বিউটি ক্যামেরা : ভাইরে ভাই, আপনাদের ডিজিটাল ক্যামেরা নিয়ে যে আগ্রহ আমি দেখলাম। তা দেখে আমি রিতীমত অবাক হয়ে গেছি।
আপনাদের অনেকে জানতে চেয়েছো, কিভাবে বিউটি ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করবো? বিউটি প্লাস ক্যামেরা কিভাবে ডাউনলোড করব?
আবার আপনাদের মধ্যে সেরা ক্যামেরা অ্যাপস সম্পর্কে জানতে চেয়েছেন।
তো এইসব জল্পনা কল্পনার অবসান ঘটানোর জন্য মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
যেন আপনার মনে আর বিউটি ক্যামেরা প্লাস এপস নিয়ে আর কোনো সংশয় না থাকে।
সেজন্য আজকে বিউটি ক্যামেরা নিয়ে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা গুলো।
যেমন, বিউটি ক্যামেরা কি? কেন আপনি বিউটি ক্যামেরা ব্যবহার করবেন?
এবং সবশেষে আপনাদের কে দেখিয়ে দিবো যে, কিভাবে আপনি বিউটি ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করবেন।
যদিও আমি আমার অনেক আর্টিকেলে সুন্দর সুন্দর ছবি তোলার আইডিয়া গুলো শেয়ার করেছি।
যেমন, মেকআপ ক্যামেরা কোনটি, সুইট ক্যামেরা কাকে বলে এবং ছবি সাজানো ক্যামেরা সহো বিউটি ক্যামেরা ডাউনলোড নিয়েও যথেষ্ট আলোচনা করেছি।
কিন্তুু সেরা ক্যামেরা এপস নিয়ে লেখা আর্টিকেল গুলো তে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে, ভাই বিউটি ক্যামেরা নিয়েও একটা পূর্নাঙ্গ আর্টিকেল লেখার।
আর আপনাদের কথা রাখতে এই আর্টিকেল টি লিখতে হয়েছে। তো আর দেরী কেন! চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
💡Quick Note: শুধুমাএ বিউটি ক্যামেরা নয় বরং এটি ছাড়াও আরও অনেক ধরনের ক্যামেরা অ্যাপস রয়েছে। যেগুলো একেবারে বিউটি ক্যামেরা এর মতো ফিচার সমৃদ্ধ।
আজকে সেই ক্যামেরা এপস গুলো নিয়েও স্বল্প আকারে আলোচনা করবো।
বিউটি ক্যামেরা কি? (What is Beauty Camera)
মূলত যাদের টুকটাক সেলফি তোলার অভ্যাস রয়েছে। তারা অবশ্যই কিছুটা হলেও এই বিউটি ক্যামেরা সম্পর্কে জেনে থাকবেন।
কিন্তুু যাদের তেমন একটা সেলফি তোলার অভ্যাস নেই। তাদের কাছে এটি নতুন মনে হতে পারে।
তো সেইসব মানুষ এর অবশ্যই জেনে নেয়া উচিত যে, বিউটি ক্যামেরা সফটওয়্যার কাকে বলে।
দেখুন, ছবি তোলা এবং সেই ছবিকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আর্কষনীয় করার জন্য অনলাইনে প্রচুর পরিমানে Camera Apps রয়েছে।
আপনার জন্য আরো লেখা…
- ক্যামেরা Apps – সব চেয়ে ভাল মোবাইল ক্যামেরা অ্যাপ
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
কিন্তুু তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ক্যামেরা অ্যাপস হলো বিউটি ক্যামেরা।
কেননা, আপনি এই এপসে যতো বেশি পরিমান ফিচার পাবেন। তা তুলনায় অন্যান্য এপস গুলো তে একটু কম সুবিধা ভোগ করতে পারবেন।
তাছাড়া আপনি যদি এই বিউটি ক্যামেরা দিয়ে কোনো ছবি তোলেন। তাহলে আপনি নিজেই আপনার তোলা সেই ছবি দেখে অবাক হয়ে যাবেন।
আজকের দিনে ছবি তোলার জন্য অনেকেই DSLR ব্যবহার করে থাকে। কিন্তুু আপনি যদি বিনে পয়সায় সেই dslr এর স্বাদ নিতে চান।
তাহলে আপনাকে শুধু একটি এপস ব্যবহার করার পরামর্শ দিবো। সেটি হলো বিউটি ক্যামেরা এপস।
বিউটি ক্যামেরার কাজ কি?
