এন্ড্রয়েড মোবাইলের সেরা ট্রেনের গেম : Train games for Android. আমরা যারা গেম পাগল মানুষ আছি।
তারা অধিকাংশ সময় নিজের মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে থাকি। তো একই ধরনের গেম খেলতে খেলতে একটা সময় বোরিং ফিল হয়।
যার কারণে আমরা আরো অন্যান্য ভালো গেমস ডাউনলোড করি। কিন্তু আপনি যদি নতুন কোন গেম খুঁজে থাকেন।
তাহলে আজকের এই আলোচনা টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি আজকে এমন সব ট্রেন গেম এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব।
যে ট্রেনের গেম গুলো খেললে আপনি আলাদা একটা ফিল পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি সেই ট্রেনের গেম গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
এন্ড্রয়েড ট্রেনের গেম গুলোর তালিকা
দেখুন সময়ের সাথে সাথে এখন অনেক দক্ষ গেমস ডেভলপার তৈরি হয়েছে। যার কারণে আজকের দিনে আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে।
আপনার জন্য আরোও লেখা…
- ইন্টার্নশিপ কি | কেন internship করবেন
- মাইক্রোসফট অফিস কি | Microsoft office এর কাজ কি
- নেটফ্লিক্স কি | Netflix কিভাবে ব্যবহার করব | (নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্ল্যান)
এমন সব থ্রিডি গেমস খেলতে পারছি, যা সত্যিই অবাক করে দেয়ার মত। আর আজ আমি আপনাকে বেশ কিছু ট্রেনের গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব।
যখন আপনি আপনার মোবাইলে এই গেমস গুলো প্লে করবেন। তখন আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।
কেননা এই গেমস গুলো একেবারেই এইচডি কোয়ালিটি। অর্থাৎ আপনি গেমস গুলো খেলার সময় সত্যিকার ট্রেন চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন।
Best android train games list in Bengali
আজকে অবশ্যই আমি আপনাকে সেরা ট্রেন গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব।
তবে তার আগে আপনাকে আমি সব গুলো গেমস এর একটা লিস্ট দিব। যেখান থেকে আপনি জানতে পারবেন যে, বর্তমান সময়ে কোন ট্রেনের গেমস গুলো জনপ্রিয়।
আর সেই জনপ্রিয় ট্রেন গেমস এর তালিকা নিচে দেওয়া হল।
- Train Taxi
- Train Station 2: Trains Tycoon
- Chuggington: Kids Train Game
- Train Builder – Games for kids
- Conduct THIS! – Train Action
- Train Station: Railroad Tycoon
- Thomas & Friends: Go Go Thomas
- Euro Train Simulator
- Train Simulator – Free Games
- City Train Game 3d Train games
উপরের তালিকায় আপনি বর্তমান সময়ের জনপ্রিয় দশ (১০) টি ট্রেন গেমস এর নাম দেখতে পাচ্ছেন।
তো আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে সরাসরি এই গেমস গুলো আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড করার আগে একটু জেনে নিন।
যে কোন গেমের কি রকম বৈশিষ্ট্য রয়েছে। আর উক্ত গেমস নিয়ে বিস্তারিত বিষয় গুলো নিচে উল্লেখ করা হলো।
No.1: Train Taxi
আমাদের মধ্যে এমন অনেকে আছেন। যারা খুব লো ডিভাইস এর মধ্যে গেম খেলে থাকে। তো তাদের জন্য সবার শুরুতেই একটি ট্রেনের গেমস নিয়ে কথা বলব।
