবে বলে আমি মনে করি।
০৪| Open Camera (Best Camera Apps)
বর্তমান সময়ে ক্যামেরা অ্যাপস গুলো মধ্যে মানসম্মত একটি এপস হলো Open Camera Apps. যার মাধ্যমে আপনি আপনার ফোন থেকে অনেক ভালো কোয়ালিটির পিকচার তুলতে পারবেন।
আর একটা সত্যি কথা না বললেই নয়। তাহলো আমি কিন্তুু নিজেই এই এপসটি আমার ফোনে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি ৷
এখন একটা বিষয় চিন্তা করে দেখুন। যেহুতু আমি নিজেই এই Open Camera Apps টি ব্যবহার করছি ৷ সেহুতু এই এপসটি তে নিশ্চই কোনো না কোনো ভালো দিক আছে।
এবং এবার আমি সেই ভালো দিক গুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো।
তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবেন। যাদের ফোনে থাকা ডিফল্ট ক্যামেরা অ্যাপস টি তেমন মানসম্মত নয়।
মূলত সেই সব মানুষের জন্য এই ক্যামেরা Apps টি অনেক বেশি হেল্পফুল হবে।
কেননা, এই এপসটির বিশেষ একটি দিক হলো আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে যে পিকচার গুলো তুলবেন। সেগুলো কিন্তুু সব অবজেক্টকে কাউন্ট করে না।
যার কারনে আপনার ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি গুলো তাদের মাধুর্যতা হারিয়ে ফেলে।
কিন্তুু Open Camera নামক এই এপসটির বিশেষ দিক হলো। এটি আপনার তোলা পিকচারের সব ধরনের অবজেক্টকে কাউন্ট করে।
যার কারনে আপনার তোলা ছবিটি যে অনেক বেশি আর্কষনীয় হবে। সে বিষয়ে তো শতভাগ গ্যারান্টি দেয়াই যায়।
তো আপনার ভালো লাগা আর না লাগার বিষয়টি নিয়ে পড়ে দেখা যাবে যাবে।
শুধু একটি বার এই Open Camera Apps টিকে আপনার ফোনে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনি নিরাশ হবেন না।
০৫| MiX Camera (Camera Apps For Mobile)
আজকের আর্টিকেল এর সর্বশেষ ক্যামেরা অ্যাপস নিয়ে এবার আলোচনা করবো।
হয়তবা আপনি হেডিং দেখেই বুঝে গেছেন যে আমি Mix Camera Apps নিয়ে আলোচনা করবো। কেননা, অন্যান্য ক্যামেরা এপসের সাথে সমান তালে প্রতিযোগীতা করছে এই মিক্স ক্যামেরা অ্যাপস টি।
তো চলুন এবার জেনে নেয়া যাক যে, উক্ত এপসটির মধ্যে কি কি গুনাবলি রয়েছে।
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা Miui 12 Camera এর নাম শুনে থাকবেন।
তো একটা জেনে রাখুন যে, এই Mi 12 Camera থেকে বিশেষভাবে অনুপ্রানিত হয়েই মূলত Mix Camera Apps এর উদ্ভাবন করা হয়েছে। অর্থ্যাৎ, সেই এপসটিতে যে ধরনের ফিচার গুলো বিদ্যমান রয়েছে।
তার প্রায় সব ধরনের ফিচার গুলো আপনি মিক্স ক্যামেরা Apps এ দেখতে পারবেন।
এখন আপনি যদি এই এপসটির ফিচার গুলো সম্পর্কে বিষদভাবে জানতে চান। তাহলে বলবো যে, উক্ত এপসে এতো বেশি ফিচার যুক্ত করা হয়েছে।
যা আমি লিখে শেষ করতে পারবো না ৷ তবে আপনাকে সামান্য ধারনা দেয়ার জন্য আমি কিছু কিছু ফিচার সম্পর্কে বলবো। যেগুলো দেখার পর আপনিও বেশ অবাক হয়ে যাবেন ৷
তো এই ক্যামেরা Apps টিতে এমন অনেক ধরনের প্রফেশনাল ফিচার রয়েছে। যেমনঃ Real Time Sticker যার মাধ্যমে আপনি ছবি তোলার সময় বিভিন্ন স্টিকার যুক্ত করতে পারবেন।
এছাড়াও রয়েছে Emoji, Professional Photo Filter. যেগুলো আপনার ফটোতে ব্যবহার করলে আপনার তোলা পিক গুলো একটু আলাদা লুক প্রদান করবে।
তবে শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং আপনি আরও অনেক ধরনের আপডেট ফিচার দেখতে পারবেন। যেমন, 210+ Professional Filters, ISO, White Balance, Colour Adjustments ইত্যাদি।
কিভাবে ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করবেন?