আমরা সবাই চাই ভালো ভালো ছবি তুলতে। আর সেই ছবি তোলার কাজটি আপনি যদি আপনার নিজের মোবাইল থেকে করেন।
তাহলে তো আর কোনো কথাই নেই। আর সে কারনে আমরা যখন কোনো কিছুর ছবি তুলি।
তখন সর্বদাই চেস্টা করি যেন, আমাদের তোলা পিকচার গুলোর মধ্যে একটু ডিএসএলআর ভাব নিয়ে আসার জন্য।
কিন্তুু এটা তো প্রবাদে আছে যে, সবার সব আশা পূরন হয়না।
ঠিক তেমনি ভাবে আপনি শত চেস্টা করার পরেও কিন্তুু আপনার মোবাইল দিয়ে তোলা ছবি গুলোতে Dslr এর মতো আর্কষনীয়তা নিয়ে আসতে পারবেন না।
তবে আপনার মনে থাকা এই ইচ্ছেকে এক ধাপ এগিয়ে দিতে বিউটি ক্যামেরা বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।
কেননা, এই এপসে আপনি যতো গুলো অত্যাধুনিক ফিচার দেখতে পারবেন।
যেগুলোর মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন।
আপনি বিউটি ক্যামেরা এর অনেক রকম এর কাজ দেখতে পারবেন।
যেমন, আপনি আপনার পছন্দ মতো ক্লিয়ার ছবি তুলতে পারবেন। আপনার ছবি তোলার সময় যদি আলোর পরিমান কম থাকে।
তাতেও আপনি অনেক ভালো মানের ছবি তুলে নিতে পারবেন।
এছাড়াও আপনি ছবি তোলার আগে অথবা পরে এডিটিং করার জন্য অনেক ধরনের ফিচার দেখতে পারবেন ৷
বিউটি ক্যামেরা কত ধরনের আছে?
আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে Best Beauty Camera Apps লিখে সার্চ করেন।
তাহলে আপনি এমন অনেক ধরনের ক্যামেরা এপস দেখতে পারবেন আর এতো বেশি এপস দেখার পর আপনিও বেশ কনফিউশনে পড়ে যাবেন।
কেননা, কোনটা এপস ভালো আর কোনটা খারাপ তা আপনি বুঝে উঠতে পারবেন না।
কিন্তুু আমি থাকতে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না।
কেননা, আজকে আমি শুধুমাএ সেই সব এপস নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
যেগুলো দিয়ে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনেক হাই কোয়ালিটি এর পিকচার তুলতে পারবেন।
তবে হ্যাঁ! বিউটি ক্যামেরা মানেই যে সব গুলো Camera Apps এর কাজ একই রকম হবে। এমন ধারনা করাটা ভুল।
কারন প্রত্যেকটা মানুষ এর যেমন আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি একেকটা ক্যামেরা এপস এর একেক রকম গুনাগুন লক্ষ্য করতে পারবেন।
হয়তবা কোনো এপসে আপনি কম পরিমানে ফিচার দেখতে পারবেন। আবার কিছু কিছু এপসে আপনি তুলনামূলক বেশি পরিমানে ফিচার লক্ষ্য করতে পারবেন।
কিন্তুু ভালো কোয়ালিটির বিউটি ক্যামেরা এপসে যেটুকুই ফিচার থাকুক না কেন। সেগুলো দিয়ে কিন্তুু আপনি অনেক ভালো মানের ছবি তোলা এবং এডিট করার কাজ করতে পারবেন।
তো কোন এপসে কি রকমের ফিচার রয়েছে। এবং আপনি ভালো মানের ছবি তোলার জন্য কোন ধরনের এপস গুলো ব্যবহার করবেন।
এবার আমি সেই বিষয় গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো।
তাই এই আর্টিকেল এর শুরু থেকে যেভাবে মনোযোগ দিয়ে পড়েছেন। সেই মনোযোগ টা কাজে লাগিয়ে এই আর্টিকেল এর বাকি অংশটিও পড়ে নিবেন।
কিভাবে বিউটি ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করব?
