চাল ডাল হোম সার্ভিস | কিভাবে চাল ডাল হোম সার্ভিস নিতে হয়

আমাদের বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫০০ এরও বেশি স্টার্টআপ রয়েছে। তবে সেগুলোর মধ্যে ৯ তম স্থান দখল করা স্টার্টআপের নাম হলো চালডাল.কম

চাল ডাল হোম সার্ভিস | কিভাবে চাল ডাল হোম সার্ভিস নিতে হয়

যার মাধ্যমে আপনি আপনার বাজার করার প্রয়োজনীয় পন্য গুলো ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন।

তবে আমরা অনেকেই জানিনা যে, কিভাবে চাল ডাল হোম সার্ভিস নিতে হয়। আর তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

কারণ আজকে আমি আপনাকে চালডাল হোম সার্ভিস নেওয়ার সকল পদ্ধতি গুলোকে ধাপে ধাপে তুলে ধরবো। তাহলে চলুন Chaldal Home Service নিয়ে বিস্তারিত জেনে নেয়।

চাল ডাল হোম সার্ভিস কি?

দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের বাজার করার দরকার হয়। যেমন, চাল, ডাল, মসলা, ফলমূল ইত্যাদি। আর এই ধরনের পন্য গুলো ক্রয় করার জন্য আমরা আমাদের নিকটবর্তী বাজারে যাই।

সে কারণে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়। মূলত আপনার এই সময় ও শ্রমকে কমিয়ে আনার জন্য বিভিন্ন কোম্পানি দিচ্ছে হোম ডেলিভারি সার্ভিস।

যার মাধ্যমে আপনাকে আপনার প্রয়োজনীয় পন্য গুলো ক্রয় করার জন্য আর বাইরে যাওয়ার দরকার হবেনা। বরং আপনি অনলাইনের মাধ্যমে পন্য অর্ডার করবেন। আর সেগুলো আপনি নিজের ঘরে বসে সংগ্রহ করতে পারবেন।

তো যখন আপনি আপনার বাজারের প্রয়োজনীয় পন্য গুলো চালডাল অনলাইন মুদি স্টোর এর মাধ্যমে অর্ডার করবেন। তখন তারা আপনার ঠিকানায় এসে অর্ডার করা পন্য গুলো দিয়ে যাবে। মূলত এই প্রক্রিয়া কে বলা হয়, চালডাল হোম ডেলিভারি সার্ভিস।

চালডাল অফার সম্পর্কে…

চাল ডাল হোম সার্ভিস দেয় কি?

আপনারা অনেকেই এই প্রশ্নটি জিজ্ঞেস করেন যে, চালডাল হোম সার্ভিস দেয় কিনা। তো বর্তমান সময়ে চালডাল হোম সার্ভিস দেয়।

তবে যদি আপনি তাদের হোম ডেলিভারি সার্ভিস নিতে চান। তাহলে তাদের কার্যক্রম চলমান আছে এমন অঞ্চলের মধ্যে থাকতে হবে।

যেমন, বর্তমান সময়ে চালডাল.কম এর কার্যক্রম ঢাকার মধ্যে চলমান আছে। সেক্ষেত্রে যদি আপনি বর্তমান সময়ে ঢাকায় অবস্থান করেন। তাহলে আপনি চালডাল হোম ডেলিভারি সাভিস নিতে পারবেন।

তবে পরবর্তী সময়ে যদি অন্যান্য এলাকায় চালডাল এর কার্যক্রম শুরু হয়। তাহলে সেই এলাকা গুলোতে হোম ডেলিভারি সার্ভিস এর সুবিধা ভোগ করা যাবে। 

কি কি প্রডাক্ট চাল ডাল হোম সার্ভিস দেয়?

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মুদি স্টোর এর নাম হলো চালডাল ডট কম। যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পন্যের সমাহার।

তবে আমরা অনেকেই জানতে চাই যে, কি কি প্রডাক্ট চালডাল হোম সার্ভিস দেয়। আর বর্তমান সময়ে চালডাল থেকে যেসব প্রডাক্ট হোম ডেলিভারি সার্ভিস দেয়। সেই পন্য গুলোর নাম নিচে দেওয়া হলো। যেমন, 

01- Food Product

  1. Fruits & Vegetables
  2. Meat & Fish
  3. Cooking
  4. Sauces & Pickles
  5. Dairy & Eggs
  6. Breakfast
  7. Candy & Chocolate
  8. Snacks
  9. Beverages
  10. Baking
  11. Frozen & Canned
  12. Diabetic Food

02- Cleaning Supplies

  1. Dishwashing Supplies
  2. Laundry
  3. Toilet Cleaners
  4. Napkins & Paper Products
  5. Pest Control
  6. Floor & Glass Cleaners
  7. Cleaning Accessories
  8. Air Fresheners
  9. Disposables & Trash Bags
  10. Shoe Care
  11. Trash Bin & Basket

