গানে ছবি লাগানোর সফটওয়ার : একটি গানের মধ্যে আপনার কোনো ছবি যুক্ত করাকে বলা হয়, গানে ছবি লাগানো।
আর এই কাজ গুলো করার জন্য আপনার বেশ কিছু সফটওয়্যার এর প্রয়োজন হবে।
আজকে আমি সেই গানে ছবি লাগানোর সফটওয়ার গুলো নিয়েই আলোচনা করবো।
সত্যি বলতে আজকের দিনে এমন অনেক Android Apps আছে।
যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের গানের মধ্যে নিজের কিংবা পছন্দের ছবি এড করে নিতে পারবেন।
হয়তবা এটাই ভাবছেন, তাইনা?
ওয়েট বস! আপনার টেনশন করার মতো তেমন কিছু নেই। কারন আজকের পর থেকে আপনি জানতে পারবেন যে।
বর্তমানে কোন কোন অ্যাপস গানে ছবি লাগানোর অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে।
এমন কি অডিও গানে ছবি লাগানোর সফটওয়ার নিয়ে জানতে পারবেন।
তাহলে আর দেরী কেন? চলুন শুরু করা যাক……
গানের ভিতরে ছবি লাগানো আবার কি?
গানের মধ্যে ছবি লাগাবো ৷ কিন্তুু কেন আপনি এই গানের মধ্যে ছবি লাগাবেন? – আর এই কাজটি করে আপনার লাভ কি হতে পারে?
কি এটাই ভাবছেন! তাহলে শুনুন…….. (Attention Please)
মনে করুন আপনি আপনার মোবাইল থেকে Facebook ব্যবহার করছেন। কিন্তুু হঠাৎ আপনি দেখতে পেলেন, আপনার একজন বন্ধুর পোষ্টে ভিডিও আপলোড করা হয়েছে।
যেখানে একটি Audio চলছে। এর সাথে আপনার বন্ধুর ছবি সেই ভিডিওতে বিভিন্ন Effect এর সাথে এনিমেটিং হচ্ছে।
তো এই ধরনের ভিডিও গুলো দেখার পর আপনার মতো আমারও বেশ ভালো লাগে।
আপনি আরো দেখতে পারেন…
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন
- দুই ছবি একসাথে করার সফটওয়্যার ডাউনলোড করুন
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
আর আপনার মতো এমন অনেক মানুষ আছেন। যারা সবাই এই ধরনের Video গুলো দেখতে অনেক পছন্দ করে।
তবে এতো উওেজিত হওয়ার কোনো কারন নেই।
কেননা এরপর থেকে আপনিও তাদের মতো যে কোনো ধরনের Video তে আপনার পছন্দের Image কে যুক্ত করতে পারবেন।
কেন গানে ছবি লাগাবেন?
সহজ কথায়, ভাব নেয়ার জন্য। মনে করুন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে।
একটা পছন্দের গানে নিজের ছবি বসিয়ে দিলেন। এখন আপনার বন্ধু সেটা দেখে অবাক হবে।
আর আপনার কাছ থেকে গানে ছবি লাগানোর অ্যাপ গুলো সম্পর্কে জানতে চাইবে। সত্যি বলতে Editing জগতে এমন অনেক কিছুই আছে। যেগুলো আমার কাছেও খুব ভালো লাগে।
কিন্তুু আমরা বুঝে উঠতে পারি না যে, কিভাবে অন্য কেউ সেই কাজটি করতে পারলো।
কিন্তুু অবাক করার মতো বিষয় হলো, আজকের দিনে সবচেয়ে সহজ কাজ হলো গানের মধ্যে ছবি লাগানো।
কেননা, এখানে আপনি শুধু কয়েকটা ক্লিক করবেন। আর মাএ কয়েক মিনিটের মধ্যেই যে কোনো ধরনের গানে (Audio/Video) তে আপনার পছন্দের ছবি এড করতে পারবেন।
কিভাবে গানের ভিতরে ছবি লাগানো যায়?
