আজকের দিনে ভিডিও থেকে অডিও করার সফটওয়্যার কোনগুলো? গান ডাউনলোড করার সফটওয়্যার কোনটি?
ভিডিও গান অডিও করার নিয়ম কি কি? – আপনাদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন গুলো জেগে থাকে।
আর দুঃখজনক হলেও সত্য যে, আপনি যদি এই প্রশ্ন গুলোর সঠিক উওর খুজে থাকেন ৷ তাহলে আপনি আপনার মনের মতো কোনো ধরনের উওর খুজে পাবেন না ৷
কেননা, এখনও কেউ এই উওর গুলো নিয়ে তেমন একটা কাজ করেনি।
তবে আজকের আর্টিকেলটি মূলত সেই উদ্দেশ্যে লেখা হয়েছে। কেননা, আজকের এই আর্টিকেলে আমি ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড করার যে সমস্ত বিষয় আছে।
তার প্রায় প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।
তো যদি আপনি ভিডিও গান অডিও করার অ্যাপ ডাউনলোড করতে চান।
কিংবা ভিডিও গান অডিও কনভার্ট করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চান।
তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে৷ তাই চেস্টা করবেন পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার।
ভিডিও গান অডিও করা যায় কি? | video থেকে audio করার কোন software আছে কি
আজকের দিনে এসেও আপনি যদি এমন প্রশ্ন করে থাকেন ৷ তাহলে বলবো আপনি প্রযুক্তির এই যুগে এসেও অনেক গুন পিছিয়ে আছেন ৷
কেননা, এখন আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও গান কে আপনার নিজের চাহিদা মতো অডিও ফাইলে কনভার্ট করে নিতে পারবেন।
যা প্রথমবার শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।
দেখুন, আমরা যদি কিছুটা অতীতে ফিরে যাই। তাহলে আপনি দেখতে পারবেন যে, সেই দিন গুলো তে যদি কোনো ভিডিও গান কে Audio করার দরকার হতো।
আপনার জন্য আরো লেখা…
- গানে ছবি লাগানোর সফটওয়ার মোবাইল এবং পিসির জন্য
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ
- সেরা ভিডিও এডিট করার সফটওয়্যার – [মোবাইল এবং পিসির]
তাহলে বিভিন্ন ধরনের Video Converter এর সফটওয়্যার ব্যবহার করা হতো। কিন্তুু এই কাজ করার জন্য যেসব সফটওয়্যার পাওয়া যেত।
সেগুলো শুধুমাএ কম্পিউটার ডিভাইসে ব্যবহার করা যেত।
কিন্তুু সময় অনেক বদলে গেছে। আর সেই সাথে আজকের দিনের প্রযুক্তিও অনেকটা উন্নত হয়েছে ৷
আর এই উন্নত প্রযুক্তির বদৌলতে আমরা অনেক অসাধ্য কাজ গুলোকে সম্পন্ন করতে পারছি। আর Video গানকে Audio করা তো বাম হাতের খেলা।
অতীতের দিন গুলোতে শুধুমাএ কম্পিউটার এর জন্য Video Converter Software থাকলেও আজকের দিনে আপনি এমন অনেক ধরনের অ্যাপস বা সব ধরনের ডিভাইস এর জন্য Website পাবেন ৷
যার মাধ্যমে আপনি অনেক সহজেই যে কোনো ধরনের ভিডিও গান কে অডিও করে নিতে পারবেন ৷
কিভাবে ভিডিও গান অডিও করা যায়?
