যখন আপনি আপনার গাড়ি উবারে ভাড়া দিবেন। তখন আপনাকে ভাড়া দেওয়ার সকল নিয়ম মেনে কাজ করতে হবে। আর সেই নিয়ম গুলোর মধ্যে অন্যতম হলো, ড্রাইভার রেজিষ্ট্রেশন করা।
মূলত সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে কি কি লাগে। তো বর্তমান সময়ে উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করার জন্য যেসব কিছুর দরকার হয়।
সেগুলো সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে কি কি লাগে?
উবার একটি জনপ্রিয় অনলাইন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম যা বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশেও উবারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
উবার ড্রাইভার হিসেবে যোগদান করে আপনিও একটি ভালো আয়ের সুযোগ পেতে পারেন। কিন্তু উবার ড্রাইভার হতে হলে আপনাকে প্রথমেই Uber driver registration করতে হবে।
(What are the requirements for Uber driver registration) যদি আপনি আপনার গাড়ি উবারে ভাড়া দিতে চান। তাহলে আপনার বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। এর পাশাপাশি রেজিষ্ট্রেশন করার সময় আপনার ব্যাক্তিগত তথ্য দিতে হবে।
আর এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই প্রয়োজনীয় বিষয় গুলোর শেয়ার করবো।
উবার নিয়ে আপনি আরোও দেখুন..
অনলাইনে উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে কি কি তথ্য দিতে হয়?
যখন আপনি অনলাইন থেকে গাড়ি ভাড়ার দেওয়ার জন্য ড্রাইভার রেজিষ্ট্রেশন করবেন। তখন সাইন আপ করার সময় আপনাকে যেসব তথ্য জমা দিতে হবে সেগুলো নিচে শেয়ার করা হলো। যেমন,
- আপনার সম্পূর্ণ নাম
- আপনার জন্ম তারিখ
- ইমেইল এড্রেস
- জাতীয় পরিচয়পত্র এর নাম্বার
- একটি সচল মোবাইল নাম্বার
- আপনার বসবাসের ঠিকানা
- নিজের সদ্য তোলা ছবি
তো প্রাথমিক ভাবে আপনি উপরের এই তথ্য গুলো দেওয়ার মাধ্যমে উবার অ্যাপস বা ওয়েবসাইট থেকে ড্রাইভার রেজিষ্ট্রেশন করার জন্য সাইন আপ করতে পারবেন।
উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে?
তো যখন আপনি উপরের এই তথ্য গুলো দিয়ে উবার সাইন আপ করবেন। তারপর গাড়ি ভাড়া দেওয়ার জন্য আপনাকে আরো প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হবে।
আর বর্তমান সময়ে যেসব ডকুমেন্টস এর দরকার হয়। সেই ডকুমেন্টস গুলো নিচে ধাপে ধাপে শেয়ার করা হলো। যেমন,
ড্রাইভার কাম পার্টনার এর ডকুমেন্টস
- Driving License
- National Identity Card
- Vehicle Registration
- Vehicle Tax Token
- Vehicle Insurance
- Vehicle Certificate of Fitness
পার্টনারের অধীন ড্রাইভার
- Driving License
- National Identity Card
গাড়ি চালক নয় এমন পার্টনার
- National Identity Card
- Vehicle Registration
- Vehicle Tax Token
- Vehicle Insurance
- Vehicle Certificate of Fitness
মূলত উপরের তালিকায় আপনি যেসব ডকুমেন্টস এর নাম দেখতে পাচ্ছেন। সেই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন করতে পারবেন।
তবে পরবর্তী সময়ে যদি আরো অন্যান্য ডকুমেন্টস এর দরকার হয়। তাহলে এই আর্টিকেলটি আপডেট করে দেওয়া হবে।
Faqs
উবার ড্রাইভার হতে হলে আমার বয়স কত হতে হবে?
উবার ড্রাইভার হতে হলে আপনার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
উবার ড্রাইভার হতে হলে আমার কী ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে?
উবার ড্রাইভার হতে হলে আপনার কাছে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই বাংলাদেশের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে। ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই একটি বৈধ গাড়ি চালানোর জন্য প্রযোজ্য হতে হবে।
উবার ড্রাইভার হতে হলে আমার গাড়ির কী ধরনের রেজিস্ট্রেশন ও বীমা থাকতে হবে?
উবার ড্রাইভার হতে হলে আপনার কাছে একটি বৈধ গাড়ির রেজিস্ট্রেশন ও বীমা থাকতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন ও বীমাটি অবশ্যই বাংলাদেশের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে। গাড়ির রেজিস্ট্রেশনটি অবশ্যই একটি বৈধ ব্যক্তিগত বা বাণিজ্যিক গাড়ির জন্য প্রযোজ্য হতে হবে। গাড়ির বীমাটি অবশ্যই একটি বৈধ দুর্ঘটনা বীমা হতে হবে।
উবার ড্রাইভার হতে হলে আমার মোবাইল ফোন কী ধরনের হতে হবে?
উবার ড্রাইভার হতে হলে আপনার কাছে একটি বৈধ মোবাইল ফোন থাকতে হবে। মোবাইল ফোনটি অবশ্যই একটি স্মার্টফোন হতে হবে এবং এতে উবার অ্যাপটি ইনস্টল থাকতে হবে।
উবার ড্রাইভার হতে হলে আমার কী ধরনের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে?
উবার ড্রাইভার হতে হলে আপনার কাছে একটি বৈধ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে। এই কার্ডটি ব্যবহার করে আপনি আপনার উবার ড্রাইভার অ্যাকাউন্টের জন্য Payment প্রদান করবেন।
পরিশেষে লেখকের কিছু মন্তব্য
এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল পাবলিশ করি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি উবার ড্রাইভার রেজিস্ট্রেশন করতে কি কি লাগে সে সম্পর্কে বিস্তারিত বলেছি।
তো এরপরও যদি আপনার মনে উবার ড্রাইভার রেজিষ্ট্রেশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করবেন।
আর এতক্ষন ধরে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।