আর সেই গেমস এর নাম হলো,Train Taxi. সত্যি বলতে এটি হলো এমন একটি গেমস। যার সাইজ তুলনামূলক ভাবে অনেক ছোট।
অথচ যখন আপনি আপনার মোবাইলের মধ্যে এই গেমস টি ইন্সটল করে খেলবেন। তখন আপনি অনেক ভালো গ্রাফিক্স লক্ষ্য করতে পারবেন।
কারণ আপনার মত এমন ৫০ মিলিয়ন এর বেশি গেমস পাগল রয়েছে। যারা ইতিমধ্যেই এই গেমস টি ডাউনলোড করেছে এবং খেলেছে।
তাই এটা সহজেই অনুমান করা যায় যে, আপনি যদি ভালো মানের কোন ট্রেনের গেমস খুঁজে থাকেন।
এর পাশাপাশি আপনার মোবাইলটি যদি লো কনফিগারেশন এর হয়ে থাকে। তাহলে এই গেমস টি আপনার জন্য একেবারেই উপযুক্ত হবে।
এছাড়াও আপনি যখন google play store এর রিভিউ দেখবেন। তখন আপনিও বুঝতে পারবেন যে, এই গেমসটির জনপ্রিয়তা এখন কত বেশি বৃদ্ধি পেয়েছে।
Download Train Taxi: Touch Here
No.2: Train Station 2: Trains Tycoon
আপনারা যারা মোবাইল দিয়ে অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স সম্পন্ন ট্রেনের গেমস খেলতে চান। তাদের জন্য এই গেমসটি সবচেয়ে উপযুক্ত হবে।
কারণ এই গেমস এর মধ্যে থাকা যে সকল ফিচার রয়েছে। সে গুলো দেখে আপনিও বলবেন যে, এই গেমস টি আসলেই কতটা কোয়ালিটি সম্পন্ন।
চলুন একটু জেনে নেওয়া যাক যে, এই গেমস এর ভেতরে কি কি ফিচার রয়েছে।
- এটি হলো এটি অনলাইন গেমস।
- এর ফলে আপনি গোটা বিশ্বের মানুষের সাথে এই গেমস টি অনলাইনে খেলতে পারবেন।
- পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বিখ্যাত ট্রেন স্টেশন গুলো এই গেমস এর মধ্যে রয়েছে।
- উক্ত গেমস টি প্লে করার পর যে গ্রাফিক্স দেখতে পাওয়া যাবে, তা সত্যিই অসাধারণ। কেননা এই গেমস টি গ্রাফিক্স থ্রিডি তৈরি করা হয়েছে।
- এই গেমসের ভেতরে যে সকল ট্রেন রয়েছে। সেই ট্রেনের ডিজাইন গুলো খুবই আকর্ষণীয়।
- আপনি চাইলে উক্ত গেমস এর মধ্যে থাকা পেইড সাবস্ক্রিবশন নিয়ে। আপনার ট্রেন গেমস এর বিভিন্ন টুলস গুলো আপগ্রেড করে নিতে পারবেন।
মূলত এই গেমস এর ভেতরে কি কি ফিচার রয়েছে। এবং আপনি এই গেমস টি খেললে কতটা থ্রিডি গেমসের স্বাদ নিতে পারবেন। সে বিষয় গুলোই উপরে উল্লেখ করা হয়েছে।
তবে আমার দৃষ্টিকোণ থেকে আপনার একবার হলেও এই ট্রেনের গেমস টি ডাউনলোড করে খেলা উচিত। কারণ ডাউনলোড লিংক তো নিচেই দেওয়া আছে।
Download Train Station 2: Touch Here
No.3: Chuggington: Kids Train Game
যারা সত্যিকার অর্থেই মোবাইল দিয়ে হাই গ্রাফিক্সের ট্রেনের গেমস খেলতে চান। তাদের জন্য এই গেমস টি হবে অন্যতম।
কারণ এই ট্রেনের গেমস এর ভেতরে আপনি এমন সব ডিজাইনের ট্রেন এবং স্টেশন গুলো দেখতে পারবেন। যা সত্যিই আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে।
এছাড়াও একটি ট্রেন যখন স্টেশন থেকে অন্য আরেক টি স্টেশনে যায়। তখন এই গেমসের ভেতরের গ্রাফিক্স গুলো একবারই রিয়ালেস্টিক মনে হয়।
এছাড়াও গেমস এর মধ্যে আপনি কয়েন কালেকশন করতে পারবেন। এবং সেই কয়েন গুলো দিয়ে আপনার যে সকল ট্রেন থাকবে। সে গুলো কে আপডেট করতে পারবেন।
এবং বিভিন্ন ডিজাইনের ট্রেন ব্যবহার করে এই গেমসটি খেলতে পারবেন। তবে সমস্যা হল এই গেমসটি আপনি বাংলাদেশ থেকে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না।