আমি আগেও বলেছি যে, বর্তমান সময়ে গানের মধ্যে ছবি লাগানোর কাজটা অনেক বেশি সহজ। কিন্তুু আপনার যদি এ নিয়ে কোনো ধারনা না থাকে ৷
তাহলে আপনার কাছে একটু Hard মনে হতে পারে।
তবে টেনশন করার কোনো দরকার নেই। কারন আমি এবার আপনাকে সেই কাজ গুলো স্টেপ বাই স্টেপ পরিচয় করিয়ে দেয়ার চেস্টা করবো।
তো এবার চলুন তাহলে জেনে নেয়া যাক,
- সবার আগে আপনাকে আপনার ডিভাইস অনুযায়ী Apps/Software ইনস্টল করতে হবে।
- মনে রাখবেন, আপনি চাইলে ভিডিও কিংবা অডিও। যে কোনো জায়গাতে আপনার ছবি লাগিয়ে নিতে পারবেন।
- তো যখন আপনি ঐ গানে ছবি লাগানোর সফটওয়ার গুলোতে কাজ করবেন। তখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে ৷
- সেটি হলো আপনার পছন্দের Photo কি সিলেক্ট করা ৷
- এরপর আপনাকে সফটওয়্যার এর সকল নিয়ম অনুসারে কাজ করার পর ৷ সেই Video কিংবা Audio কে এক্সপোর্ট করে নিতে হবে।
উপরোক্ত কাজ গুলো অনুসরন করলে আপনি যে কোনো ধরনের গানে নিজের পিক বসিয়ে নিতে পারবেন ৷
তবে আপনি যে গানে ছবি লাগানোর সফটওয়ার দিয়ে কাজ করবেন। সেই সফটওয়্যার এর সমস্ত খুটিনাটি আগে থেকেই জেনে নিতে হবে।
মোবাইল দিয়ে গানে ছবি বসানো যাবে কি?
এই কাজটি আপনি আপনার Mobile অথবা Computer যে কোনো ধরনের ডিভাইস দিয়ে করতে পারবেন ৷ কেননা, একটা গানের মধ্যে ছবি লাগানোর কাজটি তেমন আহামরি কিছু নয়।
যে কারনে আপনার কাছে একটি কম্পিউটার থাকতে হবে।
আজকের দিনে আপনি অনলাইনে সার্চ করলে। এমন হাজারো Android Apps দেখতে পারবেন। যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়ে গানে ছবি বসানোর কাজটি করতে পারবেন ৷
কিন্তুু মোবাইল দিয়ে গানে ছবি বসানো যায়। এটা তো আপনি জানতে পারলেন ৷ তবে এমন কোন কোন মোবাইল অ্যাপস রয়েছে।
যার মাধ্যমে আপনি আপনার পছন্দের গানে ছবি বসিয়ে নিতে পারবেন? – এবার আমি সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো।
💡Quick Note: আমি শুরুতেই বলেছি যে, আপনি মোট দুইভাবে গানে ছবি লাগাতে পারবেন। একটি হলো Audio তে এবং অন্যটি হলে Video তে।
তো আপনার বোঝার সুবিধার্থে আমি মোট দুইটি পদ্ধতি নিয়ে একেবারে বিস্তারিত ভাবে আলোচনা করার চেস্টা করবো।
মোবাইল দিয়ে গানের ভিতরে ছবি বসানোর সফটওয়ার
যেহুতু আপনি জেনে গেছেন যে, আজকের দিনে আপনি আপনার মোবাইল দিয়ে গানে ছবি লাগাতে পারবেন ৷ সেহুতু আপনার গানে ছবি লাগানোর অ্যাপ গুলোর সাথে পরিচিত হওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কেননা, যতোক্ষন না আপনি সেই Apps গুলো সম্পর্কে জানতে না পারবেন ৷ ততোক্ষন আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না।
তো বর্তমান সময়ে আপনি অনেক ধরনের Android Apps খুজে পাবেন। কিন্তুু কোন অ্যাপস এর মাধ্যমে ভালোভাবে কাজ করা যাবে।
আর কোন অ্যাপস দিয়ে তেমন ভালো ভাবে কাজ করা যাবে না। সে সম্পর্কে আপনি তেমন একটা বুঝে উঠতে পারবেন না।
কিন্তুু এবার আমি আপনার সাথে এমন কিছু Mobile Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যেগুলোর মাধ্যমে আপনিও যে কোনো ভিডিও বা অডিও গানে ছবি বসিয়ে নিতে পারবেন।
ভিডিও গানের ভিতরে ছবি লাগানোর সফটওয়ার
শুরুতেই আমি আপনাকে কিছু ভিডিও গানে ছবি লাগানোর সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো। কেননা, আজকের দিনে আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার।
এবং এর পাশাপাশি আমরা কমবেশি সবাই Video দেখতে পছন্দ করি।
আর আজকাল আপনি একটা কমন বিষয় দেখতে পারবেন। তাহলো, আপনার বন্ধুমহল কিংবা পরিচিত কেউ ভিডিও গানে তার ছবি যুক্ত করার পর আপনাকে দেখাবে।
কিন্তুু আপনার এ নিয়ে অবাক করার মতো তেমন কিছু নেই। কারন আপনি চাইলেও এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
তো বর্তমানে এমন ডজন ডজন Video Editing App আছে। যার মাধ্যমে আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও গানে নিজের ছবি বসিয়ে নিতে পারবেন। যেমনঃ
০১| KineMaster – ভিডিও গানে ছবি বসানো apps
আজকে আমি আপনাকে যতগুলো গানে ছবি লাগানোর অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো। তার মধ্যে অন্যতম একটি অ্যাপস এর নাম হলে, Kinemaster.