আজকের আর্টিকেলে আমি মোট ৫টি জনপ্রিয় ক্যামেরা অ্যাপস নিয়ে যথেষ্ট ধারনা দেয়ার চেস্টা করেছি।
এখন উপরোক্ত আলোচনা গুলি দেখার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, উক্ত ক্যামেরা Apps গুলি আপনি আপনার ফোনে কিভাবে ডাউনলোড করবেন?
তো যদি আপনার মনে এই প্রশ্নটি জেগে থাকে। তাহলে বলবো আপনি খুব সহজেই এই ক্যামেরা অ্যাপস গুলো ডাউনলোড করে নিতে পারবেন ৷
আপনার জন্য আরো লেখা…
- গুগল এডসেন্সের বিকল্প এড নেটওয়ার্ক ওয়েবসাইট
- টাকা জমানোর উপায় | টাকা জমানোর পদ্ধতি গুলা দেখুন
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
যেমন, আপনি যদি এই এপস গুলোর নাম কপি করে Google Play Store এ সার্চ করেন। তাহলে সেগুলোকে ডাউনলোড করতে আপনাকে তেমন বেগ পেতে হবে না।
কিন্তুু আমি চাচ্ছিনা যে এই ক্যামেরা অ্যাপস গুলোকে ডাউনলোড করতে আপনার কোনো প্রকার সমস্যা হোক।
তাই নিচে আমি মোট ৫টি এপসের ডাউনলোড লিংক দিচ্ছি।
আপনি সেই লিংক গুলোতে ক্লিক করবেন। আর সরাসরি সেই এপস গুলো আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে।
তো আশা করি উপরোক্ত লিংক গুলো থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দের ক্যামেরা অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন।
তবে এরপরও যদি আপনার কোনো সমস্যা হয়। তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন।
ক্যামেরা অ্যাপস নিয়ে আমাদের শেষকথা
আমি পুরো আর্টিকেলে মোট ৫টি ক্যামেরা অ্যাপস নিয়ে আলোচনা করেছি। তবে এর বাইরেও অনেক ক্যামেরা Apps আছে।
যেগুলো আজকের দিনে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
যদি আপনি সেই ক্যামেরা অ্যাপস গুলো সম্পর্কেও বিস্তারিত জানতে চান।
তাহলে নিচের দিকে ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখার সাথে সাথে আমি এই আর্টিকেলে সেই ক্যামেরা অ্যাপস গুলো কে যুক্ত করে নিবো।
আর এমন সব হেল্পফুল তথ্য পেতে চাইলে Bangla it Blog এর সাথে থাকবেন। ধন্যবাদ
বেউটি এপ ক্যামেরা অনেক ভাল আমার জানা মতে
হুমমম অবশ্যই! Beauty Camera Apps অনেক ভালো৷ কিন্তুু কারনবশত আমি ঐ এপসটিকে এই আর্টিকেলে উল্লেখ করিনি৷
তবে ক্রমাগতভাবে আমরা প্রায় সব গুলো জনপ্রিয় এপস গুলোকে এই আর্টিকেলে যুক্ত করে নিবো।
ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য
এই App নিয়ে নতুন আর্টিকেল পাবেন দ্রুত ।। ধন্যবাদ সাথে থাকার জন্য …