সেজন্য আপনাকে একটি ভিপিএন ব্যবহার করতে হবে। মূলত ভিপিএন কানেক্ট করে আপনাকে এই গেম টি ডাউনলোড করতে হবে।
নিচে উক্ত গেমস টি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখলাম।
Download Chuggington: Touch Here
No.4: Train Builder – Games for kids
অসাধারণ সিন দিয়ে তৈরি করা একটি ট্রেন গেমস এর নাম হলো, Train Builder – Games for kids. মূলত এই ট্রেনের গেমস টি ছোট ছোট বাচ্চাদের জন্য ডেভলপ করা হয়েছে।
যেন বাচ্চারা এই গেমসটি খেলে ট্রেন এর অভিজ্ঞতা নিতে পারে। কেননা এই গেমস এর ভেতরে এমন সব ফিচার রয়েছে। যে গুলো দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন।
কারণ এই গেমস এর মধ্যে আপনি মোট ছয়টি ভিন্ন ডিজাইনের ট্রেন দেখতে পারবেন।
এছাড়াও এই ট্রেন গুলো যখন একটি স্টেশন থেকে অন্য আরেক টি স্টেশনে যায়। তখন যে সকল সিন থাকে, তা আসলেই দেখার মত।
কেননা যখন এই ট্রেন টি চলবে, তখন আশপাশ দিয়ে অনেক জঙ্গল, নদী, সেতু পার হতে হবে। আর এই ধরনের সিন গুলো দেখে যখন আপনি এই ট্রেনের গেম টি খেলবেন।
তখন এই গেমসের প্রতি আপনার একটা আলাদা ভালোলাগা তৈরি হবে। এর পাশাপাশি এই গেমস এর সাইজ মাত্র ৭০ এমবির মত।
যার ফলে আপনার মোবাইলের কনফিগারেশন লো কোয়ালিটির হলেও। আপনি কোন প্রকার হ্যাং কিংবা লেগিং করা ছাড়াই এই ট্রেনের গেম টি খেলতে পারবেন।
Download Train Builder: Touch Here
No.5: Conduct THIS! – Train Action
পঞ্চম নম্বরে এবার আমি আপনাকে চমৎকার একটি ট্রেনের গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব। কেননা এই গেমস এর মধ্যে আপনি যা কিছু দেখতে পারবেন।
তার সব কিছুই থ্রিডি দিয়ে তৈরি করা হয়েছে। আর আপনি তো বেশ ভালো করে জেনে থাকবেন। যে সকল গেমস গুলো থ্রিডি হয়, সেই গেমস এর গ্রাফিক্স গুলো কতটা কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে।
তো চলুন এবার জেনে নেওয়া যাক যে, এই ট্রেনের গেমস এর কি কি ফিচার রয়েছে।
- এই গেমস এর মধ্যে আপনি যে সকল ট্রেন দেখতে পারবেন। তার কন্ট্রোল গুলো সম্পূর্ণ আসল ট্রেনের মত।
- আপনি চাইলে এই গেমস টি আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন। এর পাশাপাশি আপনাদের স্কোর গুলো একে অপরের সাথে শেয়ার করতে পারবেন।
- উক্ত ট্রেনের গেমস এর মধ্যে যে সকল সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়েছে। সে গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।
- এই গেমস এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে। আর আপনাকে সেই ট্রেন গুলো কয়েন জমা করার পরে আনলক করতে হবে।
- আপনি উক্ত গেমস এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রেন স্টেশন দেখতে পারবেন। যেখানে, প্যাসেঞ্জার আপনার ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে থাকবে।
- গেমসের ভেতরে থাকা প্যাসেঞ্জার গুলো কে আপনাকে একটি স্টেশন থেকে অন্য আরেক টি স্টেশনে পৌঁছে দিতে হবে।
তো আপনি যদি ট্রেন গেমস খেলার জন্য এই গেমটি ডাউনলোড করেন। তাহলে কি কি ফিচার দেখতে পারবেন। তার মূল ফিচার গুলো উপরে উল্লেখ করা হলো।
আপনি আরোও দেখতে পারেন…
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ? সুবিধা ও অসুবিধা এবং গুরুত্ব কি?