 03- Cleaning Supplies

  1. Personal Care
  2. Women’s Care
  3. Men’s Care
  4. Handwas
  5. Tissue & Wipes
  6. Oral Care
  7. Skin Care
  8. Talcum Powder
  9. Hair Color

 04- Health & Wellness 

  1. Keto Food
  2. Antiseptics
  3. Handwash & Handrub
  4. Herbal & Digestive Aids
  5. Food Supplements
  6. Face Masks & Safety
  7. Family Planning
  8. Mouthwashes, Inhaler & Balm
  9. Adult Diapers
  10. Medical Devices

 05 – Baby Care 

  1. Diapers
  2. Baby Food
  3. Baby Skincare
  4. Wipes
  5. Baby Oral Care
  6. Newborn Essentials
  7. Baby Accessories
  8. Feeders

তবে এগুলো ছাড়াও চালডাল.কম এর মধ্যে আরো বিভিন্ন ধরনের প্রডাক্ট আছে। যেগুলো বর্তমান সময়ে হোম ডেলিভারি দেয়। আর সেই প্রডাক্ট গুলো হলো, Home & Kitchen, Stationery & Office, Pet Care, Toys & Sports, Beauty & MakeUp, Fashion & Lifestyle, Vehicle Essentials ইত্যাদি। 

কিভাবে চাল ডাল হোম সার্ভিস নেওয়া যায়?

তো আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম যে, বর্তমান সময়ে চালডাল হোম ডেলিভারি সার্ভিস দেয়। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে, কিভাবে চালডাল হোম সার্ভিস নেওয়া যাবে।

আর যে নিয়ম গুলো ফলো করার মাধ্যমে আপনি চালডাল হোম সার্ভিস নিতে পারবেন। সেই নিয়ম গুলো নিচে ধাপে ধাপে শেয়ার করা হলো। যেমন, 

  1. সবার প্রথমে আপনাকে চালডাল ওয়েবসাইট বা অ্যাপস থেকে একাউন্ট করতে হবে। 
  2. তারপর আপনি যে পন্য গুলো ক্রয় করতে চান সেগুলো সিলেক্ট করতে হবে। 
  3. এরপর আপনার লোকেশন সঠিক ভাবে সিলেক্ট করে দিতে হবে। 
  4. সবশেষে আপনাকে পেমেন্ট করতে হবে।

তো এই যাবতীয় কাজ গুলো আপনি চালডাল এর মূল ওয়েবসাইট অথবা চালডাল এর অ্যাপস থেকেও করতে পারবেন। তবে চালডাল থেকে কোনো পন্য ক্রয় করার জন্য অবশ্যই আপনার একটি চাল ডাল একাউন্ট থাকতে হবে।

Faqs

চাল ডাল হোম সার্ভিসের ডেলিভারি চার্জ কত?

চাল ডাল হোম সার্ভিসের ডেলিভারি চার্জ প্রতিষ্ঠান এবং ডেলিভারির দূরত্বের উপর নির্ভর করে। সাধারণত, ডেলিভারি চার্জ ৫০ থেকে ১০০ টাকা হয়।

চাল ডাল হোম সার্ভিসের জন্য কোন কাগজপত্র লাগে?

চাল ডাল হোম সার্ভিসের জন্য সাধারণত কোনো কাগজপত্র লাগে না। তবে, কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার পরিচয়পত্রের ফটোকপি প্রদান করতে হতে পারে।

চাল ডাল হোম সার্ভিসের জন্য কি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়?

হ্যাঁ, চাল ডাল হোম সার্ভিসের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। অনেক প্রতিষ্ঠান অনলাইন পেমেন্ট গ্রহণ করে।

চাল ডাল হোম সার্ভিসের জন্য কি ক্যাশ অন ডেলিভারি করা যায়?

হ্যাঁ, চাল ডাল হোম সার্ভিসের জন্য ক্যাশ অন ডেলিভারি করা যায়। অনেক প্রতিষ্ঠান ক্যাশ অন ডেলিভারি গ্রহণ করে।

চাল ডাল হোম সার্ভিসের জন্য কি কোনো ছাড় পাওয়া যায়?

হ্যাঁ, চাল ডাল হোম সার্ভিসের জন্য অনেক প্রতিষ্ঠান ছাড় দেয়। আপনি যদি একজন নিয়মিত গ্রাহক হন, তাহলে আপনি ছাড় পেতে পারেন।

আপনার জন্য আমাদের শেষকথা

আজকের এই আর্টিকেলে আমি আপনাকে চাল ডাল হোম সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলেছি। আশা করি, এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হবেন।

তবে এরপরও যদি আপনার চালডাল হোম সার্ভিস সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করবেন।

আর বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেট তথ্য গুলো পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top