অতীতের দিন গুলোতে বেশ কষ্টসাধ্য একটি কাজ ছিলো ভিডিও গান কে অডিও ফাইলে কনভার্ট করা। কারন সে সময়ে আমাদের ডিভাইস গুলোর জন্য তেমন কোনো ভালো সফটওয়্যার ছিলো না।
আর যে সফটওয়্যার গুলো ছিলো। সেগুলো দিয়ে কাজ করতে অনেক বেশি সময় ব্যয় করতে হতো।
কিন্তুু এখনকার দিনে আপনি খুব সহজেই যে কোনো ধরনের Video গানকে আপনার চাহিদা এবং সুবিধা মতো Audio গানে রুপান্তর করিয়ে নিতে পারবেন ৷
এবং বর্তমানে আপনার মতো এমন অনেক মানুষ আছেন৷ যারা মূলত ভিডিও গানকে অডিও গানে রুপান্তর করে আসছে।
তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই এমন কোন উপায় আছে।
যেগুলোর মাধ্যমে আপনি ভিডিও গানকে অডিও গানে কনভার্ট করতে পারবেন? – চলুন এবার এ বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারনা নেয়া যাক।
দেখুন, আগে যেমন কম্পিউটার ডিভাইস গুলোর জন্য নানা রকম Video Converter Software ছিলো, এখনও কিন্তুু কম্পিউটার এর জন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে।
তবে এর পাশাপাশি অনেক এপস ডেভলপার এর বদৌলতে আপনি এখন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে Android Apps এর মাধ্যমেও যে কোনো ধরনের ভিডিও কে অডিও গানে কনভার্ট করে নিতে পারবেন।
শুধু তাই নয়, আপনি যদি খুব কম সময়ের মধ্যে কোনো ভিডিও গান কে অডিও করার চেস্টা করেন ৷ তাহলে আজকের দিনে এমন অনেক Website রয়েছে।
যার মাধ্যমে আপনি শুধু ভিডিও গান সিলেক্ট করে দিবেন ৷
আর ওয়েবসাইট গুলো তাদের প্রোগ্রামিং এর মাধ্যমে অনেক অল্প সময় এর মধ্যে এক বা একাধিক ভিডিও গানকে অডিও গানে কনভার্ট করতে পারবে।
মোবাইল থেকে ভিডিও গান
আমাদের সবার মনে জাতীয় একটা প্রশ্ন হলো, অনলাইন কিংবা অফলাইন এর বড় বড় কাজ গুলো মোবাইল দিয়ে করা যাবে কিনা।
আর ঠিক একইভাবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, মোবাইল থেকে ভিডিও গান অডিও করা যাবে কি না।
তো চলুন এবার সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
দেখুন আজকের দিনে এমন অনেক ধরনের মোবাইল অ্যাপস আছে ৷ যার মাধ্যমে আপনি অনেক কম সময় এর মধ্যে Video To Audio Convert করতে পারবেন ৷
সবচেয়ে মজার বিষয় হলো আপনি পূর্বের তুলনায় অনেক কম সময়ের মধ্যে এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন ।
এছাড়াও আপনি যদি এসব এপস কে ইনস্টল করা ঝামেলার কাজ মনে করেন ৷ তাহলে আপনার জন্য আলাদা একটি পদ্ধতি আছে। সেটি হলো Website এর মাধ্যমে গান কনভার্ট করা।
হুমমম, আজকের দিনে আপনি এমন অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পারবেন। যে ওয়েবসাইট গুলোর মূল কাজ হলো ভিডিও গানকে অডিওতে কনভার্ট করা সম্ভব।
তো আপনি যদি ওয়েবসাইট এর মাধ্যমে এই কাজ গুলো করে থাকেন। তাহলে আপনাকে আর ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বে না।
ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড
যাক দেখতে দেখতে আপনি আর্টিকেল এর মূল টপিকে ফিরে এসেছেন। কেননা, এবার আপনি ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড করা নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
মূলত আপনি যে উদ্দেশ্যে এই আর্টিকেলে এসেছেন৷ সেই উদ্দেশ্য নিয়েই এবার আলোচনা করবো।
দেখুন আপনি যদি অনলাইন প্লাটফর্মে একেবারে নতুন হয়ে থাকেন। তাহলে এমন অবস্থায় ভিডিও গান অডিও করাতে আপনার বেশ অসুবিধা হতে পারে ৷