- পাবজি গেম ডাউনলোড | পাবজি মোবাইল লাইট ডাউনলোড করার নিয়ম
- গেম খেলে টাকা ইনকাম করুন
আশা করি, যখন আপনি এই গেমস টি ডাউনলোড করে খেলবেন। তখন আপনার কাছেও অনেক ভালো লাগবে। নিচে উক্ত ট্রেন গেমস ডাউনলোড করার লিংক দেওয়া হলো।
Download Conduct THIS: Touch Here
No.6: Train Station: Railroad Tycoon
উপরের আলোচনা তে আপনি যে সকল ট্রেন গেমস এর নাম জানতে পেরেছেন। সেই সব গুলো গেমস থ্রিডি ডিজাইন করা হয়েছে।
কিন্তু এবার আমি আপনাকে একটি টুডি ট্রেন গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব। তবে এটা আবার ভেবে নিবেন না যে, এই গেমটি টুডি, সে কারণে আপনার ভালো লাগবে না।
আসলে বিষয় টি এমন নয়, বরং এই গেমটি টুডি হওয়ার পরেও। যখন আপনি এই গেমস খেলবেন। তখন আপনি অনেক প্রিমিয়াম ফিল উপভোগ করবেন।
সবচেয়ে বড় কথা হলো, এই গেমস এর ভেতরে যে কন্ট্রোল প্যানেল রয়েছে। সেটি আপনার কাছে অনেক ইজি মনে হবে।
যার কারণে এই গেমস খেলার সময় আপনি আপনার ট্রেন গুলো কে নিজের ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন।
এর পাশাপাশি আপনি নিজেই নিজেকে এই গেমসের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবেন। কেননা এখানে আপনাকে ক্যারিয়ার নামক একটি অপশন দিবে।
অর্থাৎ আপনি যত ভালো ট্রেন ড্রাইভিং করবেন। আপনার স্কোর ঠিক তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনাকে সঠিক ভাবে এই গেমসের ভেতরে থাকা মিশন গুলো কমপ্লিট করতে হবে।
Download Train Station: Touch Here
No.7: Thomas & Friends: Go Go Thomas
উপরের আলোচনা তে আমি আপনাকে মোট যত গুলো ট্রেনের গেমস এর নাম বলেছি। সে গুলো সাইজের দিক থেকে তুলনামূলক ভাবে অনেক ছোট।
কেননা এই গেমস গুলো আপনি ১০০ মেগাবাইট থেকে শুরু করে ২০০ মেগাবাইট এর মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন।
কিন্তু এবার আমি আপনাকে এমন একটি ট্রেন গেমস এর সাথে পরিচয় করিয়ে দিব। যে গেমসটি সাইজ হলো ৪০০ এমবি এর বেশি।
আর এত বড় একটা গেমস হওয়ার কারণে এই গেমস এর ভেতরে অনেক হাই গ্রাফিক্স থাকবে, এটা সহজেই অনুমান করা যায়।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো। আপনি চাইলে এই গেমস এর ভেতরে আপনাদের বন্ধু কে চ্যালেঞ্জ করতে পারবেন। এবং তার সাথে ট্রেন রেসিং করতে পারবেন।
কেননা এই গেমস এর ভেতরে মাল্টিপ্লেয়ার খেলার সুযোগ রয়েছে। এর কারণে আপনি একই সাথে আপনার একাধিক বন্ধুর মিলে এই গেমস টি খেলে উপভোগ করতে পারবেন।
এর পাশাপাশি যখন আপনি এই গেমস টি ডাউনলোড করে খেলবেন। তখন উক্ত গেমস এর সকল ডিজাইন গুলো থ্রিডিতে দেখতে পারবেন।
যার ফলে মোবাইলের মাধ্যমে আপনার বাস্তব জীবনে ট্রেন চালানোর একটা অভিজ্ঞতা তৈরি হবে।
Download Thomas & Friends: Touch Here
No.8: Euro Train Simulator
গেমস এর নাম শুনেই হয়তোবা আপনি বুঝতে পেরেছেন যে, এবার আমি আপনাকে কোন ধরনের এন্ড্রয়েড ট্রেনের গেমস নিয়ে কথা বলব।
আসলে এই গেমস টির সাইজ এর দিক থেকে অনেক ছোট। কারণ আপনি google প্লে স্টোর থেকে এই গেমসটি মাত্র ৫৪ মেগাবাইট এর মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন।
তবে এই গেমসটির সাইজ এর দিক থেকে তুলনামূলক ভাবে ছোট হলেও। উক্ত গেমস এর মধ্যে থাকা গ্রাফিক্স গুলো সত্যিই নজর করানোর মতো।
কারণ অসাধারন ডিজাইন এর সমন্বয়ে এই গেমসটি কে তৈরি করা হয়েছে।
এছাড়াও যখন আপনি এই গেমস টি আপনার ফোনের মধ্যে ইন্সটল করে খেলবেন। তখন রেল স্টেশন গুলো দেখার সাথে সাথেই আপনার অনেক ভালো লাগবে।