যার মাধ্যমে আপনি শুধুমাএ গানে ছবি বসানোর কাজ নয় বরং আপনি ভিডিও এডিট করার প্রায় অনেক গুলো কাজ এই Apps এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।
যদি আপনি Video Editing সেক্টরে একেবারে নতুন হয়ে থাকেন। তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো এই মোবাইল অ্যাপস টি ব্যবহার করার।
কারন আজকের দিনে যারা মোবাইল দিয়ে ইউটিউব প্লাটফর্মে কাজ করে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ই Kinemaster নামক মোবাইল এপস টি ব্যবহার করে থাকে।
Download KineMaster from Play store
০২| VideoShow – ভিডিও এডিটিং সফটওয়্যার
আজকের আলোচিত গানে ছবি লাগানোর অ্যাপ এর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে Video Show নামক অ্যাপসটি।
যেখানে আপনি গানে ছবি বসানোর জন্য এমন অনেক ধরনের ফিচার দেখতে পারবেন। যে ফিচার গুলোর মাধ্যমে আপনি অনেক সহজ ভাবে আপনার চাহিদা মতো গানে ছবি বসিয়ে দিতে পারবেন।
আপনি যদি গানে ছবি বসানোর জন্য Video Show নামক অ্যাপসটি ব্যবহার করেন। তাহলে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।
তবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো Easy Interface. অর্থাৎ, আপনি এখানে যে যে অপশন গুলো দেখতে পারবেন ৷
সেই অপশন গুলো আপনার বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না।
আপনি আরো পড়ুন…
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করার উপায়
- পিকচার সাজানো সফটওয়্যার : কিভাবে ছবি সাজানো সফটওয়্যার ডাউনলোড করব
- ভিডিও জোড়া লাগানো সফটওয়্যার ডাউনলোড করুন
এছাড়াও অন্যান্য গানে ছবি লাগানোর অ্যাপ গুলো তে আপনাকে যে পরিমান সময় ও শ্রম ব্যয় করতে হবে। তার তুলনায় Video Show এপসে অনেক কম সময় ব্যয় করতে হবে।
কেননা, এখানে আপনি মাএ কয়েকটা ক্লিকের মাধ্যমে যে কোনো ধরনের গানে ছবি বসাই নিতে পারবেন।
Download VideoShow from Play Store
০৩| VivaVideo – ভিডিও গানে ছবি দেওয়া সফটওয়্যার
জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশে কম না থাকা একটি মোবাইল দিয়ে গানে ছবি লাগানোর অ্যাপ এর নাম হলো, Viva Video.
মানুষ বছরের পর বছর ধরে এই বিশ্বস্ত এপস কে ব্যবহার করে আসছে। কেননা, এর মধ্যে এমন কিছু ফিচার রয়েছে। যেগুলো আপনাকে মুগ্ধ করেই ছাড়বে।
মজার বিষয় হলো, Viva Video এর প্রিমিয়াম ফিচার থাকলেও। আপনি বিনামূল্যেই এই অ্যাপস থেকে অনেক রকমের সুবিধা ভোগ করতে পারবেন।
যা আমাদের মতো সাধারন ব্যবহার কারীর জন্য অত্যন্ত ভালো একটা সংবাদ।
এছাড়াও অন্যান্য এপস এর মতো আপনি Viva Video তেও বিভিন্ন রকমের সুবিধা ভোগ করতে পারবেন ৷ যেমন, এখানে আপনি যে কোনো ধরনের গানে ছবি বসাতে পারবেন।
এর পাশাপাশি আপনি চাইলে সেই যুক্ত করা ছবি তে আপনার চাহিদা মতো ছবি বসিয়ে নিতে পারবেন।
আর এই কাজ গুলো করার জন্য আপনাকে তেমন কোনো অর্থ ব্যয় করতে হবে না।
💡Quick Note: তো এগুলো ছিলো মোবাইল দিয়ে গানে ছবি লাগানোর অ্যাপ। কিন্তুু সমস্যা হলো, কোনো না কোনো সময়ে এসে এই অ্যাপস গুলো Premium করে দেওয়া হয়।
সেক্ষেএে আপনি এই অ্যাপস গুলোর মোড (Mod) ভার্সন ব্যবহার করতে হবে। এর ফলে আপনি বিনামূল্যে প্রিমিয়াম ফিচার এর সুবিধা ভোগ করতে পারবেন ৷
Download VivaVideo From Play Store
অডিও গানের ভিতরে ছবি লাগানোর সফটওয়ার
আর্টিকেল এর শুরু থেকে এ পর্যন্ত আমি যথেস্ট ভাবে গানে ছবি লাগানোর সফটওয়ার গুলো নিয়ে আলোচনা করার চেস্টা করেছি।
আর আমার দীর্ঘ বিশ্বাস যে, আজকের আলোচিত এই বিষয় গুলো আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আপনাকে জেনে নিতে হবে যে, Audio গানের ভেতরে কিভাবে ছবি বসানো যায়?