কেননা, আপনি যদি গুগলে গিয়ে Best Video To Mp3 Converter Apps লিখে সার্চ করেন। তাহলে কিন্তুু আপনার সামনে এমন শত শত অ্যাপস এর লিষ্ট চলে আসবে ৷
আপনি আরো দেখুন…
- ভিডিও জোড়া লাগানো সফটওয়্যার ডাউনলোড করুন
- ইউটিউব থেকে আয় করার উপায়
- ছবি পরিষ্কার করার সফটওয়ার ডাউনলোড করুন
আর এমন অবস্থায় আপনি বুঝে উঠতে পারবেন না যে, কোন অ্যাপস এর মাধ্যমে সঠিকভাবে এক বা একাধিক ভিডিও গানকে অডিও গানে রুপান্তর করা সম্ভব।
কিন্তুু আপনি যেন এই রকম অসুবিধায় না পড়েন ৷ সেজন্য এবার আমি বেশ কিছু ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড নিয়ে কথা বলবো।
যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই Video Convert করার কাজটি করতে পারবেন।
ভিডিও অডিও করার সফটওয়্যার
আপনার বোঝার সুবিধার জন্য আমি নিচে কিছু ভিডিও অডিও করার সফটওয়্যার এর লিষ্ট দিবো।
যেগুলো আপনার মতো এমন অনেক মানুষ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে। তাই চাইলে আপনিও সেই সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন।
তবে একটা কথা না বললেই নয়, তাহলো আজকে আমি যে অ্যাপস বা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সেগুলো কিন্তুু কোনো প্রকার প্রোমোশনাল নয়।
বরং আমি প্রথমে নিজে থেকে সেগুলো কে ব্যবহার করেছি। এবং ব্যবহার করার পর আমার কাছে ভালো লেগেছে। সেজন্য আপনাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করছি।
তো শত শত ভিডিও অডিও করার সফটওয়্যার এর মধ্যে কিছু ভালো ভিডিও অডিও করার সফটওয়্যার এর নাম হলোঃ
০১| Video to MP3 Converter App
শুধু একজন দুজন মানুষ নয় বরং আজকের দিনে প্রায় ১০০ মিলিয়ন এরও বেশি মানুষ ভিডিও গানকে অডিও তে কনভার্ট করার জন্য এই Android Apps টি ব্যবহার করে আসছে।
সেদিক থেকে বিবেচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে, এই অ্যপসটির কি পরিমান জনপ্রিয়তা রয়েছে। আর এতো মানুষ যদি ব্যবহার করতে পারে ৷
তাহলে আমার বিশ্বাস যে আপনারও এই অ্যাপস টি অনেক ভালো লাগবে।
এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, এই মোবাইল এপ্লিকেশন এর মধ্যে এমন কি আছে। যার ফলে আপনি যে কোনো Video কে অডিও করতে পারবেন?
যদি আপনার মনে এই প্রশ্নটি জেগে থাকে। তাহলে আপনাকে আরও একটু মনোযোগ দিতে হবে। কারন এবার আমি সেই বিষয় নিয়েই আলোচনা করবো।
যদি আপনি Video to Mp3 Audio Converter App টি ব্যবহার করে থাকেন। তাহলে আপনি অনেক ভালো মানের ফিচার ব্যবহার করতে পারবেন। যেমনঃ
Video to Mp3 Audio Converter App | (Feature)
যদি আপনি এই Converter অ্যাপস এর গুনাবলি সমন্ধে জানতে চান ৷ তাহলে সবার আগে আপনাকে এর ভেতরে থাকা Feature গুলো সম্পর্কে জেনে নিতে হবে।
যে ফিচার গুলোর মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও কনভার্ট করার কাজটি করতে পারবেন।
- আপনি অনলাইনে সচরাচর যে ভিডিও গান অডিও কনভার্ট করার সফটওয়্যার দেখবেন ৷ সেগুলো তে আপনি অনেক কম পরিমানে File Import করার সুযোগ পাবেন।
- যেমন, আপনি চাইলে আপনার কনভার্ট করা ভিডিও গানটি (.mp3) তে সেভ করে রাখতে পারবেন না। কিন্তুু আপনি যদি আমার বলা এই মোবাইল এপসটি ব্যবহার করেন। তাহলে আপনি মাল্টিপল এক্সটেনশন এ ফাইল সেভ করে রাখতে পারবেন। যেমন, (.mp3 /. acc)
- সবচেয়ে মজার বিষয় হলো, এটি হচ্ছে একটি ইউজার Friendly অ্যাপস। অর্থ্যাৎ আপনার যদি মোবাইল সম্পর্কে কোনো ধারনা না থাকে। তাহলেও আপনি খুব কম সময়ের মধ্যে এই Apps টি ব্যবহার করতে পারবেন।