কারণ এই গেমস এর মধ্যে থাকা স্টেশন গুলো একেবারেই সত্যিকারের মনে হয়। যার কারণে এই গেমটি খেলার সময় আপনি ট্রেন চালিয়ে আলাদা একটা ফিল অনুভব করতে পারবেন।
যা আপনি অন্য কোন গেমসের মধ্যে পাবেন না। তাই নিচে দেওয়া লিঙ্ক থেকে এই গেমটি ডাউনলোড করে একবার হলেও খেলুন। আশা করি, আপনার অনেক ভালো লাগবে।
Download Euro Train: Touch Here
No.9: Train Simulator – Free Games
আপনি যদি মাত্র ১০০ এমবির ভিতরে ভালো কোন ট্রেন গেমস খুঁজে থাকেন। তাহলে আপনি এই গেমটি ডাউনলোড করে দেখবেন।
কারণ এই গেমস টি সাইজের দিক থেকে অনেক ছোট, এর পাশাপাশি উক্ত গেমস এর মধ্যে চমৎকার সব ফিচার রয়েছে।
তার মধ্যে অন্যতম হলো, এই গেমস এর মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হবে। আর আপনাকে এই গেমটি খেলার জন্য তাদের দেওয়া মিশন গুলো পূরণ করতে হবে।
এভাবে আপনি যত বেশি মিশন শেষ করতে পারবেন। আপনাকে তত উন্নত মানের ট্রেন আনলক করার সুযোগ দিবে।
তবে এখানে একটা কথা বলে রাখা উচিত যে, এই গেম টি থ্রিডি ডিজাইন করা হয়নি। অর্থাৎ উক্ত গেমটি তৈরি করার সময় টু ডি তে ডিজাইন করা হয়েছে।
তবে আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, আপনি যদি নিয়মিত গেমস খেলে থাকেন। তাহলে আপনি ভালো এবং খারাপ গেমের পার্থক্য বুঝতে পারবে।
এবং এই গেমস টি আপনার কাছে অনেক ভালো লাগবে। তাই অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে একবার হলেও এই ট্রেনের গেমস টি ট্রাই করে দেখবেন।
Download Train Simulator: Touch Here
No.10: City Train Game 3d Train games
আজকের আলোচিত সর্বশেষ ট্রেনের গেমস এর নাম হলো City Train Game 3d Train games.
আর এই গেমসটির নাম দেখেই হয়তোবা আপনি বুঝতে পেরেছেন। যে, এই ট্রেনের গেম টি থ্রিডিতে ডিজাইন করা হয়েছে। যার ফলে উক্ত গেমস এর মধ্যে যে সকল গ্রাফিক্স রয়েছে।
তা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে। এছাড়াও গুগল প্লে স্টোর এর মধ্যে এই গেমস এর অনেক পজেটিভ রিভিউ আছে।
যা থেকে সহজে অনুমান করা যায় যে, এই গেমটি যারা খেলেছে তাদের অনেক ভালো লেগেছে।
তবে তাদের ভালো লাগা আর না লাগা কে গুরুত্ব না দিয়ে। আপনি নিজেই একবার ডাউনলোড করে এই ট্রেনের গেমস টি খেলে দেখুন।
হতে পারে অন্যান্য গেমস গুলোর তুলনায়। আপনি এই ট্রেনের গেমস খেলে অনেক উপভোগ করতে পারবেন।
আর আপনি যেন খুব সহজেই ডাউনলোড করতে পারেন। সে কারণে এই ট্রেনের গেমস ডাউনলোড করার লিংক নিচে দিয়ে রাখলাম।
Download City Train: Touch Here
ট্রেন গেমস নিয়ে আমাদের শেষ কথা
প্রিয় গেমস পাগল বন্ধুরা। আপনারা যাতে গেমস খেলে উপভোগ করতে পারেন।
সে কারণে আজকের আলোচনায় আমি চমৎকার সব ট্রেন গেমস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমি আপনাদের মোবাইল ট্রেন গেমস ডাউনলোড লিংক দিয়েছি।
আপনি আরোও পড়ুন…
- রেফ্রিজারেটর কি | ফ্রিজ কিভাবে ঠান্ডা হয় ?
- শেয়ার বাজারে ম্যাক্সিমাম লাভ করার উপায় এবং টিপস গুলো
- কিভাবে লাইভ ফুটবল খেলা দেখবেন
যেখানে ক্লিক করার সাথে সাথেই আপনি ট্রেন গেমস ডাউনলোড করতে পারবেন। এবং আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, আজকের এই ট্রেন গেমস গুলো আপনার অনেক ভালো লাগবে।
আর আপনি যদি এই ধরনের নতুন নতুন গেমসের সকল আপডেট পেতে চান। তাহলে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন।
এর পাশাপাশি আপনি কোন ধরনের গেমস গুলো খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ! এতক্ষণ ধরে এই ট্রেন গেমস গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।