বর্তমান সময়ে পাঠাও রাইড শেয়ার করেও মাসে হাজার হাজার টাকা আয় করা যায়। আর সে কারণে অনেকেই এখন এই কাজের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষন করছেন।
তবে আপনি যদি একজন পাঠাও রাইডার হিসেবে কাজ করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু Pathao Ride Sharing Policy ফলো করতে হবে।
আর একজন পাঠাও রাইডার এর জন্য যেসব নীতিমালা আছে। আজকের আর্টিকেলে আমি আপনাকে সেগুলো সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
পাঠাও রাইড শেয়ারিং নীতিমালা সংক্রান্ত তথ্য
দেখুন, শুধুমাত্র পাঠাও রাইড করার ক্ষেত্রে নয়। বরং যখন আপনি বাইক রাইড করবেন, তখন আপনাকে অবশ্যই ট্রাফিক রুলস আন্ড রেগুলেশন্স মানতে হবে।
আর স্বাভাবিক ভাবে বাইক রাইডার হয়ে যখন আপনি সেই রুলস গুলো অমান্য করবেন।
তখন আপনার আইন অমান্য করার জন্য কি পরিমান শাস্তি বা জরিমানা হবে। সেগুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
সিরিয়াল | অপরাধ | আইন |
০১ | চালক ফোন এ কথা বললে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
০২ | অবৈধ পার্কিং | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
০৩ | সিটবেল্ট না বাধলে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
০৪ | হেলমেট না থাকলে | সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা |
০৫ | ট্র্যাফিক সংকেত না মানলে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
০৬ | ভুয়া লাইসেন্স দেখালে | ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল |
০৭ | উল্টো পথে গাড়ি চালালে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
০৮ | নিষিদ্ধ হর্ন বাজানো | ৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
০৯ | রুট পারমিট ছাড়া যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
১০ | ওভার স্পিডিং | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
১১ | ফিটনেসবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
১২ | গাড়ির বডি মডিফিকেশন | ৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
১৩ | লাইসেন্স ছাড়া গাড়ি চালানো | ৬ মাসের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা |
১৪ | রেজিস্ট্রেশনবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
*উপরে উল্লেখিত আইন গুলো সকল রাইডার এর জন্য প্রযোজ্য |
পাঠাও রাইড শেয়ার করার নিয়ম গুলো কি কি?
উপরের টেবিলে আপনি যেসব আইন সম্পর্কে জানলেন। সেগুলো বাংলাদেশের সকল রাইডার এর জন্য প্রযোজ্য। আর আপনি যদি পাঠাও রাইডার হিসেবে কাজ করেন।
তাহলে আপনাকে পাঠাও কর্তৃপক্ষের দেওয়া নিয়ম গুলোও মেনে চলতে হবে। আর উক্ত নিয়ম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- পাঠাও রাইডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই পাঠাও এর ওয়েবসাইট বা অ্যাপস থেকে আপনার সকল ডকুমেন্টস দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
- পাঠাও থেকে প্রদত্ত জিপিএস এর উপর নির্ভর করা রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহার করতে হবে।
- আপনি যে গাড়ির মাধ্যমে রাইড শেয়ার করতে চান। সেই গাড়িটি বিআরটিএ এর নিবন্ধিত হতে হবে।
- আপনার বাইকের সাথে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখতে হবে।
- কোম্পানির রাইডার হিসেবে রেজিষ্ট্রেশন করা থাকলে অ্যাপ ছাড়া যাত্রী তুলতে পারবেন না।
- রাইড শেষে যে ভাড়া আসবে, যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া যাবেনা।
- আপনাকে অ্যাপ ব্যবহার করে যাত্রীকে নির্দিষ্ট স্থান থেকে গন্তব্য স্থানে পৌঁছে দিতে হবে।
- যাত্রীর সাথে কোনো ধরনের ভাড়া দামাদামি করতে পারবেন না। কারণ, অ্যাপসের মধ্যে যে ভাড়া থাকবে, আপনাকে সেটি নিতে হবে।
- কোনো যাত্রীকে রাইড দেওয়ার পর আপনি যে পরিমান অর্থ উপার্জন করবেন। সেখান থেকে পাঠাও কর্তৃপক্ষ কিছু অংশ কেটে নিবে।
- কোনো স্থানের ভাড়ার পরিমান সবসময় এক রকম থাকবে না। কারণ যখন যাত্রীর সংখ্যা বেশি হবে। তখন ভাড়াও কিছুটা বেশি হবে।
তো যদি আপনি একজন পাঠাও রাইডার হয়ে থাকেন। তাহলে আপনাকে যেসব নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম গুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।
আর আপনাকে অবশ্যই এই নিয়ম গুলো যথেষ্ট গুরুত্বের সাথে ফলো করতে হবে।
এছাড়াও আপনি যদি পাঠাও রাইড শেয়ারিং নীতিমালা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে এখানে ক্লিক করে তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিন।
পাঠাও নিয়ে আপনি আরোও দেখুন…
- পাঠাও কুরিয়ার ট্র্যাকিং | কিভাবে পাঠাও কুরিয়ার ট্র্যাকিং করতে হয়
- পাঠাও অফিস : সকল পাঠাও অফিসের ঠিকানা
- পাঠাও ডেলিভারি সার্ভিস | পাঠাও কিভাবে ডেলিভারি সার্ভিস দেয়
পাঠাও রাইডার নিয়ে আপনার জন্য আমাদের কিছুকথা
বর্তমান সময়ে পাঠাও হলো অন্যতম একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান। আর যখন কোনো একজন বাইক রাইডার পাঠাও এর সাথে যুক্ত হয়ে রাইড শেয়ারিং করবে।
তখন তাকে যেসব নিয়ম কানুন মানতে হবে। আজকের আর্টিকেলে সেই নিয়ম গুলোকে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।
তো আশা করি আজকের শেয়ার করা এই তথ্য গুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে।
আর আপনি যদি এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের Infoportal BD এর সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।