আমি আর্টিকেল এর শুরুতেই বলেছি যে, আপনি যদি অনলাইনে Beauty Camera লিখে সার্চ করেন।
তাহলে আপনার সামনে ডজন ডজন ক্যামেরা এপস এর লিষ্ট চলে আসবে।
যেগুলোর মধ্যে কিছু আসল এপস থাকবে। আর কিছু কিছু এপস শুধু আপনার মূল্যবান সময় গুলো নষ্ট করবে।
আর এই কারনে আপনি যদি অনলাইন প্লাটফর্মে একজন নতুন ইউজার হয়ে থাকেন। তাহলে কিন্তুু আপনাকে একটা কনফিউশনে পড়ে যেতে হবে।
কেননা, এতো গুলো এপস এর মধ্যে কোনটি ভালো আর কোনটি নিন্মমানের। সেটা আপনি বুঝে উঠতে পারবেন না।
তো আপনাকে যেন এই ভালো মন্দের বেঁড়াজালে পড়তে না হয়। সেজন্য আমি আমার চেস্টার কোনো প্রকার কমতি রাখবো না।
কেননা, আমি এখন আপনাকে আপনার কাঙ্খিত বিউটি ক্যামেরা এর সরাসরি ডাউনলোড লিংক প্রদান করবো।
যে লিংক এ ক্লিক করার সাথে সাথে আপনি একেবারে আসল ক্যামেরা এপসটি ডাউনলোড করে নিতে পারবেন।
এখন আপনি যদি বিউটি ক্যামেরা ডাউনলোড করতে চান। তাহলে আপনি নিচে যে Download Link দেখতে পাচ্ছেন।
আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে। এবং সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত এপসটি ডাউনলোড করতে পারবেন ৷
এখানে ক্লিক করে⇒ বিউটি ক্যামেরা ডাউনলোড করুন
তো যদি আপনি উপরে প্রদর্শিত লিংকে ক্লিক করেন।
তাহলে আমরা বিশ্বাস যে আপনার আর অরজিনাল বিউটি ক্যামেরা এপস ডাউনলোড নিয়ে আর কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না।
কেননা, উপরে দেয়া লিংকটি একেবারে শতভাগ অরজিনাল এপস ডাউনলোড করার লিংক।
বিউটি প্লাস ক্যামেরা পরিচিতি |New Beauty Plus Camera
আপনি বিউটি ক্যামেরা সম্পর্কে জানবেন অথচ বিউটি প্লাস ক্যামেরা সম্পর্কে জানবেন না। তা কি করে হয়!
বরং আপনাকে বিউটি প্লাস সম্পর্কেও বেশ ভালোভাবে জেনে নিতে হবে।
কারন, আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনেক আর্কষনীয় মানের ছবি তুলতে পারবেন।
আর এই এপসটি বর্তমান সময়ে এতো বেশি পরিমানে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
যা দেখে আপনিও রিতীমতো অবাক হয়ে যাবেন। আর এই জনপ্রিয়তা থাকার কারনে গুগল প্লে স্টোরে এই এপস এর ডাউন লোড করার পরিমান ১০০ মিলিয়ন এরও বেশি রয়েছে।
আপনি আরো দেখুন…
- টাকা আয় করার apps : কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়
- ছবি এডিট করার apps – সেরা ছবি এডিট করার সফটওয়্যার
- রেফার কিভাবে করে? রেফার করে ইনকাম
তো সেজন্য মূলত বিউটি ক্যামেরা নিয়ে আলোচনা করার পাশাপাশি বিউটি প্লাস ক্যামেরা নিয়েও যথেষ্ট আলোচনা করবো।
যেন আপনি এই এপস এর মাধ্যমে অনেক ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন।
বিউটি প্লাস ক্যামেরা কি?
মোবাইল এর জন্য ক্যামেরা জগতে যতো গুলো এপস রয়েছে। তার মধ্যে বিউটি প্লাস ক্যামেরা হলো শীর্ষে থাকা একটি এপস এর নাম।
যেখানে আপনি ছবি তোলা থেকে শুরু করে ছবি এডিট করা পর্যন্ত সমস্ত কাজ করতে পারবেন।
যা আপনার মোবাইল দিয়ে তোলা পিকচার গুলোর আর্কষনীয়তা বাড়াতে অনেক গুন সহায়তা করবে।
মূলত কোনো একটি পিকচার কে আর্কষনীয় করার জন্য যে সমস্ত ফিচার থাকার দরকার।
তার প্রায় সব গুলো ফিচার আপনি বিউটি প্লাস ক্যামেরা এপসে দেখতে পারবেন৷ সবচেয়ে মজার বিষয় হলো, এই এপসে এমন অনেক ধরনের প্রফেশনাল ফিচার রয়েছে।
বিউটি প্লাস ক্যামেরার কাজ কি?