- আর সত্যি যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন। তাহলে অবশ্যই এই এপস টি ব্যবহার করে দেখবেন।
- আরও একটা ভালো দিক হলো, এই এপসটির Size Varies with device যার ফলে আপনি যে কোনো ধরনের Android Mobile এ ব্যবহার করতে পারবেন।
- যদি আপনার ফোনটি অনেক পুরাতন হয়ে থাকে। তাহলেও আপনি একেবারে Smoothly ব্যবহার করতে পারবেন।
তো আমি যখন এই ভিডিও গান অডিও কনভার্ট করার সফটওয়্যার টি ব্যবহার করছিলাম।
তখন এই দিক গুলো আমার কাছে ভীষন ভালো লেগেছে। তবে এই Apps এ এমন আরও অনেক কিছু আছে।
যেগুলো আমার কাছে ভালো না লাগলেও আপনার অনেক ভালো লাগতে পারে। তাই একবার হলেও এই এপস টি ব্যবহার করে দেখবেন।
০২| Video To Audio Converter
আপনি জানলে অবাক হয়ে যাবেন কারন, এমন একটি মোবাইল এপ্লিকেশন আছে। যার একটাই কাজ, তাহলো ভিডিও কে অডিও করা।
আর সেই এপস এর নাম হলো, Video To Audio Converter. তো এটি হলো এমন একটি মোবাইল অ্যাপস।
যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিডিও File কে অডিও তে কনভার্ট করে নিতে পারবেন।
আমি যখন একটি গানকে অডিও করার জন্য Video To Audio Converter নামক এপস টি ব্যবহার করছিলাম।
তখন আমার কাছে এটি ভিষন ভালো লেগেছে। এর কারন হলো, আমি অনেক সময়ে এই অ্যাপস এর মাধ্যমে একটি ভিডিও গানকে অডিও তে Convert করতে পেরেছি।
এছাড়াও এর মধ্যে বিশেষ কিছু ফিচার (Feature) আছে। যেগুলোর কথা অবশ্যই আপনাকে বলতে হবে। কেননা, একটি মোবাইল অ্যাপসে যে এতো কিছু থাকতে পারে।
তা একে না দেখলে আমিও জানতে পারতাম না। তো চলুন এক নজরে দেখে নেয়া যাক এর ভেতরে থাকা ফিচার গুলো সম্পর্কে।
Video To Audio Converter | (Feature)
যদি আপনি ভিডিও টু অডিও কনভার্ট করার জন্য কাজ করেন। তাহলে অবশ্যই আপনার এই এপস কে ব্যবহার করা উচিত।
কেননা, এই অ্যাপস এর মধ্যে বিশেষ কিছু ফিচার আছে৷ যা আপনাকে অবশ্যই মুগ্ধ করে ছাড়বে। যেমন,
- অন্যান্য সফটওয়্যার এর তুলনায় এটির মাধ্যমে আপনি অনেক দ্রুত গতিতে কাজ করতে পারবেন।
- কেননা, এটি এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে অনেক কম সময় এর মধ্যে অধিক পরিমান ভিডিও গান কে অডিও তে কনভার্ট করা সম্ভব।
- উপরের ভিডিও গান অডিও করার অ্যাপ এর মতো এর সাইজও অনেক ছোট আকারের। আপনি যদি এই সফটওয়্যার টি আপনার ফোনে ইনস্টল করেন ৷ তাহলে আপনি দেখতে পারবেন যে, এই অ্যাপস এর সাইজ হলো মাএ 13mb
- এছাড়াও এই সফটওয়্যার টি বেশ ইউজার ফ্রেন্ডলি ৷ যার কারনে যে কোনো মানুষ এই সফটওয়্যার এর মাধ্যমে কাজ করে ভিডিও কে অডিওতে রুপান্তর করতে পারবে।
এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ফিচার আছে। যা আমি লিখে শেষ করতে পারবো না।
সেজন্য আপনার নিজে থেকেই এই ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করা উচিত।
তাহলে আপনি নিজে থেকে সব ফিচার এর সাথে পরিচিত হতে পারবেন ৷
০৩| Video to MP3 Converter – mp3 cutter and merger
ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড হিসেবে আজকের তৃতীয় মোবাইল এপস এর নাম হলো Mp3 Cutter and Merger by Inshot.
এই অ্যাপস এর জনপ্রিয়তা তুলনামূলক ভাবে অনেক বেশি রয়েছে। তাছাড়া সময় যতো অতিবাহিত হচ্ছে। এই অ্যাপস এর জনপ্রিয়তা ঠিক ততো বেশি বৃদ্ধি পাচ্ছে।
আপনি আরো পড়ুন…
- সফটওয়্যার কি ? সফটওয়্যার এর কাজ কি ও কত প্রকার?