দেখুন, আপনি আজকের দিনে ভিডিও গানে নিজের ছবি বসানোর পাশাপাশি আরও একটা বিষয় দেখতে পারবেন।
আর সেই বিষয়টি হলো, কিছু কিছু মানুষ আছেন। যারা তাদের ছবিকে অডিও গানেও বসাতে পারে।
এখন এটা দেখে আপনি বেশ অবাক হয়ে যেতে পারেন।
কেননা, আপনি তো শুধু ভিডিও গানে নিজের ছবি বসাতে পারেন। কিন্তুু অডিও গানে কিভাবে নিজের ছবি কে বসাতে হয়।
সে সম্পর্কে তো তেমন কিছুই জানেন না।
তবে আপনার সে সম্পর্কে না জানলেও চলবে। কারন এবার আমি আপনাকে এমন কিছু জনপ্রিয় মোবাইল Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যে এপস এর মাধ্যমে আপনি অনেক কম সময় এর মধ্যে যে কোনো ধরনের Audio Music এ আপনার পছন্দের ছবি কে যুক্ত করে নিতে পারবেন।
তো চলুন এবার তাহলে সেই মোবাইল অ্যাপস গুলো সম্পর্কে জেনে নেয়া যাক। যেগুলোর মাধ্যমে এক বা একাধিক অডিও গানে ছবি বসানো যায়।
০১| iTag – অডিও গানে পিকচার
বলা যায়, অনেক দীর্ঘদিন থেকে অডিও গানে ছবি বসানোর কাজটি অনেক সহজেই করা যায় এই iTag নামক মোবাইল অ্যাপস এর মাধ্যমে।
এটি মূলত আপনি আপনার ফোনে কোনো একটি অডিও গান প্লে করবেন ৷ তখন আপনি সেই অডিও গান শোনার পাশাপাশি আপনার বসানো ছবি কে দেখতে পারবেন।
যদি আপনি আপনার মোবাইল থেকে এই কাজটি করতে চান ৷ তাহলে আপনার জন্য iTag নামক মোবাইল এপ্লিকেশন টি যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
কেননা, আমি নিজেও একটা সময় অডিও গানে ছবি বসানোর জন্য এই মোবাইল অ্যাপসটি ব্যবহার করেছিলাম।
আর সেই সুবাদে আমার যথেষ্ট বিশ্বাস আছে যে, আপনি iTag এর মাধ্যমে মাএ কয়েকটা ক্লিক করবেন ৷ আর আপনার অডিও গানে ছবি বসানোর কাজটি অটোমেটিক্যালি হয়ে যাবে।
তাই আমি সবার আগে এই Android Apps নিয়ে বিস্তারিত আলোচনা করেছি৷ আশা করি আপনারও অনেক বেশি ভালো লাগবে।
Download Itag App From Play Store
০২| Star Music Tag Editor – অডিও গানে ছবি বসানো apps
আজকের আলোচিত মোবাইল দিয়ে গানে ছবি লাগানোর সফটওয়্যার এর মধ্যে সর্বশেষে যে নাম টি আপনি দেখতে পারবেন ৷ তার নাম হলে, Star Music Tag Editor.