সচারচর আপনি Beauty Plus Camera দিয়ে ২ ধরনের কাজ করতে পারবেন।
তার মধ্যে একটি হলো আপনি আপনার ফোনে থাকা ডিফল্ট ক্যামেরা বাদে এই এপস দিয়ে নিজের রুচি অনুযায়ী ছবি তুলতে পারবেন।
এতে করে আপনার মোবাইল এর ডিফল্ট ক্যামেরাটি যদি তুলনামুলক নিন্ম মানেরও হয়ে থাকে।
তাহলেও এ নিয়ে আপনাকে আর কোনো প্রকার চিন্তা করতে হবে না।
এছাড়াও বিউটি প্লাস ক্যামেরার আরও একটা বিশেষ দিক রয়েছে। সেটি হলো, আপনি যখন কোনো একটি ছবি তুলবেন ৷
সেই ছবি গুলোর যদি কোনো প্রকার সমস্যা থাকে ৷ তাহলে কিন্তুু আপনি সেই সমস্যা গুলো কে এডিটিং করার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন।
বলা বাহুল্য যে একটি ছবি কে আর্কষনীয় করার জন্য যতটুকু ফিচার থাকার দরকার হয়। তার প্রায় সব গুলো ফিচার আপনি এই বিউটি প্লাস ক্যামেরা এপসে দেখতে পারবেন।
আর আপনি এই ফিচার গুলো কোনো প্রকার অর্থ ব্যয় ছাড়াই নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন।
বিউটি প্লাস ক্যামেরা কিভাবে ডাউনলোড করব
ডাউনলোড সমস্যা আমাদের সবারই হয়ে থাকে। কারন যখন আপনি কোনো এপস আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে যাবেন।
তখনি আপনাকে বেশ অগ্নি পরীক্ষায় অংশগ্রহন করতে হয়। কেননা, এতো হাজার হাজার এপস এর ভিড়ে কোন এপস টি সঠিক আর কোন এপস টি ভুয়া।
তা কিন্তুু সহজে বুঝতে পারা যায়না।
কিন্তুু আজকে আমি আপনাকে এমন একটি Link শেয়ার করবো।
যে লিংকে ক্লিক করার পর আপনাকে আর আসল অ্যাপ নাকি নকল অ্যাপ তা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না।
যদি আপনি বিউটি প্লাস ক্যামেরা Apps ডাউনলোড করতে চান। তাহলে কোনো প্রকার চিন্তা না করে নিচে দেওয়া লিংকে হালকা করে চাপ দিন।
এখানে ক্লিক করে⇒ বিউটি প্লাস ক্যামেরা ডাউনলোড করুন
আপনি যদি উপরে প্রদর্শিত লিংকে ক্লিক করেন। তাহলে আপনি সরাসরি বিউটি প্লাস ক্যামেরা এপস টি ডাউনলোড করে নিতে পারবেন।
তবে লিংকে যদি কোনোরুপ সমস্যা থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপরে দেওয়া লিংক টি আপডেট করে নিবো।
বিউটি ক্যামেরার মত আরো কিছু জন্য প্রিয় মোবাইল
যদি আপনি ভেবে থাকেন যে, বর্তমান বিশ্বে শুধুমাএ বিউটি ক্যামেরা ভালো।
আর অন্যান্য ক্যামেরা এপস গুলো ভুয়া ৷ তাহলে বলবো আপনার ধারনা সম্পূর্ণ ভুল।
কেননা, বর্তমান সময়ে এমন অনেক ধরনের ক্যামেরা অ্যাপস আছে। যেগুলো দিয়ে আপনি আপনার সাধারন মোবাইল ফোনটি দিয়ে।
অনেক ভালো মানের আর্কষনীয় ছবি তুলতে পারবেন।
এরপরও আপনার মনে নানা রকম সংশয় থাকতে পারে। হয়তবা আপনি ভাবছেন যে, বিউটি ক্যামেরা তে যতগুলো ফিচার দেয়া থাকে।
সেগুলো মনে হয় অন্যান্য ক্যামেরা এপস গুলো তে দেওয়া থাকে না।
ভাই দেখুন, প্রযুক্তির এতো উন্নয়নের পেছনে বেশ বড় সড় ভূমিকা পালন করছে এপস ডেভলপাররা।
কেননা তাদের তৈরি করা এপস গুলো ব্যবহার করার ফলে আমরা আমাদের দৈনন্দিন জীবন কে অনেক বেশি সহজতর করতে সক্ষম হয়েছি।
আর এই কারনে মোবাইলের জন্য আর্কষনীয় সব ফিচার নিয়ে নিত্য নতুন ডেভলপারদের আগমন ঘটছে।
তো এদের কারনে আমরা একেকটি এপসে একেক রকম ফিচার ব্যবহার করতে সক্ষম হচ্ছি।
তো চলুন এবার আপনাকে আমি সেইসব ক্যামেরা এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো কিছুটা হলেও বিউটি ক্যামেরার মতো ফিচার সমৃদ্ধ।