- ছবি এডিট করার apps – সেরা ছবি এডিট করার সফটওয়্যার
- এন্ড্রয়েড মোবাইলে ভাইরাস দূর করার উপায়
যদি আপনি আপনার মোবাইল ফোনে Mp3 Cutter and Merger by Inshot নামক এই মোবাইল অ্যাপস টি ব্যবহার করেন।
তাহলে কিন্তুু আপনি অনেক বেশি পরিমানে ফিচার দেখতে পারবেন। আর সেই ফিচার গুলো আপনার কাজের অনেক সুবিধা এনে দিবে।
আপনি আরো পড়ুন
তো চলুন এবার সেই অ্যাপস এর ভেতরে থাকা লুকায়িত ফিচার গুলো সম্পর্কে একেবারে বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
Mp3 Cutter and Merger by Inshot | (Feature)
এই ভিডিও গান অডিও করার সফটওয়্যার এর মধ্যে এমন সব অসাধারন ফিচার রয়েছে। যেগুলো দেখলে আপনিও রিতীমতো অবাক হয়ে যাবেন।
কেননা, উপরে যতো গুলো সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলোর থেকে এই অ্যাপসটি একটু হলেও ভিন্নতা রয়েছে। যেমনঃ
- অন্যান্য ভিডিও গান অডিও করার সফটওয়্যার গুলোতে আপনি শুধু ভিডিও কে অডিও করার কাজ করতে পারবেন। কিন্তুু আপনি যদি এই Apps টি ব্যবহার করেন।
- আপনি কনভার্ট করার পাশাপাশি যে কোনো ধরনের অডিও গান কে Trim করে নিতে পারবেন। যা আমার কাছে অনেক ভালো একটা ফিচার মনে হয়েছে।
- এর মধ্যে কাজ করলে আপনি Export করার জন্য অনেক গুলো ফিচার দেখতে পারবেন। যেমন, mp3 / wav / HD তে যে কোনো ধরনের ফাইলকে এক্সপোর্ট করে নিতে পারবেন।
- মজার বিষয় হলো, যখন আপনি এই অ্যাপস এর মাধ্যমে কোনো ভিডিও গান কে অডিও করবেন ৷ তখন গানের কোনো অংশ যদি আপনার ভালো লাগে। তাহলে আপনি শুধু সেই অংশ টুকু কেটে নিয়ে সেভ করে রাখতে পারবেন ৷
তো আমার যেসব ফিচার ভালো লেগেছে। সেগুলো আমি আপনাকে জানিয়ে দিলাম। তবে এই এপস টি ব্যবহার করার পর আপনার যদি অন্য কোনো ফিচার ভালো লাগে।
তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
০৪| Video to Mp3 : Mute Video /Trim Video/Cut Video
এটি হল আজকের আর্টিকেলে আলোচিত সর্বশেষ ভিডিও কনভার্ট করার সফটওয়্যার। আজকের দিনে যার প্রচুর পরিমানে জনপ্রিয়তা রয়েছে।
আপনি জানলে অবাক হয়ে যাবেন, কারন Installs 5,000,000+ এরও বেশি মানুষ এই মোবাইল অ্যাপস টি ব্যবহার করে আসছে।
এর প্রধান কারন হলো, একটি অ্যাপস এর মধ্যে যে পরিমান ফিচার থাকার প্রয়োজন ৷ তার প্রায় সব গুলোই এর মাঝে বিদ্যমান রয়েছে। যেমনঃ
- প্রথমত আপনি যদি এই অ্যাপস টি ব্যবহার করেন। তাহলে কিন্তুু আপনি কনভার্ট করা সেই গান গুলো কে আপনার নিচের চাহিদা মতে Cut, Trim করে নিতে পারবেন।
- এছাড়াও এর মাধ্যমে আপনি চাইলে Audio File গুলো কে এডিটিং করতে পারবেন।
সত্যি বলতে যদি আপনার মোবাইল ঘাটাঘাটি করার অভ্যাস থাকে। তাহলে আপনি খুব সহজেই এই Android Application কে ব্যবহার করতে পারবেন।
Download Video to Mp3 App from Play Store
ভিডিও গান অডিও করার সফটওয়্যার নিয়ে শেষ কথা
ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড নিয়ে এটাই শেষ আলোচনা।
আর আমার যথেষ্ট বিশ্বাস আছে যে, আজকের ভিডিও গান অডিও করার অ্যাপ ডাউনলোড এর আর্টিকেলটি আপনার অনেক ভালো লেগেছে।
Bangla it blog এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