যার মাধ্যমে আপনি শুধু গানে ছবি নয় বরং গানের ভেতরে থাকা যে কোনো ধরনের Text কে এডিট করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
আপনি আপনার মোবাইল থেকে যখন কোনো মিউজিক প্লেয়ার দিয়ে Audio গান শুনবেন। তখন আপনি হয়তবা খেয়াল করে দেখেছেন যে, ঐ গান গুলো চলাকালীন সময়ে বিভিন্ন দোকানের নাম দেয়া থাকে।
যেমন, Nirob Telecom, Santo Telecome ইত্যাদি।
আপনার জন্য আরো লেখা…
- ছবি সুন্দর করার apps – ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন
- রেফার কিভাবে করে? রেফার করে ইনকাম
- সফটওয়্যার কি ? সফটওয়্যার এর কাজ কি ও কত প্রকার?
কিন্তুু আপনি শত চেস্টা করেও সেই গানে থাকা এই লেখা গুলোকে পরিবর্তন করতে পারবেন না।
কেননা, আপনি যতোক্ষন পর্যন্ত উপযুক্ত সফটওয়্যার গুলো ম্যানেজ করতে না পারবেন। ততোক্ষন আপনি কোনো প্রকার গানে ছবি কিংবা Text ইডিট করে নিতে পারবেন না।
তবে আপনি যদি Star Music Tag Editor ব্যবহার করেন। তাহলে আপনার এই কাজটি সফল ভাবে করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে ৷
তো শুধু অ্যাপস এর রিভিউ নয়। বরং আপনি যখন নিজে থেকে এই সফটওয়্যার গুলো ব্যবহার করবেন। তখন আপনি নিজে থেকে সব সুবিধা গুলো দেখে নিতে পারবেন ৷
Download Star Music Tag Editor From Play Store
কম্পিউটার দিয়ে গানে ছবি বসানোর সফটওয়ার
আর্টিকেলের এতোক্ষন ধরে আপনি মোবাইল দিয়ে গানে ছবি লাগানোর অ্যাপ সম্পর্কে জানতে পেরেছেন। কিন্তুু যারা কম্পিউটার ইউজার, তারা কিভাবে কোনো গানের ছবি বসিয়ে নিবেন।
সে সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি।
তাই বলে হতাশ হওয়ার মতো কোনো কিছু নেই। কারন এবার আমি জনপ্রিয় সব গানে ছবি লাগানোর সফটওয়ার নিয়ে একেবারে বিস্তারিত ভাবে আলোচনা করবো।
তো চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।
০১| Camtasia
বর্তমান সময়ে কম্পিউটার ডিভাইস এর জন্য যথেষ্ট উপযুক্ত একটি ভিডিও এডিট করার সফটওয়্যার হলো Camtasia. যার মাধ্যমে আপনি আপনার শখের কম্পিউটার দিয়ে অনেক ভালো ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন।
আর যারা একেবারে নতুন, তাদের জন্য এই সফটওয়্যার টি উপযুক্ত হবে বলে আমি মনে করি।
তো যেহুতু গানের মধ্যে ছবি বসানো Video Editing এর একটি অংশ৷ সেহুতু এই কাজটি আপনি উক্ত সফটওয়্যার দিয়ে করতে পারবেন ৷
সে নিয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। তাই চাইলে আপনিও গানে ছবি লাগানোর সফটওয়ার হিসেবে Camtasia কে ব্যবহার করতে পারবেন।
আপনি কি কি শিখলেন?
গানে ছবি লাগানোর সফটওয়ার নিয়ে আজকে আমি একেবারে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
তবে আজকের আলোচিত বিষয় গুলো আপনি যেন ভুলে না যান ৷
সেজন্য সেই বিষয় গুলি আরেকবার রিপিড করবো। যেমনঃ
- ছবি সাজানো সফটওয়্যার
- ছবি দিয়ে ভিডিও তৈরি
- ভিডিও গান অডিও করার সফটওয়্যার
- দুই ছবি একসাথে করার সফটওয়্যার ডাউনলোড
- ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার
- ভিডিও বানানোর সফটওয়্যার
তবে আপনি যদি উপরের পুরো আর্টিকেল টি একটি মনোযোগ দিয়ে পড়েন ৷
তাহলে আমার বিশ্বাস আপনার উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা এসে গেছে।
গানে ছবি লাগানোর সফটওয়ার নিয়ে কিছু কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি গানে ছবি লাগানোর সফটওয়ার সম্পর্কে একটা পরিস্কার ধারনা পেয়ে গেছেন।
তো এরপরও যদি আপনার মনে গানে ছবি লাগানোর অ্যাপ নিয়ে আরও কিছু জানার থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Bangla It Blog এর সাথে থাকার জন্য ধন্যবাদ
তথ্যবহুল লেখা।
বাংলা আইটি ব্লগ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।