Best Camera Apps For Android Mobile
এবার আমি আপনাকে এমন কিছু চমৎকার এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো।
যে এপস গুলো দিয়ে আপনি আপনার সাধারন মোবাইল ফোন দিয়ে অনেক আর্কষনীয় মানের ছবি তুলতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে এই এপস গুলো দিয়ে কোনো ছবি তোলার পর।
সেই ছবি কে নিজের চাহিদা মতো এডিট করে নিতে পারবেন।
০১| YouCam Perfect – Best Selfie Camera & Photo Editor
বর্তমান সময়ে অন্যান্য ক্যামেরা অ্যাপস গুলোর সাথে বেশ সমানতালে প্রতিযোগীতা চালিয়ে আসছে এই YouCam Perfect নামক এপসটি।
যেখানে আপনি সেলফি তোলার জন্য নানা রকম ফিল্টার ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এতে এমন সব ইন্টারেস্টিং স্টিকার এবং ইফেক্ট রয়েছে।
যেগুলোর মাধ্যমে আপনি অনেক সহজ ভাবে যে কোনো ছবি তুলে নিতে পারবেন।
০২| YouCam Makeup – Magic Selfie Cam & Virtual Makeovers
অন্যান্য এপস গুলোর তুলনায় বেশ জনপ্রিয়তা অর্জন করা একটি এপস এর নাম হলো YouCam Makeup.মূলত যারা বিনে পয়সার মেকাপ করতে পছন্দ করেন।
তাদের জন্য এই এপসটি অনেক বেশি হেল্পফুল হবে।
কেননা, একজন মানুষ কে মেকআপ করার জন্য যে যে সামগ্রীর প্রয়োজন হয়। তার প্রায় সবগুলো ই পাবেন এই এপসের টুলস হিসেবে।
তাই মেকাপ পাগলরা আর দেরী না করে এখনি এই এপস টিকে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিতে পারেন।
Camera Apps List For Mobile
ভাই, আমার দেখা মতে এমন শতশত ক্যামেরা এপস আছে। যেগুলো বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে আছে।
কিন্তুু আমি যদি একটি একটি করে বর্ননা করি। তাহলে কিন্তুু আর্টিকেল এর সাইজ অনেক বড় হয়ে যাবে।
আপনি আরো পড়ুন…
- কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করা যায় ?
- গুগল এডসেন্সের আয় বাড়ানোর উপায় – এডসেন্স ইনকাম বৃদ্ধি করার টিপ্স
- উদ্যোক্তা মানে কি? সফল উদ্যোক্তা হওয়ার উপায় কি
তাই আমি আপনাকে একটা লিষ্ট দিচ্ছি। আপনি নিচের লিষ্টের যে কোনো এপস পছন্দ হলে ব্যবহার করে দেখতে পারবেন।
তো বিউটি ক্যামেরা বাদে আর শত শত এপসের মধ্যে কিছু মানসম্মত ক্যামেরা অ্যাপস হলোঃ
- B612 – Beauty & Filter Camera
- HD Camera Selfie Beauty Camera
- BeautyCam
- BeautyPlus – Easy Photo Editor & Selfie Camera
- Candy camera – selfie, beauty camera, photo editor
- Sweet Candy Cam – selfie editor & beauty camera
আপনি যদি উপরের যে কোনো এপস ব্যবহার করেন। তাহলে আমার বিশ্বাস যে, আপনি এতে কোনো প্রকার হতাশ হবেন না।
কেননা, উপরের এপস গুলো দিয়ে অনেক ভালো ভালো কোয়ালিটিফুল ছবি তোলা সম্ভব।
বিউটি ক্যামেরা নিয়ে আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে আমি বিউটি ক্যামেরা নিয়ে একেবারে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। বিউটি ক্যামেরা ডাউনলোড করা নিয়ে আপনার যদি কোন সমস্যা হয়।
তাহলে নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করুন। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব।
আশা করি আজকের আলোচিত বিষয় গুলো আপনি বেশ ভালো ভাবে বুঝতে পেরেছেন।
বাংলা আইটি ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